PRIME 18 বাংলা

PRIME 18 বাংলা This page will provide regular updates relating to current affairs.
(8)

23/11/2024

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের পোস্টার ব্যালটে তৃণমূল কংগ্রেস

23/11/2024

নৈহাটি উপনির্বাচনে ৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস

23/11/2024

হাড়োয়া বিধানসভার উপনির্বাচনী এগিয়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় ISF তৃতীয় BJP

23/11/2024

মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড দুই রাজ্যে এগিয়ে বিজেপি।
পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের ছয় কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস বি্্

12/10/2024

কোলাঘাট কেটিপিপি অফিসার রিক্টেশান ক্লাবের মন্ডপ PRIME18 বাংলার বিচারের সেরা মন্ডবের শিরোপা পেলেন।

পূজা পরিক্রমা 2024Prime18বাংলা
11/10/2024

পূজা পরিক্রমা 2024
Prime18বাংলা

11/10/2024

পাঁশকুড়া জিয়াখালি সার্বজনীন দুর্গা উৎসব কমিটি

04/10/2024

আপনার পাড়ার পূজা মন্ডপে আসছি আমরা।

09/08/2024

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতিচারণায় পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম কার্যালয়। এখানে জড়িয়ে রয়েছে নন্দীগ্রাম পর্ব।

09/08/2024

উপলক্ষ ৮২ তম ভারত ছাড়ো আন্দোলন স্মরণ। আর সেই উপলক্ষে তমলুক শহরের রাস্তায় মিছিল করলেন বিজেপির নেতা কর্মীরা।
তমলুকের বানপুকুরে শহীদ বেদী এবং মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

03/07/2024

বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর খাস তালুতে তমলুকে নিজের কয়েকজন অনুগামী হিসেবে পরিচিত বিজেপির কর্মীদের নিয়ে বৈঠক করলেন দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের বক্তব্য এইটা দলের প্রোগ্রাম নয়, নিজের কয়েকজন কর্মীদের সাথে আলাপচারিতা করতে এসেছেন।

01/07/2024

শুভেন্দু অধিকার দেওয়া ভিডিও ভাইরাল। তাজিবুলের (JCB) কর্মকাণ্ড। চোপড়ার এক মহিলা ও যুবককে মারধরের ছবি ভাইরাল। অবৈধ সম্পর্কের জের দুদিন বাড়ির ভিতরে রেখে অত্যাচার সেই ভিডিও সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

01/07/2024

তমলুকের নিশ্চিন্তবসান গ্রামের দীপালি বেরার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়লো দুই মহিলা সহ এক বাচ্চা। দিপালী বেরার অভিযোগ দুপুরবেলা তিনি বাড়িতে একা ছিলেন, সেই সময় তিনজন তার বাড়িতে আসে ভিক্ষার নাম করে। তিনি সেই সময় ঘুমাচ্ছিলেন। তিনি দেখেন দুইজন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে, তিনি যখন সেই দুজনের সাথে কথা বলছিলেন, তখন দেখেন আরেকজন বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। তুমি চিৎকার চেঁচামেচি করলে পাড়ার লোকজন জমায়েত হয়ে যায়, তিনজনকেই ধরে ফেলে প্রতিবেশীরা, দুই মহিলার হাত পিছমোড়া করে বেঁধে দেয়, এবং ব্যাপক মারধর শুরু করে, মারধরের ফলে তারা স্বীকার করে গয়নার ব্যাগ কোথায় রেখেছে,গয়নার ব্যাগ পাওয়ার পরে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনার চলে আসে এবং তিনজনকে থানায় নিয়ে যায়

01/07/2024

*জাতীয় চিকিৎসক দিবসে জেলা প্রশাসনের বিশেষ শিবির,খুশি পুলিশ,প্রশাসন ও সাংবাদিকেরা*

তমলুক: আজ জাতীয় চিকিৎসক দিবস। সারা দেশ জুড়ে মর্যাদার সাথে দিনটি পালন হচ্ছে।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসকের দপ্তরে আয়োজন করা হলো পুলিশ,প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক শিবির। সেই শিবিরে জেলায় প্রায় ২০০ জন স্বাস্থ্য পরিক্ষা করান। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাজের ব্যস্ততার জন্য ঠিক মতো স্বাস্থ্যের দিকে নজর দিতে পারে না।তাই তাদের স্বাস্থ্যের কথা ভেবে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ বলে জানান জেলা প্রশাসনের কর্তারা।
জেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথাও জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক বিভাস রায়, তিনি বলেন, বর্তমান সময়ে হার্ট অ্যাটাকের কারনে অনেকে মারা যাচ্ছে পাশাপাশি ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে জেলায়। যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন স্থানীয় থানায় যোগাযোগ করলেই তারা গ্রীন করিডোর করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। আগের থেকে জেলায় স্বাস্থ্য পরিষেবা অনেক বৃদ্ধি পেয়েছে। সারা বছরে রাজ্য, জেলা ও ব্লক স্তরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা মিলছে।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই। এদিন স্বাস্থ্য পরিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ পত্র প্রদান করা হয়।।

01/07/2024

ঘাটাল পাঁশকুড়া সড়কে হাওড়া গামী বাস দুর্ঘটনার কবলে পড়ে। মেছোগ্রাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রীবোঝাই বাস নয়নজুলিতে উল্টে যায়। সূত্রের খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এমন রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় ওই বাসটি। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, এবং নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন। পরে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে আহত যাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পরে দুটো ক্রেন নিয়ে এসে বাস থেকে নয়নজুলি থেকে তোলা হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রীরা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই।

28/06/2024

পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে বসবাসকারীদের উচ্ছেদ করার বিরুদ্ধে আজ পাঁশকুড়া পৌরসভায় বস্তি উন্নয়ন কমিটির ডাকে প্রায় সহস্রাধিক মানুষের গণ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত হয়। গত দুদিন আগে, পাঁশকুড়া পৌরসভার পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর ক্যানেলের দুই পাড়ে মাইকিং করে ঘোষণা করা হয় সরকারি সেচ দপ্তরের জায়গায় বসবাসকারী সমস্ত মানুষকে 48 ঘণ্টার মধ্যে উঠে যেতে হবে। নাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই এই এলাকায় বসবাসকারী প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।আজকে আতঙ্কিত মানুষেরা পৌরসভার সামনে ক্ষোভে ফেটে পড়েন। পৌরসভার ভাইস চেয়ারপারশন ডেপুটেশন গ্রহণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, এখনই কোন উচ্ছেদ হবে না। আমরা সার্ভে করবো, প্রকৃত গরিবদের চিহ্নিতকরণ করা হবে।। যদি কাউকে উচ্ছেদ করা হয়, তার আগে পুনর্বাসন দেওয়া হবে। এরপরই পাঁশকুড়া পৌরসভায় অবস্থান বিক্ষোভ সরিয়ে নেয় বিক্ষোভকারীরা।

হৃদরোগে আক্রান্ত হলেন প্রবীণ তৃণমূল নেতা তমলুক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। আজ দুপুরে হঠা...
28/06/2024

হৃদরোগে আক্রান্ত হলেন প্রবীণ তৃণমূল নেতা তমলুক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। আজ দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রথমে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পরে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তমলুকের প্রবীণ তৃণমূল নেতা তথা আইনজীবী চিত্তরঞ্জন মাইতি কে।

28/06/2024

সংবাদমাধ্যমের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRIME 18 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PRIME 18 বাংলা:

Videos

Share

Prime 18 বাংলা

Work with Imagination

Challenging the status quo, connecting with people across the country, imagining new possibilities and bringing them to life. This is what our people do every day.

We Change

We believe that anything is possible when we continuously evolve.


Other Broadcasting & media production in Kolkata

Show All