Arabul Islam

Arabul Islam আপনাকে স্বাগতম�

18/04/2023
16/04/2023
09/03/2023

‎- أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।‘🖤

এটা সুন্দর 💗
12/09/2022

এটা সুন্দর 💗

11/09/2022

কাউকে বারবার ডাকলে সে রাগ হয়,🙂
-কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।🖤🥰

- আলহামদুলিল্লাহ 🥰

কি?? ঈদের সালাতে প্যাঁচ লাগে☺️?ঈদের আগেই প্যাঁচের সমাধান করেনিন।🥰
02/05/2022

কি?? ঈদের সালাতে প্যাঁচ লাগে☺️?

ঈদের আগেই প্যাঁচের সমাধান করেনিন।🥰

29/04/2022

যদি পাপ হয়ে যায়, হতাশ হবেন না 🌺💝

দরিদ্র, অভাবী এবং অনাহারীদের অবস্থা বুঝার সাথে রোজার কোন সম্পর্ক নেই। যদি তাই হতো তাহলে গরীব মিসকিনদের উপর রোজা ফরজ করা ...
17/04/2022

দরিদ্র, অভাবী এবং অনাহারীদের অবস্থা বুঝার সাথে রোজার কোন সম্পর্ক নেই। যদি তাই হতো তাহলে গরীব মিসকিনদের উপর রোজা ফরজ করা হতো না। রোজার মধ্যে দরিদ্রদের সাথে সমতা বা সাদৃশ্য খুঁজে কোন লাভ নেই তোমার। ইফতার ও সেহরীতে তুমি দরিদ্র ও অভুক্তদের মত কিনা সেদিকে লক্ষ্য রাখাটাই মূল বিষয়। এটা একটি তুর্কী প্রবাদ

ইবনু উমার রাঃ থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে ঢেকুর তুললে তিনি বলেন: তুমি আমাদের থেকে তোমার ঢেকুর প্রতিরোধ করো। কারণ যারা পার্থিব জীবনে ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অর্ধেক ক্ষুধার্ত। তিরমিযী ২৪৭৮, সহীহাহ ৩৪৩, মিশকাত ৫১৯৩

আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিতঃ আল্লাহ্‌র রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ পূর্ণ মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য বা তার প্রতিবেশির জন্য তাই পছন্দ করবে, যা সে তার নিজের জন্য পছন্দ করে। বুখারী ১৩, মুসলিম ৪৫, তিরমিযী ২৫১৫,

প্রথম হাদীসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উদরপূর্তি করে খাবার জন্য নিরুৎসাহিত করছেন। অন্যদিকে দ্বিতীয় হাদিস আমাদের মুমিন ভাই ও প্রতিবেশীর হকের প্রতি যত্নবান হবার জন্য কঠোরভাবে আদেশ দিচ্ছে।

রমজান মাস আত্মশুদ্ধির মাস, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার মাস। সহমর্মিতা এবং সমব্যথীত হবার শিক্ষা গ্রহনের মাস।

অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে আমরা এই রমজান মাসেই নিজের অজান্তেই অন্য মুমিন ভাইয়ের মনো কষ্টের কারণ হচ্ছি। কি ভাবে হচ্ছি তা নিজের একটা ঘটনা দিয়ে বলছি।

ছোটবেলা আমি তেমন একটা খেতে চাইতাম না কিন্তু টিভিতে কোন খাবার দেখলে লোভ হতো। তখন আম্মুর কাছে বায়না ধরতাম আমাকে টিভির মতো করে মুরগী রান্না করে দাও। তো আম্মু রান্না করে দিলেও আমি বলতাম টিভির মতো দেখতে না কেনো।

পরে আম্মু সুন্দর করে খাবারটা পরিবেশ করতো তখন খেতাম। আম্মু বলতো এটাতো পেটের ক্ষুধা না চোখের ক্ষুধা। আসলেই আমাদের চোখের ক্ষুধার বলতে একটা জিনিস আছে, এটা কি জানেন?

