Khoai Publishing House

  • Home
  • Khoai Publishing House

Khoai Publishing House Our motto is ideally heading towards bringing up eminent and forthcoming authors for their new innov

রাঢ়বঙ্গের সংস্কৃতি যেমনই প্রাচীন তেমনই বিবিধ, তার নিদর্শন পরিলক্ষিত পূজা এবং দেবতা আরাধনায়।সময়, কাহিনী,রীতি, সবেতেই যেন ...
12/10/2025

রাঢ়বঙ্গের সংস্কৃতি যেমনই প্রাচীন তেমনই বিবিধ, তার নিদর্শন পরিলক্ষিত পূজা এবং দেবতা আরাধনায়।সময়, কাহিনী,রীতি, সবেতেই যেন অপরিসীম বৈচিত্রের প্রকটায় ঘটেছে। তেমনই ইতিহাস তুলে ধরতে, উৎস-বিবর্তন-ক্রমবিকাশের সত্য প্রকাশ্যে ১২০টি গ্রামদেবীর ইতিহাস বলতে আসছে আকাশ বিশ্বাসের 'রাঢ়বঙ্গের গ্রামদেবী'

বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বিষ্ণুক্রান্তার অন্তর্গত।ক্রান্তা বলতে তিনটি ভূখণ্ড।বিন্ধ্যপর্বতের উত্তর দিক অর্থাৎ বিন্ধ্...
26/09/2025

বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বিষ্ণুক্রান্তার অন্তর্গত।ক্রান্তা বলতে তিনটি ভূখণ্ড।বিন্ধ্যপর্বতের উত্তর দিক অর্থাৎ বিন্ধ্য থেকে মহাচীন অবধি যে ভূখণ্ড তা হল রথক্রান্তা।বিন্ধ্য থেকে বাংলাদেশ অবধি বিষ্ণুক্রান্তার অন্তর্গত এবং বিন্ধ্য থেকে সিংহল অবধি হল অশ্বক্রান্তা।

আঞ্চলিক দেব দেবী অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলে জনপ্রিয় ও অধিক প্রচলিত দেবী দেব।রথক্রান্তার আঞ্চলিক দেবী তারা, বিষ্ণুক্রান্তার কালী ও অশ্বক্রান্তার দেবী ললিতা।আশা করি আঞ্চলিক দেব দেবী অর্থ বোঝাতে পেরেছি।এইবার আসি গ্রামদেবীর পরিভাষায়।গ্রাম অনুযায়ী প্রচলিত ও জনপ্রিয় দেবী দেবতাকে গ্রামদেবী বলে অর্থাৎ আঞ্চলিক দেব দেবী ছোট ছোট বিভাগ।

সনাতন ধর্মে উল্লেখিত দেব দেবীরাই কেউ সরাসরি ভাবে, কেউ মিশ্রিত ভাবে বা কেউ বিবর্তিত হয়ে হয়েছেন গ্রামদেবী বা গ্রামদেবতা। সকলের পূজাই শাস্ত্রীয় মতে হওয়া সমুচিত কিন্তু যেহেতু সে নিয়ম গুলি কঠিন ও খরচ সাপেক্ষ তাই এক দল মূর্খ ও সুবুধাবাদি লোক তাদের পূজা সহজ করতে ও তাদের নিয়ে বিভিন্ন অপপ্রচার করার জন্য তাদের গায়ে লাগালেন 'লৌকিক' ট্যাগ।আদতে লৌকিক বলে কিছুই হয় না এবং সকলেই শাস্ত্র উল্লেখিত, তাই প্রমাণ করতে অবিভক্ত বর্ধমান নিয়ে এই ক্ষুদ্র প্রয়াস।

ধর্মনিরপেক্ষতার বিষে জর্জরিত হয়ে কিছু দুর্মতি কিছু দেবীদের নামের শেষে যোগ করলেন "বিবি"। আবার কিছু দেবীদের নামের শেষে যুক্ত হলো " বুড়ি"। বুড়ি বলতে চিহ্নিতা হন বনদেবী বনদুর্গা, তাই ইতিহাস ঘাটলে দেখা যায় এই বুড়িরা আদতে সকলেই প্রাচীন কালে বনে ছিলেন আর নাহলে এখন ও আছেন।এই বনদুর্গা তান্ত্রিক দেবী।চণ্ডী তো আদতেই পৌরাণিক ও তান্ত্রিক দেবী।চণ্ডী ও মনসা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী।ডঃ শিবেন্দু মান্না তার লেখায় দেবী চণ্ডীকে বাংলাদেশের লোকমাতৃকা বলেছেন, অর্থাৎ লোকেদের মধ্যে খুব প্রচলিত দেবী এই চণ্ডী।গোটা অবিভক্ত বাংলাদেশে ১০০ রও বেশী চণ্ডী আছেন।তবে চণ্ডী বা অন্য গ্রামদেবী নামকরণের ক্ষেত্রে বৈচিত্র পরিলক্ষিত হয়।কোথাও গ্রামের নামানুসারে তাদের নামকরণ, যেমন রাউতমণিতে রাউতানচণ্ডী আর জামনায় জামনাচণ্ডী।কোথাও আবার নামকরণ হয় ভূমিকা হিসেবে, যেমন ভাণ্ডারডিহি ও ময়না দুই স্থানে পূজিতা দেবী চণ্ডী, তার নাম ভাণ্ডারচণ্ডী অর্থাৎ দারিদ্র্নাশিনী।আবার প্রকাশের বস্তুর নামানুসারেও নাম হয়, যেমন রামনগরের নায়কালী, তিনি নাউ(নৌকা) রক্ষা করেন।এই ভাবেই জনসাধারণের ভক্তি, আস্থা ও সমর্পণের কেন্দ্রবিন্দু এই গ্রামদেবী।তাই আমার দায়িত্ব তাদের শাস্ত্রীয় প্রেক্ষাপট তুলে ধরে তাদের নিয়ে বহু দিনের প্রচলিত মিথ্যা ও ভিত্তিহীন ধারণামোচন করা অন্তত কোটি ব্রহ্মাণ্ডের মাতা দেবী ত্রিপুরসুন্দরী, তার হিরণ্যগর্ভ থেকেই প্রথম রচনা, তিনি পঞ্চকৃত্যপরায়ণা, তার কৃপাতেই নির্বিঘ্নে সাধিত হয় পঞ্চকৃত্য।সকল দেবী, দেবতা ও বাকি জড় চেতন সবেতেই তিনি বিদ্যমানা, প্রতি অনুতে তিনিই বাস করেন সর্বব্যাপিনী ব্রহ্ম হয়ে, আবার সকল কিছু তারই মধ্যে, তাই অশাস্ত্রীয় "লৌকিক" বলে কিছু নাই।আবার গ্রামদেবীদের ঘিরে বেড়ে উঠছে শিল্পও, যেমন মনসার বিশেষ ধরনের মূর্তি ও ঘট, ডোকরা বা পটচিত্রে গ্রামদেবী, যা আমিও বানাই।আবার এই দেব দেবীদের অর্পণে তৈরি হয় ছলন, যা মানতে ব্যবহৃত হয়।
প্রকাশিতব্য।

আজ, কাল এবং পরশু অব্দি চলবে এই অফার।চটপট অর্ডার করে ফেলুন।www.boichitro.in ওয়েবসাইট থেকে।
25/06/2025

আজ, কাল এবং পরশু অব্দি চলবে এই অফার।
চটপট অর্ডার করে ফেলুন।
www.boichitro.in ওয়েবসাইট থেকে।

খোয়াই পাবলিশিং হাউসের তরফ থেকে সাহিত্যিক শ্রী রাজাধিরাজ ভট্টাচার্যের জন্মদিনে রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা।
06/06/2025

খোয়াই পাবলিশিং হাউসের তরফ থেকে সাহিত্যিক শ্রী রাজাধিরাজ ভট্টাচার্যের জন্মদিনে রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা।

সিকিমের সিল্করুট, সেখানেই চলছে দিঠির লেখা গল্পের উপর জিষ্ণুর তৈরি করা সিনেমার শুটিং। আর সেই শুটিং দেখতে গিয়ে দিঠি আর অয...
01/06/2025

সিকিমের সিল্করুট, সেখানেই চলছে দিঠির লেখা গল্পের উপর জিষ্ণুর তৈরি করা সিনেমার শুটিং। আর সেই শুটিং দেখতে গিয়ে দিঠি আর অয়ন জড়িয়ে গেল এক রহস্যে, বেশ কয়েকটি খুনের পর ওরা কি ধরতে পারবে আসল অপরাধীকে? কেন সে এভাবে মানুষ মারছে? ঘাটশিলায় বন্ধ হওয়া কপার প্ল্যান্টের আড়ালে লুকিয়ে আছে কোন রহস্য? অপরেশবাবুর মোসাবনির ডায়রি বইটি প্রকাশের পর কোথায় হারিয়ে গেলেন উনি? বন্ধ ফ্যাক্টরির ভেতর কী হয় মাঝরাতে? কী লিখেছিলেন উনি নিজের বইতে? অয়ন ও দিঠি ঘাটশিলা এই রহস্যজাল ভেদ করতে পারবে কি? কোথায় হারিয়ে গেল ঋষিতা? বিহানের জীবনে লুকিয়ে আছে কোন রহস্য! এবার হারিয়ে গেল বহ্নি, দিঠি কি খুঁজে পাবে ওকে? ডার্ক ওয়েবে চলছে কিসের ব্যবসা? কাকে ভয় পাচ্ছে নেহা? অন্তর্জালের আড়ালে যে নোংরা ব্যবসা চলছে তা কি ভাঙতে পারবে দিঠি আর অয়ন? বিয়ের কয়েকদিন আগে হারিয়ে গেল নিশান। কিন্তু কেন? জীবন মৃত্যুর মাঝে ঠিক কতটা ব্যবধান? মৃত্যুকে এড়াতেই তো সবাই চিকিৎসকের কাছে ছুটে যায়। সুস্থ থাকবে বলেই চিকিৎসা করায়, কিন্তু সেই চিকিৎসা যখন ব্যবসায় পরিণত হয় তখন মানুষের জীবনের নাম কতটুকু? এই বৃহৎ চক্রান্ত জালে জড়িয়ে যায় অয়ন ও দিঠি। পারবে কি সেই জাল কেটে দোষীকে আইনের হাতে তুলে দিতে? পারবে কি নিশানকে খুঁজে বার করতে। এমন চারটে টানটান উপন্যাসিকা রয়েছে এই দুই মলাটে।

🔶রহস্যসন্ধানী অয়ন ও দিঠি (দ্বিতীয় খণ্ড)
🔶দেবদত্তা বন্দ্যোপাধ্যায়
🔶বিষয়: রহস্য উপন্যাস
🔶মুদ্রিত মূল্য: ₹300
🔶প্রকাশক:
🔶বইটি কিনতে যোগাযোগ করুন: +91 9831806715
🔶অনলাইনে কিনুন: https://www.amazon.in/Sandhani-Detective-Bestselling-Debdutta-Bandopadhyay/dp/B0D1XY12K7/ref=sr_1_1

যাত্রাপথ শুরু ২০২১ সালের ২৪ এ ডিসেম্বর।মধু মিত্তির প্রথম খণ্ড প্রকাশ করেছিলেন প্রবাদ প্রতিম সাহিত্যিক স্বর্গীয় শ্রী ষষ্...
01/06/2025

যাত্রাপথ শুরু ২০২১ সালের ২৪ এ ডিসেম্বর।
মধু মিত্তির প্রথম খণ্ড প্রকাশ করেছিলেন প্রবাদ প্রতিম সাহিত্যিক স্বর্গীয় শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় মহাশয়ের হাত ধরে। এই আশীর্বাদ আমাদের কাছে অমূল্য।

অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এর মধু মিত্তির সিরিজের তিনটি বই পাওয়া যাচ্ছে বৈচিত্র তে ও কলেজ স্ট্রিটের সর্বত্র।

https://boichitro.in/shop/?swoof=1&post_type=product&orderby=popularity&pa_publisher=khoai&pa_authorname=arijit-bandyopadhyay

গতকালের সাপ্তাহিক বর্তমানে সাংবাদিক প্রবীর ঘোষালের বই "রাজনীতির রঙ্গমঞ্চে মমতা ও অন্যরা"বইটির রিভিউ।ধন্যবাদ জানাই সাপ্তা...
01/06/2025

গতকালের সাপ্তাহিক বর্তমানে সাংবাদিক প্রবীর ঘোষালের বই "রাজনীতির রঙ্গমঞ্চে মমতা ও অন্যরা"
বইটির রিভিউ।
ধন্যবাদ জানাই সাপ্তাহিক বর্তমানের টিম কে।

গ্রামে ভয়ঙ্কর সব মৃত্যু রহস্য, কারো শরীরে এতটুকুও রক্তবিন্দু অবশিষ্ট নেই। কোনো জানোয়ার নাকি কোনো পিশাচ, কার কবলে পড়ল ...
31/05/2025

গ্রামে ভয়ঙ্কর সব মৃত্যু রহস্য, কারো শরীরে এতটুকুও রক্তবিন্দু অবশিষ্ট নেই। কোনো জানোয়ার নাকি কোনো পিশাচ, কার কবলে পড়ল গোটা গ্রামবাসী। শিশুর কলিজা আর সদ্য বিবাহিত নারীর টাটকা রক্তই তার প্রিয় খাদ্য। আবার কোনো গ্রামে বিয়ের কথা উঠলেই শুরু হয়ে যায় তার ওপর পৈশাচিক অত্যাচার। তাকে চোখে দেখা যায়না শুধু অনুভব করা যায়। এক ভয়ঙ্কর কাম পিশাচ। সব সমস্যার সমাধান করতে কি তিনি পারবেন? টান টান রহস্যময় দুটো গল্প নিয়ে সাধনার আর এক নাম "সাধন তান্ত্রিক"।

🔶শয়তান সংহারে সাধন তান্ত্রিক
🔶বিশ্বজিৎ হালদার
🔶বিষয়: তন্ত্র ও ভূত
🔶মুদ্রিত মূল্য: ₹200
🔶প্রকাশক:
🔶কিনতে যোগাযোগ করুন: +91 9831806715
🔶অনলাইনে কিনুন: https://www.amazon.in/Sanghare-Tantrik-Bestselling-Biswajit-Trending/dp/B0D1YDN9CP/ref=sr_1_fkmr0_1

কয়েকবছর প্রেমপর্বের পর ২০২২ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হলো ঋক ও মিঠি। মধুচন্দ্রিমায় কাশ্মীর যাওয়ার ইচ্ছে থাকলেও ...
31/05/2025

কয়েকবছর প্রেমপর্বের পর ২০২২ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হলো ঋক ও মিঠি। মধুচন্দ্রিমায় কাশ্মীর যাওয়ার ইচ্ছে থাকলেও শেষমেষ মধুচন্দ্রিমার নামে মেঘালয়ের পাহাড় ট্র‍্যাকিং করে ফিরে এলো দুজন। কিন্তু কাশ্মীর যেন এক অমোঘটানে টানছিল এই দম্পতিকে। সেইভাবে টানছিল এক অজানা রহস্য। আসলে যেখানে সোমদার নাম থাকে সেখানে রহস্য থাকবে না তাই বা কী করে সম্ভব। উপহার হিসেবে কাশ্মীরের টিকিট কেটে দিয়েছেন সোমদা।

শেষমেষ গুলমার্গ পৌঁছালো দুজনে। অগ্রিম বুকিং থাকার সুবাধে উঠেছিল হোটেল খালিদ এ। ঠিক আগামীদিন সকালে হোটেলের হলরুম থেকে চুরি হয়ে যায় শাক্যমুনি বুদ্ধের মূর্তি। চারদিকে থেকে বন্ধ হলরুমে ভেতরে কাঁচের বাক্স ভেঙে চুরি করে মূর্তিটি।

প্রশ্ন ওঠে কে করল চুরি? কীভাবে করল চুরি? কখন করল চুরি?
তার চেয়েও বড় প্রশ্ন ওঠে একজন ভিন্নধর্মী হোটেল মালিকের কাছে শাক্যমুনি বুদ্ধ কেন? কী এই বুদ্ধের গল্প? কোথায় পেলেন এই মূর্তি?

