বাংলার খবর

  • Home
  • বাংলার খবর

বাংলার খবর মজার সব খবর পেতে আমাদের পেজটি ঘুরে আসুন

07/02/2025

হরে কৃষ্ণ গানের সথে তাল মেলালেন স্বয়ং গজরাজ ।


তাদের কী অপরাধ আছে, তারা জানে না। একসময় রাত জেগে বই পড়েছে আর এখন এত বছর চাকরি করে রাত জেগে রাজপথের ফুটপাথে জীবনে ন্যায...
30/12/2024

তাদের কী অপরাধ আছে, তারা জানে না। একসময় রাত জেগে বই পড়েছে আর এখন এত বছর চাকরি করে রাত জেগে রাজপথের ফুটপাথে জীবনে ন্যায় বিচার পাওয়ার জন্য পড়েছে। এক ভয়াবহ দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে। এই নিদারুণ ঠান্ডায় খোলা আকাশের নিচে শত শত শিক্ষক ও ছাত্রদের স্বপ্ন শুয়ে আছে। প্রভু যেন তাদের প্রতি কৃপা করে এবং এই দিনটি যেন তাড়াতাড়ি শেষ হয়।

নট আউটকে যশস্বীকে আউট ঘোষণা, কাঠগড়ায় বাংলাদেশি আম্পায়ারবিস্তারিত কমেন্টে👇
30/12/2024

নট আউটকে যশস্বীকে আউট ঘোষণা, কাঠগড়ায় বাংলাদেশি আম্পায়ার
বিস্তারিত কমেন্টে👇

রিষভ পন্থের উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের অভিনব সেলিব্রেশন 🤔👀
30/12/2024

রিষভ পন্থের উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের অভিনব সেলিব্রেশন 🤔👀

30/12/2024

বাঁকুড়ার বাঘিনীকে খাঁচায় ভরার দৃশ্য...

বাংলার রঞ্জি ক্রিকেট দলে কাঞ্চনপুরের মেয়ে পরমা মন্ডল। আগামীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।   #বাকুড়া            ...
28/12/2024

বাংলার রঞ্জি ক্রিকেট দলে কাঞ্চনপুরের মেয়ে পরমা মন্ডল। আগামীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

#বাকুড়া

কিসের অহংকার...কিসের এতো Show off ??!!.......দূরত্ব তো মাত্র কয়েক বছরের 🙂
21/12/2024

কিসের অহংকার...কিসের এতো Show off ??!!.......দূরত্ব তো মাত্র কয়েক বছরের 🙂

আমার দেশের পতাকা যতজন পায়ে মাড়াবে, আমি ততো আমার এই তিরঙ্গাকে মাথার উপর তুলে ধরবো। দেখতে চাই কটা পায়ের ক্ষমতা আছে আমার দ...
30/11/2024

আমার দেশের পতাকা যতজন পায়ে মাড়াবে, আমি ততো আমার এই তিরঙ্গাকে মাথার উপর তুলে ধরবো। দেখতে চাই কটা পায়ের ক্ষমতা আছে আমার দেশকে অবমাননা করবার।

১) সবথেকে সস্তায় চাঁদে যাওয়া প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে।
২) বিশ্বের চতুর্থ বৃহত্তম মিলিটেন্ট।
৩) বিশ্বের সর্বশ্রেষ্ঠ জিডিপি development দেশগুলির মধ্যে অন্যতম।
৪) ক্রিকেট খেলায় বর্তমানে সব ফর্মাটে বিশ্বসেরা।
৫) জনসংখ্যায় বিশ্বে প্রথম।
৬) তথ্যপ্রযুক্তির দুনিয়ায় বর্তমানে স্বনির্ভর একটি দেশ।
৭) বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর একটি দেশ।
৮) বিশ্বের একমাত্র দেশ যেখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে একত্রে বসবাস করে।
৯) বিশ্বের সর্ববৃহৎ ওপেন কনজিউমার মার্কেটের দেশ
১০) বিশ্বের সব থেকে লম্বা রেলপথ এই দেশেই অবস্থিত।

শুধু পায়ে মাড়ালেই কোনো দেশকে অপমান করা যায় না। একটি দেশের সঙ্গে তুল্যমূল্য লড়াই করতে হয় সব ক্ষেত্রে। এই কথাগুলো অন্তত সকলের জানা দরকার।

জয় হিন্দ। বন্দেমাতরম 🇮🇳🇮🇳

এফসি চ্যালেঞ্জ লিগে নেজমাহ কে হারিয়ে নক আউট পর্বে উঠে ইতিহাস গড়লো
01/11/2024

এফসি চ্যালেঞ্জ লিগে নেজমাহ কে হারিয়ে নক আউট পর্বে উঠে ইতিহাস গড়লো

এ যেন অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন ইলন মাস্ক! 2025 এ বাজারে আসছে টেসলার পাই-Pi ফোন! অবাক করা সকল ফিচার নিয়ে লঞ্চ করতে যা...
29/10/2024

এ যেন অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন ইলন মাস্ক! 2025 এ বাজারে আসছে টেসলার পাই-Pi ফোন!
অবাক করা সকল ফিচার নিয়ে লঞ্চ করতে যাচ্ছে পাই ফোন, বাজারে যার দাম হবে 600-700 ডলার এর মধ্যে,যা কনভার্ট করলে ভারতীয় 50-60 হাজারের টাকা।

১) ব্যাটারি চার্জ করার কোন প্রয়োজন নেই, কারণ এটি সৌর শক্তি ব্যবহার করে, স্বয়ংক্রিয়ভাবে চার্জ করার জন্য শুধুমাত্র আলোর প্রয়োজন (সূর্যের আলো প্রকাশ করার প্রয়োজন নেই)।

২) ইন্টারনেট ক্ষমতার কোন প্রয়োজন নেই, কারণ পাই সরাসরি এলন মাস্কের স্টারলিঙ্কের সাথে সংযোগ স্থাপন করে, যার একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে।

৩) পৃথিবী - চাঁদ - মঙ্গল গ্রহের সাথেও সংযোগ আছে।

এই ফোন বাজারে আসলে বাকি ফোনগুলোর মার্কেট একদম নিচে চলে যাবে।

এই বর্ষায় বেড়াতে যাবেন ভাবছেন তাহলে শেয়ার করে রাখুন নিজের টাইম লাইনে।পশ্চিমবঙ্গের সবকটি জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলি...
01/08/2024

এই বর্ষায় বেড়াতে যাবেন ভাবছেন তাহলে শেয়ার করে রাখুন নিজের টাইম লাইনে।

পশ্চিমবঙ্গের সবকটি জেলার সেরা পর্যটন কেন্দ্রগুলি একঝলকে:

দার্জিলিংঃ দার্জিলিং হল এই রাজ্যের সর্বপ্রধান পর্যটন কেন্দ্র ও শৈল শহর, হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য , অসংখ্য ঝোরা , আরামদায়ক জলবায়ু , বাতাসিয়া লুপ , টয় ট্রেন , টি গার্ডেন , টাইগার হিল , রক গার্ডেন , চিড়িয়াখানা , রোপওয়ে ইত্যাদি দ্রষ্টব্য স্থান।

কার্শিয়াংঃ একটি শৈল শহর , অর্কিড , কাঞ্চনজঙ্ঘা।
মিরিকঃ শৈল শহর , উপত্যকার জন্যে বিখ্যাত।
ঘুমঃ বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন

পেডংঃ এর অর্থ- ফার গাছের দেশ, কাঞ্চনজঙ্ঘা।
কলিংপঙঃ কলিংপঙ - শৈল শহর , চা বাগান , বৌদ্ধ স্তূপ ।
এছাড়া আছে সান্দাকফু , ফালুট , মংপু , লাভা , লোলেগাঁও, পেসক, তাকদা, তিনচুলে।

জলপাইগুড়িঃ গরুমারা , চাপরামারী ( জাতীয় উদ্যান , হাতি ), চালসা , লাটাগুড়ি , মূর্তি , ডুয়ার্স ( অভয়ারণ্য , চা বাগিচা )।

আলিপুরদুয়ারঃ জলদাপাড়া , হাসিমারা ( অভয়ারণ্য , এক শৃঙ্গ গণ্ডার ), বক্সা , জয়ন্তী ( পাহাড় , চুনাপাথরের গুহা ,ব্যাঘ্র প্রকল্প )।

কোচবিহারঃ কোচবিহার ( রাজবাড়ী , রসিক বিল পাখিরালয় , মদন মোহন মন্দির ,রাস মেলা ) ।

উত্তর দিনাজপুরঃ কুলিক ( এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় ) ।

দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট ( মহিপাল দীঘি , তপন দীঘি ), বান গড় ( স্থাপত্য কলা )।

মালদহঃ গৌড় , ইংরেজ বাজার ( আদিনা , কুতুবসাহি , একলাখি মসজিদ , ফিরোজ মিনার ) ।

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ - ঐতিহাসিক হাজার দুয়ারী , ইমামবাড়া, মতিঝিল , কাটরা মসজিদ , খোশবাগ ) । কর্ণসুবর্ণ ( বৌদ্ধ বিহার )। ফারাক্কা ( ব্যারেজ )। কাসিমবাজার ( রাজবাড়ি )। সৈয়দাবাদ ( আর্মেনিয়ান গির্জা )। বহরমপুর , জিয়াগঞ্জ।

বীরভূমঃ শান্তিনিকেতন ( কবিগুরুর পাঠভবন )। ম্যাসেঞ্জার , তিলপাড়া ( জলাধার )। দুবরাজপুর ( মামা ভাগ্নে পাহাড় )। বক্রেশ্বর (উষ্ণ প্রস্রবণ )। তারাপীঠ ( কালী মন্দির )। কেঁদুলি ( কবি জয়দেবের জন্মস্থান )। নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )।

পূর্ব বর্ধমানঃ বর্ধমান ( রাজবাড়ি , কৃষ্ণ সায়র )। কাটোয়া ( পাণ্ডু রাজার ঢিবি )।

পশ্চিম বর্ধমানঃ দুর্গাপুর ( ব্যারেজ , স্টিল প্লান্ট )। মাইথন ( জলাধার )। আসানসোল ( শিল্প )। রানীগঞ্জ ( কয়লাখনি )। চুরুলিয়া কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান।

হুগলিঃ কামারপুকুর ( রামকৃষ্ণ দেবের জন্মস্থান )। তারকেশ্বর ( বাবা তারকনাথের মন্দির )। ব্যান্ডেল ( চার্চ )। হুগলি ( ইমামবাড়া )। ফুরফুরা শরিফ ( মসজিদ )। চন্দননগর ( ফরাসী কলোনি )। শ্রীরামপুর ( রাধাবল্লভের মন্দির )। বাঁশবেড়িয়া , সবুজদীপ , চুঁচুড়া । খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্ম ভিটে।

পুরুলিয়াঃ অযোধ্যা , বাগমুন্ডি , পাহাড় , ঝর্না , জঙ্গল । পুরুলিয়া ( সাহেব বাঁধ )। পাঞ্চেত ( জলাধার )।

বাঁকুড়াঃ বিষ্ণুপুর ( টেরাকোটা কাজ , মদনমোহন মন্দির , রাসমঞ্চ )। মুকুটমণিপুর ( জলাধার )।শুশুনিয়া , বিহারীনাথ ( পাহাড় )। জয়রাম বাটি ( সারদা দেবীর জন্মস্থান )। ঝিলিমিলি , রানিবাঁধ ( অরণ্য )। বাঁকুড়া ( টেরাকোটা , ডোকরার কাজ )। জয়পুর ফরেস্ট।

পশ্চিম মেদিনীপুরঃ গনগনি। মেদিনীপুর ( জোড়া মসজিদ )। খড়গপুর ( রেল শহর )। বীরসিংহ ( বিদ্যাসাগরের জন্মস্থান )।

ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম ( রাজবাড়ি )। লোধাশুলি , হাতিবাড়ি, আরাবাড়ি ( জঙ্গল )। বেলপাহাড়ি ( পাহাড় )।

পূর্ব মেদিনীপুরঃ দীঘা , মন্দারমনি , শংকরপুর , তাজপুর ( সমুদ্র সৈকত)। তমলুক ( বর্গভীমা মন্দির )। মহিষাদল ( রাজবাড়ি )।

নদিয়াঃ নবদ্বীপ ( চৈতন্যদেবের জন্মস্থান )। মায়াপুর ( ইসকনের চন্দ্রোদয় মন্দির )। কৃষ্ণনগর ( রাজবাড়ি )। ফুলিয়া ( কবি কৃত্তিবাসের জন্মস্থান )। পলাশী ( ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র )। বেথুয়াডহরি (অভয়ারণ্য)। শান্তিপুর , কল্যাণী । কল্যাণী সতীমার মেলা। মদনপুর বিরোহি রোডে মদন গোপালের মন্দির। কল্যাণী কুলিয়া পাঠের মেলা

উত্তর 24 পরগনাঃ দক্ষিণেশ্বর ( কালী মন্দির )। ব্যারাকপুর ( গান্ধী ঘাট , মঙ্গলপান্ডের স্মৃতি সৌধ )। চন্দ্রকেতুগড় ( প্রত্নতাত্ত্বিক নিদর্শন )। হালিশহর ( রামপ্রসাদের জন্মস্থান , নিগমানন্দ আশ্রম )। নৈহাটি ( বঙ্কিমচন্দ্রের জন্মস্থান ), পারমাদান অভয়ারণ্য ।উত্তর চব্বিশ পরগনার টাকী, চাকলা ধাম, পেট্রাপোল সীমান্ত, হাসনাবাদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, চারুলিয়ায় দীনবন্ধু মিত্রের বাড়ি, নৈহাটির বড়ো মা,

দক্ষিণ 24 পরগনাঃ সুন্দরবন ( ম্যানগ্রোভ অরণ্য , জাতীয় উদ্যান , ওয়ার্ল্ড হেরিটেজ সাইট , সজনেখালি-পাখিরালয় , ভগবতীপুর-কুমির প্রকল্প , নেতাধোপানি- বাঘপ্রকল্প , কলস দ্বীপ , কাকদ্বীপ , পিয়ালি )। বকখালি ( সমুদ্র সৈকত )। গঙ্গাসাগর ( কপিল মুনির আশ্রম )। ঘুটিয়ারি শরিফ ( মসজিদ )। ডায়মন্ড হারবার ।

হাওড়া : বেলুড় ( মঠ )। শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )। হাওড়া ( বিশ্বের বৃহত্তম রেল স্টেশন , রবীন্দ্র সেতু , বিদ্যাসাগর সেতু )। গড়চুমুক ( হরিণ প্রকল্প )। আমতা ( মেলাই চন্ডী মন্দির )। গাদিয়াড়া , পানিত্রাস , মাকরদহ , কাসুন্দিয়া।

কলকাতাঃ কলকাতা ( ভিক্টোরিয়া মেমোরিয়াল , জাদুঘর , জাতীয় গ্রন্থাগার , বিড়লা প্ল্যানেটোরিয়াম , সায়েন্স সিটি , চিড়িয়াখানা , ঠাকুরবাড়ি , কালীঘাট মন্দির , বিড়লা মন্দির , রবীন্দ্র সরোবর , নিক্কো পার্ক , ইডেন গার্ডেন )।

সংগৃহীত

#জঙ্গলমহল #বাঁকুড়া #বাংলারখবর

30/07/2024

Sanju Samson পরপর টি20 ম্যাচে ব্যর্থ এরপর
আর সুযোগ কি প্রাপ্য?

30/07/2024

শিবম দুবে যেভাবে বিশ্বকাপে চাপ নিয়ে বিদেশের মাটিতে পারফর্ম করেছিলো রিংকু তার ধারে কাছে যেতে পারবে না।

26/07/2024
বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে নিজের উদ্যোগে এই যাত্রী প্রতিক্ষালয়টি তৈরি করলেন এক যুবক। আমাদের পেজের তরফ থেকে ওনা...
24/07/2024

বিষ্ণুপুর থেকে সোনামুখী যাওয়ার পথে নিজের উদ্যোগে এই যাত্রী প্রতিক্ষালয়টি তৈরি করলেন এক যুবক। আমাদের পেজের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এরকম সামাজিক কাজে এগিয়ে আসার জন্য।

বাংলার খবর
#বাঁকুড়া

🎞️ MAHARAJA (2024)ভাষাঃ তামিল + হিন্দি অফিশিয়াল ডাব। জোশ!  জোশ!!হোয়াট্ট আ সিনেমা...! দারুণ, দূর্দান্ত! ক্লাইম্যাক্স টুইস...
18/07/2024

🎞️ MAHARAJA (2024)
ভাষাঃ তামিল + হিন্দি অফিশিয়াল ডাব।

জোশ! জোশ!!

হোয়াট্ট আ সিনেমা...! দারুণ, দূর্দান্ত! ক্লাইম্যাক্স টুইস্ট চমকে দেবে 🫡🔥

কথায় আছে না ' পাপ তার বাপকেও ছাড়ে না'।
এই কথাটির মর্মার্থ কিন্তু এই ছবি দিয়ে তুলে ধরেছে পরিচালক।

কখন কি শুনেছেন একটি ময়লার ডাস্টবিন চুরির কেস হয়! এই সিনেমাটি দেখুন, স্তব্ধ হয়ে যাবেন। সিনেমার পুরোটা সময় আপনি স্ক্রীনে চোখ রাখবেন। ডাস্টবিন চুরির কেস সিম্পল মনে হচ্ছে? এটা কোনো সিম্পল গল্প বা কেস নয়, আপনি যা চিন্তা করছেন তার বাহিরে এই কেসের গল্প, দেখে ফেলুন হিন্দিতে ডাব আছে।

অসাধারণ সিনেমাটোগ্রাফি, ব্রিলিয়ান্ট পারফরম্যান্স এবং লা জবাব রাইটিং+ স্ক্রীন প্লে।পরিচালক ছোট ছোট ডিটেইল গুলোও দারুণ ভাবে প্রেজেন্ট করেছে৷ আর সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তো প্রতিটি দৃশ্যকে খাপে খাপ খাইয়েছে। এবছরের তামিল ইন্ডাস্ট্রির বেস্ট সিনেমা 'মহারাজা'।

বিজয় সেতুপতি এই লোকটা যেই চরিত্রে হাজির হয় সেখানেই বাজিমাৎ করে। আরেকটা দারুণ পারফরম্যান্স করেছে সেতুপতি, তার সঙ্গে আবার অনুরাগ ক্যাশাপ এর দানবীয় পারফরম্যান্স 🔥
তাদের দুজনের পারফরম্যান্স আর পরিচালকের যাদুঘরি মেকিং সিনেমাটাকে দূর্দান্ত বানিয়েছে৷

এই সিনেমায় বেশিরভাগই পজিটিভ দিক তবে শেষের দৃশ্যটা মনে হয়েছে ওয়ান অব দ্য বেস্ট শট ইন দিজ সিনেমা।

মিস করার মতোন এই সিনেমা নয়, দেখে নিন।

পার্সনাল রেটিং: ⭐⭐⭐⭐⭐

#ফিল্মিম্যান

বেশ করেছে আবার করবে.....জিও তো নাহয় বিয়ে বাড়ি করেছে, এয়ারটেল ভোডা কি করেছে ?এক ভদ্রলোক নিজের ছেলের বিয়ে দিচ্ছে। তার ...
18/07/2024

বেশ করেছে আবার করবে.....

জিও তো নাহয় বিয়ে বাড়ি করেছে, এয়ারটেল ভোডা কি করেছে ?

এক ভদ্রলোক নিজের ছেলের বিয়ে দিচ্ছে। তার আর্থিক ক্ষমতা অনুযায়ী খরচ করছে। নাচিয়ে, গাইয়ে ডেকেছে। কারো কাছে ধার, বাকি করেছে বলে জানিনা। কিছুতেই বুঝতে পারছি না এতে এত লোকের জ্বলে যাচ্ছে কেন। কিছুদিন দেখলাম বিয়ের খরচা তোলার জন্য নাকি রিচার্জের খরচ বেড়েছে। এইসব শুনে ঘোড়াও হাসবে।
আচ্ছা বলুন তো জিও এর পর ভোডাফোন ও এয়ারটেল কেন রিচার্জ এর দাম বাড়াল? তারা তো না বাড়াতেই পারত, এতে তো অনেক জিও ইউজার এয়ারটেল বা ভোডায় পোর্ট করত, যদিও এ নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে না, বাদ দিন

আচ্ছা, ধরুন আপনার ছেলের বিয়েতে আপনার 5 লক্ষ টাকা খরচ করার সামর্থ আছে। আপনাকে বলা হল 1 লক্ষ টাকা গরীবদের মধ্যে বিলিয়ে দিতে। দেবেন? ব্যস, ওমনি আঁতকে উঠেছেন নিশ্চয়ই। একটা সহজ হিসেব বোঝার চেষ্টা করুন। একজন শিল্পপতি ব্যবসা করতে নেমেছে। দান খয়রাতি করতে নামে নি। তাই বিয়ের খরচের টাকা বিলি করলে দেশের মানুষের কি উপকার হত - এইসব বালখিল্য কথা বলা বন্ধ করুন।

একটা দেশের আইন মেনে, ট্যাক্স দিয়ে ব্যবসা করা শিল্পপতিকে এমন পাবলিকলি গালাগালি এক মাত্র ভারতেই সম্ভব। বরং আমি বলব আম্বানিদের বিয়ে নিয়ে এই বিপুল খরচ দেশের জন্যই ভাল হয়েছে। যদি 5000 কোটি টাকা খরচ হয়ে থাকে তাহলে তার সিংহভাগই দেশেরই কোন না কোন মানুষের হাতে গেছে। বিদেশের So called Dream Destination এ গিয়ে বিয়ে না করে, নিজের দেশেই এই আয়োজনের জন্য আম্বানিদের সাধুবাদ দেব।

(সংগৃহীত)

Address


Alerts

Be the first to know and let us send you an email when বাংলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার খবর:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share