02/04/2023
কি বললে? কি খুঁজছো আমার কাছে!!
''সত্যিকারের ভালোবাসা' !! হাহাহা।
আগে তো জানতে হবে এই 'সত্যি' কি? আর 'ভালোবাসাই' বা কি!!
' সত্যি ' ,,,,,,!!
সত্যির তো অনেক ধরন,,, তুমি ঠিক কোন ধরনের সত্যির সন্ধানে?
আমি কিন্তু মিথ্যে প্রত্যাশা দিয়ে সত্যির স্বপ্নে গা ভাসাতে পারবো না। আমার সত্যি মানে যেটা প্রকট , যেটা স্পষ্ট , যেটা ঠিক, আর যতটুকু সম্ভব ব্যস ততটুকুই।
আর ' ভালোবাসা ',,,,, !!
জেনে রাখো, ভালোবাসার আসল স্বাদ কিন্তু ত্যাগে, প্রাপ্তিতে নয়। এই যেমন ধরো - প্রকট গরমে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তবেই তার উপস্থিতির মর্ম বোঝা যায়, বিদ্যুৎ এর উপস্থিতিতে আমরা তার মর্ম বুঝি না। ঠিক তেমনটাই হলো ভালোবাসা। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, অর্থাৎ বুঝতে পারা, বোঝা হয়ে ওঠা নয় । ভালোবাসা মানে পাশে থাকা, আর একসাথে ভালো কিছু মুহূর্ত কাটানো, যা সারা জীবনের অসময়ের রসদ হতে পারবে। এই মুহূর্ত গুলোর সমৃচারণ ই দেবে মন খারাপের রাতেও মুক্ত বাতাসের যোগান।
ভেবোনা ত্যাগ মানে হারিয়ে ফেলা। ত্যাগ মানে একটা সময়ের পরে চোখের সামনে এই প্রকট শরীরটাকে না দেখতে পেলেও তার প্রচ্ছন্ন অবয়ব টার সুখ আস্বাদন করা। ত্যাগ মানে শুধুমাত্র নিজের কিংবা প্রিয় মানুষটির স্বার্থে একে অপরকে ছেড়ে প্রেমকে মিথ্যে অনুদান দেওয়া নয়, বরং সমস্ত বাধাকে নিপুণভাবে অতিক্রম করে প্রেমকে ভালো থাকার দর্পণ করে তোলা। এবং এই কাজের দায়ভার উভয় পক্ষের উপরেই বর্তায়।
অন্যথায় এক হাতে প্রেমের গোলাপ ফোঁটাতে গেলে সমস্যা বাড়ে এবং প্রেম তো দূর, বন্ধুত্ব নামক শেষ অবলম্বন টুকুও বিলুপ্ত হয়।
❤️সত্যি ভালোবাসা❤️
✍️ অরিজিৎ চক্রবর্ত্তী দুষ্টু