শব্দাশ্ব- Shobdashwo

শব্দাশ্ব- Shobdashwo 'শব্দাশ্ব' লেখকের স্বাধীনতা'র জাতক।

26/04/2024

“লেখকের স্বাধীনতা” - একটি সাহিত্য সভা যা নির্বাচিত সদস্যদের নিয়ে সূচনা হয়েছিল। অথবা, এভাবেও বলা যেতে পারে, লেখকের স্বাধীনতার খোঁজ থাকে কেবলমাত্র সেই লেখক বা পাঠকদের উদ্দেশ্যে, যাঁরাই শুদ্ধ সাহিত্যের চর্চা করে থাকেন। লেখক এবং পাঠকদের এই সমন্বিত প্রচেষ্টায় এর পর সংযোজন হয়, “শব্দাশ্ব”- অন্তর্জাল পত্রিকার। ত্রৈমাসিক এই পত্রিকায় লেখকের স্বাধীনতার সদস্যদের অংশগ্রহণ বিবেচনা করা হয় সর্বাগ্রে। এছাড়াও, আমাদের এই পত্রিকাটি সমৃদ্ধ হয়ে আসছে এই উপমহাদেশের বিখ্যাত ভাষাতাত্ত্বিক ও কবি পবিত্র সরকার, ভাষাতাত্ত্বিক সমর পাল, কবি শ্যামলকান্তি দাশ, ঔপন্যাসিক এবং কবি বাণী বসু, কবি কৃষ্ণা বসু, এবং যশোধরা রায় চৌধুরী, একরাম আলি, ত্রিশাখ জলদাস, জুয়েল মাজহার, এবং আরও অতিথি লেখক ও কবির শানিত অক্ষরে।

এবারের “শব্দাশ্ব” অন্তর্জাল ঈদ সংখ্যা “সওগাত” আপনাদের হাতে তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। এটি আমাদের দ্বাদশ সংখ্যা এবং যাঁদের কলমের স্বাক্ষর রয়ে গেল -

কবিতা

পবিত্র সরকার
অর্ঘ্য রায় চৌধুরী
লুৎফুল হোসেন
দীপায়ন ভট্টাচার্য
সাজ্জাদ সাইফ সরকার
রুবানা ফারাহ্ আদিবা
আসিফ ইকবাল
ফারহানা নীলা
সুলতানা শিরীন
জয়শ্রী গাঙ্গুলি

গল্পবাহার

চিরন্তন ভট্টাচার্য
মৌসুমী দাশগুপ্ত
সুচরিত টিংকু
সৌরীণ মুখার্জী
সুধাংশু চক্রবর্তী
সুকন্যা মিশ্র

চিন্তন

অমিতাভ সরকার
নিখিল চক্রবর্তী
সমর পাল

উড়াল

লীনা রায় চৌধুরী

জাতি,ধর্ম, দেশ নির্বিশেষে সবাইকে শুভ বিজয়া।ভালো থাকুন সবাই। সৃষ্টিতে থাকুন, আনন্দে থাকুন। আসছে বছর আবার হবে 🙏
25/10/2023

জাতি,ধর্ম, দেশ নির্বিশেষে সবাইকে শুভ বিজয়া।
ভালো থাকুন সবাই। সৃষ্টিতে থাকুন, আনন্দে থাকুন।
আসছে বছর আবার হবে 🙏

14/10/2023

শারদ সৃজন

পাঠ প্রতিক্রিয়া

সুকন্যা মিশ্র লিখলেন-

আজ, মহালয়ার দিন প্রকাশিত হয়েছে 'শব্দাশ্ব' পত্রিকার একাদশতম সংখ্যা এবং শারদীয় সংস্করণ 'শারদ-সৃজন'। বাণী বসু সহ বহু বিশিষ্ট কবি ও সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ এই সংখ্যা। বিভিন্ন বিভাগে বিভিন্ন লেখা পাঠের পর আমার পাঠানুভূতি তুলে ধরার এক অক্ষম প্রয়াস রইল মাত্র।

বিভাগ : কবিতামঞ্জরী

**এই সংখ্যায় বাণী বসুর লেখা কবিতাটির নাম 'দ্বৈত'। তাঁর লেখা নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা আমার নেই। ভালো লাগা কবিতাটির দাগ কেটে যাওয়া চারটি লাইনের উল্লেখ করলাম,

"আমরা বিচ্ছেদ, আমরা দুই পাড়, এ পশ্চিমেই
মধ্যে বেড়াজাল মধ্যে কাঁটাতার কিচ্ছু নেই
অথচ মস্তকে লুকিয়ে পরে থাকি শিরস্ত্রাণ
অথচ বাঘনখ মুঠোর সন্ধিতে মুখ ব‍্যাদান"

**অনুপম দত্ত 'রবিবারের পাখি' নামে দুরন্ত একখানি কবিতা লিখেছেন। 'রবিবার থেকে একটা পাখি উড়ে যাবে/সোমবারের ঠিকানায় ফিরতে পারবে না' এই দুটি লাইন মনে হয় ওঁর পক্ষেই লেখা সম্ভব।

**সাজ্জাদ সাইফের কলমে 'কীসের দম্ভ তোমার' কবিতাটি পাঠের সুযোগ হল। স্বল্প পরিসরে অত্যন্ত বলিষ্ঠ একটি লেখা।

**ফারহানা নীলার লেখা 'কারাগারে আমি' কবিতাটি জীবন নামক কারাগারে বিষণ্ন সময়ের সঙ্গে সঙ্গে মানবমনের পর্যবেক্ষণের এক বিস্তারিত ছবি হয়ে থেকে যাবে।

**সাদ জগলুল আববাস এঁর লেখা 'উড়ে গেছে চিল' কবিতাটিতে ভাষার কারুকার্য অতি চমৎকার। "হাঁসের ছানার মতো নরম প্রাতঃরোদ পড়ে থাকা আড়াআড়ি কিছুক্ষণ, এরকম আমার একখানা/গাছবাঁধানো ঘাট ছিলো" -এমন উপমা আজীবন স্মৃতিতে জায়গা করে নেওয়ার মত।

**আরাফাত রিলকের লেখা 'জলে যে রেখেছে পা' কবিতাটি নিজস্ব স্বতন্ত্রে আলাদাভাবে জায়গা করে নেয়।

**মৌমির লেখা 'অকারণ' কবিতাটি জীবনযুদ্ধে লড়াই করতে করতে জীবনের কিছু সারস্বত উপলব্ধির কথা বলে। ঝড় থেমে যাওয়ার পর ঝড়ের বিধ্বংসী ধ্বংসলীলার সাক্ষী থেকে যাওয়া ধ্বংসস্তূপের ওপর বসে যে উপলব্ধি হয় এ যেন ঠিক সেরকমই। লেখাটি বড় বিষণ্ন করে দেয়।

**অর্ঘ্য রায় চৌধুরীর লেখা 'স্বপ্নে দেখা হবে' কবিতাটি পড়ে সুবোধ ঘোষের লেখা 'জতুগৃহ' গল্পটির কথা মনে পড়ে গেল। কবি খোয়াই, বোলপুর, সোনাঝুরি শব্দগুলির অলিন্দে বেহালার এক করুণ সুর বাজিয়েছেন। যা কিছু বাস্তব জীবনে থেকে হারিয়ে যায় তা আমাদের কাছে একমাত্র স্বপ্নে ফেরৎ পাওয়ারই এক অলীক স্বপ্ন থেকে যায়। শেষের লাইনটি "...সোনাঝুরি মত স্বপ্নে দেখা হবে।" তাই কবিতাপাঠের শেষেও স্বপ্নের মত আচ্ছন্ন করে রাখে। কবি প্রসঙ্গে একটি কথা না বললেই নয় কবিতা কিংবা স্মৃতিচারণামূলক লেখায় উনি নিজেই একজন মাইলস্টোন হয়ে উঠেছেন। পত্রিকায় কিংবা গ্রূপে এঁর লেখাই সবার আগে চোখে পড়ে। আশা করি নানাবিধ প্রতিকূলতা কাটিয়ে উনি শীঘ্রই আরও লেখা উপহার দিয়ে পাঠককে সমৃদ্ধ করবেন।

**গীতিকার সাহির লুধিয়ানভির সঙ্গে পরিচয় গানের মাধ্যমে থাকলেও তাঁর লেখা কবিতার সঙ্গে পরিচয় ছিল না। অমৃতা প্রীতমের জীবনী নিয়ে একটি লেখায় এঁর কিছু কবিতা পাঠের সুযোগ হয়। কিন্তু ভাষাগত ব্যবধানের কারণে সেই আগ্রহ এর বেশি এগোতে পারেনি। তাঁরই লেখা বিখ্যাত 'তাজমহল' এর বাংলা অনুবাদ যখন পড়ার সুযোগ হয় তখন বিশেষ আগ্রহের জায়গা তৈরি হয়েই যায়। 'শারদ সৃজন' এ দীপায়ন ভট্টাচার্য সেই কবিতাটির অনুবাদ পাঠের সুযোগ করে দিয়েছেন। এমন একটি কবিতার অনুবাদের চেষ্টাই যথেষ্ট সাহসের পরিচায়ক। শব্দের কারুকার্যে অনুবাদটি নিঃসন্দেহে নিজস্ব এক অস্তিত্বের জানান দিয়ে যায়। কবিতার বক্তব্যটি নিজেও ভীষণই মর্মস্পর্শী একটি লেখায় প্রতিফলিত হয়েছে। অনুবাদ কবিতাটি, সাহির লুধিয়ানভির প্রতি যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন হিসেবে গণ্য করা যেতে পারে।

বিভাগ : গল্পবাহার

**একটি ট্রেন যাত্রার মধ্য দিয়ে গল্পের শুরু হয়। তারপর সেখান থেকে গল্প একটি গল্পের বইয়ের কেন্দ্রীয় চরিত্র নিকোলাইয়ের হাত ধরে অদ্ভুত এক জাদু রূপকথার রাজ্যে উপস্থিত হয়। বইয়ের গল্প ফুরোলে দেখা যায় ম্যাজিকটা বাকি গল্পটুকুতেও রয়ে গেছে। লেখক চিরন্তন ভট্টাচার্য তাঁর লেখা ছোটগল্প 'হাঙর হ্রদ' এ রূপকের মধ্য দিয়ে অনেকগুলি সামাজিক অলঙ্ঘনীয় বাধাকে ভাঙতে চেয়েছেন। কথার সঙ্গে কথা বুনে খুব সুন্দর একটি ছোটগল্প হয়ে উঠেছে 'হাঙর হ্রদ'।

**মৌসুমী দাশগুপ্তের কলমে 'কমলাফুলি' গল্পটি পুজোর জাঁকজমক, আনন্দের মাঝে এক বিষণ্নতার গল্প বলে। যেখানে আনন্দ এমনি এমনি আসে না, অঙ্গের মামুলি গহনা বেচে সুখ কিনতে হয়। অন্যরকম এক ভালো লাগা রয়ে যায় লেখাটির প্রতি।

**ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা মগধ এর ইতিহাসের কয়েকটি ঘটনা মনে কী ছবি এঁকে যায় তা সাধুভাষায় ব্যক্ত করলেন রাণু শীল তাঁর 'আবহমান' লেখাটিতে। অত্যন্ত সুচারুভাবে প্রেক্ষিত রচনা করে লেখাটি অনন্য এক স্থানে নিয়ে গেছেন লেখিকা।

**সুধাংশু চক্রবর্তীর কলমে 'চন্দন ঘরে ফিরবে না' হল কোল খালি করে যাওয়া ছেলের নিঃসার অপেক্ষায় থাকা, অন্তহীন আশার গল্প বুনে চলা এক মায়ের গল্প। স্বল্প পরিসরে এই অন্তহীন অপেক্ষার একটি সুন্দর ছবি এঁকেছেন লেখক। তবে গল্পে, 'চন্দন' ও 'চন্দর' নাম বিভ্রাট ঘটেছে নাকি 'চন্দন' আদরের ডাকে 'চন্দর' হয়েছে তা বোঝা গেল না।

**মজুমদার বাড়ির বড় কর্তা জিতেন্দ্র মজুমদারকে নিয়ে একটি নাতিদীর্ঘ কাহিনী এঁকেছেন লীনা রায়চৌধুরী তাঁর 'কুমিরা'র দক্ষিণরায়' নামক গল্পে। 'এঁকেছেন' শব্দটির প্রয়োগ ইচ্ছাকৃত। লেখিকা যেভাবে সূক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে সুনিপুণভাবে পরিবেশ ও দৃশ্যপটের বিবরণ দিয়েছেন তাতে প্রতিটি অনুচ্ছেদই আলাদাভাবে স্বয়ংসম্পুর্ন রূপ পায়। দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে যেন এক চলচ্চিত্রের রূপ পেয়েছে গল্পটি।

**পাহাড় ঘেরা উত্তরবঙ্গের প্রেক্ষাপটে সৌরিন মুখার্জি 'আরশি বদল' নামে খুব সুন্দর একটি গল্প বলেছেন। গল্পের সঙ্গে সঙ্গে পাহাড়ের লোকেদের আন্তরিকতা, নেপালী গান, মেঘলা আকাশ, ইতিউতি বৃষ্টি ইত্যাদি সহযোগে অদ্ভুত এক রিনরিনে আবহ তৈরি হয়েছে যা কোনো নাটকের আবহসঙ্গীতের সঙ্গে তুলনীয়। নেপালী গানগুলির মধ্যে অদ্ভুত এক পাহাড়ী মায়া আছে যা ওই এলাকায় যেকোনো সফরের সঙ্গেই যেন ভোরের শিশিরের মত লেগে থাকে। সব মিলিয়ে গল্পের শেষে একটা ভালোলাগা অবশেষের মত রয়ে যায়।

বিভাগ : চিন্তন

**সম্প্রতি অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় 'বিনোদিনী অপেরা' নাটকটি দেখার পর বিনোদিনী সম্পর্কে অনেক না জানা কথা জানতে পারি ও তাঁর লেখা বইটি ইবুক হিসেবে পাঠের সুযোগ ঘটে। নিখিল কুমার চক্রবর্তীর কলমে 'বিনোদিনী এবং তাঁর চৈতন্যলীলা' স্বল্প পরিসরে অত্যন্ত উজ্জ্বল একটি রচনা। অনেক তথ্য সংগ্রহ করে লেখক সুনিপুণ ভাষার জালে, বিনোদিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অপূর্ব এক নৈবেদ্য সাজিয়েছেন।

**ম্যাজিক রিয়ালিজম ও যে লেখকের নাম প্রায় সমার্থক শব্দ হিসেবে উচ্চারিত হয় তিনি হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ। এবারের সংখ্যায় তাঁকে নিয়ে কলম ধরলেন জয়শ্রী গাঙ্গুলি। নাম দিয়েছেন 'গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও জাদু বাস্তবতা'। স্বল্প পরিসরে সুন্দর একটি লেখা উপহার দিয়েছেন তিনি। তবে তাঁর কলম থেকে আরেকটু দীর্ঘ লেখার প্রত্যাশা থেকেই যায়।

**বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনকে নিয়ে একটি আখ্যান 'কন্ঠই যাঁর নাম' লিখেছেন অমিতাভ সরকার। ছোটবেলায় সাগর সেনের একটি ক্যাসেট বাড়িতে প্রায় চালানো হত। তাতে 'সখী বহে গেল বেলা', 'ডাকবো না ডাকবো না', 'হে নিরুপমা', 'এরা সুখের লাগি চাহে প্রেম' এই গানগুলি শুনে শুনে মুখস্ত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এইসব গান অন্য শিল্পীর গলায় শুনেও ছোটবেলার মত সেই মগ্নতা আসেনি। অত্যন্ত স্পষ্ট ও বলিষ্ঠ উচ্চারণে সাগর সেন যখন গাইতেন মনে হত যেন আশপাশের পরিবেশ সবটুকুই যেন ওঁর নিয়ন্ত্রণাধীন। এমন একজন প্রচারের আড়ালে থাকা শিল্পী সম্পর্কে জানতে পারার সুযোগ করে দেওয়ার জন্য লেখককে অকুন্ঠ ধন্যবাদ জানাই।

বিভাগ : উড়াল

**এই বিভাগে আমার একটি লেখা আছে, নাম 'নৈসর্গিক'। এর মূল্যায়ন পাঠক করবেন।

'শারদ-সৃজন' এর প্রচ্ছদটি চমৎকার হয়েছে। বাণী বসুর কবিতার সঙ্গে অলংকরণটি খুবই সুন্দর ও যথাযথ। চিরন্তন ভট্টাচার্য ও সৌরিন মুখার্জির গল্পের অলংকরণ দুটি আলাদাভাবে ছবি হিসেবে দুর্দান্ত। তবে ব্যক্তিগত অভিমতে অলংকরণ দুটি, গল্পের মূলভাবের সঙ্গে কোথাও যেন সামান্য দূরত্ব বজায় রেখেছে।

সব মিলিয়ে শব্দাশ্বের 'শারদ-সৃজন' সংখ্যাটি নিজ জৌলুশে দীপ্যমান। এই পত্রিকাটি, পত্রিকা হয়ে এভাবে উপস্থাপিত হয়ে ওঠার সঙ্গে যুক্ত সব কলাকুশলীকে জানাই আন্তরিক ধন্যবাদ। লেখাগুলি 'লেখকের স্বাধীনতা' এর সদস্য ছাড়াও ভবিষ্যতে আরও অন্যান্যদের মাঝে ছড়িয়ে পড়ুক এই আশা রাখি।

14/10/2023

"শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী"--আজ নব শিশিরের আলিম্পনে, দেবী পক্ষের পরম লগ্নে-শারদী‌‍য়া অনুষঙ্গে রচিত এবং প্রকাশিত আমাদের শারদসম্ভার --শব্দাশ্ব'র ১১তম সংকলন "শারদ সৃজন"!

আসছে...শব্দাশ্ব- Shobdashwo  শারদ সংখ্যা - শারদ সৃজনশুভ প্রকাশ: মহালয়া
12/10/2023

আসছে...
শব্দাশ্ব- Shobdashwo শারদ সংখ্যা - শারদ সৃজন
শুভ প্রকাশ: মহালয়া

22/07/2023

ভেজা রাস্তা-রেলিং-রেললাইন, দোকানের ছাউনি বা গাছের পাতা থেকে ঝরে পড়তে থাকা জলের ফোঁটা, মেলে ধরা ছাতা আর সোঁদা মনের মিশেলে প্রকাশিত হলো শব্দাশ্বর বর্ষাকালীন সংখ্যা "বর্ষণমন্দ্রিত"। হরষে-বরষে-বরষায় সকলে শব্দাশ্বকে আপন করুন। নিজে পড়ুন, পরিচিতদের সাথে ভাগ করে নিন এবং অবশ্যই মতামত জানান।

পত্রিকার সাথে যুক্ত এবং লেখকের স্বাধীনতার প্রত্যেক সদস্যকে অশেষ ধন্যবাদ জানাই।

https://shobdobd.com/archive-list/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a9/

Arghya Roy Chowdhury
Rubana Farah Adiba
Lina Roychowdhury
Sourin Mukherjee

শব্দাশ্ব বর্ষাকালীন সংখ্যা - বর্ষণমন্দ্রিতআসছে ২২শে জুলাই, ২০২৩।চোখ রাখুন এই পাতায়।
19/07/2023

শব্দাশ্ব বর্ষাকালীন সংখ্যা - বর্ষণমন্দ্রিত

আসছে ২২শে জুলাই, ২০২৩।

চোখ রাখুন এই পাতায়।

15/04/2023

"শব্দাশ্ব" তিথি - "ময়ূখ"

প্রকাশিত হলো "শব্দাশ্ব।" সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। নববর্ষ সংখ্যাটির নাম রাখা হয়েছে "ময়ূখ।" ময়ূখ অর্থাৎ কিরণ, রশ্মি, জ্যোতি, এবং দীপ্তি, সৌন্দর্য, শোভা ইত্যাদি।

শব্দাশ্ব শব্দটির গভীরে যে বার্তাটি সুষুপ্ত, তার বক্তব্যটি হলো শব্দরূপ যজ্ঞের অশ্বমেধের অশ্বরূপ শব্দাশ্ব, শব্দ যজ্ঞ থেকে উদ্ভুত অশ্বটিকে আমরা অক্ষরবীণায় ঝংকৃত করে উপাসনায় নিরত হয়েছি।

শব্দাশ্ব আমাদের চেতনার উচ্চারণ, প্রাণের সংবেদ। দুই বাংলা তথা সমগ্র বিশ্ব থেকেই এখানে রথী মহারথীদের অক্ষরায়ূধ মহাকাব্যিক অস্ত্রসমূহের মতোই পাশুপত প্রভায় ঝলসে উঠেছে। কবি হেলাল হাফিজের শুভেচ্ছাবার্তার পাশাপাশি খ্যাতনামা অগ্রজদের মধ্যে এখানে কলম ধরেছেন শ্রদ্ধেয়া বাণী বসু, কৃষ্ণা বসু, যশোধরা রায়চৌধুরী, এবং শ্রদ্ধেয় শ্যামলকান্তি দাশ, একরাম আলী, জুয়েল মাজহার, ত্রিশাখ জলদাস প্রমুখ সারস্বত সাধকবৃন্দ।

শব্দাশ্বের এই অক্ষরসমুদ্র হিল্লোলের যাত্রাপথটিতে আমরা পাশে পেয়েছি পাঠক, লেখক, এবং শুভানুধ্যায়ীবর্গের। আমাদের সঙ্গ দিয়েছেন এখানকার প্রচ্ছদ এবং অলঙ্করণ শিল্পীরা।
প্রচ্ছদশিল্পী অদিতি মজুমদারের করা এবারের প্রচ্ছদটি সুগভীর বার্তাবহ। অদিতি শব্দাশ্বের প্রচ্ছদ এবং অলঙ্করণ আগেও করেছে। এছাড়াও আছে, আমাদের দিদি মিঠু ও, এবং অর্ণা ভট্টাচার্য্য, ও মৌসুমী দে। এবারের অলঙ্করণটি করেছে অর্ণা ভট্টাচার্য্য।

শব্দাশ্ব দুই বাংলার পত্রিকা। আমাদের আত্মার অনুরণন, মগ্নচৈতণ্যের মোহন বাঁশির সুর।

আসছে শব্দাশ্ব নববর্ষ সংখ্যা- ময়ূখশুভপ্রকাশ : পয়লা বৈশাখ (১৫/০৪/২০২৩)
14/04/2023

