24 Ghanta Bharat ২৪ ঘন্টা ভারত

24 Ghanta Bharat   ২৪ ঘন্টা ভারত সঠিক সময়ে সঠিক খবর
(5)

Dr. C.V. Ananda Bose, Hon’ble Governor of West Bengal inaugurates ICSI Centre for Corporate Governance, Research and Tra...
08/12/2023

Dr. C.V. Ananda Bose, Hon’ble Governor of West Bengal inaugurates ICSI Centre for Corporate Governance, Research and Training (CCGRT) in Kolkata

The Institute of Company Secretaries of India set up its 3rdCentre for Corporate Governance, Research and Training (CCGRT) in New Town, Kolkata to facilitate research, training and consultancy to the corporate sector.Dr. C.V. Ananda Bose, Hon’ble Governor of West Bengal inaugurated this state-of-the-art Facility, spread across an area of 1.5 Acre in New Town, Kolkata, on 06 December 2023.

Congratulating the Institute on this landmark occasion, Hon’ble Governor of West Bengal said “I commend the Institute for developing this Research Facility. It speaks volumes about the foresightedness and futuristic approach of the ICSI. Company Secretaries, the Corporate Warriors of the Nation, have been undertaking an array of responsibilities while guiding and handholding the Corporate Boards of India Inc.”

Located in the Smart Green City of Kolkata, the ICSI CCGRT has an Educational Blockof 27494 sq. ft. area and a Hostel Block of 21708 sq. ft. area. The Educational Wing houses classrooms, a library, two Moot Courts, a Conference Room, and an Auditorium with a capacity of 300 people. The Hostel Wing has 24 rooms, a Yoga/MeditationCentre. Besides this, the world-class centre has a Badminton Court and an open-air theatre laden with beautiful lawns.

The Hon’ble Governor also awarded the meritorious students, FCS, as well as the members of the Institute who successfully completed their Post Membership Qualification.

Humbled by the acknowledgement and appreciation, CS Manish Gupta, President, the ICSI said, “As the country moves ahead in its journey to become one of the strongest economies of the world, the role of Company Secretaries inevitably has increased many folds. By setting up this Centre, the ICSI has added further impetus to the overall growth and development of all its stakeholders while holding strong to the values, ethics and morality ingrained in its motto”.

The ICSI also organized the Convocation Ceremony for the members of the Eastern Region for the year 2023, in the newly inaugurated CS Deepak Kumar Khaitan Auditorium at the ICSI CCGRT Facility.

Preeti Kaushik Banerjee
Joint Secretary
Corporate Communication & International Affairs

The Institute of Company Secretaries of India (ICSI) is a premier professional body set up under an Act of Parliament, i.e., the Company Secretaries Act, 1980, for regulating and developing the profession of Company Secretaries in India. It functions under the jurisdiction of the Ministry of Corporate Affairs, Government of India. The Institute, being a pro-active body, focuses on the best and top-quality education to students of the Company Secretaries Course and the best quality set standards for CS members. The Institute has around 72,000 members and about 2 lakh students on its roll.
ModiNama BJP INDIA Kolkata Police Narender Modi - Unofficial

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                      ModiNama   Narender Modi - Unofficial Abhishek Banerjee   Kolkata...
28/09/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️









ModiNama
Narender Modi - Unofficial Abhishek Banerjee
Kolkata Police Mamata Banerjee BJP INDIA











       চোটের কারণে বাদ পড়লেন অক্ষর প্যাটেল! তার পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে এলেন রবিচন্দ্র অশ্বিন। কতটা শক্তিশালী হলো ...
28/09/2023


চোটের কারণে বাদ পড়লেন অক্ষর প্যাটেল! তার পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে এলেন রবিচন্দ্র অশ্বিন। কতটা শক্তিশালী হলো দল বলে আপনার মনে হয়?

ModiNama Mamata Banerjee Virat Kohli Kolkata Police Abhishek Banerjee Narender Modi - Unofficial BJP INDIA West Bengal ModiNama Amit Shah Narendra Modi Indian Cricket Team

All India Trinamool Congress under the guidance and inspiration of Hon’ble Party Chairperson Smt. Mamata Banerjee is ple...
28/09/2023

All India Trinamool Congress under the guidance and inspiration of Hon’ble Party Chairperson Smt. Mamata Banerjee is pleased to announce new appointments of Trinamool Congress Block Presidents for the blocks mentioned below.

Abhishek Banerjee Mamata Banerjee Kolkata Police All India Trinamool Congress

নদীয়া জেলার মধ্যে অবস্থিত মোট ৫০টি ব্রডগেজ লাইনের রেলস্টেশন গুলিঃ1. কল্যাণী সীমান্ত2. কল্যাণী ঘোষপাড়া3. কল্যাণী শিল্পাঞ্...
23/09/2023

নদীয়া জেলার মধ্যে অবস্থিত মোট ৫০টি ব্রডগেজ লাইনের রেলস্টেশন গুলিঃ
1. কল্যাণী সীমান্ত
2. কল্যাণী ঘোষপাড়া
3. কল্যাণী শিল্পাঞ্চল
4. কল্যাণী
5. মদনপুর
6. শিমুরালি
7. পালপাড়া
8. চাকদহ
9. পায়রাডাঙ্গা
10. রানাঘাট জংশন
11. বঙ্কিম নগর হল্ট
12. পাঁচবেড়িয়া হল্ট
13. আড়ংঘাটা
14. বাহিরগাছি হল্ট
15. শান্তিনগর হল্ট
16. ভায়না হল্ট
17. বগুলা
18. ময়ূরহাট হল্ট
19. তারক নগর হল্ট
20. মাজদিয়া
21. বানপুর
22. হারিশনগর হল্ট
23. গেদে
24. কুপার্স হল্ট
25. নব রায়নগর
26. গাংনাপুর
27. মাঝেরগ্রাম
28. কালীনারায়নপুর জংশন
29. হবিবপুর
30. ফুলিয়া
31. বাথনা কৃত্তিবাস
32. শান্তিপুর জংশন
33. দিগনগর
34. কৃষ্ণনগর সিটি জংশন
35. জালালখালি হল্ট
36. বাদকুল্লা
37. তাহেরপুর
38. বীরনগর
39. বাহাদুরপুর
40. ধুবুলিয়া
41. মুড়াগাছা
42. বেথুয়াডহরী
43. সোনাডাঙ্গা
44. দেবগ্রাম
45. পাগলাচন্ডী
46. পলাশী
47. কালীনগর
48. নবদ্বীপ ধাম
49. বিষ্ণুপ্রিয়া হল্ট
50. আমঘাটা*