বোধি বৃক্ষের তলায় বসে হাঁড় কঙ্কাল বেরিয়ে থাকা এক বুদ্ধ মূর্তি।

প্রশ্ন ওঠে কীভাবে হবে এই রহস্য সমাধান? ঋক ও মিঠি পারবে এই রহস্য সমাধান করতে? নাকি শেষমেষ সোমদা…….

এই উপন্যাস শুধু রহস্য উপন্যাস নয়,সাথে আছে আরো অনেক কিছু। এক নতুন ধরণের লেখনশৈলী ব্যবহার করেছেন লেখক। হয়তো কারো চেনা অথবা অচেনা সেই লেখকশৈলী।

কলেজ স্ট্রিট এ পাওয়া যাচ্ছে সর্বত্র।
অনলাইনে কেনার লিংক।

https://boichitro.in/?product=jokhon-kotha-bole-buddha-deep-mahanti

উলঙ্গ আকাশ থেকে ঝরে পড়া কুয়াশার স্বপ্ন গায়ে মেখে এক বোহেমিয়ন এগিয়ে চলেছে বাইক নিয়ে। এদেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জান...
31/05/2025

উলঙ্গ আকাশ থেকে ঝরে পড়া কুয়াশার স্বপ্ন গায়ে মেখে এক বোহেমিয়ন এগিয়ে চলেছে বাইক নিয়ে। এদেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জানাই তার উদ্দেশ্য। অচেনা পাহাড়-গ্রাম-শহর-নদী-নালা-শহর পেরিয়ে সে এগিয়ে চলেছে অজানার খোঁজে।
যৌবনের গরম রক্ত আর উড়নচণ্ডী জীবন যাপনের নেশা তাড়িয়ে নিয়ে বেড়ায় সেই যুবককে। নিজের পড়াশুনা এবং সৃষ্টির রহস্যকে জানতে সে জ্ঞানবৃদ্ধ সন্ন্যাসীদের একের পর এক প্রশ্ন করে চলে। ক্রমশ বিভিন্ন হারিয়ে যাওয়া তন্ত্র-সূত্রের হদিস পায়, যার বিস্তৃতি দেশ-কাল সময় ছাপিয়ে এই মহাবিশ্বে ব্যাপ্তি লাভ করেছিল কোনও একসময়।
আপনার আমার মত সাধারণ মানুষের মধ্যে জমে থাকা প্রশ্নর অজানা উত্তরগুলো যখন বৃদ্ধ জ্ঞানী সন্ন্যাসীদের মুখনিঃসৃত হয় তখন, সেগুলো ছাপার অক্ষরে আসে এই বইয়ের মাধ্যমে।
আশ্চর্যের বিষয় একটাই, সেই বাইক আরোহীকে অনেকটাই আমার মতো দেখতে।

🔶বইয়ের নাম: বোহেমিয়ানের সাধুসঙ্গ (প্রথম খণ্ড)
🔶লেখক: রাজাধিরাজ ভট্টাচার্য্য
🔶বিষয়: রহস্য রোমাঞ্চ উপন্যাস
🔶প্রকাশক:
🔶বইটি কিনতে যোগাযোগ করুন: 91 9831806715
🔶অনলাইনে কিনুন: https://www.amazon.in/Bohemianer-Sadhusanga-Hardcover-Bhattacharya-khoai-publishing-house/dp/B0C6TJT19T/ref=sr_1_18

Address

6/1, Abhoy Bidya Lanker Road, Nearby Tawa Restaurant And Beside The Homeo Cure

700060

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Friday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00

Telephone

+919748261691

Alerts

Be the first to know and let us send you an email when Khoai Publishing House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khoai Publishing House:

  • Want your business to be the top-listed Media Company?

Share