![https://youtu.be/39EesEiP9WA?si=FZyRQKWYIMSvN99R #শান্তিনিকেতন ভ্রমণ ।। এই নিয়ে অনেক বার এলাম শান্তিনিকেতনে । তবুও ঐ রা...](https://img3.medioq.com/541/597/277650695415978.jpg)
22/04/2024
https://youtu.be/39EesEiP9WA?si=FZyRQKWYIMSvN99R
#শান্তিনিকেতন ভ্রমণ ।।
এই নিয়ে অনেক বার এলাম শান্তিনিকেতনে । তবুও ঐ রাঙামাটি র পথ, শাল বনের জঙল, কোপাই নদী , বাউল গান আর সর্বপরি রবি ঠাকুরের সাধন ক্ষেত্র সবমিলিয়ে শান্তিনিকেতন আমার কাছে চিরকাল ই খুবই পছন্দের, ভালোবাসার জায়গা। এবার আসার মূল কারণ একটি সাহিত্য সভার আমন্ত্রণ রক্ষার জন্য । ছেলের স্কুলে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে এবার ও ক্লাস এইটে উঠল, কিন্তু ওর শান্তিনিকেতন দেখা হয়নি তাই সপরিবারেই চললাম শান্তিনিকেতনে।
প্রথম দিন বিকেল টা রেখে ছিলাম শুধুই #বিশ্বভারতী ক্যাম্পাস দেখার জন্য। যতবার শান্তিনিকেতনে আসি আমি ততবারই এই জায়গা টায় আসি। এখানে এলে মনে হয় রবি ঠাকুরের এই সাধন ক্ষেত্র না দর্শন করলে শান্তিনিকেতন আসা বৃথা। এর পরের গন্তব্য #সৃজনী_শিল্প_গ্রাম, একটি অসাধারণ জায়গা ।
না না ভাস্কর্যে সাজানো এক বিশাল পার্ক বলা যেতে পারে। এখানে ও অনেক দোকান দার তাদের পসরা সাজিয়ে বসেছেন।
পরেরদিন শনিবার, সকালে জলখাবার খেয়েই বেরিয়ে পড়লাম #সতী পিঠ কঙ্কালীতলা দর্শন এ। এবার চললাম #সাঁওতাল_গ্রাম। এককথায় অপূর্ব।
এরপর #প্রকৃতি_ভবন দর্শন। এই জায়গা টা না না রকম ভাস্কর্যের সংগ্রহশালা। বেশ কয়েকটি সংগ্রহ অসাধারণ। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে আমরা চললাম #আমার_কুঠির এর উদ্দেশ্যে। এই পথ এর সৌন্দর্য অসাধারণ। আজকাল শান্তিনিকেতনে ও বেশির ভাগ রাস্তা পিচের হয়ে গেছে তাই গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটি র পথ খুবই কম । তবে এই পথ টি আজও সেই রাঙ্গামাটি র। আমার কুঠির হল একটি বিপনন কেন্দ্র। পরাধীন ভারত বর্ষে স্বদেশী পন্য সামগ্রী এখানে বিক্রি হত। এখন এই অঞ্চলের তৈরি হ্যান্ডলুম সামগ্রী , চামড়ার দ্রব্য ও ঘর সাজানো র সামগ্রী বিক্রি হয়। জিনিস গুলি খুব ই আকর্ষণীয়।
দুপুরে আহার সম্পন্ন করেই আমার গিন্নি ব্যস্ত হয়ে পড়ল তার চিরাচরিত কেনা কেনার জন্য। প্রায় 2:30 ঘন্টা ধরে কেনাকাটা করেও তাকে দেখে মনে হল - এমন কি কিনলাম!
এই সোনা ঝুড়ি র হাট এর পরিবেশ না দেখলে বিশ্বাস হবে না। একদিকে বাউলের গান, অপর দিকে সাঁওতাল নৃত্য মাঝে মাঝে বাঁশির সুর সব মিলিয়ে রবি ঠাকুরের শান্তিনিকেতন এর খন্ড ছবি এই #শনিবার_এর_হাট এ।
এরপর সন্ধ্যা নেমে এলে হাট ভেঙে গেল।
শান্তিনিকেতন ভ্রমণ কখনও শেষ হয়না। কারণ রবীন্দ্রনাথ কে জানার কোন শেষ নেই। আবার আসব শান্তিনিকেতন এই আশা রেখেই ফিরে চলেছি বাড়ির পথে শান্তিনিকেতন এক্সপ্রেস এ করে।
নীচে কিছু তথ্য দিলাম :👇👇👇
বাউল মন রিসর্ট ফোন নম্বর : 09434307150
টোটো চালক ( #অরূপ সাহা): +91 93827 14816
খাওয়া র জন্য বীরভূম গেস্ট হাউস এর কাছেই #হেঁসেলঘর রেস্টুরেন্ট খুব ভালো।
Travellers & ভবঘুরে দল The Scottish Church Collegiate School Samaresh Sarkar The Scottish Church Collegiate School Official Junior Section Tour Planner Bindass Sam Vlogs Bhromon Pakhi Tours & Travels Johnson Mondal Arijit Singh
#...