HijiBiji

HijiBiji HijiBiji is a Forum. Where new writers are encouraged to pursue literary pursuits through the HijiBi
(1)

Complete guide and solutionSelf publish your book
25/04/2024

Complete guide and solution
Self publish your book

20/04/2024
আপনার প্রকাশিত কোন বই থাকলে আমাদের জানান। *বুকমার্ক* ডিস্ট্রিবিউশনের সাথে আপনার বই পাবে নতুন পাঠক।
17/04/2024

আপনার প্রকাশিত কোন বই থাকলে আমাদের জানান। *বুকমার্ক* ডিস্ট্রিবিউশনের সাথে আপনার বই পাবে নতুন পাঠক।

শুরুতেই বলে রাখি, আপনি যদি পুরোটা পড়েন তাহলে আপনার জন্য আছে বিশেষ সুবিধা।আপনার সৃষ্টিশীলতার প্রামাণ্য দলিল হল আপনার বই।...
11/04/2024

শুরুতেই বলে রাখি, আপনি যদি পুরোটা পড়েন তাহলে আপনার জন্য আছে বিশেষ সুবিধা।

আপনার সৃষ্টিশীলতার প্রামাণ্য দলিল হল আপনার বই। প্রত্যেক লেখকের কাছেi যা সন্তানতুল্য। আর একমাত্র পাঠকই লেখকের সৃষ্টির সঠিক মূল্যায়ন করেন। তাই সাহিত্য প্রেমী পাঠক অপেক্ষায় থাকেন ভালো বই এর জন্য।

শুধুমাত্র সঠিক পদ্ধতিতে পেশাদারী প্রচারের অভাবের জন্য লেখক যেমন তার পাঠকের কাছে পৌঁছাতে পারেন না তেমনই অগনিত পাঠককুল বঞ্চিত হন একটি ভালো বই বা ভালো সৃষ্টির থেকে। সোশ্যাল প্ল্যাটফর্মে অপরিকল্পিত ও অপেশাদারী পোস্ট এবং প্রচারের কারণে বিপুল সংখ্যক পাঠকের কাছে বইটির বিষয়বস্তু অজানাই থেকে যায়। নানা পোস্টের ভীড়ে চারদিনেই হারিয়ে যায় আপনার বই।

এই পরিস্থিতি বিবেচনা করে পেশাদারী ও পরিকল্পিত প্রচারের উদ্যোগ নিয়েছে। Artificial Intelligence এবং SEO পদ্ধতিকে ব্যবহার করে আপনার বই পৌঁছে যাবে বিশ্বের অগণিত পাঠকের কাছে। ডিজিটাল মার্কেটিং প্রযুক্তির পাশাপাশি, বিভিন্ন উপায়ে অফলাইন প্রচার করা হবে। তাছাড়া আমাজন, ফ্লিপকার্ট, kindle এর মত অ্যাপ গুলিতে বই বিক্রি করার সহায়তা করবে।

বিশেষ দিকগুলি:-

+ প্রায় ১৪ ধরনের মার্কেটিং অপশন
+ স্বল্প খরচ যা ১ পয়সা প্রতি ইপ্রেশন।
+ আপনার সুবিধা অনুযায়ী ফ্লেক্সিবল প্ল্যান
+ মেম্বারদের জন্য প্রায় ৫০% ছাড়।
+ হিজিবিজি সাথে যুক্ত লেখকদের সম্পূর্ন বিনামূল্যে মার্কেটিং পরিষেবা।
+ প্রায় ১ লাখ মানুষের কাছে পৌঁছে দিন আপনার বই।
+ শুধুমাত্র HijiBiji সৌমিলি হিজিবিজি সাহিত্যের আসর এবং লাইব্রেরী এবং poet club এর সদস্য বন্ধুরা ২৩ এপ্রিলের মধ্যে যে কোন অপশনের জন্য পাবে ৪০% ছাড়।

বিশদ তথ্য এবং রেট চার্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন 9038716331 নম্বরে।

গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, নিজস্ব বই প্রকাশ করার ভাবছেন। হিজিবিজি ভাবতে পারেন।যোগাযোগ করুন 6289591051কলকাতা বইমেলায...
28/02/2024

গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, নিজস্ব বই প্রকাশ করার ভাবছেন।
হিজিবিজি ভাবতে পারেন।
যোগাযোগ করুন 6289591051

কলকাতা বইমেলায় HijiBiji হিজিবিজি প্রকাশনী

#নিষিদ্ধ_সম্পর্ক ও #আটকুড়ো লেখক Tapan Kumar Roy তপন রায়

প্রমোশন, পাবলিসিটি, বিজ্ঞাপন .... এক কথায় নিজের ঢাক নিজেকেই পেটানো। তা আমার ঢাক অন্য লোকে পেটাবে কোন দুঃখে? প্রত্যেকেরই...
26/02/2024

প্রমোশন, পাবলিসিটি, বিজ্ঞাপন .... এক কথায় নিজের ঢাক নিজেকেই পেটানো। তা আমার ঢাক অন্য লোকে পেটাবে কোন দুঃখে? প্রত্যেকেরই নিজের ঢাক আছে।

যাক সে সব কথা, Sujata Lahiri Chakraborty সুজাতাদির লেখা দুটি ছোট গল্পের সংকলন #একলা_আকাশ এবং #ত্রিবেণীসঙ্গম দুটো বইমেলায় ২০২৩ ও ২০২৪ সালে HijiBiji র হাত ধরে প্রকাশিত হয়েছে।

কিছু কথা দিয়েছিলাম, অলিখিত চুক্তি। #একলা_আকাশ এর সাফল্যের পর বলেছিলাম পরের বই এর সমস্ত দায়িত্ব হিজিবিজি সাহিত্যের আসর এবং লাইব্রেরী প্রকাশকের, মনে #হিজিবিজি র। প্রকাশিত হোল #ত্রিবেণীসঙ্গম। বলেছিলাম এবার তুমি রয়ালটি বা সাম্মানিক কিছু পাবে।

প্রকাশক হিসেবে ভালো লাগছে কথা রাখতে পেরেছি। আর প্রাপ্তি দিদির বিশ্বাস, ভালোবাসা, আশীর্বাদ।

এই তালিকায় আরও বেশ কিছু মানুষ আছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

প্রকাশক: হিজিবিজি
মুদ্রিত মূল্য: ₹২৩০.০০
6289591051

বইমেলা শেষ হোল। একটু আলোচনা করা যাক,  #ত্বমামি_সে বইটি নিয়ে। লিংকে ক্লিক করুন , আপনার পাঠ প্রতিক্রিয়া জানানhttps://m.m...
14/02/2024

বইমেলা শেষ হোল। একটু আলোচনা করা যাক, #ত্বমামি_সে বইটি নিয়ে। লিংকে ক্লিক করুন , আপনার পাঠ প্রতিক্রিয়া জানান

https://m.me/ch/Aba0SZtw5uRAy5SR/

***ত্বমামি সে***লেখক ধীমান বাউর পেশায় ডাক্তার। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তিনি শ্রী কৃষ্ণকে জেনেছেন মানুষ রূপে। তাকে চিত্র...
11/02/2024

***ত্বমামি সে***

লেখক ধীমান বাউর পেশায় ডাক্তার। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তিনি শ্রী কৃষ্ণকে জেনেছেন মানুষ রূপে। তাকে চিত্রায়িত করেছেন আর পাঁচটা সাধারণ মানুষের মতই। শ্রী কৃষ্ণ আমাদেরই একজন, কারোর দাদা, ভাই, বিপ্লবী পুরুষ আবার অসাধারণ প্রেমিক।

বইটির বিষয়ে আপনার মতামত কি? আপনার পাঠ প্রতিক্রিয়া জানার আগ্রহ রইল।

 #জননী_জন্মভুমিশ্চ " চেনা সময়ের অচেনা আখ্যান "লেখক: Abhijit Chaudhuri অভিজিৎ চৌধুরীমুদ্রিত মূল্য: ₹২৩০.০০প্রকাশক: HijiB...
05/02/2024

#জননী_জন্মভুমিশ্চ
" চেনা সময়ের অচেনা আখ্যান "
লেখক: Abhijit Chaudhuri অভিজিৎ চৌধুরী
মুদ্রিত মূল্য: ₹২৩০.০০
প্রকাশক: HijiBiji

পাঠক বন্ধু, বইটি সংগ্রহ করুন মাত্র ₹১৮০.০০ টাকায়।

** বই প্রকাশনা এবং পাণ্ডুলিপি পাঠানোর জন্য যোগাযোগ করুন 6289591051**

 #একলা_আকাশ এবং  #ত্রিবেণীসঙ্গম বই দুটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। যারা পড়েছেন, তারা বলেন সমকালীন প্র...
30/01/2024