আমরা বিভিন্ন রেস্টুরেন্ট খেতে যাই কারন আমার ফেসবুক ফ্রেন্ড তার ফেসবুকে কোন একটা ভালো খাবারের ছবি পোস্ট করেছে সেটা দেখে আমাদের মাঝে সেই খাবার খাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়।

তো সেই খাবারটি আসলে আমরা পেটের ক্ষুধার কারণে খাই না বরং আমাদের চোখকে তৃপ্ত করতে খাই,চোখের ক্ষুধা মিটাই।

এবার আসুন মূল কথায়, যদি শুধুমাত্র ফেসবুকে খাবারের ছবি দেখে আমাদের খেতে মন চায় তাহলে ১/২ দিন যারা অনাহারে আছে তাদের সেই খাবারের ছবি দেখে কেমন লাগে একটু চিন্তা করুন। কখনো কি ভেবেছেন আপনার মুখরোচক দামী খাবারের ছবি দেখে কতোজন আকাশের দিকে তাকিয়ে আফসোসের ঢেকুর গিলে।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন -খেজুরহীন ঘরের মানুষেরা যেন অনাহারী। সহীহ্, সহীহা (১৭৭৬), মুসলিম

আসলে ফেসবুকে আমরা যেই ছবি পোস্ট করি তা সকল শ্রেনীর মানুষ দেখে, সবার সমান সামর্থ থাকে না। অনেক মধ্যবিত্ব পরিবার আছে যারা নিজেদের অভাবের কথা কখনো প্রকাশ করতে পারে না।আমার পরিচিত কয়েকজন বলে বন্ধুরা যখন রেস্টুরেন্ট বসে পিৎজার ছবি পোস্ট দেয় আমি তখন দুপুরে কি খাবো সেটা নিয়ে চিন্তা করি।

এটাতো গেলো মধ্যবিত্বের কথা আর আপনার গ্রামের গরীব আত্নীয় যে আপনাকে ফেসবুকে ফলো করে, যার ঘরে দুপুরের খাবার আছে তো রাতের খবার নেই সে যখন আপনার পিৎজার ছবিটি দেখে তার মনের অবস্থাটা কি হয় কখনো কি ভেবেছেন? বিবেক কি কখনো নাড়া দিয়েছে?

আমি নিজেও এরকম খাবারের ছবি সপ্তাহে ২/৩ বার পোস্ট করতাম কিন্তু এক ভাই আমাকে এ বিষয়ে সচেতন করছিল, যদিও তা আমলে নেই নি।কিন্তু পরে বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারপর থেকে গত দুই বছর ধরে আর তেমন কোন খাবারের ছবি পোস্ট করি না। আর অন্য সময় ছোটখাটো কিছু শখের বশে করলেও এই কঠিন সময়ে মোটেই করা উচিত নয়

করোনা পরিস্থিতিতে কারনে দেশের সব মানুষেরই অর্থনৈতিক ভাবে মন্দা যাচ্ছে। অনেক মধ্যবিত্তের ইনকাম লকডাউনে বন্ধ। গতবছর থেকে অনেকেই চাকরি হারা। এই মানুষগুলো তাদের পরিবার নিয়ে কোনরকম টানাটানি করে রমজান মাসটা পাড় করছে আকাশের দিকে তাকিয়ে। আর দিন এনে দিন খায় মানুষদের কষ্টের কথা বলার দরকার আছে বলে মনে করি না। বুঝতে পারছেন তাদের কি করুন অবস্থা।

তাই দয়া করে মুখরোচক ইফতারের ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনার এই ছবি যেনো অন্যের বাচ্চার কান্নার বা আফসোসের কারন না হয়, যেমনটা টিভির খাবার দেখে আমার হতো।

আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিতঃ শেষ যমানায় দুর্ভিক্ষ হবে। যে ব্যক্তি সেই যুগ পাবে, সে যেন ক্ষুধার্ত প্রাণীদের প্রতি অবিচার না করে।আদাবুল মুফরাদ,৫৬২

দেশে অনেকটা দুর্ভিক্ষই চলছে তাই দয়া করে ক্ষুধার্ত মানুষের মনে কষ্ট বাড়িয়ে দিয়ে অবিচার করবেন না।

আবূ মূসা আশ’আরী রাঃ থেকে বর্ণিতঃতিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, রোগীর সেবা কর এবং কষ্টে পতিতকে উদ্ধার কর। আধুনিক প্রকাশনী- ৫২৩৭, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৩৩

এই দূর দিনে পারলে তাই অসহায় মানুষের পাশে দাড়ান। তাদের জন্য কিছু করুন, তাদের জন্য করলে তার বিনিময়ে কি পাবেন সেটা নিয়ে ভাবছেন?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ঈমানদার ব্যক্তি কোন ক্ষুধার্ত ঈমানদার ব্যক্তিকে খাদ্য দান করে, কিয়ামাতের দিন আল্লাহ তা’আলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে মু’মিন ব্যক্তি কোন তৃষ্ণার্ত মু’মিন ব্যক্তিকে পানি পান করাবে কিয়ামাতের দিন আল্লাহ তা’আলা তাকে সীলমোহর করা খাঁটি “রাহীক মাখতূম” পান করাবেন। যে মু’মিন ব্যক্তি কোন বস্ত্রহীন মু’মিন ব্যক্তিকে পোশাক দান করে, কিয়ামাতের দিন আল্লাহ তা’আলা তাকে জান্নাতে সবুজ পোশাক পরাবেন। মিশকাত ১৯১৩ আবূ দাঊদ ৩০

ইনশাআল্লাহ আপনি যদি এই রমজান মাসে কোন অভাবী পরিবারের পাশে দাড়ান বা কোন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ান বা ইফতার করান তার বিনিময়ে হাদিসে বর্নিত সুসংবাদ আপনার জন্য। জান্নাতের ফল আপনার অপেক্ষায়।আর রোজাদারদের ইফতার করানোর ফজিলত তো আছেই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন রোযা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।-সহীহ্‌, ইবনু মা-জাহ(১৭৪৬) জামে' আত-তিরমিজি, হাদিস নং ৮০৭

আরও একটি অনুরোধ, ঈদের শপিংয়ের ছবি, পোস্ট করা, শশুর বাড়ি থেকে ইফতারের পসরা উপহার নেয়া এবং দেয়া, এরকম নানা ধরনের শো-অফ থেকে দয়া করে সচেতন মুমিন হিসেবে দূরে থাকুন প্লিজ।

আল্লাহ আমাদের সকলের, সীয়াম,কীয়াম,দান-সাদাকা কবুল করে নিক।
✍️লেখা: মুহাম্মদ ইরফান হাওলাদার।

11/04/2022

আল্লাহ নসিবে অনেক কিছুই রেখেছে,প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাবো ইনশাআল্লাহ!❤️

10/04/2022

প্রয়োজনে যিনি আমাকে আশার চাইতেও বেশি দান করেন, যিনি আমার সমস্যা সবচাইতে ভালো জানেন এবং বুঝেন, যিনি প্রতিনিয়ত গুনাহ করার পর ও আমাকে তার নিয়ামত থেকে একটুও বঞ্চিত করেননি, যিনি আমাকে সুস্থতার চাদরে জড়িয়ে রেখেছেন...
সেই রবের জন্যই তো সিজদাহ্'তে নিজেকে বিলিয়ে দেই, ইয়া রব।

10/04/2022

কিছু গল্পের সূচনা হয় চোখের পানিতে। মাঝপথে বারবার বাধা আসে, বিপদ আসে। কিন্তু সবরের দৃঢ়তা এবং তাওয়াক্কুলের সৌন্দর্য দ্বারা গল্পটি সুন্দর সমাপ্তিতে রূপ নেয়।
উদাহরণ হিসেবে সুরা ইউসুফ পড়ুন অর্থসহ। সুরা ক্বাসাস পড়ুন অর্থসহ। একটিতে আছে নবি ইউসুফের কাহিনি, আরেকটিতে নবি মুসার কাহিনি। বর্ণনাকারী মহান রাব্বুল আলামিন। পড়ুন। জীবনের অসংখ্য শিক্ষা (lessons) পাবেন, ইনশাআল্লাহ্।

08/04/2022

বিপদ দেখলে ভেঙ্গে পড়বেন না,যিনি বিপদ দিবেন তিনিই আবার বিপদ মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ!❣️

08/04/2022

দোয়া ব্যাতিত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না

-হযরত মুহাম্মদ (সাঃ)❤

08/04/2022

বেপর্দা নারী ইবলিসের সৈনিক। এই সৈনিককে ইবলিস সমাজ নষ্ট করার কাজে ব্যবহার করে।

© শায়খ আব্দুর রাজ্জাক বদর (হাফি.)

08/04/2022

অসৎ লোক কাউকে সৎ মনে করে না! সকলকেই সে নিজের মত ভাবে

-হযরত আলী (রাঃ)❤

07/04/2022

আপনি ভালো নেই তারপরেও হাসিমুখে আলহামদুলিল্লাহ বলাটাই হলো ধৈর্যের পরিচয়!❣️

07/04/2022

ধৈর্য হারিয়ো না নিশ্চই আল্লাহ তোমার জন্য উওম কিছু রেখেছে!❤

07/04/2022

মানুষ এখন বিসমিল্লাহ বলে গুনাহের কাজে লিপ্ত হয়!😕

07/04/2022

বিচ্ছেদ হলো বহু দিন

আজও কোথাও তোমার নাম শুনলে কেমন যেন যন্রণা হয়।

আমি মনে হয় বদলাতে পারবনা কোন দিন🙂

03/04/2022

আলহামদুলিল্লাহ প্রথম তারাবির নামাজ আদায় করিলাম 😍

আলহামদুলিল্লাহ প্রথম রোজার সেহেরি খেলাম.
আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার করলাম..

এমন পোস্ট করা থেকে বিরত থাকুন..⚠❌
লোক দেখানো আমল না করে..
আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য আমল করুন.
দুনিয়া আখিরাতে লাভবান হবেন ইনশাআল্লাহ..🥰🤲

01/04/2022

ভালো আছি বললেই যদি ভালো থাকা হয়,তবে এটা তোমার চোখের দেখা মনের দেখা নয়!

30/03/2022

ভালোবাসা সবাইকে নিবেদন করো,তবে তাকে সর্বাধিক ভালোবাসো,যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান!

- হযরত আলী(রাঃ)🖤

29/03/2022

'হারিয়ে ফেলার' ফিলিংস টা বাজে!হাহাকার টা কাউকে বুঝানো যায় না!যে হারিয়ে গেছে,তাকেও গিয়ে বলা যায় না 'তোমাকে দরকার!খুব দরকার!'❤️🌼

27/03/2022

- পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে 😥

- শুধু প্রকাশ করার ধরনটা আলাদা 😑💔

27/03/2022

- ঘুমানোর আগে গান নয়.!🥀

- দোয়া পড়ুন : আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়া.!❤️

21/03/2022

সেদিন তুমি ও কাঁদবে, যেদিন আমার কথা মনে পড়বে-💔
আর সেদিন বলবে একজন এসে ছিলো আমার জীবনে, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো..!😥

20/03/2022

- কোটি মানুষের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী😍

- হযরত মুহাম্মদ (সাঃ)🥀

13/03/2022

বাসার নিচে এমন "তাবিজ" রেখে আসবো

সারাদিন শুধু আমার নাম নিতে থাকবা😐😐

11/03/2022

________

বাচতে হলে হাসতে হবে...!🙂

09/03/2022

মন মরা আমি, দূরে গেলে তুমি!🥺

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category