সংবাদমাধ্যমের কাজ পাঠককে সঠিক তথ্য প্রদান ও শাসকের বিরুদ্ধে প্রশ্ন তোলার মধ্যে সীমাবদ্ধ নয় বলেই মনে করি, একইসঙ্গে সে ভাষা ও সংস্কৃতির ধারক এবং বাহকও বটে । তাই পাঠককে তাঁর দেশ-কাল সম্পর্কে সচেতন করার পাশাপাশি ভাষার সঠিক ব্যবহার, শব্দের যথাযথ প্রয়োগের মাধ্যমে পাঠককে শিক্ষিত করার দায়িত্ব সংবাদমাধ্যম অস্বীকার করতে পারে না – এইভাবে সে ভাষাকে এগিয়ে নিয়ে যায় এবং তার চর্চাকে স্বাস্থ্যকর করে তোলে । দুঃখের
সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে বাংলা সংবাদমাধ্যম অনেকক্ষেত্রেই পাঠককে শিক্ষিত করার সেই দায়িত্ব পালনে সদিচ্ছার অভাবে দুষ্ট । নিত্যদিন সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত লেখায় শব্দের প্রয়োগ, বানান ও বাক্য গঠন সহ ভাষার ব্যাকরণগত অজস্র ত্রুটি চোখে পড়ে । এই পেজের উদ্দেশ্য সেই ত্রুটিগুলোকে সর্বসমক্ষে তুলে ধরে পাঠকদের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীদেরও সচেতন করা । বিশেষ কোনও সংবাদপত্র বা পোর্টালকে উপহাস করা নয়, বরং গঠনমূলক সমালোচনাই পেজের উদ্দেশ্য । ধন্যবাদ।
বিধিসম্মত সতর্কীকরণঃ পেজে কোনও প্রকার রাজনৈতিক পোস্ট ও কমেন্ট, কোনও ব্যক্তিবিশেষ বা জনগোষ্ঠীর সমালোচনামূলক পোস্ট বা কমেন্ট গ্রাহ্য হবে না ।