কালিয়াচক ২ নং ব্লকের উত্তর লক্ষীপুর হাই স্কুলের ছাত্র যুব উৎসব।
🔴Breaking news
CAA,NRC সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কি বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কি বললেন শুনুন 👇👇
নদিয়ার কৃষ্ণনগরে এনআরসি বিরোধী মিছিল করল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দরা
আমার সবাই নাগরিক
NO NRC NO CAA নদীয়ার কৃষনগর রাজিব বন্দোপাধ্যায়
গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কি করতে হবে, কিভাবে আগুন নেভাবেন #দেখুন
নদিয়ার কৃষ্ণনগরে কবি বিজয় লাল হাই স্কুলের ফায়ার বিগেট এর সেমিনার প্রদর্শনী এবং সচেতন শিবির হিসেবে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রত্যেককে সচেতনতা বার্তা দেন। কিভাবে আগুন লাগলে নেভাতে হবে এবং গ্যাস সিলিন্ডার আগুন লাগলে কি করতে হবে এবং গ্যাস লিক হলে কি করতে হবে এছাড়াও একাধিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের শেখানো হয়।
NRC ও CAAর বিরুদ্ধে ত্রিপুরা যুব কংগ্রেসের বিশাল বিক্ষোভ মিছিল, দেখুন সেই ভিডিও 👇👇
CAAও NRC নিয়ে কি বললেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললছেন👇👇👇
মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কি বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী শুনুন 👇👇
রাজগ্রামে বাড়ির তালা ভেঙে ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে চুরি।
জলঙ্গি তে বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন সাহিত্যিক মানিক ফকির #শুনুন
ছোটো আন্দুলিয়া গ্রামীণ সংস্কৃতির মেলা 2020
Live ফুটবল খেলা
৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো নদীয়ার কৃষ্ণনগরে পুলিশ ডিস্ট্রিক্ট আয়োজিত পদযাত্রায় অংশ নিল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সুপার জাফর আজমল কিদোয়াই ও কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অনন্য পুলিশকর্তারা।👇👇
মুর্শিদাবাদের ডোমকল শ্রমিক মেলা ২০২০ শুভ উদ্বোধন।
স্থান ডোম কল এ আর ডি ময়দান।
আজ ডোম কলে এ আর ডি ময়দানে তিন দিন ব্যাপী চলবে এই মেলা।
এদিন প্রথমে ফিতে কেটে মেলার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।
এদিনের মঞ্চ থেকে শ্রম দপ্তরের তরফ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যুর পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক ও দুর্ঘটনায় কোন অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদেরকে 50000 টাকার চেক ও পড়াশোনার জন্য 6 হাজার টাকার চেক তুলে দেন এদিনে মঞ্চ থেকে।
উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শ্রম প্রতি মন্ত্রী জাকির হোসেন। মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। ডোমকল এস ডি ও সন্দীপ ঘোষ। ও শ্রম দপ্তরের বিভিন্ন আধিকারিক গান।
সেদিন মেলা প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মত ভিড়, মেলা প্রাঙ্গণে স্টল দেয়া হয়েছে।
অবশেষে নিখোঁজ হুগলীর টিকটক জেসমিনের বিস্ফোরক অভিযোগ,স্বামীর বিরুদ্ধে 👇👇👇
বামপন্থী ছাত্রদের উপর আক্রমণ বিশ্বভারতীতে।
অভিযোগ, গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশকে মারধরের অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে ৷ ঘটনায় দু'জন আক্রান্ত হয় ৷ তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় ।
সেখানেও তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ পরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।
পড়ুয়ারা CAA, NRC-র বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ । JNU-তে দুষ্কৃতী হামলার প্রতিবাদও জানিয়েছে তারা। কয়েকদিন আগে সেখানে এক আলোচনাসভায় যোগ দিতে গেলে BJP সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । এরপর গতকাল পড়ুয়াদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী ।
দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল