12/08/2024
অভিমান জিনিসটা কেমন একটা পুরানো কোনো ডাইরির পাতায় লেখা অজস্র আবোল তাবোল বিচ্ছিরি হাতের লেখায়, উগড়ে দেওয়া কিছু কথার মত, তাই না ?
ওগুলো খুব নিজস্ব হলেও, মাঝে মধ্যে মনে হয় যদি কেউ পড়ে দেখত, সেও বোধ হয় আমার দিকটা বুঝতে পারত আবার ঠিক তার পরেই মনে হয়, থাক না আমার এমন বিচ্ছিরি হাতের লেখা, আমার মন খারাপ আমার কাছেই থাক 🤍
Song: Andho kore dao - Debdeep Mukherjee
Cover by: Tiasa Bera