#একলা_আকাশ এবং #ত্রিবেণীসঙ্গম বই দুটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। যারা পড়েছেন, তারা বলেন সমকালীন প্রেক্ষাপটে বই দুটি অসাধারণ। কথাশিল্পী সুজাতা লাহিড়ি চক্রবর্তী ছোট গল্পের ক্ষেত্রে পাঠকের মনে একটি বিশেষ স্থান গ্রহণ করেছেন।

বইমেলায় ৩০% ছাড়ে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন 6289591051 নম্বরে। মুদ্রিত মূল্য - ₹২৩০.০০।

""সীমান্তের পথে""- মৌ এক ছেলে সে জন্মালো, সীমান্ত কাকে বলে জানতো না।হাসপাতালের ঠিকানা তার সীমান্তের এপারে।বাড়ি ফেরার পথ...
29/01/2024

""সীমান্তের পথে""
- মৌ

এক ছেলে সে জন্মালো,
সীমান্ত কাকে বলে জানতো না।
হাসপাতালের ঠিকানা তার সীমান্তের এপারে।
বাড়ি ফেরার পথে কাঁটাতার পার হয়ে যেতে হয় ওপারে।
মা তার বাচ্চা কোলে নিয়ে এপার ওপার করে বেড়ায়।
কোথাও কাগজপত্র জমা দেওয়ার সমস্যা।
কোথাও বা প্রমাণের অভাবে ঠাঁই হয় না।
মা তবে যায় কোথায়? কোলের ছেলেই বা কোথায় যায়?
এক দেশের সরকার বিধান দেয়-
আইন অনুযায়ী মা থাকবে এই দেশে।
তবে কোলের বাচ্চার তা হবে না, তাকে থাকতে হবে সীমান্তের ওপারে।

এ আবার কেমন দেশ?
এ আবার কেমন আইন?
এখন মা বা যাবে কোথায়?
আর কোলের বাচ্চাটা?

সৌজন্য: কবি মৌ বিশ্বাস এর কলম থেকে

উৎসর্গ: #জননী_জন্মভুমিশ্চ লেখক Abhijit Chaudhuri

#প্রান্তজনের_ঈশ্বর লেখক Prankrishna Mishra

ঠাকুর রামকৃষ্ণ তথাকথিত কোন বিদ্বান মানুষ ছিলেন না। কিন্তু কঠিনকে সহজ সরল করে ব্যাখ্যা করার মত দার্শনিক বোধ ওনার ছিল। গীত...
26/01/2024

ঠাকুর রামকৃষ্ণ তথাকথিত কোন বিদ্বান মানুষ ছিলেন না। কিন্তু কঠিনকে সহজ সরল করে ব্যাখ্যা করার মত দার্শনিক বোধ ওনার ছিল।

গীতার কঠিন শ্লোক আওড়ানোর মধ্যে কোন বাহাদুরি আমি দেখিনা, যদি না তা সাধারণ মানুষের বোধগম্য হয়।

লেখক নন্দ চৌধুরী তার এই বইতে কথামৃত এবং গীতা একসূত্রে বেধেছেন অতি সহজ সরল ভাষায়।

আপনার চাই জীবন পথে চলার জন্য আলো, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা।

বইটি পড়ুন। মুদ্রিত মূল্য: ₹২০০.০০

বইমেলায় পাবেন স্টল নং ১৩৩।

৩০% পর্যন্ত ছাড় পেতে ফোন করুন 6289591051 নম্বরে।

এই ঈশ্বরের কোন অলৌকিক ক্ষমতা নেই। চারটে হাত আর তিনটে মাথাও নেই। অজস্র মানুষের ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন  #প্রান্তজনের_...
25/01/2024

এই ঈশ্বরের কোন অলৌকিক ক্ষমতা নেই। চারটে হাত আর তিনটে মাথাও নেই। অজস্র মানুষের ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন #প্রান্তজনের_ঈশ্বর । কোন গল্পের ডাক্তার #অগ্নিশ্বর নন। তবু কালনার মানুষ এনার মূর্তির সামনে মাথা নিচু করে যান। হৃদয়ে যায় স্থান ... চোখের জলে যার পুজো হয়, তার পুজোর জন্য কোন সিংহাসন বা কোন ফুলের প্রয়োজন হয় না।

সাহিত্যিক Prankrishna Mishra এমনই একজনের সাথে পরিচয় করিয়েছেন #প্রান্তজনের_ঈশ্বর উপন্যাসে।

মুদ্রিত মূল্য: ₹২৫০.০০

পাবেন স্টল নং ৫৯৯ (রক্তকরবী)

