ISFTV

ISFTV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISFTV, TV Channel, Kolkata new town, KOLKATA.

MLA and ISF chairman পীরজাদা নওশাদ সিদ্দিকী।
25/08/2023

MLA and ISF chairman
পীরজাদা নওশাদ সিদ্দিকী।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে এবছরের প্রকাশিত প্রশ্নপত্র।                  উত্তর কি হবে??????
18/07/2023

আলিয়া বিশ্ববিদ্যালয়ে এবছরের প্রকাশিত প্রশ্নপত্র।

উত্তর কি হবে??????

ভাঙ্গড় ISF জেলা পরিষদে  জয়ী হলেন।
14/07/2023

ভাঙ্গড় ISF জেলা পরিষদে জয়ী হলেন।

ভাঙড় কাণ্ডের জের! কেন্দ্রের Z ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন MLA নওশাদ সিদ্দিকিসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন
18/06/2023

ভাঙড় কাণ্ডের জের! কেন্দ্রের Z ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন MLA নওশাদ সিদ্দিকি

সূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

10/06/2023

Domkol : মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্তি, আগ্নেয়াস্ত্র সহো আটক তৃণমূল নেতা
| মনোনয়নে বাধার অভিযোগ বিরোধীদের। নিশানায় তৃণমূল। ডোমকলে বিডিও অফিস চত্বরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। আগ্নেয়াস্ত্র সোহো আটক তৃণমূল নেতা

06/06/2023

| কাকদ্বীপের মধুসূদনপুরে নওশাদ সিদ্দিকিকে তৃণমূলের বাধা ,দুর্ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আই এস এফ বিধায়ক

01/06/2023

Nawsad Siddique | বাইরন বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক নওশাদ সিদ্দিকি। কী বললেন তিনি? দেখুন

31/05/2023

শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার Kalighater kaku ।

30/05/2023

একনজরে দেখে নিন নির্বাচনের আগে এবং তৃনমূলে যোগ দেওয়ার আগে পর্যন্ত বাইরনের বিরুদ্ধে কোন কোন অভিযোগ গুলো করেছিল।
এবার কি হবে।

"সব বিধায়ক নওসাদ নয় কিছু বিধায়ক বাইরন অবিশ্বাসও হয়"
29/05/2023

"সব বিধায়ক নওসাদ নয়
কিছু বিধায়ক বাইরন অবিশ্বাসও হয়"

29/05/2023

'ডায়মন্ড হারবারে ISF-এর সঙ্গে বিজেপির লড়াই হবে। তৃণমূল কোনও ফ্যাক্টর নয়। জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।' এ নিয়ে কী বললেন নওশাদ সিদ্দিকি ও ফিরহাদ হাকিম, দেখুন

22/05/2023

অভিষেকের নবজোয়ার কর্মসূচির নিয়ে
এ কী বললেন বিধায়ক।

21/05/2023

অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে চান নওশাদ সিদ্দিকী।

20/05/2023

দুর্নীতি বন্ধ করতে
বিধায়ক নওশাদ সিদ্দিকী।

অভিষেকের সিবিআই এর প্রশ্ন।
20/05/2023

অভিষেকের সিবিআই এর প্রশ্ন।

18/05/2023
14/05/2023

এই তো ভাঙ্গড়ে থেকে শুরু।


হাই কোর্টের নির্দেশে ৩৬ হাজার চাকরি বাতিল।
12/05/2023

হাই কোর্টের নির্দেশে ৩৬ হাজার চাকরি বাতিল।

বিধায়ক নওশাদ সিদ্দিকী কে যারা বিজেপির দালাল বলছিল তারা আজ কোথায়।
11/05/2023

বিধায়ক নওশাদ সিদ্দিকী কে যারা বিজেপির দালাল বলছিল তারা আজ কোথায়।

09/05/2023

বিধবা ভাতা ও বিভিন্ন প্রকল্পে প্রকল্প নিয়ে মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান।

08/05/2023

আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান।



আগামীতে কোন রাজনৈতিক দল পঞ্চায়েত দখল করবে বলে আপনার মনে হয় ❓
06/05/2023

আগামীতে কোন রাজনৈতিক দল পঞ্চায়েত দখল করবে বলে আপনার মনে হয় ❓

আগামী কাল থাকছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।আগামীকাল লাইভ দেখতে আমাদের চ্যানেলটি চোখ রাখুন।
05/05/2023

আগামী কাল থাকছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।
আগামীকাল লাইভ দেখতে আমাদের চ্যানেলটি চোখ রাখুন।

05/05/2023

ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সাবধানে ব্যবহার করুন, ছোট ভুলের কারণে জেল বা জীবন নষ্ট হয়ে যাতে পারে।

04/05/2023

ইন্ডিয়ান সেকুলার ফ্ৰন্ট জগৎবল্লভপুর ব্লক কমিটির উদ্যোগে জনসভা।
সন্তোসপুর মোল্লাপাড়া, জগৎবল্লভপুর, হাওড়া।

02/05/2023

জনসভা ISF

,জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে
ইন্ডিয়ান সেকুলার ফ্ৰন্ট নেতাজী অঞ্চল ও রবীন্দ্র অঞ্চল কমিটির উদ্যোগে কেদো রামচন্দ্র নগর হাসপাতাল পার্শ্ববর্তী ময়দানে জনসভা।

কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা।

শুভ জন্মদিনে শুভেচ্ছা ভাইজান।
02/05/2023

শুভ জন্মদিনে শুভেচ্ছা ভাইজান।

01/05/2023

বিশাল ঐতিহাসিক জনসভা ইন্ডিয়ান সেকুলার ফন্ট মথুরাপুর- ১ ব্লক কমিটির উদ্যোগে জনসভা।

ঢোলাহাট, শংকরপুর, মথুরাপুর,
দক্ষিণ ২৪ পরগনা।

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে মে দিবস পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কা...
01/05/2023

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে মে দিবস পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত করেছিলেন।

সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণে রেখে

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী শিল্প ও উৎপাদন খাত যে ঝুঁকির মধ্যে পড়েছে, তা থেকে উদ্ধার পেতে শ্রমজীবী মানুষ ও মালিকপক্ষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জরুরী। মালিকপক্ষ যদি এই দুর্দিনে একচেটিয়া মুনাফার দিকে না তাকিয়ে শ্রমিকের জীবন-জীবিকার নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়, তবে তার সুফল পাবে তারা। কিন্তু বলা বাহুল্য, এই ধনতান্ত্রিক কাঠামোয় এটা দুরাশা মাত্র।
বেতন ও পারিশ্রমিক শ্রমিক-মজুরের অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিক ঠকানো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ; বরং ইসলামের নির্দেশনা হলো, শ্রমিক তার প্রাপ্য সম্পর্কে ওয়াকিবহাল না হলেও মালিক তাকে প্রাপ্য বুঝিয়ে দেবে।

শ্রমিকই হলো সকল উন্নয়ন ও উৎপাদনের চাবিকাঠি। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত।

১:লক্ষ ৬০ হাজার টাকা সহযোগিতা করলেন।
30/04/2023

১:লক্ষ ৬০ হাজার টাকা সহযোগিতা করলেন।

শিহাব ভাই ইরানে পৌঁছালেন।
30/04/2023

শিহাব ভাই ইরানে পৌঁছালেন।

30/04/2023

ISF এ কী যোগ দিচ্ছেন পীরজাদা কাশেম সিদ্দিকী ।

প্রেস বার্তাপঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত সমস্ত দুর্নীতি বন্ধ করতে, জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইএসএফের আ...
28/04/2023

প্রেস বার্তা

পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত সমস্ত দুর্নীতি বন্ধ করতে, জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইএসএফের আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পর্বে গতকাল জনসভা ছিলো মুর্শিদাবাদের ভগবানগোলায় এবং সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের পাটকেল ডাঙা অঞ্চলে।
সমাজ বদলের লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিবিড়ভাবে মানুষের মধ্যে কাজ করে যাবে। সেজন্য রাজ্যের সকল প্রান্তে সংগঠনকে নিয়ে যাবার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানালেন দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। সভায় তিনি মানুষের প্রতি আগামী পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ প্রার্থীদের জয়ী করারও আহ্বান জানান। দুর্নীতিমুক্ত ও প্রকৃত কাজের পঞ্চায়েত গড়তে দল প্রার্থী বাছাইয়ের কাজ করছে। স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের পাশে থাকা মানুষদেরই প্রার্থী করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, ভগবানগোলার মতো বিশাল অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত করে রাখা হয়েছে। সুষ্ঠু যাতায়াতের জন্য সেতুরও অভাব রয়েছে সে দিকেও দৃষ্টিপাত করা হয়নি। উন্নয়নের বুলি আওড়ে ক্ষমতা ধরে রাখা তৃণমূল কংগ্রেস সরকার এইগুলির সুরাহা করেনি। তিনি খেদের সঙ্গে প্রশ্ন তোলেন, এখানে ব্লক প্রতি একটা করে কলেজ থাকা প্রয়োজন কিন্তু তার জন্যও কোনও বিবেচনা সরকার করেনি। কর্মসংস্থান নিয়েও সরকার বিবেচনা করেনি, ফলতঃ জেলা থেকে এক ব্যাপক সংখ্যক মানুষকে রুটিরুজির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তারা এরাজ্যে এবং সেখানেও মানবেতর জীবনযাপন করেন। আমি শ্রমমন্ত্রীর কাছে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব রাখলেও তা মান্যতা দেওয়া হয়নি।
কেবল মানুষকে মজদুর করে রাখার প্রবনতা থেকেই সরকার এই আচরন মুর্শিদাবাদ বাসীর সাথে করে চলেছে। আজ পর্যন্ত এখানে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠল না কেন সে প্রশ্নও তিনি তোলেন। এখানে অগ্নিনির্বাপন ব্যবস্থাও উন্নত করা হয়নি। নওসাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির কড়া সমালোচনা করে বলেন, সাগরদিঘী কেন্দ্রে শাসকদল হেরে যাওয়ার পর থেকেই এখানকার মানুষকে সরকারী নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি মু্খ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সরকারী সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার সকল মানুষেরই আছে। এখানে সংকীর্ণ রাজনীতি কেন করা হচ্ছে। তিনি মানুষকে এই বিষয়ে আরো সচেতন হয়ে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবার পরামর্শ দেন। পাশাপাশি একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি নিয়েও মানুষ

আগামী শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪পরগনা দুই জেলায় উপস্থিত থাকবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।      #ফলোকরুন
28/04/2023

আগামী শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪পরগনা দুই জেলায় উপস্থিত থাকবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।





#ফলোকরুন

প্রেস বার্তাপঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত সমস্ত দুর্নীতি বন্ধ করতে, জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইএসএফের আ...
27/04/2023

প্রেস বার্তা

পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত সমস্ত দুর্নীতি বন্ধ করতে, জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আইএসএফের আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পর্বে গতকাল দুটি জনসভা ছিলো মালদা জেলার মোথাবাড়ী ও কালিয়াচকের জালালপুরে।
আইএসএফ সংসদীয় রাজনীতিতে স্বচ্ছতা আনতে ক্রমাগত সাধারণ মানুষকে রাইট টু রিকল সম্পর্কে সচেতন করে চলেছে। এর মাধ্যমে মানুষের মধ্যে নিজেদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়বে বলে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী মনে করেন। তিনি মালদায় দুটি জনসভায় ভাষণ দেন। প্রথমটি হয় কালিয়াচকের জালালপুরে। দ্বিতীয়টি হয় মোথাবাড়িতে। দুটি জনসভায় বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি ছিলো। আইএসএফ চেয়ারম্যান বলেন, এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস গ্রামোন্নয়নের নামে মানুষকে ভাঁওতা দিয়ে চলেছে। সারা দেশজুড়ে কৃষিক্ষেত্রে যে সংকট চলছে, সেই সংকট থেকে এই রাজ্যের মানুষকে বাঁচানোর কোন প্রয়াস তাদের নেই। কৃষক ফসলের দাম পাচ্ছেন না অথচ মূল্যবৃদ্ধি হয়েই চলেছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন কিছু দানছত্র করে দিলে মানুষ তাকে ভোটে জিতিয়ে আনবে। নওসাদ সিদ্দিকী বলেন, আসলে তৃণমূল কংগ্রেস দুর্নীতি ও দুষ্কৃতি ছাড়া বাঁচতে পারে না। তিনি বলেন, আগামী পঞ্চায়েত ভোটে আইএসএফকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জেতালে গ্রামোন্নয়নের চেহারা পালটে যাবে। তিনি রাজ্যে মহিলাদের ওপর বেড়ে চলা নির্যাতন প্রসঙ্গে বলেন, আইএসএফ ক্ষমতায় আসলে নিরাপত্তার জন্য এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন কেন এসব ব্যবস্থা করা হয়নি? সব উন্নত দেশে এবং নগরগুলিতে যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় তাহলে আমাদের সরকার বা প্রশাসনের পক্ষে কেন সম্ভব হচ্ছে না? আসলে সবকিছুর ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমরা এই সকল সমস্যার সমাধানের প্রতি গুরুত্ব প্রদান করবো।
নির্ধারিত জনসভা গুলি ছাড়াও মালদার যদুপুরে এবং গয়েসবাড়িতে এলাকাবাসীর পক্ষ থেকে নওসাদ সিদ্দিকীকে তাঁর আপোষহীন সংগ্রামের জন্য সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানগুলির মাঝে মালদা জেলায় অনেকগুলি দলীয় কার্যালয় উদ্বোধন হয়।
দলের চেয়ারম্যান বিধায়ক পীরজাদা মহঃ নওসাদ সিদ্দিকী সহ জেলা কমিটি, ব্লক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কারীমুল্লাহ মাস্টার, আলী কলিমুল্লাহ, আবুবক্কর, এমাজউদ্দীন, সিটু, আব্দুল হালিম, নূর ইসলাম, মুক্তার, নজরুল, আজিমুল ইসলাম, হাসানুজ্জামান, উইসুফ আলী, আলাউদ্দিন ও আরও নেতৃত্ব।

26/04/2023

৪২ দিনের জেল মুক্তির পর প্রথম মালদায় দলীয় কর্মসূচি। মালদার যদুপুরে দলের চেয়ারম্যানকে ও বিধায়ক নওশাদ সিদ্দিকী বরন করে নেওয়া ও অভ্যর্থনা জানানোর কিছু মুহুর্ত।

কে বাংলার যুবরাজ।      #ফলোকরুন
26/04/2023

কে বাংলার যুবরাজ।





#ফলোকরুন

Address

Kolkata New Town
Kolkata
743502

Alerts

Be the first to know and let us send you an email when ISFTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category