(* বর্তমানে নির্মানাধীন)

সংগৃহীত
Narender Modi - Unofficial ModiNama Abhishek Banerjee Mamata Banerjee BJP INDIA Amit Shah Kolkata Police ModiNama All India Trinamool Congress Narendra Modi Krishnanagar Police District

11/09/2023
১৯২৫ সালে নিজের পিএইচডি’র থিসিস হিসেবে গবেষক যদুনাথ সিংহ একটি গবেষণাপত্র প্রকাশ করেন। নাম ছিল ‘ইন্ডিয়ান সাইকোলজি অফ পারস...
05/09/2023

১৯২৫ সালে নিজের পিএইচডি’র থিসিস হিসেবে গবেষক যদুনাথ সিংহ একটি গবেষণাপত্র প্রকাশ করেন। নাম ছিল ‘ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন’। প্রসঙ্গত এই গবেষণাপত্রটির দুটি ভলিউমের প্রথমটি ১৯২২ সালে, দ্বিতীয়টি ১৯২৩-এ প্রকাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে জমা দেন স্কলারশিপের আবেদন করে।🌻

কিন্তু পরবর্তীতে সর্বপল্লী রাধাকৃষ্ণণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন এবং এই গবেষণা পত্রটি তাঁর চোখে পড়ে। যদুনাথ সিংহ সেই সময়ে মিরাটে গবেষণা করছিলেন।

আগামীতে সর্বপল্লী রাধাকৃষ্ণণের গবেষণা ধর্মী গ্রন্থ হিসাবে " ইন্ডিয়ান ফিলোসফি" বের হয় কিন্তু ১৯২৯ সালে মডার্ণ রিভিউ পত্রিকাতে যদুনাথ সিংহ বলেন রাধাকৃষ্ণণের রচনার থিসিস সম্পূর্ণ নকল করা এবং তা তিনি করেছেন যদুনাথ সিংহের রচনা থেকে।

প্রমান হিসেবে যদুনাথ সিংহ দেখান যে তাঁর মৌলিক গবেষণা থেকে বেশ কয়েকটি প্রবন্ধ রাধাকৃষ্ণানের বই প্রকাশিত হওয়ার আগেই; ১৯২৪ থেকে ১৯২৬ সালের মধ্যে, মিরাট কলেজের পত্রিকায় ছাপিয়েছিলেন তিনি।

এই মামলা কলকাতা হাইকোর্ট অবধি গড়ায় - প্লেগারিজমের অভিযোগে। শোনা যায় রাধাকৃষ্ণণের ঘনিষ্ঠ বন্ধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হস্তক্ষেপ করেন মামলা মিটিয়ে নিতে। অধ্যাপক ব্রজেন শীল মশাই ও যদুনাথ সিংহ কে মামলা মিটিয়ে নিতে বলেন। উচ্চ মহলে যোগাযোগ বেশি থাকায় রাধাকৃষ্ণণ পার পেয়ে যান।

সমাজের উপর মহলে হাত না থাকার জন্য একপ্রকার অপমানিত হয়েই থাকতে হয় যদুনাথ সিংহ কে। যদিও তাঁর পাণ্ডিত্যের খ্যাতি হিসাবে অসংখ্য সম্মান ও পুরস্কার তিনি পেয়েছেন এবং সাধারন জনসমাজ ও জানতেন যদুনাথ সিংহের সততা এবং নিষ্ঠা কতটা তীব্র ছিল..🌿

ও আসল কথাটাই তো বলতে ভুলে গেলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর রচনায় লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ২০ শে সেপ্টেম্বর.. ৫ ই সেপ্টেম্বর নয়, আজব ব্যাপার না বলুন..😜

কলমে ✒️ NG Banerjee
সংগৃহীত
📌 Facebook এর পাশাপাশি আমরা পথচলা শুরু করেছি YouTube এও.. আমাদের কাজ ভালো লাগলে আমাদের channel টি Subscribe করে পাশে থাকবেন.
Narender Modi - Unofficial Abhishek Banerjee ModiNama Mamata Banerjee Amit Shah West Bengal Kolkata Police History All India Trinamool Congress Kolkata Municipal Corporation Narendra Modi Krishnanagar Police District 24 Ghanta Bharat ২৪ ঘন্টা ভারত

মধ্য কোলকাতার শিবচক ক্লাবের নয়ন কমলেশ্বর দেবের বার্ষিক পুজোয় পাঁচদিনব্যাপী সামাজিক কর্মযজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান*******...
04/09/2023

মধ্য কোলকাতার শিবচক ক্লাবের নয়ন কমলেশ্বর দেবের বার্ষিক পুজোয় পাঁচদিনব্যাপী সামাজিক কর্মযজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
**************************************
নিজস্ব সংবাদদাতা কলকাতা:-রামকৃষ্ণদেব বলেছিলেন, যত্র জীব, তত্র শিব। রামকৃষ্ণের অদ্বৈতবাদী এই দর্শনে আস্থা রেখেই তাঁর ভাবশিষ্য বিবেকানন্দ বলেছিলেন , শিব জ্ঞানে জীব সেবা। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মধ্য কলকাতার মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন ও মধু গুপ্ত লেনের সংযোগে শিবচক ক্লাবের উদ্যোগে নয়ন কমলেশ্বরদেবের বার্ষিক পুজোর আয়োজন হয়। এই উপলক্ষে পাঁচদিনব্যাপী এক সমাজসেবা মূলক অনুষ্ঠান আয়োজিত হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা পৌষালি।

শ্রাবণী পূর্ণিমায় শিবের আরাধনার পাশাপাশি এলাকায় ছোটদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির, রাখী বন্ধন উৎসব ও ঐতিহ্যময় নয়ন মেলা। যেখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ যোগ দেন। এই উৎসবে ক্লাবের সভ্যদের উৎসাহ দিতে উত্তর কোলকাতার তৃণমূলের নেত্রী শ্রেয়া পাণ্ডে, স্থানীয় এলাকার দুই পুরপিতা বিশ্বরূপ দে,সুপর্ণা দত্ত, স্থানীয় শাসক দলের নেতা পিয়াল চৌধুরী প্রমুখ উপস্থিত হন। তাঁদের বরণ করেন সংগঠন সম্পাদক দুলাল সাউ। উপস্থিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক বরানগর কেন্দ্রের বিধায়ক তাপস রায় , অরুন হাজরা সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।শুক্রবার সকাল থেকে রক্তদান উৎসবে রক্তদান করেন সংগঠনের ও স্থানীয় এলাকার প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা।

Abhishek Banerjee Mamata Banerjee Kolkata Police All India Trinamool Congress West Bengal 24 Ghanta Bharat ২৪ ঘন্টা ভারত

31/08/2023

SPK JAIN FUTURISTIC ACADEMY তে হচ্ছে "ডক্টর মারিয়া মন্টেসরির সম্মান উদযাপন

31/08/2023

ব্যারাকপুর দমদম সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাখীবন্ধন উৎসব_24 ghonta bharat

28/08/2023

TMCP Foundation Day, 2023 | গান্ধী মূর্তির পাদদেশে, ২০২৩-এর তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee Mamata Banerjee Kolkata Police All India Trinamool Congress West Bengal Kolkata Municipal Corporation

চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর- দং ইউছেনরবীন্দ্রনাথ বিশ্বসভার মহান কবি। চীনা জনগণের মধ্যে তিনি প্রিয়তম কবি ও মহান বন্ধু। চী...
26/08/2023

চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর
- দং ইউছেন

রবীন্দ্রনাথ বিশ্বসভার মহান কবি। চীনা জনগণের মধ্যে তিনি প্রিয়তম কবি ও মহান বন্ধু। চীনা পাঠকরা তাঁর সাহিত্য ভালোবাসেন। রবীন্দ্র রচনাবলির প্রায় সবই চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে। ২০০১ সালে প্রথম তাঁর সম্পূর্ণ লেখা নিয়ে রচনাবলি প্রকাশিত হয়েছে সেখানকার শিক্ষা প্রকাশনালয় থেকে। ২০০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ও গল্প প্রকাশিত হয়েছে হুয়া-ওয়েন প্রকাশনালয় থেকে। সৌভাগ্যবশত এ প্রকাশনার কাজে অনুবাদ ও সম্পাদনার দায়িত্বে ছিলাম আমি। সমগ্র উপন্যাস ও গল্পের অনুবাদ হয়েছিল মূল বাংলা থেকে, অন্য কোনো ভাষা যেমন - ইংরেজি ও হিন্দি থেকে নয়। আনন্দের কথা, একই বছরে আমার লেখা রবীন্দ্রজীবনী বহু ছবিসহ প্রকাশিত হয়েছে চীনে। ২০০৮ সালে বেইজিং বিদেশি ভাষা শিক্ষাদান ও গবেষণা প্রকাশনালয় রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা প্রকাশ করেছে। মোট ছয় খণ্ড। এই শ্রেষ্ঠ কবিতাগুলো নির্বাচন ও সম্পাদনার দায়িত্বে থাকায় আমি আনন্দিত। ৯৫ বছরের সুবিখ্যাত পণ্ডিত অধ্যাপক জি শিয়েলিন এই বইগুলোর নাম লিখেছেন।

এখন আমি রবীন্দ্রনাথের চীন ভ্রমণ নিয়ে বলব। তিনি ও তাঁর বন্ধুরা (পণ্ডিত ক্ষিতিমোহন সেন, বিখ্যাত কলা-শিল্পী নন্দলাল বসু, কবির সেক্রেটারি এলমহার্স্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. কালিদাস নাগ, আমেরিকান মেয়ে গ্রিন) ১৯২৪ সালের ৮ এপ্রিল চীনে যান হংকং হয়ে। তখন সান ইয়াত সেন গুয়াং-চৌ শহরে অসুস্থ হয়ে বাস করছিলেন। তাঁর সঙ্গে কবির দেখা হয়নি, তিনি কবিকে চিঠি লিখে গুয়াংচৌতে আমন্ত্রণ জানান। রবীন্দ্রনাথের পূর্বর্নিধারিত পরিকল্পনা ছিল সাংহাই ও বেইজিং যাওয়ার। ১৯২৪ সালের ১২ এপ্রিল কবি ও তাঁর সঙ্গীরা সাংহাই পেঁৗছান। তাঁদের স্বাগত জানান সাংহাই শহরের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সুদূর বেইজিং থেকে কবিকে স্বাগত জানাতে এসেছিলেন অধ্যাপক সিউ সিমো। তিনি ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও আধুনিক চেতনার যুবক ছিলেন। ১৪-১৬ তারিখ কবি ছিলেন হাংচৌতে, কবি ও তাঁর সঙ্গীরা সিহু হৃদের সৌন্দর্য ও বিখ্যাত লংজিং চায়ের স্বাদ উপভোগ করেন। তিনি ঝেজিয়াং প্রদেশের শিক্ষাভবনে ভাষণ দেন। এ ঘটনা ব্যাপক সাড়া ফেলে। ১৭ এপ্রিল কবি এলেন সাংহাইতে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাণিজ্য প্রকাশনালয়ের অতিথি ভবনে তাঁকে ১৮ তারিখ স্বাগত জানান। কবির বক্তৃতা বুদ্ধিজীবী মহলে খুব সাড়া জাগায়।

২২ তারিখ সানতুং প্রদেশে এলেন ও পরদিন বক্তৃতা দেন প্রাদেশিক সভা হলে। এরপর গেলেন চিনান শহর থেকে বেইজিং। অগণিত ছাত্রছাত্রী, সাংবাদিক, অধ্যাপক ও গুণীজন কবিকে বরণ করলেন। চারদিকে পুষ্পবৃষ্টি ও বাজির শব্দে মুখরিত হলো শহর। রবীন্দ্রনাথের প্রথম পাবলিক সংবর্ধনা হলো রাজকীয় উদ্যানে। অজস্র গুণীজনের সমাবেশে দীর্ঘ পাণ্ডিত্যপূর্ণ ভাষণ দেন লিয়াং ছি চাও। তিনি বলেন - 'আমরা সাত-আট শ বছর পরস্পরকে ভালোবাসিয়া ও শ্রদ্ধা করিয়া স্নেহশীল ভাইয়ের মতো বাস করিয়াছিলাম; আমরা পরস্পরের সহযোগিতার প্রয়োজন অনুভব করিয়াছিলাম। আমরা চীনারা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভারতীয়দের নেতৃত্বে পরিচালনার প্রয়োজন বিশেষভাবে অনুভব করিয়াছিলাম।'

২৭ এপ্রিল কবি ও তাঁর সঙ্গীরা বেইজিং বাদশাহী প্রাসাদে উপস্থিত হন। এই প্রাসাদ প্রাচীর দ্বারা পূর্ণবেষ্টিত; সিংহাসনচ্যুত সম্রাট পুয়ী গুরুদেব ও তাঁর বন্ধুদের প্রাসাদে নিমন্ত্রণ করেছিলেন। প্রায় আড়াই ঘণ্টা প্রাসাদের নানারূপ সামগ্রী দেখেছিলেন। দুপুরবেলা তাঁরা পুয়ী কর্তৃক আয়োজিত ভোজসভায় অংশ নেন। ২৮ এপ্রিল ধরিত্রী-মন্দির প্রাঙ্গণে কবি বেইজিংয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি দীর্ঘ এক দার্শনিক ভাষণ দেন। তিনি বলেন, 'য়ুরোপ এশিয়াকে অভিভূত করিয়াছে। য়ুরোপের প্রতি আমরা অন্যায় করিয়াছি, আমরা তাহাদের সহিত সমকক্ষভাবে মিলিতে পারি নাই। ইহার ফলে মিলন হইলো শক্তিমান ও শক্তিহীনের মধ্যে... একপক্ষ হইতে অপমান, অপর পক্ষ হইতে দাস্যভাব।'

৭ মে রবীন্দ্রনাথের চৌষট্টিতম জন্মদিন, মে মাসের ৮ তারিখের রাতে জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথকে অভিনন্দন জানানোর সভা হয়েছিল। লিয়াং ছি চাও কবিকে চীনা নাম 'জ্যু ঝোন্ দান্' দিয়েছিলেন। জ্যু শব্দটি 'তিয়ান্ জ্যু' থেকে নেওয়া। 'তিয়ান্ জ্যু' পুরনো চীনা ভাষায় ভারতের নাম। চীনা শব্দ 'দান্'-এর অর্থ সূর্য ওঠা। এই শব্দটি রবীন্দ্রনাথের 'রবি'র সঙ্গে সাযুজ্য। কবি চীনা পোশাক পরেছিলেন। রাতে রবীন্দ্রনাথের নাটক 'চিত্রা' প্রদর্শিত হয়। এই জন্মদিনটি কবি দীর্ঘকাল মনে রেখেছেন। ১৯৪১ সালের ২১ ফেব্রুয়ারি তিনি একটি কবিতা লিখেছিলেন। এই কবিতায় চীন দেশে তাঁর জন্মদিন পালন প্রসঙ্গে লিখেছেন :

ধরিনু চীনের নাম/জন্মবাসের ঘটে/নানা তীর্থে পুণ্যতীর্থবারি/ করিয়াছি আহরণ, এ কথা রহিল মোর মনে।/একদা গিয়েছি চীন দেশে,/অচেনা যাহারা/ললাটে দিয়েছে চিহ্ন 'তুমি আমাদের চেনা' ব'লে।
..ধরিনু চীনের নাম, পরিনু চীনের বেশবাস।/এ কথা বুঝিনু মনে,/যেখানেই বন্ধু পাই সেখানেই নবজন্ম ঘটে।/আনে সে প্রাণের অপূর্বতা।/বিদেশী ফুলের বনে অজানা কুসুম ফুটে থাকে -/বিদেশী তাহার নাম, বিদেশে তাহার জন্মভূমি,/আত্মার আনন্দক্ষেত্রে তার আত্মীয়তা/অবারিত পায় অভ্যর্থনা।

মে মাসের ১৯ তারিখ বেইজিং অপেরার বিখ্যাত শিল্পী মেই লান্ ফাং রবীন্দ্রনাথ ও তাঁর বন্ধুদের সৌজন্যে বেইজিং অপেরা 'লুও নদীর দেবী' মঞ্চস্থ করে। ২০ তারিখে লিআং ছি চাও, মেই লান্ ফাং, ইয়াও মাংফু প্রমুখ রবীন্দ্রনাথ ও তাঁর বন্ধুদের ভোজোৎসবে নিমন্ত্রণ করেন। এ সময় কবি বলেছিলেন, অপেরা খুব ভালো। লিআং ছি চাও কবির কাছে তাঁর লেখালেখির বিষয়ে জানতে চান। কবিগুরু বলেন, চীন দেশ যাত্রা নিয়ে তিনি লিখবেন। তিনি মেই লান্ ফাংয়ের একটা পাখায় লেখেন :

অজানা ভাষা দিয়ে/পড়েছো ঢাকা তুমি, চিনিতে নারি প্রিয়ে!/কুহেলী আছে ঘিরি,/মেঘের মতো তাই দেখিতে হয় গিরি।

৩০ মে রবীন্দ্রনাথ ও তাঁর সঙ্গীরা সাংহাই থেকে জাপান যান। কবিগুরু চীন দেশের সাতটি শহর ভ্রমণ করেছিলন। অবস্থান করেছিলেন ৫০ দিন।

চীনা আধুনিক সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব প্রসঙ্গে বলা যাক। চীনা আধুনিক সাহিত্যের বিকাশে রবীন্দ্রনাথের খুব প্রভাব পড়েছিল, বিশেষত তাঁর কবিতা নতুন চীন দেশের কবিতার বিকাশের জন্য বড় প্রভাবক হয়ে ওঠে। তখন চীনা যুবক-যুবতী লেখক-কবি যা রচনা করতেন, তা দেখে আমরা বুঝতে পারি, তাঁদের রচনায় রবীন্দ্রনাথের বিরাট প্রভাব পড়েছিল। প্রখ্যাত লেখক গ্যুমোড়ো নিজ্য বলেছিলেন, যখন তাঁর চিন্তাধারা কাতর হয়েছিল, তখন তাঁর চিন্তার ওপর রবীন্দ্রনাথের রচনার প্রভাব পড়েছিল। রচনা সৃষ্টির দিক দেখেই প্রথম তিনি রবীন্দ্রনাথের প্রভাব গ্রহণ করেছিলেন। গ্যুমোড়োর লম্বা কাব্য 'দেবী' রচনায় রবীন্দ্রনাথের কাব্যের প্রভাব দেখা দিয়েছিল। তাঁর একটি ছোট কবিতা থেকে উদ্ধৃত করছি :

আমার একটি ছুরি আছে,/সে জানালায় থেকে আমার দিকে দেখে হাসে।

সে আমাকে হেসে বলে : মোড়ো, দুঃখিত হও না!/তুমি আমার সঙ্গে চুমু খেতে শীঘ্রই আস,/আমি তোমার সব দুঃখ ধ্বংস করব।/জানালার বাইরে সাগরের নীল জল

আমাকে অবিরতভাবে ডাকছে।/সে আমাকে চৌঁচিয় বলে, মোড়ো, তুমি দুঃখিত হও না!

তুমি আমার বুকে শীঘ্রই আস,/আমি তোমার সব দুঃখ ধ্বংস করব।

চীন দেশে আরেকজন মহান লেখিকা শিয় বিংসিং। যৌবনকালে তিনি রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসতেন। তিনি কৃতজ্ঞচিত্তে বলেছিলেন, 'রবীন্দ্রনাথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুন্দর কবিতাগুলো আমার জন্মদিনপ্রাপ্ত কাতর হৃদয়কে বিনষ্ট করেছিল। আপনি আপনার দার্শনিক চিন্তাধারা দিয়ে আমার নিরিবিলি হৃদয়ে উৎসাহ দিয়েছিলেন।' তিনি বলেছিলেন, 'আমি যখন কবিতাগুলো 'তারাগুলো' ও 'বসন্ত জল' লিখেছিলাম, সেই সময় আমি রবীন্দ্রনাথের প্রভাব পেয়েছিলাম। আমি শুধু ছোট কবিতাগুলো লিখেছিলাম।' ধরা যাক, শিয় বিংসিংয়ের কবিতা 'তারাগুলো'-এর একটা :

দুর্বল ও ক্ষীণ তৃণ!/তুমি গর্বিত হও,/শুধু তুমি সব পৃথিবীর উপর সাজ করছ।

এখন আমরা রবীন্দ্রনাথের 'পরিচয়' কবিতায় দেখছি :

দয়া বলে, কে গো তুমি মুখে নাই কথা?

অশ্রুভরা আঁখি বলে, আমি কৃতজ্ঞতা।

দেখুন, দুটি কবিতার শৈলী প্রায় একই। ছোট কবিতা গভীর ভাবধারা প্রকাশ পেয়েছে।

উপরোক্ত দুই চীনা লেখক ছাড়াও ছুজিছিং, জেং জেন্ দুও, ওয়ান্ থেং জাও, ইয়ে শেং থাও, গ্যু শাও উই প্রমুখ এই ধরনের কবিতা লিখেছিলেন। তখনকার বড় বড় পত্রিকা 'ছেন্ বাও' (প্রভাত-পত্রিকা), 'শ্যিদেন্'(শিক্ষা-দীপ), 'জাওউ' (জাগরণ) সব সময় এই ধরনের কবিতাগুলো প্রকাশ করত। তাই এই ধরনের ছোট কবিতাগুলো চীনা আধুনিক সাহিত্যের একটা জনপ্রিয় রূপ।

কবিতা ছাড়াও রবীন্দ্রনাথের উপন্যাস ও গল্পগুচ্ছ চীনা উপন্যাস ও গল্প রচনার ওপর বিরাট প্রভাব রেখেছিল। আমার মনে হয়, রবীন্দ্রনাথের উপন্যাস গল্পগুচ্ছের মধ্যে একটি লাল সূত্র আছে : 'দুর্ভাগ্য জনগণের প্রতি মানবিক ভালোবাসা।' উপন্যাস নৌকাডুবির নায়ক রমেশ এই ধরনের ভালোবাসার রূপান্তর ও প্রতিনিধি। এই লাল সূত্র চীনা কথাসাহিত্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। শিয়ে বিংসিংয়ের উপন্যাস 'শরৎ বাতাস ও শরৎ বৃষ্টি' লোকজনকে দুঃখ নিয়ে আসে ইয়ে শেংথাওয়ের উপন্যাস 'আফেং', ওয়ান থোং জাওয়ের উপন্যাস 'ঈষৎ হাসি' ইত্যাদি রবীন্দ্রনাথের উপন্যাসের প্রভাব গ্রহণ করেছিল। মোটামুটিভাবে বলা যায়, চীনা আধুনিক সাহিত্যে বহু মাধ্যমের ওপর রবীন্দ্রনাথের প্রভাব ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মহান বিশ্বকবি হিসেবে অসাধারণ রচনাগুলো লিখেছিলেন। তিনি সুহৃদয় মানুষ, সৎ লেখক। রবীন্দ্রনাথের রচনা পড়ে চীনা পাঠকরা জানেন, বিশ্ব কবির দয়া ও উদারতা চিরদিন চীন দেশের লোকের মনে থেকে যায়। চীনা পাঠকদের রবীন্দ্রনাথের রচনা খুব ভালো লাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা।

লেখক : চীনা বেইজিং বিদেশি গবেষণা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিত
সংগৃহীত
Narender Modi - Unofficial Mamata Banerjee BJP INDIA West Bengal ModiNama Kolkata Police Abhishek Banerjee History Narendra Modi

99% লোক জানেন না যে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা এখনো বেঁচে আছেন।সমস্ত মিডিয়া ও খবর থেকে দূরে লোকচক্ষুর আড়ালে তাম...
26/08/2023

99% লোক জানেন না যে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা এখনো বেঁচে আছেন।সমস্ত মিডিয়া ও খবর থেকে দূরে লোকচক্ষুর আড়ালে তামিলনাড়ুতে নিজের সুখের জীবন যাপন করছেন।
#সংগৃহীত
Narender Modi - Unofficial Abhishek Banerjee Mamata Banerjee ModiNama Kolkata Police West Bengal BJP INDIA ModiNama All India Trinamool Congress Narendra Modi

26/08/2023

বারাসাতে যশোর রোডের পাশে বসতি বাড়িতে ভয়াবহ আগুন || ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন EXCLUSIVE LIVE

   ।।   ***মহারাণী স্বর্ণময়ী***    ।।**************************************মহারাণী স্বর্ণময়ী ছিলেন অবিভক্ত বাংলার মুর্শ...
26/08/2023


।। ***মহারাণী স্বর্ণময়ী*** ।।
**************************************
মহারাণী স্বর্ণময়ী ছিলেন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার কাশিম বাজার রাজের ১৮৪৪ সাল হতে ১৮৯৭ সাল পর্যন্ত সময়ের মহারাণী। বাংলার নবজাগরণের সময়কালে তিনি ছিলেন এক মহান জনহিতৈষী, সমাজ সেবী, মানবতাবাদী ও পরোপকারী ব্যক্তিত্ব।

স্বর্ণময়ীর জন্ম ১২৩৬ বঙ্গাব্দের ২৬ অগ্রহায়ণ (১৮২৭ সালের ডিসেম্বর) পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ভাটাকুল গ্রামের এক তিলি সম্প্রদায়ের অতি দরিদ্র পরিবারে। নাম ছিল সারদাসুন্দরী। তবে অপরূপ সুন্দরী হওয়ায় ১৮৩৬ সালে অতি অল্প বয়সে কাশিমবাজার রাজ পরিবারের কুমার কৃষ্ণনাথ নন্দীর সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের পর তিনি বাংলা লেখাপড়া শেখেন। তাদের দুই কন্যা সন্তান লক্ষ্মী ও সরস্বতী জন্মগ্রহণ করে। পিতার জীবৎকালে এক কন্যা শৈশবে এবং অপরটি বিবাহের পর এবং পিতার মৃত্যুর পর কৈশোরেই মারা যায়। ১৮৪৪ সালের ৩০ অক্টোবর মাত্র ২২ বৎসর বয়সে মহারাজা কৃষ্ণনাথ প্রয়াত হন। পিতা হরনাথের অকাল মৃত্যুতে নাবালক কুমারের সমস্ত সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডের অধীন ছিল। তাছাড়া পরবর্তীতে মহারাজা কৃষ্ণনাথের অপব্যয়ে দেনা ও উইলের বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী অধিকার করে নেয়। অতি বুদ্ধিমতী স্বর্ণময়ী বিশ্বস্ত রাজকর্মচারী রায় রাজীবলোচনের সুপরামর্শে ও হরচন্দ্র লাহিড়ীর সহায়তায় সুপ্রিম কোর্টে আপিল করে ১৮৪৭ সালের ১৫ নভেম্বর সম্পত্তি ফেরত পান। এরপর ছয়জন সদস্যের কমিটি গড়ে এবং সুপ্রসিদ্ধ উকিল বৈকুন্ঠনাথ সেনের পরামর্শে মহারাণী স্বর্ণময়ী রাজকার্য পরিচালনা করতেন।

বহরমপুরের অধিবাসীদের পানীয় জলের অভাব পূরণে জলসরবরাহের জন্য ২৭০,০০০ টাকা ব্যয়ের যে প্রকল্প তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার জন উডবার্ন ১৮৯৯ সালের ৩১ জুলাই উদ্বোধন করেন, তার সিংহভাগই ১৬২,০০০ টাকা মহারাণী স্বর্ণময়ীই দান করেন। স্বর্ণময়ী ১৮৭১ সালে কলকাতার চাঁদনী হাসপাতালের জন্য ১০০০ টাকা এবং ১৮৭২ সালে নেটিভ হসপিটালের জন্য ৮,০০০ টাকা দান করেন। এছাড়াও দুর্ভিক্ষ ও ম্যালেরিয়া ত্রাণ তহবিলে ৮,০০০ টাকা দান করেন।

কলকাতা মেডিকেল কলেজে ছাত্রী নিবাস গড়তেই ১৫০,০০০ টাকা দান করেন। স্বর্ণময়ী গার্লস হস্টেল নামে পরিচিত এই ছাত্রীনিবাসের শিলান্যাস করেছিলেন লেডী ডাফরিন। ১৮৫১ সালে স্বর্ণময়ী প্রদত্ত তিরিশ বিঘা জমিতে বহরমপুর কলেজ বর্তমানের কৃষ্ণনাথ কলেজ স্থাপিত হয়। ১৮৮৬ সালে সরকার কলেজ পরিচালনার ভার তুলে নিলে মহারাণী স্বর্ণময়ী কলেজ পরিচালনার ব্যয়ভার পর্যন্ত গ্রহণ করেন।

১৮৭১ সালে স্বর্ণময়ী রংপুর হাই স্কুলকে এক হাজার টাকা, বর্তমানের উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়কে জমিসহ নিজ বাসভবন ও চার হাজার টাকা, ওরিয়েন্টাল সেমিনারিকে তিন হাজার টাকা দান করেন। ১৮৭৬ সালে হিন্দু গার্লস স্কুলকে দশ হাজার টাকা, ১৮৮৩ সালে মুর্শিদাবাদের খাগড়া লন্ডন মিশনারি স্কুলকে পাঁচ হাজার টাকা দান করেন। এছাড়াও স্বর্ণময়ী ১৮৭২ সালে কলকাতার বেথুন কলেজকে ১৫,০০০ টাকা, ১৮৭৫ সালে কটক কলেজকে ২,০০০ টাকা, ১৮৭৬ সালে আলিগড় কলেজকে ২,০০০ টাকা, ১৮৮৭ সালে লন্ডন ইম্পিরিয়াল জুবিলি ইনস্টিটিউশনকে ৫,০০০ টাকা দান করেন। তাঁরই প্রদত্ত জমিতে বর্তমানে বোটানিক্যাল গার্ডেন তথা আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান এবং বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ (শিবপুর) তথা আজকের ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, শিবপুর গড়ে উঠেছে। হিন্দু হস্টেলকেও ৪,০০০ টাকা দান করেন।কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুল -বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ডাঃ মহেন্দ্রলাল সরকারের ভারতীয় বিজ্ঞান সভায় তিনি যথেষ্ট অর্থসাহায্য করেন। এভাবে জনহিতকর কাজে তাঁর দানের পরিমান ছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা।

১৮৭১ সালের ১১ আগস্ট স্বর্ণময়ী মহারাণী উপাধি প্রাপ্ত হন। ১৮৭৮ সালের ১৪ আগস্ট জনহিতকর কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে 'ক্রাউন অব ইন্ডিয়া' সম্মানে ভূষিত করে। মহারাণী স্বর্ণময়ীর স্মৃতিতে তাঁর জন্মস্থান বর্ধমান জেলার ভাটাকুল গ্রামে ১৯১৪ সালে 'ভাটাকুল স্বর্ণময়ী হাই স্কুল' প্রতিষ্ঠিত হয়।

মহারাণী স্বর্ণময়ী ১৮৯৭ সালের ২৫ আগস্ট (১৩০৪ বঙ্গাব্দের ১০ ভাদ্র) বুধবার প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর তার ভাগিনেয় মণীন্দ্র চন্দ্র নন্দী উত্তরাধিকারী হিসাবে মহারাজা হন।
সংগৃহীত

(গুগল সহায়তায় সম্পাদিত)
#বিশ্ব #বিনোদন Narender Modi - Unofficial Abhishek Banerjee Mamata Banerjee BJP INDIA Kolkata Police ModiNama West Bengal History Amit Shah Narendra Modi Kolkata Municipal Corporation All India Trinamool Congress

26/08/2023

তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র মহা মিছিল_24 Ghanta_BharatTV Abhishek Banerjee Mamata Banerjee All India Trinamool Congress

চন্দ্রায়ন-৩ এর সাথে যুক্ত পশ্চিমবঙ্গের বিজ্ঞানীগণ❤️🙏             Narender Modi - Unofficial Abhishek Banerjee Kolkata Po...
24/08/2023

চন্দ্রায়ন-৩ এর সাথে যুক্ত পশ্চিমবঙ্গের বিজ্ঞানীগণ❤️🙏
Narender Modi - Unofficial Abhishek Banerjee Kolkata Police Mamata Banerjee West Bengal Amit Shah ModiNama BJP INDIA ModiNama Virat Kohli History

   একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন?? ছবিটি তুলে আম...
24/08/2023


একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂
ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন?? ছবিটি তুলে আমি নিজে ও অবাক। 🙂👈

"সৃষ্টিতে যতক্ষণ দ্বিধা থাকে ততক্ষণ সুন্দর দেখা
যায় না , সামঞ্জস্য যখন সম্পূর্ণ হয় তখনই সুন্দরের আবির্ভাব। ❤️
সংগৃহীত
Narender Modi - Unofficial Abhishek Banerjee Mamata Banerjee BJP INDIA Kolkata Police West Bengal

24/08/2023

আজ দুপুরে কলকাতার জ্ঞান হোটেলে সাইকেল পিওর আগরবাতি তাদের ৭৫ বছর উদযাপনের জন্য চারটি নতুন এবং উন্নত সুগন্ধ বিশিষ্ট সামগ্রি উন্নতমানের সামগ্রী র নিয়ে এসেছে কলকাতার ২৪ শে আগস্ট ২০২৩ সাইকেল পিওর আগরবাতি নিয়ে এসেছি ধূপকাঠি প্রস্তুত করো। এক বর্ণময় নাম এবং এনা আর গুরুপে অতি লালিত ব্যান্ড মাস্টার ৭৫ বছরে গৌরবময় বছর পূর্তি উপলক্ষে স্থির ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও সাইকেল পিওর আগরবাতি ব্যান্ড অ্যাম্বাসেড র সৌরভ গাঙ্গুলী এবং সাইকেল পিয়ওর আগরবাতি কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার অর্জুন রঙ্গা উপস্থিত ছিলেন এবং বিশাল আকার সাংবাদিক সম্মেলন

অষ্টম ইন্দো বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান*নিজস্ব সংবাদদাতা কলকাতা :--কলকাতা প্রেস ক্লাবের অন...
24/08/2023

অষ্টম ইন্দো বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান*

নিজস্ব সংবাদদাতা কলকাতা :--কলকাতা প্রেস ক্লাবের অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম ইন্দো বাংলা আন্তর্জাতিক অনলাইন চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান
উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আদিত্য দাস, সেক্রেটারি বিশাল বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সুদীপ নাগ , সঙ্গীত শিল্পী অন্নেষা দত্ত, এবার চলচ্চিত্র উৎসব উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হয়েছে ২৪ শে জুলাই।

১০৮ টা ছবি জমা পড়ে তার মধ্যে ৩২ টি ছবি প্রদর্শিত হয় অনলাইনের মাধ্যমে এবারের শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের জন্য পার্থ ডি মিত্র, ,ছবি শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম এর জন্য অনির্বাণ চক্রবর্তী ।শ্রেষ্ঠ এলজিবিটি ছবি র জন্য কৌশিক চ্যাটার্জী,।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক প্রতীক কর্মকার পুরস্কার পান। এবং এই চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে সম্মানিত হলেন জুয়েলারি ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্য , মডেল রোহন ব্যানার্জি , কবি সাহিত্যিক চলচ্চিত্র পরিচালক গৌরব নাথ ।এছাড়া অন্যান্য বিষয়ের জন্য পুরস্কার পান আরো অনেকে।
#বিনোদন #ব্যবসাবাণিজ্য #বিশ্ব

23/08/2023

Chandrayaan-3 Mission Soft-landing LIVE Telecast

23/08/2023

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের মাস উদ্‌যাপন এবং ‘বাংলার শাড়ি' উদ্বোধনে

পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হলিউডের একমাত্র অভিনেতা যার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন  তিনি হ...
22/08/2023

পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হলিউডের একমাত্র অভিনেতা যার সঙ্গে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি হলেন চার্লি চ্যাপলিন। ১৯৩১ সালে, তিনি 'সিটি লাইটস' চলচ্চিত্রের প্রিমিয়ার চলাকালীন সময় এই জগৎ বিখ্যাত অভিনেতার সাথে কথা বলার সুযোগ পান।
আইনস্টাইন: "আপনার শিল্পের যে বিষয় সম্পর্কে আমি সবচেয়ে বেশি প্রশংসা করি, তা হল আপনার সর্বজনীনতা। আপনি একটি শব্দও বলেন না, তবুও বিশ্ব আপনাকে কত সহজে বোঝে!"
চ্যাপলিন: "সত্যি। কিন্তু আপনার গৌরব তার চেয়েও বেশি! গোটা বিশ্ব আপনাকে কুর্নিশ করে, যদিও তারা আপনার কথার একটি শব্দও বোঝে না।"

রুমি Shah

Collected
Narender Modi - Unofficial Mamata Banerjee Abhishek Banerjee Kolkata Police Amit Shah ModiNama BJP INDIA West Bengal All India Trinamool Congress

       **আমার প্রিয় রবিঠাকুর***************************************ঠিক একশ বছর আগে ১৯২০ সালের ঘটনা।  সামনে যেন স্বয়ং যিশ...
22/08/2023


**আমার প্রিয় রবিঠাকুর**
*************************************
ঠিক একশ বছর আগে ১৯২০ সালের ঘটনা। সামনে যেন স্বয়ং যিশু, রবীন্দ্রনাথকে দেখে নতজানু লন্ডনের কফি বিক্রেতা। রবীন্দ্রনাথকে স্বয়ং যিশুখ্রিস্ট বলে ভুল করেছিলেন কোন এক ইংরেজ। লন্ডনে রবীন্দ্রনাথের জীবনের এমনই ঘটনার কথা আমরা জানতে পারি তপনমোহন চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায়। তখন ১৯২০ সাল। নোবেলজয়ী কবি বিশ্বযাত্রার অংশ হিসাবে তখন লন্ডনে উপস্থিত। আর ওকালতি পড়ার উদ্দেশ্যে তখন লন্ডনেই রয়েছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র তপনমোহন চট্টোপাধ্যায়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছাত্রও ছিলেন তপনমোহন। বন্ধু উইলি পিয়ারসন খবর দিয়েছিলেন গুরুদেব লন্ডন আসছেন। রবীন্দ্রনাথের সেবার লন্ডনযাত্রায় আতিথেয়তার ভার নিয়েছিলেন কবিবন্ধু রটেনস্টাইন। কেনসিংটন প্যালেস ম্যানসনে থাকার বন্দোবস্ত করা হল রবীন্দ্রনাথের। আর ঘটনাচক্রে বাড়িটি তপনমোহনের বাড়িরও একদম কাছে। শুধু তাই নয়, তপনমোহনের বাড়ি থেকে জনের ক্যাবস্টল যাওয়ার রাস্তাতেই পড়ে কেনসিংটন প্যালেস।

জন ধর্মপ্রাণ দরিদ্র খ্রিস্টান। আর ক্যাবস্টল বলতে চারচাকার উপর কাঠের ছোট্ট ঘর। যেখানে বসে জন বিক্রি করতো কফি, ডিমসেদ্ধ, হ্যাম স্যান্ডুইচ এইসব টুকিটাকি। পড়াশুনোর ফাঁকে আড্ডা ও জলখাবারের উদ্দেশ্যে তপনমোহন যেতেন জনের ক্যাবস্টলে।

রাত তখন বারোটা। রটেনস্টাইনের বাড়ি থেকে ফিরছেন রবীন্দ্রনাথ। ট্যাক্সি থেকে নেমেই পড়লেন বিপাকে। জোব্বার এ’পকেট ও’পকেট হাতড়ে কানাকড়ি কিছুই খুঁজে পাচ্ছেন না। অন্যমনস্ক রবীন্দ্রনাথ সেদিন শূন্য পকেটেই বেরিয়ে পড়েছিলেন। এখন ট্যাক্সির ভাড়া মেটাবেন কীভাবে? এত রাতে পুত্র রথীন্দ্রনাথকে ডাকতে হলে সে আর এক বিপত্তি। এমন সময় তপনমোহনকে দেখতে পেলেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, “এই, তোর পকেটে কিছু আছে নাকি? না, আমারই মতন একেবারে শূন্য?” তপনমোহন দেখলেন ট্যাক্সির মিটারে ভাড়া উঠেছে দেড় শিলিং। তার সঙ্গে আরো ছয় পেনি যোগ করে ভাড়া মিটিয়ে দিলেন তিনি।

ছাত্রের সঙ্গে বহুদিন পর দেখা রবীন্দ্রনাথের। তাঁর পড়াশুনোর খবর নিলেন। গল্পগুজব করলেন। আর কথায় কথায় তপনমোহন জানালেন এত রাতে বাইরে বেরোনোর উদ্দেশ্য জনের স্টলে এককাপ গরম কফি। ছাত্রের অনুরোধেই জনের স্টলের দিকে এগোলেন রবীন্দ্রনাথ।

স্টলের কাছাকাছি আসতেই গুরুদেবকে একটু পিছনে ফেলে এগিয়ে গেলেন তপনমোহন। জনকে গুছিয়ে বলতে হবে গুরুদেবের পরিচয়। আপ্যায়নের ত্রুটি যেন না থাকে। রাত অনেক হয়েছে। জনের স্টলে একটিও খরিদ্দার নেই। কিন্তু স্টলের কাছে পৌঁছতেই এক আশ্চর্য দৃশ্য দেখলেন তিনি। জন যেন একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আর তার চোখের দৃষ্টি রবীন্দ্রনাথের উপর স্থির হয়ে আছে। রবীন্দ্রনাথ তখন মাথা থেকে মখমলের টুপি খুলে ফেলেছেন। মৃদু একটু চাঁদের আলো এসে পড়েছে তাঁর মুখের উপর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটু গেড়ে নিলডাউনের ভঙ্গিতে বসে পড়েছেন জন। তার হাতদুটো জোড় করা।

রবীন্দ্রনাথ ততক্ষণে অস্বস্তিতে পড়েছেন। তাড়াতাড়ি সরে যাচ্ছেন সেই জায়গা থেকে। এদিকে লন্ডনের রাস্তাঘাট তিনি ভালোমতন চেনেন না। তাঁকে কেনসিংটন প্যালেস পর্যন্ত পৌঁছে দিয়ে আবার জনের ক্যাবস্টলে ফিরে এলেন তপনমোহন। তাঁকে দেখেই জন বলে বসলেন, “চ্যাটার্জি, আমার জীবন ধন্য। করুণাময় লর্ড জিসাস ক্রাইস্ট দূর থেকে আজ আমাকে দর্শন দিয়ে গেছেন। আমার জীবন সার্থক।” জনের মুখে তখন অপার শান্তি। আর বিস্ময়ে অভিভূত তপনমোহন সেই রাতে কিছু না খেয়েই বাড়ি ফিরে এলেন।

মানুষের শরীরেই রবীন্দ্রনাথ এদেশের অনেকের কাছেই তো ঈশ্বরের সমার্থক। তাঁর লেখায়, তাঁর জীবনে আশ্রয় নিয়েই বেঁচে থাকেন কতজন। কিন্তু লন্ডন শহরের বুকে একজন কফি বিক্রেতার কাছেও যে তিনি প্রথম দেখাতেই ঈশ্বর হয়ে উঠেছিলেন, এমন ঘটনা সত্যিই আশ্চর্য করে।

তথ:ঋণ PI news
সংগৃহীত
Narender Modi - Unofficial Abhishek Banerjee BJP INDIA Kolkata Police ModiNama Mamata Banerjee Amit Shah History ModiNama Kolkata Municipal Corporation West Bengal Narendra Modi

Address

Kolkata
700089

Alerts

Be the first to know and let us send you an email when 24 Ghanta Bharat ২৪ ঘন্টা ভারত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Ghanta Bharat ২৪ ঘন্টা ভারত:

Videos

Share

Nearby media companies