এক্সিট পোল কে ভুল প্রমাণ করে আবারও বাংলায় জোড়া ফুলের জাদু। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই সারা বাংলা জুড়ে উড়েছে সবুজ মেলায় উড়ছে সবুজ আবির।
'নব রস'-এ জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল তিথি দাস এবং Dropsplay প্রেজেন্টস 'মুদ্রা Graphy
বারাসাত D.M Office- এ মনোনয়ন পত্র জমা দেবার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী সুজন চক্রবর্তী এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার।
তৃতীয় দফার নির্বাচন শেষের পর মনোনয়ন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে বারাসাতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সমর্থনে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, অদিতি মুন্সি এবং চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য সমর্থকরা।
ধাপে ধাপে এগিয়ে চলেছে লোকসভা নির্বাচন। জোড়াফুল/পদ্মফুল/বাম। সাধারণ মানুষ কাকে যোগ্য মনে করছে? জনগণের জনমত জানতে যাদবপুরের পথ চলতি সাধারণ মানুষের সাথে বাংলার পর্ব।
পশ্চিমবঙ্গ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিলেন। রাজ্য রাজনীতি থেকে দেশের বর্তমান অবস্থা, বেকারদের আর্তনাদ, শিক্ষক দুর্নীতির মত প্রায় সকল বিষয়ের উল্লেখ রয়েছে এই বার্তায়। বামপন্থী যুবদের AI নির্মিত এই বার্তা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং। আসুন দেখেনি এই বার্তা।
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে প্রিসিয়াস মোমেন্টস ক্রিয়েশন(PRECIOUS MOMENTS CREATION)- এর পরিচালনায় রোটারি সদনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নৃত্য উৎসব,নৃত্যধ্বনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুদীপ্তা আচার্য।
বেলঘড়িয়াতে সুজন চক্রবর্তীর মহা মিছিল।মিছিল থেকে তিনি বার্তা দেন দমদম লোকসভার সকল মানুষের পাশে থাকার।মহা মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্যা বৃন্দা কারাত ও বহু সুপরিচিত মুখ।
নির্বাচনী প্রচার চলাকালীন হঠাৎই এক যুবক মঞ্চে উঠে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জড়িয়ে ধরলেন। এই ঘটনার পরেই সৃজনের বক্তব্য রাখেন, "আমরা যে ফাঁকা আওয়াজ দিচ্ছি না এই ঘটনাতেই তা স্পষ্ট হয়ে যায়। এটা প্রমাণিত আমরাই জিতবো যাদবপুরে।"
ভিডিওপ্রাপ্তি: ফেসবুক
ভোট দিতে গিয়ে এক মহিলা জানতে পারেন তিনি মৃত। বাংলার পর্বে এই ঘটনা শুনে অবাক হলেন না দমদম লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী 'সুজন চক্রবর্তী'। উল্টে বললেন-"আমাদের মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা ব্যানার্জি হয় হয়, তাহলে সেখানে সুস্থভাবে কোন কাজ হতে পারে না। পঞ্চায়েত,পৌরসভা লুটেছে। লোকসভা লুটতে পারবে না। সাধারণ মানুষ আমাদের সাথে আছে।"
এক্সক্লুসিভ Interview on Banglar Porbo
"বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক। দেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগোচ্ছে।"
বললেন তন্ময় ভট্টাচার্য।
পর্ব ২
EXCLUSIVE INTERVIEW ON BANGLAR PORBO
"বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক। দেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগোচ্ছে।"
বললেন তন্ময় ভট্টাচার্য।
পর্ব ১
লোকসভা নির্বাচনের পূর্বে বাংলার পর্ব-এর সাক্ষাৎকারে তথাগত রায়।কটাক্ষের মুখে তৃণমূলের মমতা বালা সহ বাম গোষ্ঠী।
পর্ব ২
লোকসভা নির্বাচনের পূর্বে বাংলার পর্ব-এর সাক্ষাৎকারে তথাগত রায়।কটাক্ষের মুখে তৃণমূলের মমতা বালা সহ বাম গোষ্ঠী।
পর্ব ১
দমদমে বিধ্বংসী আগুনে ছারখার প্রায় ১২০ টিরও বেশি বাড়ি
২০২৪ সালে ঠাকুরনগরের বারুনির মেলার বিশেষ ভিডিও দেখুন বাংলার পর্বের পেজে
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার
তৃণমূলের বিরুদ্ধে নৈহাটিতে অর্জুন সিং এর হুংকার
নৈহাটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রাথী অর্জুন সিং এর সমর্থনে প্রায় দশ হাজার বিজেপি সমর্থক দের নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে
জনসেবা নাকি ব্যবসা? রাজনৈতিক প্রেক্ষাপট বলতে এখন ঠিক কি বোঝেন জনগণ? দেখুন