CON memes

CON memes Just for fun
(5)

কেমন লাগলো দীপাবলির ধামাকা!!
13/11/2020

কেমন লাগলো দীপাবলির ধামাকা!!

10/10/2020

“What mental health needs is more sunlight, more candor, and more unashamed conversation.” Glenn Close
Lets break the stigma about mental health 🌸

🙄Onek dur!! © Bidisha
29/07/2020

🙄
Onek dur!!
© Bidisha

🙂নতুন বিজনেস🙂
01/07/2020

🙂নতুন বিজনেস🙂

28/06/2020

করোনা পর্বে সবারই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে ,খুব স্বাভাবিক যে নার্স দেরও হবে ,এবং হচ্ছে ....
এই কঠিন সময়ে আমার মত হয়ত অনেক নার্স দেরই ধারণা ছিল আমাদের হাসপাতাল টা সামলাতে হবে ,নিজেদের এবং পরিবার কে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে হবে কিন্তু বাস্তবে দেখা গেল কিছু অন্যরকম ...

পিপিই নিয়ে সমস্যা
হাসপাতালে যাওয়া আসার সমস্য
হাসপাতালে রুগীর কভিড পজেটিভ সেটা কে জানবে কে জানবে না ,নার্স তো জানবেই না ,নার্সিং কতৃপক্ষ অভয় দেবে duty করো কিছু হবে না।
নার্স Night করতে যাচ্ছে তাকে মহিলা পুলিশ অতি সক্রিয় হয়ে গেলে চড় বসিয়ে দিল ,সে নার্স এটা জেনেও ।
টাস্ক ফোর্সের আধিকারিক কে জানিয়েও কোনো সুবিচার হয়নি ।
হাসপাতাল গুলোতে নার্সিং কতৃপক্ষ দের সরকার ঘোষিত ছুটি যেন যেন প্রকারে না দেওয়া ,প্রয়োজনে কোয়ারেন্টাইন না দেওয়া ,কোথাও টানা সাতদিন night করানো, কোথাও টানা সাত ঘন্টা ,বার ঘন্টা পিপিই পরিয়ে কাজ করানো অথচ
এই front line warrior দের শেষ পর্যন্ত সুস্থ না রাখতে পারলে সমূহ বিপদ এটা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না ।
এর মধ্যেই সামনে এল হাসপাতাল সুপারিনটেনডেন্ট দ্বারা নার্সের Molestation এর মত দুর্ভাগ্যজনক ঘটনা ।
*************************************************
এবার যেটা সামনে এল ,.....
GNM & BSC নার্সিং স্টুডেন্ট দের অবিলম্বে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে হবে এবং তাদের ward duty করতে হবে ,
সবার জ্ঞাতার্থে বলতে চাই,, এই মেয়েদের আসার জন্য কি বলা হয়েছে .....
স্কুল কলেজ থেকে রীতিমত instruct করা হয়েছে, কিন্তু অভিভাবক দের কাছ থেকে Consent আনতে হবে,
বাড়ি থেকে fit certificate আনতে হবে ,
পিপিই ,N 95 মাস্ক ,গ্লাভস ,washable shoe , বেশী করে sanitizer সব বাড়ি থেকে আনতে হবে।

আর এসবই কিন্তু ছাত্রী দের স্বার্থে ,ছাত্রী দের ভালোর কথা ভেবে ,
এবার অভিভাবক দের বা যে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন নানুষের স্বতঃস্ফূর্ত কয়েকটি প্রশ্ন ---
Duty করতে করতে এই ছাত্রী দের যদি কভিড পজেটিভ হয় তবে যে দায়িত্ব নেবে ?
চিকিৎসা কোথায় হবে ?
যদি বেসরকারি প্ৰতিষ্ঠানের ছাত্রী কে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করা হয় তার ব্যয়ভার বহন করবে কে ?
হস্টেলে সোশ্যাল ডিস্ট্যান্স মানা যাবে কি না ?
Duty এর পর কোযারেন্টাইন ঠিক মত দেওয়া হবে কিনা ?
আর প্রধান প্রশ্ন --- সমস্ত প্রফেশনাল এডুকেশান বন্ধ রাকগ হয়েছে সেখানে নার্সিং স্টুডেন্ট রা এর বাইরে হলো কি করে ?
নার্সিং আধিকারিক গণ কি কিরে এই সিদ্ধান্ত নিল তাতে নার্সিং সমাজ বিস্মিত ।

তাহলে এই কঠিন পরিস্থিতিতে ছাত্রী দের কে বিপদের মুখে না ঠেলে দিয়ে কোর্স টা কে Extension করলে তো বিপদ টা এড়ানো যেত ।
অথবা ,সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করে তারপর ওদের কে স্কুল কলেজে ডাকা যেত ।

ছাত্রী নার্স দের এখন শিক্ষা প্রতিষ্ঠানে ডাকার পরিপ্রেক্ষিতে নার্সেস ইউনিটি তাদের মতামত জানিয়েছে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিকদের কাছে।

এতটুকু ঝুঁকি থাকলেও নার্সেস ইউনিটি ছাত্রী নার্স দের এই মুহূর্তে ওয়ার্ড ডিউটি বা অসুরক্ষিত অবস্থায় হোস্টেলে আনার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে।

গতকাল একজন নেওটিয়ার চতুর্থ বর্ষের ছাত্রী নার্স করোনার লক্ষণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই ভর্তিও খুব মসৃন ভাবে হয়নি ।
জ্বর ,শ্বাসকষ্ট , ডায়রিয়া থাকলেও যেহেতু এখনও পজিটিভ হয়নি তাই এম্বুল্যান্স পাবেনা ,ওর সাথে যারা কন্ত্যাক্টে এসেছে তাদেরকে ওই যেন জানিয়ে দেয় , এবং মেয়েটি একই যেন দেখাতে আসে । যাই হোক ছাত্রীটি কে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ,নার্সেস ইউনিটির সাথে নার্সিং আধিকারিক একজনের সাথে কথা হয় যাতে এই বিপুল খরচ যদি মেয়েটির পরিবারকে দিতে হয় তাহলে মেয়েটিকে সরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা যেন ওনারা করেন তাতে ওই আধিকারিক জানান খরচ নেওটিয়াই দেবে।

অর্থাৎ যে উদ্বেগ নার্সেস ইউনিটি জানিয়েছিল স্বাস্থ্য ভবনে,অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই রকম ঘটনাই ঘটে যাচ্ছে।

এই লেখা লেখার সময়ও একজন ফোন করল ,কলেজ থেকে ছাত্রীদের ডাকা হচ্ছে অথচ বলা হচ্ছে বাড়ি থেকে অভিভাবকের consent ,যেন আনে ,বাড়ির লোকের দায়িত্বেই মেয়েরা আসছে অর্থাৎ ,কলেজের কোনো দায়িত্ব নেই । এমনকি কভিড টেস্ট এর report ও আনতে হবে ।

ছাত্রীদের জন্য এই অবৈজ্ঞানিক এই সিদ্ধান্ত বাতিল করে ছাত্রীদের প্রতি বৈজ্ঞানিক ,মানবিক সিদ্ধান্ত নিতে নার্সেস ইউনিটি দাবি জানাচ্ছে ।

True af🙂😒©️Meghna
28/06/2020

True af🙂😒
©️Meghna

Waiting for bsc nursing part-2 result ,be like😒
04/06/2020

Waiting for bsc nursing part-2 result ,be like😒

04/06/2020
 #হারানো_গল্প  কোনো নেতা মরে গেলে,অভিনেতা মরে গেলে শোকাতুর পোস্ট এর ঝড় বয়। আর  20th মে আমফান ঝড়ের রাতে একটা নার্সিং অফিস...
31/05/2020

#হারানো_গল্প

কোনো নেতা মরে গেলে,অভিনেতা মরে গেলে শোকাতুর পোস্ট এর ঝড় বয়।
আর 20th মে আমফান ঝড়ের রাতে একটা নার্সিং অফিসার ডিউটি করতে করতে অসুস্থ হয়ে নিজেই শয্যাশায়ী রোগী হয়ে অনেক চেষ্টার পর 29th মে মারা গেলেও কেউ জানতে পারে না ।

সুনীতা মন্ডল, পেশায় সেবাব্রতী (নার্স) । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফিমেল মেডিসিন ওয়ার্ড । কোভিড ওয়ারিওর । আমরা আমাদের আর এক সহযোদ্ধাকে হারালাম।

ব্যক্তিগত সূত্রের খবর---
PCOD ছিলো, সেদিন সাডেনলি পেটের ব্যথা আর প্রচন্ড বমি নিয়ে ভর্তি হয়। কোনো ফ্লুইড,ওষুধ কাজ করেনি, ইউরিন আউটপুট ভালো ছিলো না, প্রেসার 60/10 , kidney failure । MMCH এর CCU থেকে NRS আর SSKM এ রেফার করলেও বাড়ির লোক আনতে পারেনি , বেড নেই । কারন,এতবড় হাসপাতালে ক্যাচ না মারলে বেড পাওয়া যায় না ITU,CCU তে। পেশেন্ট নিজেই স্বাস্থ্যকর্মী হলেও এটা কোনো CATCH হতে পারেনা। কারন, catch হতে আমলাতন্ত্রী,মন্ত্রীসান্ত্রী হতে হয় ।
শেষমেশ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তারবাবু দেখেই জানান অবস্থা ভালো না, intubate করা হয়,2 বার dialysis করা হয়। কিন্তু সব বিফলে যায়। আর পরিবার ও পারছিলনা বেসরকারি হাসপাতালের খরচা বহন করতে ।

মাত্র দেড়বছর এই প্রফেশন আশা, অনেক স্বপ্ন নিয়ে। আর কুড়িতেই ঝড়ে গেলো কুঁড়ি। কতটুকুই বা বয়স তার জীবন যার শুরু হলোনা মোটেই! অচিরেই নিভে গেল। ভীষন প্রাণবন্ত,সদা প্রাণোচ্ছল একটি মেয়ে, যে সারাক্ষণ কাজ কাজ কাজ আর কাজ করে মাথা খেত । অথচ কোনো ক্লান্তির ছাপ ছিল না তার সদা হাস্যময় মুখটিতে ।

এই সেদিন ও যে মেয়েটি সারা ওয়ার্ডময় ঘুরে ঘুরে রোগীকে সেলাইন চালিয়েছে,মেডিসিন খাইয়েছে ,ইজেক্শন দিয়েছে, জ্বর মেপেছে,সুগার-প্রেসার চেক করেছে,খাবার খাইয়েছে, কখন কাউকে এক ইশারায় গোল্লা পাকানো চোখ দেখিয়ে চুপ করিয়েছে, কারোর মাথায় হাত রেখে সেরে ওঠার তাকৎ জুগিয়েছে অন্যকে, সে নিজেই আজ চুপ,অচল ,অসাড়। নিজেই আর সেরে উঠতে পারল না ।

সে আর কোনো ইনটার্ন ডাক্তারবাবু কে বকা দেবেনা " চ্যানেল করার পর গ্লাভস আর স্টিলেড টা কেনো পেশেন্ট এর বেডে রেখেছেন,কেনো discard করেননি প্রপারলি " বলে ।

সে আর কোনোদিন মাঝরাতে কোনো পেশেন্ট খারাপ হয়ে গেলে অন কল ডাক্তারবাবুকে CALL BOOK লিখে পাঠাবেনা ।

সে আর কোনোদিন ROSTER এ ডিমান্ড অনুযায়ী ছুটি কেন বসল না বলে ইনচার্জ কে জিজ্ঞাসা করবেনা, মন খারাপ করবেনা পুজোয় ছুটি না পেলে।

সে আর কোনো পেশেন্ট এর নাম আর বেড নাম্বার ধরে " ছুটি নিয়ে যাও" বলে ডাক দেবেনা । সে নিজেই ছুটি নিয়েছে যে চিরতরে।

সুনীতা তোমার অসুম্পূর্ণ লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো। এ লড়াই আমরা জিতব। তুমি তোমার সহকর্মী সহযোদ্ধাদের মাঝেই বেঁচে থাকবে ।
তবে, আমি বলবো তুমি আবার ফিরে এসো আমাদের মাঝে, আমাদের সহযোদ্ধা হয়ে ।

ঈশ্বর তোমার আত্মা শান্তি দিক।
আমরা ও তোমার আত্মা শান্তি কামনা করি ।🙏
@অনিমা মাল

N.B: লেখাটা যেভাবে হোক ছড়িয়ে দিন, শেয়ার, কপি পেস্ট, আমার নাম দিয়ে হোক বা আমার নাম না দিয়ে হোক, যে ভাবে খুশি ছড়িয়ে দিন ।
Copied

So my near and dear......eta post korte baddho holam....protibad kora uchit bole amr mone hoy karon amra amdr joggo somm...
20/05/2020

So my near and dear......eta post korte baddho holam....protibad kora uchit bole amr mone hoy karon amra amdr joggo somman aday kore nite jani...🙂
R ei post ta onar mote sarcastic 😳 how?
Profile link is given below🙂

https://www.facebook.com/rajdeep.sen.18062533

19/05/2020

B.sc nursing, GNM nursing এসব এখন অতীত একটা ই west Bengal শুধু medical helper এ ভর্তি।

#7 দিনে নার্স

Following the trend
13/05/2020

Following the trend

12/05/2020

একটি পুরোনো শ্রুতি:
VP রাউন্ড এ চললেন পিছু পিছু Rmo pgt intern ওয়ার্ড এ ঢুকেই স্যার সন্দেহ জনক ভাবে কি শুকলেন । ভয়ে কম্পমান সকলে Rmo একটু সাহস করে জিজ্ঞেস করল স্যার কি হয়েছে ।
স্যার তির্যক সুরে bed side clinics তো অবলুপ্ত হতে বসেছে ঐ যে কোনায় রোগীটি ওর uremia আছে অজ্ঞান হয়ে গেছে নার্স ডাকো shift করতে হবে।
ততক্ষণে ওয়ার্ড জুড়ে জুনিয়ররা স্যার legend গুরুদেব লোক ইত্যাদি ইত্যাদি ।

Sister incharge: স্যার কোনায় যে patient আপনি বলছেন উনি নিউ admission । আগের patient 2ঘন্টা হলো CCU তে shift হয়েছে ।
Ward এ তখন PIN DROP SILENCE !!

HAPPY NURSES DAY 😊😊 they work really hard day and night... innumerable sacrifices...
Stress you can't even imagine... dedication and discipline .... Mother figure in our wards huge respect to our Nursing staffs and students 🙏🙏
লেখাটা ভালো লাগলো তাই share করলাম
(অর্চিষ্মান দার ওয়াল থেকে নেয়া)

11/05/2020

কথা গুলো আজকে বললেও অনুভূতি গুলো পুরোনো☺️শুধু আমার নয় কম বেশি আমাদের সবার ই।আগে চোখের সামনে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে ভীষণ অসহায় লাগত।ঠিক বুঝে উঠতে পারতাম না কি করবো বা কি করা উচিত।কিন্তু এখন বুঝতে পারি।আর অসহায় ও লাগেনা খুব বেশি।আর কারো ভালো করার পর যখন আশীর্বাদ টা পাই কি ভীষণ ভালো লাগে সেটা আমরা সবাই অনুভব করেছি,❤️ধন্যবাদ নার্সিং আমাকে এই সুযোগ টা দেয়ার জন্য।হয়তো অনেকে ভালোবেসে প্রফেশন এ না আসলেও আসার পর প্রফেশন টাকে ভালো বেসেছি।


Created by BR
05/05/2020

Created by BR

01/05/2020

Tarpor ,madam Ra bolen Amra naki roj "care" Di na😒🌞

    Btw সারাদিন ক্লাস করতে অসুবিধা হচ্ছে।😣 Follow the page for more🙂
23/04/2020




Btw সারাদিন ক্লাস করতে অসুবিধা হচ্ছে।😣


Follow the page for more🙂

22/04/2020

Happy Earth Day

07/04/2020

Happy world health day😇
May our mother earth get rid of this crisis situation..🙂

❤️

True af🙂💔🙂
06/04/2020

True af🙂💔🙂

23/03/2020

Dear World get well soon😔😔😔

Downloaded from Google
23/03/2020

Downloaded from Google

বড়ো নখ সেসব এখন অতীত🙂
12/03/2020

বড়ো নখ সেসব এখন অতীত🙂

12/03/2020

বলছি নিজেদের( admins) পরিচয় দিলে কী মার খাওয়ার প্রবনতা বেড়ে যাবে!!??
🙂

11/03/2020

It's only after joining Nursing
I realised why toilets are called Rest rooms😇
N.B:-Toilet a gelei ektu নিস্তার pai🙂

09/03/2020

পিচকারির তো একদিন
আর সিরিঞ্জের সারাবছর
😅😅😅

09/03/2020

Plz page r content na bole onno page e post korben na😊

09/03/2020

Thanku MVI r vial amdr apron e sarabochor holir chinho rakhar jnno

08/03/2020

Examiner এর সামনে গিরগিটির মত History বদলে দেওয়া পেশেন্ট দের ও দোলের শুভেচ্ছা🙂🙂

13/02/2020

Pls like share and follow for more🙂



from google🙃

Keep ur attitude in ur pocket nigga🙃  😌
12/02/2020

Keep ur attitude in ur pocket nigga🙃



😌

Yeh mane sotti kore bolte ichhe kore🙃
10/02/2020

Yeh mane sotti kore bolte ichhe kore🙃

☀️☀️☀️
26/01/2020

☀️☀️☀️

20/01/2020

সরস্বতী পুজোয় আমাদের শাড়ির কুঁচি ধরার জন্য ছেলে নয় 😀।
Decorations করার জন্য মেয়ে চাই🤗

16/01/2020

স্বেচ্ছা মৃত্যুরঅনেক উপায় আছে
আমি নার্সিং কে বেছে নিয়েছিলাম😐

25/12/2019

Merry Christmas

This is us🙄
05/12/2019

This is us🙄

04/12/2019

~তোমরা হাতে ঘড়ি পরো 🙂
~আমরা পেট এ ঘড়ি পরি 🙃

We are not the same bro 👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

Isn't it????
02/12/2019

Isn't it????

Ever felt that???🙊©Sabita
01/12/2019

Ever felt that???🙊
©Sabita

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when CON memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category