আসছে শব্দাশ্ব নববর্ষ সংখ্যা- ময়ূখ

শুভপ্রকাশ : পয়লা বৈশাখ (১৫/০৪/২০২৩)

"শব্দাশ্ব" ||সংবেদ||প্রকাশিত হলো এই শীতের শব্দাশ্ব অন্তর্জাল সংখ্যা 'সংবেদ'। বোধ ও অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং পাশাপাশি ...
20/01/2023

"শব্দাশ্ব"

||সংবেদ||

প্রকাশিত হলো এই শীতের শব্দাশ্ব অন্তর্জাল সংখ্যা 'সংবেদ'। বোধ ও অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং পাশাপাশি শীতের নির্ভেজাল আমেজকে সাথে নিয়ে সেজে উঠেছে সংবেদ। এবারের সংখ্যায় অনেকেই আছেন যাঁরা প্রথমবার এই পত্রিকার জন্য লিখলেন। তাঁদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। লেখার মান ও বিষয়বৈচিত্র্যে শব্দাশ্ব সবসময়ই আলাদা আকর্ষণ দাবী করে, এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকটি মনোহারী অলঙ্করণ ও ফটোগ্রাফি তাকে সুসজ্জিত করে তুলেছে।

আমাদের এই প্রয়াস দুই বাংলার গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পরিক্রমায় মেতে উঠেছে। সাহিত্যচর্চায় বাংলা ভাষার যাত্রাপথ আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় প্রতিনিয়ত সমৃদ্ধ হয়েছে এবং হচ্ছে। কবিতামঞ্জরী, গল্পবাহার শব্দাশ্বের এক অন্যতম বিভাগ। চিন্তনে আমরা স্মরণ করবো স্বনামধন্য গায়িকা নির্মলা মিশ্র'কে। এর পাশাপাশি এও বলতে হয়, এবারের উড়াল বিভাগটিও বৈচিত্র্যময়। উত্তরপূর্ব ভারত থেকে শুরু করে ইউরেশিয়ান শহরের ইতিহাস - ভ্রমণের এই রসদে সবটুকুই খুঁজে পাবেন।

শব্দাশ্ব 'সংবেদ'র সমস্ত পাঠক, লেখক, শুভাকাঙ্ক্ষী এবং সম্পাদকবৃন্দকে জানাই শুভেচ্ছা। পড়ুন, পড়ান এবং এভাবেই সমস্ত সীমারেখার বাইরে শব্দাশ্ব ছড়িয়ে পড়ুক।

শীতের সকাল, রোদমাখা অলস দুপুর কিংবা নিঝুম রাত্রির সঙ্গী হোক 'সংবেদ'।

ধন্যবাদ,
সম্পাদকমণ্ডলী

ক্ষুধার্ত সুঁইয়ের আহবানে সুতো বিরামহীন ছুটছে বস্ত্র সভ্যতার পথে, সেলাইকলের যুগে

||সংবেদ||শব্দাশ্ব শীত সংখ্যা-২০২৩ আসছে...শুভ প্রকাশ : ২০শে জানুয়ারি
17/01/2023

||সংবেদ||

শব্দাশ্ব শীত সংখ্যা-২০২৩
আসছে...
শুভ প্রকাশ : ২০শে জানুয়ারি

25/09/2022

"শব্দাশ্ব"

প্রকাশিত হলো শারদীয়া "শব্দাশ্ব।‌" "শব্দাশ্ব" নামকরণের অর্থটি হলো, শব্দের অভ্যন্তরস্থ প্রচণ্ড শক্তিটিকে অক্ষরায়ূধে যোজন করে লাবণ্যময় সৃষ্টির সম্যক সাধনা। "শব্দাশ্ব" লেখকের স্বাধীনতার মঞ্চ, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের আনন্দকানন।

"শব্দাশ্ব" সীমান্তে সীমাবদ্ধ নয়। দুই বাংলার পত্রিকা। দুই বাংলার স্পন্দনটিকে ধারন করে "শব্দাশ্ব" র বিশ্ব পরিক্রমা অব্যাহত রয়েছে।

ত্রৈমাসিক এই পত্রিকাটির শারদ সংখ্যায় লিখেছেন সারা বিশ্ব থেকেই বহু শক্তিশালী সুলেখকরা, এবং শব্দাশ্বে কবিতা দিয়ে লেখকদের অনন্ত উৎসাহ প্রদান করেছেন শক্তিশালী স্বনামধন্যা শ্রদ্ধেয়া কবি যশোধরা রায়চৌধুরী। তাঁকে আমাদের হৃদয়বন্দিত ধন্যবাদ এবং ভালোলাগা জ্ঞাপন করলাম।

লেখকদের সঙ্গে সুসম্পৃক্ত শারদ শব্দাশ্বের অলংকরণ শিল্পী মৌসুমী দে, অনুপম দত্ত, এবং সৌরীণ মুখার্জীর তুলির কাজটি "শব্দাশ্ব"কে মোহনীয়তায় সুসজ্জিত করে তুলেছে। এঁরা প্রত্যেকেই শক্তিশালী লেখক। শব্দাশ্বে এঁদের কবিতা এবং গদ্যও আছে।

শারদীয়া শব্দাশ্বের সমস্ত পাঠক, লেখক, শুভাকাঙ্ক্ষী এবং সম্পাদকবৃন্দকে জানাই শারদ শুভেচ্ছা, জগন্মাতার প্রসাদে সকলের উপর আনন্দ তাঁর সুপবিত্র স্পর্শে সকলকেই যুগপৎ সুসঞ্জীবিত করে তুলুন।

https://shobdobd.com/archive-list/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8/

|| প্রচ্ছদ ||শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯পত্রিকার শুভ প্রকাশ :২৫ শে সেপ্টেম্বর
23/09/2022

|| প্রচ্ছদ ||

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯

পত্রিকার শুভ প্রকাশ :২৫ শে সেপ্টেম্বর

||শব্দাশ্ব শারদীয়া, ১৪২৯||সম্পূর্ণ লেখকসূচিপত্রিকা প্রকাশ: ২৫শে সেপ্টেম্বর
22/09/2022

||শব্দাশ্ব শারদীয়া, ১৪২৯||

সম্পূর্ণ লেখকসূচি

পত্রিকা প্রকাশ: ২৫শে সেপ্টেম্বর

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯লেখকসূচি ৪কলম ধরলেন যাঁরা-অনুপম দত্ত সাগরিকা মুখার্জি নবমী দাসমিলন কুমার মুখার্জি অমিতাভ সরকার...
22/09/2022

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯

লেখকসূচি ৪

কলম ধরলেন যাঁরা-

অনুপম দত্ত
সাগরিকা মুখার্জি
নবমী দাস
মিলন কুমার মুখার্জি
অমিতাভ সরকার
সুকন্যা মিশ্র
মৌমী
ফাহিম ফয়সাল

আজ রাতেই প্রচ্ছদ ও সম্পূর্ণ সূচি প্রকাশ করা হবে।
সাথে থাকুন।

বিঃদ্রঃ শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯ প্রকাশিত হবে ২৫শে সেপ্টেম্বর, মহালয়ার দিন।

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯লেখকসূচি ৩কলম ধরলেন যাঁরা-রুবানা ফারাহ্ আদিবা চিরন্তন ভট্টাচার্যরাজেশ গঙ্গোপাধ্যায় দেবব্রত সরক...
21/09/2022

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯

লেখকসূচি ৩

কলম ধরলেন যাঁরা-

রুবানা ফারাহ্ আদিবা
চিরন্তন ভট্টাচার্য
রাজেশ গঙ্গোপাধ্যায়
দেবব্রত সরকার
তরুণ প্রামানিক
রাণু শীল
মোহাম্মদ কাজী মামুন

বাকি ক্রমশ প্রকাশ্য...
সাথে থাকুন।

বিঃদ্রঃ শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯ প্রকাশিত হবে ২৫শে সেপ্টেম্বর, মহালয়ার দিন।

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯লেখকসূচি ২কলম ধরলেন যাঁরা-স্নিগ্ধা বাউলসাজ্জাদ সাঈফ সরকারঅর্ঘ্য রায় চৌধুরীসৌরীণ মুখার্জীদেবী শ...
20/09/2022

শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯

লেখকসূচি ২

কলম ধরলেন যাঁরা-

স্নিগ্ধা বাউল
সাজ্জাদ সাঈফ সরকার
অর্ঘ্য রায় চৌধুরী
সৌরীণ মুখার্জী
দেবী শংকর চক্রবর্তী
সা'দ জগলুল আববাস

বাকি ক্রমশ প্রকাশ্য...
সাথে থাকুন।

বিঃদ্রঃ শব্দাশ্ব শারদ সংখ্যা, ১৪২৯ প্রকাশিত হবে ২৫শে সেপ্টেম্বর, মহালয়ার দিন।

লেখকের স্বাধীনতা গ্ৰুপে গত দু'সপ্তাহ ধরে আমরা দিব্যি মত্ত ছিলাম শরতের আমেজে। এই আসর জুড়ে লেগেছিলো শরতের মায়া। অনেক লেখা ...
20/09/2022

লেখকের স্বাধীনতা গ্ৰুপে গত দু'সপ্তাহ ধরে আমরা দিব্যি মত্ত ছিলাম শরতের আমেজে। এই আসর জুড়ে লেগেছিলো শরতের মায়া। অনেক লেখা এসেছে এই উৎসবে। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই উৎসব প্রাণ পেত না - একথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। পাশাপাশি ধন্যবাদ জানাই বিচারকমণ্ডলীকে, যাঁরা দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও আমাদের পাশে থেকেছেন এবং প্রতিটি গদ্য ও কবিতার যথার্থ মূল্যায়ন করেছেন। এছাড়াও, লেখকের স্বাধীনতার পাঠককুলকে অসংখ্য ধন্যবাদ। পাঠকের উৎসাহই লেখকের অনুপ্রেরণা।

যেহেতু প্রতিযোগিতা, তাই সেরার সেরা বিচারের দায় তো অবশ্যই থাকে।
গদ্য বিভাগে সেরা কলম: মোহাম্মদ কাজী মামুন
কবিতা বিভাগে সেরা কলম: দেবী শংকর চক্রবর্তী

শব্দাশ্ব শারদ সংখ্যায় এই লেখাদুটিকে স্থান দিতে পেরে আমরা গর্বিত। আপনাদের মানপত্রগুলিও এখানেই সংযুক্ত করা হলো। অভিনন্দন।

ভবিষ্যতে এরকম আরও বহু আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশে থাকুন। কলম চলুক আবহমান।

অলমিতি
লেখকের স্বাধীনতা সম্পাদকমণ্ডলী

19/09/2022
শব্দাশ্ব শারদ সংখ্যা,১৪২৯লেখকসূচি ১কলম ধরলেন যাঁরা:যশোধরা রায়চৌধুরীশ্বেতা শতাব্দী এষ শ্রাবণী জুঁইদীপাঞ্জন মাইতিদীপায়ন ভট...
19/09/2022

শব্দাশ্ব শারদ সংখ্যা,১৪২৯

লেখকসূচি ১

কলম ধরলেন যাঁরা:

যশোধরা রায়চৌধুরী
শ্বেতা শতাব্দী এষ
শ্রাবণী জুঁই
দীপাঞ্জন মাইতি
দীপায়ন ভট্টাচার্য

বাকি ক্রমশ প্রকাশ্য...
সাথে থাকুন।

বিঃদ্রঃ : শব্দাশ্ব শারদ সংখ্যা,১৪২৯ প্রকাশিত হবে ২৫শে সেপ্টেম্বর- মহালয়ার দিন।

18/09/2022
শব্দাশ্ব নববর্ষ সংখ্যা, ১৪২৯: বিহানhttps://shobdobd.com/archive-list/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a...
18/09/2022

শব্দাশ্ব নববর্ষ সংখ্যা, ১৪২৯: বিহান
https://shobdobd.com/archive-list/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8/

  ভোরের ফিকে অন্ধকার ফিসফিসিয়ে বলেছিল– জানো তো, ওর দুটো ডানা আছে! সেই থেকে পাখিকে বিশ্বাস করতে ইচ্ছে হয় শহরতলির এই .....

শব্দাশ্ব নববর্ষ সংখ্যা, ১৪২৮: নববর্ষের নহবৎhttps://shobdobd.com/archive-list/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%...
18/09/2022

শব্দাশ্ব নববর্ষ সংখ্যা, ১৪২৮: নববর্ষের নহবৎ

https://shobdobd.com/archive-list/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8e-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7/

বড় দীর্ঘ এ উপাসনা, বেঁচে আছি আনত বিকেল ঢেকে গেছে কুয়াশায় ছড়ানো পালক কিছু ধূলো মেখে স্মৃতির আঁধারে পড়ে আছে মহা...

শব্দাশ্ব শ্রাবণ সংখ্যা, ১৪২৮: শ্রাবণ শব্দনির্ঝরhttps://shobdobd.com/archive-list/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0...
18/09/2022

শব্দাশ্ব শ্রাবণ সংখ্যা, ১৪২৮: শ্রাবণ শব্দনির্ঝর

https://shobdobd.com/archive-list/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a3-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9d%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a7/

  অত রাত্রে আমি কোনো কবিতা লিখিনি শেয়াল ডেকেছি আর ডেকেছি কুকুর গভীর নিদ্রা ফেলে ধড়ফড় উঠে দাঁড়িয়েছ “কই চোর? ডাকাত কো...

18/09/2022

Address

Malancha
Kolkata
700081

Alerts

Be the first to know and let us send you an email when শব্দাশ্ব- Shobdashwo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দাশ্ব- Shobdashwo:

Share

Category

Nearby media companies



You may also like