23/09/2023
বাংলা সাহিত্য অফুরন্ত রত্নের এক অনন্য ভান্ডার। দৈনন্দিন জীবণের ব্যস্ত দিনলিপির সাথে পায়ে পা মিলিয়ে চলতে গিয়ে
প্রত্যেকে সেই সাহিত্য রসস্বাদন থেকে বঞ্চিত। তবুও আমরা বাঙালীরা সব সময়েই পরিবর্তিত পথের পথিক হয়ে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পের মধ্য দিয়েই রুচিসম্মত বৈচিত্রময় জীবণের স্বাদ আস্বাদন করার নিরন্তর চেষ্টা করি। গল্প শোনা ও শোনানোর নেশা সকল মানুষের রক্তে । তাই বাংলা ও বাঙালীর জীবণ থেকে গল্পকে ছেঁটে ফেলা একেবারেই অসম্ভব। বাংলা সাহিত্যের প্রতি আন্তরিক ভালোবাসা ও গল্প শোনানোর সুপ্ত ইচ্ছেটা কে বাস্তবায়িত করতেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। নিখুঁত হওয়াটা অস্বাভাবিক বলাই শ্রেয়। আশা রাখবো তবুও আপনারা শুনবেন ও ভুল হলে জানাবেন।আর ভালো লাগলে স্ববন্ধু পরিজনদের সাথে Share করবেন, এই আশা নিয়ে পথচলা শুরু করল আপনাদের “গপ্পোর আসর".