Hura Jannath

Hura Jannath Hi! I am Hura Jannath.I am working on digital marketing.

29/10/2024

৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান?
এটা ডিপেন্ড করবে আপনি বর্তমান সময়কে কিভাবে কাজে লাগাচ্ছেন, কতটুকু পরিশ্রম করছেন এটার উপর।
এজন্য নিজেকে নিয়ে সিরিয়াস হন!!🎯

19/10/2024

পারব না, খুব কঠিন!
ভেবেই যে হার মেনে নিচ্ছেন।
আসলেই কি চেষ্টা করে দেখেছেন,পারছেন কিনা❓🤔

অনেক সময় আমরা ভেবে বসি, “যদি না পারি?” অথচ সত্যিটা হলো – চেষ্টা না করা বা করতে না চাওয়া, কিন্তু সাহস করে নিয়ে ফেলা একটা ছোট্ট অ্যাকশনই হয়তো একসময় আপনার সফলতার গল্প হয়ে উঠবে! 🚀

বিজনেসে হোক বা লাইফে যেকোনো কাজে বা সিদ্ধান্তে সাফল্য কোনটা এনে দেবে, সেটা কখনোই আগে থেকে জানা যায় না। তাই চেষ্টা করতে গিয়ে যদি হোঁচট খান, ভয়ের কিছু নেই কারণ সেটা আপনার শেখারই একটা অংশ। ✅

আর অ্যাকশন বা চেষ্টাই হলো সেই সুযোগ বা দরজা, যেটা না খুললে নিজেকে জানার ও সম্ভাবনার জগৎটাই অজানা থেকে যায়।

আজ যারা সফল, তারা বারবার চেষ্টা করেই এতদূর এসেছেন। আর বাকিরা যারা তখন ভয়ে ছিলেন, তারা এখন এই রিগ্রেটেই দিন গুনছে যে – “যদি আরেকবার চেষ্টা করে দেখতাম!”

তাই, এখন আপনারও সিদ্ধান্তের চূড়ান্ত সময় – “আপনি কোন দলে থাকবেন?”


যদি কখনো মনে করেন – “এবার সব কিছু শিখে ফেলেছি”তাহলে খুব শীঘ্রই দেখবেন, সবার থেকে পিছিয়ে গেছেন❗আপনি শেখা থামিয়ে দিলেও কিন...
14/10/2024

যদি কখনো মনে করেন – “এবার সব কিছু শিখে ফেলেছি”
তাহলে খুব শীঘ্রই দেখবেন, সবার থেকে পিছিয়ে গেছেন❗

আপনি শেখা থামিয়ে দিলেও কিন্তু পুরো পৃথিবী থেমে নেই। নিউ আইডিয়া, স্কিল, অপরচুনিটি আর চ্যালেঞ্জ আসবেই। ঠিক একারণেই বিজনেস হোক বা পার্সোনাল লাইফ, পিছিয়ে থাকতে না চাইলে সবসময় নিজেকে আপডেট রাখা উচিত। ✅

তাই এখনই নিজের মধ্যে লার্নিং মাইন্ডসেট গড়ে তুলতে হবে। নয়তো সময় আপনাকে পেছনে ফেলে সামনে চলে যাবে!


আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম ও অপেক্ষার পর সেই বহুল আকাঙ্ক্ষিত সার্টিফিকেট হাতে পেলাম। 🥰এই যাত্রায় যারা আমাকে সাপোর্ট দিয়...
10/10/2024

আলহামদুলিল্লাহ
অনেক পরিশ্রম ও অপেক্ষার পর সেই বহুল আকাঙ্ক্ষিত সার্টিফিকেট হাতে পেলাম। 🥰

এই যাত্রায় যারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার প্রিয় প্রতিষ্ঠান Nextgen Technical Institute এর প্রতি অশেষ কৃতজ্ঞতা এতো সুন্দর সাপোর্ট সার্ভিসের মাধ্যমে এতদূর নিয়ে আসার জন্য।💜

✍️ চাওয়াটা যদি হয় নিখুঁত
পাওয়াটা হবে সুনিশ্চিত। 🤲
ইনশাআল্লাহ 🥰

I have always confident in myself..
I know I'm better
I can do whatever I want is my strength.


09/10/2024

Be Different In Your Life......✔️

Monthly meeting done ✅with my mentor( Foysal Ahmed) sir of Vision Success  Community. 💖💗পরিকল্পনা ছাড়া আদৌ কোনোকিছু সম্ভ...
01/10/2024

Monthly meeting done ✅
with my mentor( Foysal Ahmed) sir of Vision Success Community. 💖💗

পরিকল্পনা ছাড়া আদৌ কোনোকিছু সম্ভব হয়নি, হবেও না। যখন নতুন কিছুর পরিকল্পনা করা হয় তখন অর্ধেক কাজ পরিকল্পনার মধ্যেই শেষ হয়ে যায় আর বাকি অর্ধেক কর্মের দ্বারায় শেষ হয়।

একটা প্রবাদ মনে পড়লো- If we fail with right scheme, we will take the wrong succeed.
তাই সম্ভবনার চেয়ে পরিকল্পনা জরুরি।

Thank you sir for giving such a nice scheme. ❤️‍🩹

👉 Some of my t-shirt designs 👉 আমার করা কিছু টি-শার্ট ডিজাইন। ♦️আপনার যদি কখনো মনে হয় আপনি কিছু করতে পারেন বা আপনার মধ্য...
29/09/2024

👉 Some of my t-shirt designs
👉 আমার করা কিছু টি-শার্ট ডিজাইন।

♦️আপনার যদি কখনো মনে হয় আপনি কিছু করতে পারেন বা আপনার মধ্যে কিছু গুন অথবা ক্রিয়েটিভিটি আছে, তাহলে বসে না থেকে কাজটি করুন।
এবং যদি আপনি মনে করেন কাজটি ভালো হবে না ভুল হবে বা আপনি পারবেন না। তবুও বলবো চেষ্টা করে দেখুন, মানুষের সাথে শেয়ার করুন। যদি কাজটি সঠিক এবং সুন্দর হয় তাহলে আপনি আরো ভালো করার কনফিডেন্স পাবেন। আর যদি ভুল হয় তা থেকেও আপনি সঠিক কিছু শিখতে পারবেন।
✅ So don’t give up hope and keep moving forward

📢আগামী ৩০-এ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন ব্যাচ!➡️থাকছে ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর...
27/09/2024

📢আগামী ৩০-এ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন ব্যাচ!

➡️থাকছে ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করার এবং আপনার ক্যারিয়ারকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।

🔸 কোর্স শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
🔸 ব্যাচ নং: ৬৯

⏩আসন সংখ্যা সীমিত! তাই আর দেরি না করে দ্রুত এনরোল করুন আমাদের নেক্সট ডিজিটাল মার্কেটিং ব্যাচ এ।

20/09/2024

যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন নিয়ে শুরু করতে পারছেন না এটা শুধু তাদের জন্য। ☺️

19/09/2024

NextGen 🖤

আলহামদুলিল্লাহ,  আলহামদুলিল্লাহ,  আলহামদুলিল্লাহ 🥰আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া আমাকে এমন একটা এচিভমেন্ট উপহার দেওয়ার...
18/09/2024

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰
আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া আমাকে এমন একটা এচিভমেন্ট উপহার দেওয়ার জন্য।

আমি আসলে কখনো চিন্তাও করতে পারিনি আমার লাইফে এতো বড় একটা এচিভমেন্ট আসবে। এটা আমার লাইফের সব থেকে বড় এচিভমেন্ট।💪

ফ্রিল্যান্সিং সেক্টরে যদি না আসতাম তাহলে হয়তো এই এচিভমেন্ট, এই দিনটা আমার জীবনে কখনো আসতো না। অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সুপ্রিম মেন্টর Sahadat Hossain Anik স্যার, আমার মেন্টর Foysal Ahmed স্যার এবং আমার প্রানপ্রিয় Prianka Sen আপুকে। যাদের জন্য, যাদের চেষ্টায় আজ আমার এই এচিভমেন্ট।

আজ মনে হচ্ছে আমি পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো করতে পারি। 🤲💜

17/09/2024

প্রত্যেকের জীবনেই একবার হলেও opportunity আসে!
কেউ সেটাকে কাজে লাগায় কেউ আবার কাজে লাগাতে পারেনা!
যারা কাজে লাগায়না তাদের ই দেখেছি পরবর্তীতে জীবন নিয়ে অনেক অভিযোগ করতে!

opportunity মানে নেয়ামত ❤️
গ্রহণ করতে পারলে জীবন সুন্দর ❤️

যদি নিজে এবং পরিবারের মৌলিক চাহিদা মেটাতে চাও তাহলে চাকরি করো….যদি নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা এবং ছোট ছোট স্বপ্ন পূ...
14/09/2024

যদি নিজে এবং পরিবারের মৌলিক চাহিদা মেটাতে চাও তাহলে চাকরি করো….

যদি নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা এবং ছোট ছোট স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ছোট ব্যবসা শুরু কর…

আর যদি নিজে এবং পরিবারকে সফলতার বড় মঞ্চে নিয়ে গিয়ে বড় স্বপ্ন পূরণ করতে চাও তাহলে টিম ওয়ার্ক কর…
মনে রাখবে যার টিম যত বড় হবে সফলতার পরিধি তত বিশাল হবে….

10/09/2024

👉 What is freelancing❓
👉 ফ্রিল্যান্সিং কি❓
✅Let's know how to start freelancing.

Edit & voice - Hura Jannath

সবসময় চিন্তা করতে হবে কিভাবে নিজের দক্ষতা বাড়ানো যায় এবং প্রতিনিয়ত নিজেকে উৎসাহ করতে হবে স্কিল বাড়ানোর জন্য। 💜     ...
09/09/2024

সবসময় চিন্তা করতে হবে কিভাবে নিজের দক্ষতা বাড়ানো যায় এবং প্রতিনিয়ত নিজেকে উৎসাহ করতে হবে স্কিল বাড়ানোর জন্য। 💜

05/09/2024

আলহামদুলিল্লাহ 🥰
চমৎকার একটি সেশন ছিলো। অনেক ধন্যবাদ প্রানপ্রিয় প্রতিষ্ঠান NextGen technical Institute কে এতো সুন্দর একটি সেশন উপহার দেওয়ার জন্য। যত দিন যাচ্ছে ততই নতুন নতুন কিছু শিখতে পারছি।💖💖

মাশাআল্লাহ🥰 ক্যানভা দিয়ে করা আমার কিছু ডিজাইন.. 💚 কি ভাবছেন?🤔আপনি শুধু দেখেই যাবেন? চাইলে আপনিও হতে পারেন একজন ডিজাইনার,...
02/09/2024

মাশাআল্লাহ🥰
ক্যানভা দিয়ে করা আমার কিছু ডিজাইন.. 💚
কি ভাবছেন?🤔
আপনি শুধু দেখেই যাবেন?
চাইলে আপনিও হতে পারেন একজন ডিজাইনার,
হতে পারেন সফল ফ্রীল্যান্সার....✊☺️



Address

Kolkata
7700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hura Jannath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies