Janagan জনগন

Janagan জনগন We are Social Media Influencer and Digital Creator. We serve actual event and incident to the people.

Quote source Aritra Datta Banik.
26/08/2024

Quote source Aritra Datta Banik.

শুভ জন্মাষ্টমী ✨
26/08/2024

শুভ জন্মাষ্টমী ✨

আজ 11 আগষ্ট, শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস। তৎকালীন হাইকোর্ট এর সেই মৃত্যু পরোয়ানা।
11/08/2024

আজ 11 আগষ্ট, শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস। তৎকালীন হাইকোর্ট এর সেই মৃত্যু পরোয়ানা।

11/08/2024

আর জি কর-এ এতো বড়ো একটা নারোকিয়ো ঘটনা ঘটার পর ও লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহার করা মেয়েদের দেখলাম না এখনো কোনো প্রতিবাদ করতে, একটা ছোট্ট পোস্ট ও দেখলাম না । আচ্ছা, ফেসবুক কি শুধুই নাচ গান করার জন্য???? মেয়েদের উপরে এই ভয়ংকর সম্মানহানি, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা দেখেও যদি তোমরাই চুপ থাকো ব্যক্তিগত স্বার্থে, তাহলে শুনে রাখো, এই ঘটনা একদিন তোমার সাথেও ঘটবে, তোমার মেয়ের সাথে ও ঘটবে, তোমার বোনের সাথে ও ঘটবে। সেদিন বুঝবে তোমাদের এই চুপ থাকা কতটা ভুল ছিলো।

08/08/2024

ধৈর্য ধরে পুরো লেখাটা পড়ার অনুরোধ রইলো 🙏🙏🙏 আপনারা এই লেখার সত্যতা যাচাই করতে চাইলে, ইন্টারনেটে বা সারা পৃথিবীর অসংখ্য লেখকের বই পেয়ে যাবেন। অথবা তৎকালীন পৃথিবীর সব খবরের কাগজ গুলো ইন্টারনেটে পেয়ে যাবেন।
✒️.. তৎকালীন পশ্চিম পাকিস্তানের নারোকীয় অত্যাচার ও বঞ্চনার প্রতিবাদে, পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের মানুষ নিজেরাই শেখ মুজিবের নেতৃত্বে মুক্তি যুদ্ধ শুরু করে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর প্রবল অত্যাচারে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তারা হাজার হাজার মেয়ে কে ধর্ষণ করে। এক প্রকার বাধ্য হয়ে মুক্তি যোদ্ধারা ভারতের সাহায্য চায়। তৎকালীন ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী কথা দেন সর্বশক্তি দিয়ে পাশে থাকবেন। শুরু হয় 1971 এর যুদ্ধ এবং জয়লাভ। এই পৃথিবীতে বাংলাদেশ নামক একটা স্বাধীন দেশ তৈরী হয়। এই পর্যন্ত মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যেটা অনেকেই জানেন না...................
বাংলাদেশ তৈরি হওয়ার পর অনেক বছর ধরে আরব দেশ গুলো বাংলাদেশ কে মানতে চাননি, তারা বাংলাদেশ কে স্বীকার করতো না। এমনকি হজ যাত্রার জন্য ভিসা ও দিতো না। ভারত তখনও বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং প্ল্যান করে। তখন বাংলাদেশী রা প্রথমে ভারতে আসতো.. তারপর এখান থেকে স্পেশাল একটা পাসপোর্ট আর ভিসা নিয়ে তবেই হজ করতে যেতো। প্রথম প্রথম বাংলাদেশের অর্থনীতি এতো খারাপ ছিলো যে, তারা খেতেই পেতো না। তখন ভারত অনেক বছর ধরে তাদের কে বিনা মূল্যে সব রকম খাবার দিতো।

আর আজ সোশাল মিডিয়াতে যে বাংলাদেশী রা ভারত কে গালি দেয়, তারা জানেই না যে ভারতের স্যাটেলাইট তারা সম্পূর্ন ফ্রি তে ব্যবহার করেই ইন্টারনেট চালায় 😂

আর আজ তারা সেই ভারত.. সেই ইন্দিরা গান্ধী... সেই শেখ মুজিব কে মুছে ফেলতে চাইছে। ভাবলেই অবাক লাগে।

ইতিহাস আপনাকে মনে রাখবে এক অবিসংবাদী নেতা হিসেবে। একজন প্রকৃত সৎ নেতা। আপনি ইতিহাসের tragic hero হয়ে থেকে যাবেন এই বাংলা...
08/08/2024

ইতিহাস আপনাকে মনে রাখবে এক অবিসংবাদী নেতা হিসেবে। একজন প্রকৃত সৎ নেতা। আপনি ইতিহাসের tragic hero হয়ে থেকে যাবেন এই বাংলার মানুষের আত্মাতে❤️

08/08/2024
সাত কোটি সন্তানরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করো নি 😢
07/08/2024

সাত কোটি সন্তানরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করো নি 😢

06/08/2024

সৈরাচারী হাসিনাকে উৎখাত করাই নাকি তোদের প্রধান লক্ষ ছিলো? তা থাকতেই পারে, তিনি উৎখাত হয়েছেন। কিন্তু তারপর থেকে যেটা করছিস, সেটা বজ্জাতি । যে মানুষটা নিজের জীবন দিয়ে বাংলাদেশ নামক একটা নতুন দেশ তোদের উপহার দিয়ে গেলেন, আজ তার সাথে তোরা যেটা করলি, তা কোনও সভ্য জাতি করে না।
শুনছি তোরা নাকি নতুন করে স্বাধীন হয়েছিস, তা হতেই পারিস, কিন্তু মানুষ হতে পারিসনি । ছি....!

তোরা অসভ্য
তোরা বর্বর
তোরা বজ্জাত

Good morning 🌞
22/07/2024

Good morning 🌞

শুভ রথ যাত্রা
07/07/2024

শুভ রথ যাত্রা

05/07/2024

আজ দুটো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, Z 24 ঘন্টার সঞ্চালিকা মৌপিয়া নন্দী-র পদত্যাগ আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের পরাজয়।

05/07/2024

Hathrash incident.
হাথরাশ দুর্ঘটনা 😢

01/07/2024

আমাদের রাজ্যের উত্তর দিনাজপুরের গত কালের ঘটনা

26/06/2024

1996 সালের এক মধ্য রাতে এরকম এক হকার উচ্ছেদ অভিযান হয়েছিলো CPIM এর আমলে। তার ফল কি হয়েছিলো, তা সবাই জানেন।

22/06/2024

World Yoga Day, বিশ্ব যোগ দিবস পালন।

#বিজেপি

06/06/2024

লোকসভা ভোট
#লোকসভা

04/06/2024

ভোটের রেজাল্ট বেরোনোর পরে নীতীশ কুমার 🤣
#লোকসভা

20/01/2024

সবার এই ব্যাপার টা ভেবে দেখা দরকার।

16/01/2024

শুভ নববর্ষ বন্ধুরা

Address

Kolkata
743374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janagan জনগন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Kolkata

Show All