বইমেলায় ৩০% পর্যন্ত ছাড় পেতে যোগাযোগ করুন 6289591051 ।

শুভর শরীরে জমিদারি রক্ত বইছে। সেই রক্ত অনেক ঠান্ডা। সংসারের জটিলতা থেকে দূরে থাকতে সে শ্বেত বস্ত্র ধারণ করল। অন্তর্যামী ...
25/01/2024

শুভর শরীরে জমিদারি রক্ত বইছে। সেই রক্ত অনেক ঠান্ডা। সংসারের জটিলতা থেকে দূরে থাকতে সে শ্বেত বস্ত্র ধারণ করল। অন্তর্যামী গোপনে হাসে, মায়ার জগতে এ এক অন্য খেলা। প্রশ্ন একটাই, আটকুড়ো কারা ???

সাহিত্যিক ায় সামাজিক প্রেক্ষাপটে শব্দ দিয়ে কিছু চরিত্রের ছবি এঁকেছেন #আটকুড়ো উপন্যাসটিতে।

মুদ্রিত মূল্য: ₹২৮০.০০ । পাবেন ১৩৩ নং স্টলে (কালচিত্র) ১০% ছাড়ে।

বইমেলায় ৩০% পর্যন্ত ছাড় পেতে যোগাযোগ করুন 6289591051

প্রিয় পাঠক, আপনারা যারা রম্য রচনা পড়তে পছন্দ করেন, একটু মজার একটু ভাববার,  #হিজিবিজি আপনাদের দুটি বই পড়ার পরামর্শ দিচ...
24/01/2024

প্রিয় পাঠক, আপনারা যারা রম্য রচনা পড়তে পছন্দ করেন, একটু মজার একটু ভাববার, #হিজিবিজি আপনাদের দুটি বই পড়ার পরামর্শ দিচ্ছে।
#টিউশন_বিভ্রাট #অসরকারি_সারকাজম

মুদ্রিত মূল্য প্রতিটি ১০০ টাকা করে। মেলায় দুটি বই একসাথে সংগ্রহ করলে পাবেন ৩০% পর্যন্ত ছাড়।

বইগুলির প্রথম সংস্করণ শেষ হতে চলেছে।

যোগাযোগ করুন 6289591051

23/01/2024

২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে বিশেষ হিজিবিজি ক্যালেন্ডার .... বইমেলার সকল প্রিয় পাঠকদের জন্য ....

কাছে দূরের সব বন্ধুদের জানিয়ে দিন .....
23/01/2024

কাছে দূরের সব বন্ধুদের জানিয়ে দিন .....

প্রাণীকুলের মধ্যে মানুষ প্রজাতিটির ব্যাপার স্যাপার বড়ই জটিল। আরও জটিলতর বিষয় হল সম্পর্ক। সামাজিক বাতাবরণে সম্পর্ক নির্...
22/01/2024

প্রাণীকুলের মধ্যে মানুষ প্রজাতিটির ব্যাপার স্যাপার বড়ই জটিল। আরও জটিলতর বিষয় হল সম্পর্ক। সামাজিক বাতাবরণে সম্পর্ক নির্ধারিত হয় বিশেষ কিছু শব্দের মাধ্যমে। দায়িত্ব এবং প্রথম রিপুর অধিকার দ্বারা স্বীকৃত হয় সেই সম্পর্ক। কিন্তু মন যখন বিদ্রোহ ঘোষণা করে সমাজের ফতোয়ার বিরুদ্ধে, তখনই কিছু সম্পর্ক হয়ে ওঠে #নিষিদ্ধ_সম্পর্ক।

সাহিত্যিক তপন রায় সেই রকম কিছু বাস্তব ঘটনার টুকরো কিছু ছবি ছোট গল্পের আকারে তুলে ধরেছেন #নিষিদ্ধ_সম্পর্ক বইটিতে।

বইটির মুদ্রিত মূল্য ₹২৩০.০০ টাকা। বইমেলায় বইটি পাবেন স্টল নম্বর ১৩৩ (কালচিত্র) স্টলে ১০% ছাড়ে।

এছাড়াও 6289591051 নম্বরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে অর্ডার করলে পাবেন ৩০% ছাড়। ডেলিভারী খরচ প্রযোজ্য।

বিশেষ সুবিধার্থে বইমেলায় 6289591051 নম্বরে যোগাযোগ করুন, ২০% ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবেন।

মৌ বিশ্বাস Tapan Kumar Roy

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when HijiBiji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies