‘কালি কলম মনন’ একটি অন্যরকমের ওয়েব পোর্টাল। ২০২১ সালের ১ জানুয়ারি এই ওয়েব পোর্টালের পথ চলা শুরু হয়েছে।
এই ওয়েব পোর্টালে আছে বেশ কয়েকটি বিভাগ। সাহিত্য বিভাগটির নাম ‘এযুগের রুদ্রাক্ষ’। এই বিভাগে প্রকাশিত হয় কবিতা, গল্প, প্রবন্ধ, সাংস্কৃতিক সংবাদ, সাক্ষাৎকার ইত্যাদি। বিখ্যাতদের পাশাপাশি লেখেন নতুনরাও।
রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্প, উপন্যাস ইত্যাদি প্রকাশিত হয় ‘গা ছমছম’ বিভাগে। আছে ছোটদের বিভাগ
‘শৈশব’। এই বিভাগে প্রকাশিত হয় ছোটদের আঁকা এবং লেখা। ছোটদের উপযোগী বড়োদের লেখা ছড়া, গল্প ইত্যাদিও প্রকাশিত হয় এই বিভাগে।
স্বাস্থ্য সংক্রান্ত লেখা প্রকাশিত হয় ‘ভালো থাকা’ বিভাগে। লেখেন মূলত বিশিষ্ট চিকিৎসকরা। ভ্রমণ বিষয়ক লেখা নিয়ে প্রকাশিত হয় ‘ভালো ঘোরা’ বিভাগটি।
এছাড়াও থাকে সাহিত্য পাঠের ভিডিও। যেগুলি পাওয়া যাবে ইউটিউবেও। অনলাইনের পাশাপাশি ‘কালি কলম মনন’ প্রকাশ করবে মুদ্রিত বিশেষ সংখ্যাও।
বিভিন্ন বিষয়ে মননশীল রচনা পাঠকবন্ধুদের সামনে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আনন্দের সঙ্গে জানাই, অল্প সময়ের মধ্যেই আমরা দারুণ সাড়া পেয়েছি। এইভাবেই পাঠকবন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন।