জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন,নন্দীগ্রামে রবিবাসরীয় ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী
#CPIM #SFI #tamluk
"পাশে আছেন, এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই"
আজ নন্দীগ্রামে ভোট প্রচারে এসে এমন দাবি তমলুক লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জির।
সকালে নন্দীগ্রামের হরিপুর এবং তারপরে নয়নানে তিনি ভোট প্রচার করেন।প্রচার শেষে তিনি বলেন "৩৬৫ দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি, নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যারা একটা কাজ করতে চায়, আমরা,"পাশে আছেন, এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই"।
*নন্দীগ্রামের মাটি ব্যবহার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন* কিন্তু নন্দীগ্রামের কি লাভ হলো, চাকরি দেওয়ার ক্ষেত্রে একমাত্র বিকল্প হলো বামপন্থীরা।
স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল বছর আটের অনুষ্কা তেওয়ারি
#মালদা #maldanews
জেলা স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল পুরাতন মালদার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চিতোরপুর এলাকার এক কিশোরী। জানা গেছে মালদার গাজলের শিক্ষাপল্লী এলাকায় চলতি মাসের ২৯ তারিখে জেলা স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা ভাগ নেয় সেখানে পুরাতন মালদার হয়ে খেলতে যাই বছর আটের অনুষ্কা আর সেখানে গিয়ে স্বর্ণপদক পেয়ে জয়ী হয় । এই নিয়ে ক্রীড়া মহলে এক উৎসবের বাতাবরণ শুরু হয়েছে। এদিকে বাড়ি ফিরেছে অনুষ্কা এবং বাড়ি ফিরতেই শুভেচ্ছার ঝড় শুরু হয়েছে। অন্যদিকে রবিবার ওই কিশোরীর বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সংশ্লিষ্ট কাউন্সিলর বাসন্তী রাই এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই কিশোরী
সম্প্রীতির নজির, রমজান মাসে রোজা রাখে বসু পরিবার, ইফতার মুসলিম ভাইদের সঙ্গে
১৯৬০ সাল থেকে মসজিদের দেখাশোনা বসু পরিবারই করেন, এখন তো রমজান মাস, এই রমজান মাসের ৩০টি রোজা রেখে আসছেন বসু পরিবারের এই প্রজন্মের পার্থসারথি বসু। ১৪ বছর ধরে তিনি রোজা রাখেন,পার্থসারথি যেমন কালীপুজোর উপোস করেন,সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়ে মুখে কিছু তোলেন, ঠিক তেমনই প্রতিদিন রোজা শেষে ৫টা ৫০ মিনিটের পর ইফতার করেন সকল ইসলাম ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে।
আপনাদের শুনতে হয়তো অবাক লাগছে, একজন হিন্দু হয়েও রমজানে রোজা রাখেন বলে,কিন্তু পার্থসারথি বসুর বিন্দুমাত্র কোনো আলাদা কোন অনুভূতি হয় না।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা উত্তর ২৪ পরগনার বারাসতের আমানতি মসজিদ আজ সকলের চেনা। বিনিময় প্রথার মাধ্যমে এই ভিটে পরিবর্তন হয়েছিল একসময়। এখন এই জমি যেখাবে আমনতি মসজিদ অবস্থিত সেই জমি এক
ব্যাঙ্গালোরের তরমুজে ছেয়ে গেলো বাজার! ক্রেতাদের ভিড় জলপাইগুড়িশহরের ফলের বাজারগুলোতে
#watermelon #Jalpaiguri #fruits
লোকাল তরমুজ আসতে আরো কয়েকদিন বাকি তার আগেই বাইরের জেলার তরমুজে ছেয়ে গেছে জলপাইগুড়ির বিভিন্ন ফল বাজারে । সেই তরমুজ বাজারে আসতেই তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় ফল বাজারে ।জলপাইগুড়ি শহরের দিনবাজার স্টেশন বাজার বয়েলখানা বাজার সহ শহরের অন্যান্য বাজারগুলোতে এখন তরমুজ কিনতেই ক্রেতাদের ভিড় ।দাম হাতের নাগালে। তাই সাধ্যের মধ্যে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা ।দাম কেজি পতি ৩০ টাকা। ক্রেতা রা বলছেন এই সমস্ত তরুজগুলো স্বাদ দারুন। জলপাইগুড়ি শহরের তিস্তা পারে প্রচুর চাষী তরমুজ চাষ করেন ।কিন্তু এখন পর্যন্ত সেই লোকাল তরমুজ গুলো বাজারে আসতে পারেনি। তাই বাইরে তরমুজ কিনে খেতে হচ্ছে। আশা করি আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি শহরের যে লোকাল তরমুজ তা বাজারে চলে
জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার
জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার করে বিতর্কে জড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী জুন মালিয়া।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ। সরকারি প্রকল্পের ট্যাবলোতে কেন শিশুদের ব্যবহার করা হয়েছে? এই নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ রায়ের করল বিজেপি।
অন্যদিকে আজকেই মেদিনীপুর শহরের বড়তলা কালীমন্দিরে পূজো দিয়ে যখন প্রচারে বেরোচ্ছেন জুন মালিয়া, ঠিক সেই সময় এই ট্যাবলো তার প্রচার মিছিলে অংশ নেয়। এ ব্যাপারে জুন মালিয়াকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এই বিষয়ে তার জানা নেই, তিনি বলেন, দলের মহিলা কর্মীদেরকে অনুরোধ
কেন্দ্রের Z ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং
লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষি দিয়ে মুড়ে ফেলা হলো ব্যারাকপুরের বিদায় সংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং কে বিজেপি ছেড়ে তৃণমূল ফেরার পরে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বাহিনীর ব্যবস্থা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে ভোটের মুখে রাজনৈতিক পালাবদল দেখেছে ব্যারাকপুর বাশি কার্যত বিক্ষুব্ধ হয়েই তৃণমূল ছেড়ে বিজেপি তে গেছেন ব্যারাকপুরের অর্জুন সিং নিজের লক্ষ্যভেদ পূরণ করতে ফের অর্জুন সিং এর উপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আস্থা রেখেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাথে সম্মুখ সমরে লড়তে চলেছেন ব্যারাকপুরের লড়াকু নেতা অর্জুন সিং রাজনৈতিক পরিসরে এবার ব্
ঐতিহ্যের শিব কালীর নাচ আজ অতীত।
আগে চৈত্র মাস আসলেই রাস্তায় দেখা যেত শিব ও কালিকে । নানা অবাক হবার কিছু নেই। এঁনারা সর্গের শিব কালী নয় এরা হলেন মর্তের মানুষ রুপি শিব কালী। চড়ক পুজোর সময় কিছু টাকা উপার্জনের আশায় এরকম দিব্বি ও বেশভূষা পরিহান করে তারা পথে ঘুরে বেড়ান ।বর্তমান সময় চড়ক পূজা উপলক্ষে শিব কালি সেজে মানুষদের মনোরণজন করে চলেছেন কিছু শিশু শিল্পীরা ।এরা সকলেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা। তাই নিজ শহরের বিভিন্ন জায়গায়, তথা দোকান দোকান ঘুরে কিছু অর্থ সংগ্রহ করছে তারা। মূলত সেই অর্থ সংগ্রহ করে পুজোর কাজেই ব্যাবহার করবেন বলে জানিয়েছেন তারা । কিছু শহরবাসী আবার তাদের উপস্থাপনায় খুশি হয়ে কিছু অর্থ সাহায্য করছেন তাদের। এই বিষয়ে এক শিশু শিল্পী জানায়, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আরো বেশি দল বের হতো, এখন আমরা কয়েক জন মিলেই বের হয়। আমরা এই এইত
এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে নতুন রাজনৈতিক দল 'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা'
সাধনা দাস বসু : 'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা' নামে নতুন এক রাজনৈতিক দল গঠন করেছে অনুকূল চন্দ্র-র ধর্মীয় সংস্থা 'সৎসঙ্গ'। এবারের সাধারণ নির্বাচনে এই দল প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে।
২০ মার্চ বুধবার, কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া আর্য্য মহাসভার ছ'জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং সাংবাদিকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
'অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা'-র জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী জানিয়েছেন, "সৎসঙ্গ-ই আমাদের চালিকাশক্তি। হিন্দু মহাসভার নেতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতার সময় অনুকুল চন্দ্র, 'হিন্দু মহাসভা'-র নাম বদলে 'আর্য্য মহাসভা' রাখতে বলেছিলেন। সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই দলের জন্ম হয়।"
'অল ইণ্
সন্দেশখালি নির্বাচনী জন সভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের কেন সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছে না সন্দেশখালি নির্বাচনী জন সভা থেকে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়ে দেন কেন্দ্রের পাপের টাকা তাদের লাগবে না রাজ্য সরকারই ১০০ দিনের বকেয়া টাকা এবং আবাস যোজনা টাকা মিটাবে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কান্ডের পরে এই প্রথম নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিজেপি সহ বিরোধী দল ও সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দিয়ে বলেন সন্দেশখালি কে নিয়ে রাজনীতি করবার জন্যই রাজনীতি করছে বিরোধীরা। আর তাতে যোগ দিয়েছেন এক শ্রেণীর সংবাদ
দোল উৎসব উপলক্ষে এখন থেকে আবির তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারকরা
আর মাত্র হাতে গোনা কদিন তার পরেই দোল উৎসব আর এই দোলের উৎসব উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক। আর সে দিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালিতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরি কর্মযজ্ঞ।
যদিও কয়েক বছর ধরে হারবাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে। আর সেই দিকে লক্ষ্য রেখেই কালিতলা বাজার এলাকায় রাতদিন এক করে চলছে আবির তৈরির কাজ।
রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য, ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে। যদিও হারবাল আবিরের ওপরই চাহিদা রয়েছে পাইকারদের। সে ক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাক্কালে হারবাল আবিরের ওপরে বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হা
ডোনার সঙ্গে প্রি-হোলি সেলিব্রেশনে সেলিব্রিটিরা
কলকাতা: সামনেই বসন্ত উৎসব। হোলির আগেই নাকতলায়, নৃত্য শিল্পী ডোনা গুপ্তার ডিডিসির উদ্যোগে আয়োজিত হয়ে গেল প্রি হোলি সেলিব্রেশন। নাচে,গানে,কবিতা পাঠে জমজমাট হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টলিপাড়ার অভিনেতাদের সঙ্গে ফ্যাশন ডিজাইনার, সংগীত শিল্পী সহ অন্যান্যরাও। এই রঙিন সন্ধ্যায় ডোনা গুপ্তা সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য, ফ্যাশন ডিজাইনার নিতু সিং,রাই কিশোরী, মাম্পি সহ অন্যান্য রা।
দেব বনাম হিরন! দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায়।
#TMC #বিজেপি
পশ্চিম মেদিনীপুর: ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দু-বারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও বিধায়ক তথা অভিনেতা হিরনময় চট্টোপাধ্যায় ওরফে হিরন! তবে এবার ঘাটালবাসী কি চাইছে, কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটালবাসী! ঘাটালের বাসিন্দা জয়ন্ত মন্ডল জানান, উনিতো ব্যস্ত মানুষ! সাধারণ মানুষের কাজ করতেই পাচ্ছেন না। তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার! ঘাটালের সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে, সেই রকম সাংসদ চাইছে ঘাটালবাসী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ এর কথাও জানান তিনি। পাশাপশি বেকার যুবক-যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়া দরকার বলেও জ
মুক্তি প্রতীক্ষায় 'ছোট্ট পিকলু'
সাধনা দাস বসু : এস থ্রি এন্টারটেইনমেন্ট নিবেদিত ও সোমনাথ ভট্টাচার্য্য পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র 'ছোট্ট পিকলু' ২২ মার্চ মুক্তি পেতে চলেছে। তার আগে ১৬ মার্চ শনিবার, এই ছবির দুটো গান প্রকাশ হলো। ছবিতে মোট ছ'টা গান রয়েছে। সোমনাথ ভট্টাচার্য্যের লেখা গানে সুর দিয়েছেন বাবুল বোস। গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত, পরেশ দাস, রোহন অর্জুন, শ্রী, সুদেষ্ণা কুন্ডু ও ডোনা সেনগুপ্ত।
কলকাতা প্রেস ক্লাবে এই কাহিনীচিত্রের সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে 'এফ এম ডি মিউজিক'-এর ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভাণ্ডারী বলেন, "নতুন প্রতিভাকে প্রচারের আলোয় আনাই এফ এম ডি মিউজিকের লক্ষ্য। এই ছবিতে বেশ কয়েকজন নতুন শিল্পী গান গেয়েছেন। আশা করি তাঁদের গান শ্রোতাদের ভালো লাগবে।"
ছবির পরিচালক সো
কলকাতার ময়দানে বসন্ত উৎসব
কলকাতা: হোলি আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। কিন্তু ইতিমধ্যে বসন্তের রঙে মেতে উঠেছেন টিনেজরা। কলকাতার ময়দানে সদ্যই আয়োজিত হয়ে গেল বাংলার বসন্ত উৎসব। প্রায় পাঁচ বছর ধরে চলা এই অনুষ্ঠানের মূল মন্ত্র হল, 'ধৰ্ম যার যার,বসন্ত উৎসব সবার'। জানালেন স্পন্দন গ্রুপের ফাউন্ডার এবং সভাপতি আত্মজ্যোতি মিত্র। এদিনের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল মডেলদের শ্যুটের পাশাপাশি জমজমাট নাচ-গানের পারফরম্যান্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার নিতু সিং,রাই কিশোরী, মোল্লার ঘোষ,মল্লিকা ঘোষ, অভিনেত্রী এবং অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেবলীনা বিশ্বাস,মাম্পি সহ অন্যান্য রা।
'আর্ট ওয়ার্ল্ড' - এর বার্ষিক শিল্প প্রদর্শনী
সাধনা দাস বসু : 'আর্ট ওয়ার্ল্ড' এর বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু হয়েছে গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের প্রদর্শনী, চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। 'ঋতুরঙ্গ' শীর্ষক এই প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানানো হয়েছে।
১৮ মার্চ সোমবার, চারদিনের এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন ঋতুপর্ণ ঘোষের ভাই শিল্প নির্দেশক ইন্দ্রনীল ঘোষ, চিত্রশিল্পী যুগল সরকার, অনির্বাণ সেনগুপ্ত, বিজয় রক্ষিত, পম্পা প্রধান, কবি ও লেখক নরেশ মণ্ডল, আর্ট ওয়ার্ল্ডের কর্ণধার বিনিতা কর্মকার প্রমুখ।
নবীন ও প্রবীণ চিত্রশিল্পীদের আঁকা ৭০ টা ছবি রয়েছে এই প্রদর্শনীতে। ঋতুপর্ণ ঘোষ ছাড়াও, তাঁর পরিচালিত চলচ্চিত্রের নানা দৃশ্যের ছবি চিত্রশিল্পীরা রং তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছ
এই সবজি চাষ করলে মাত্র তিন মাসেই হতে পারেন লাখপতি! জানেন কি এই সবজি
ফসল চাষে ক্ষতির সম্মুখীন, বাজারে মন্দা, ফসলের দাম কমে যাওয়া ইত্যাদি সহ কৃষকদের নানা সমস্যার কথা সংবাদের শিরোনামে উঠে আসে হামেসাই। তবে এতোদিনে হাসি ফুটেছে কৃষকদের মুখে।জলপাইগুড়ির বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো। আর এতেই বেশ খুশি চাষিরা।
কথায় বলে, "আশায় বাঁচে চাষা"। সে নীতিকথা এখন বাস্তবায়িত হচ্ছে। এই সবজি চাষ করে স্বল্প দিনেই কৃষকদের মুখে ফুটছে হাসি। বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম এখন অগ্নি মূল্য। পাইকারি মূল্যই যাচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা কিলো দরে। এক বিঘা জমিতে সঠিকভাবে টমেটো চাষ করলে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে। শুধু তাই নয়, জৈব পদার্থ ব্যবহার করলে টমেটোতে বেশ ভালো ফলন দেয়। প্রতিটি গাছ থেকে প্রায় ১০ কেজির মতো ফলন মেলে। এতো লাভজনক
'হাউজ্যাট সিক্স ২০২৪' র চ্যাম্পিয়ন রেড পারফরমার্স
সাধনা দাস বসু : শিল্পী ও সাংবাদিকদের ক্রিকেট প্রতিযোগিতা 'হাউজ্যাট সিক্স ২০২৪' এর চতুর্থ সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে 'রেড পারফরমার্স'। ১৬ মার্চ শনিবার, বাঁশদ্রোণীর রাইফেল গ্ৰাউন্ডে আয়োজিত এই মিশ্র লিঙ্গের ক্রিকেট কার্নিভালে 'বি কে নিউজ' কে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। রেড পারফরমার্স - এর অধিনায়িকা বর্ণালী মিত্র ও ম্যানেজার শ্রীজা মুখোপাধ্যায়ের হাতে ট্রফি তুলে দেন প্রতিযোগিতার এ বছরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পলিমা ভদ্র ও চিফ হোস্ট রিভা দাস।
চারদলীয় সীমিত ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতার বাকি দলদুটো হলো 'এস.এন মিডিয়া' ও 'ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্'।
প্রতিযোগিতায় ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্ তৃতীয় স্থান অধিকার করে। রেড পারফরমার্স -এর সৌম্য বিশ্বাস সেরা পুরুষ খেলোয়াড় ও বর্ণালী মিত্র সেরা মহিল
চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বদলে গিয়ে হয়েছে এক্সট্রোশন ডিরেক্টরেট
#kolkatanews #TMC #BJPGovernment
বঙ্গে ৭ দফাতে নির্বাচনের প্রয়োজন ছিল না মন্তব্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
#kolkatanews #TMC #BJPGovernment
জাতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা ভোটে মোট ৭দফায় নির্বাচনের দিন ঘোষণা করেছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান ,তৃণমূল কংগ্রেস এক অথবা দুই দফাতে বঙ্গে নির্বাচন হোক এই আবেদন জানিয়েছিল কমিশনের কাছে। কিন্তু সাত দফায় নির্বাচন বঙ্গে করার কথা ঘোষণা করে কমিশন যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধিতা করলেন বলে মন্তব্য করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার যুক্তি বেশি দফায় ভোট হলে সে ক্ষেত্রে ভোটারদের আগ্রহ কমে যায়। ভোটারদের ভোটদানের ক্ষেত্রে উপস্থিতি কম হয়। শুধু তাই নয়, দফা বাড়লে যার অর্থনৈতিক ক্ষমতা বেশি থাকে তিনি বাড়তি সুবিধা পান। ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে ভোট প্রচারে। চন্দ্রিমা ভট্টাচার্য দ
ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সপ্তম আলোকচিত্র প্রদর্শনী
সাধনা দাস বসু : ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে আই সি সি আর- এর নন্দলাল বসু ও যামিনী রায় আর্ট গ্যালারিতে। ১৫ মার্চ শুক্রবার , প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক শম্ভু সেন। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন , সভাপতি প্রান্তিক সেন , সহ সভাপতি নরেশ মণ্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী , কোষাধ্যক্ষ সাধনা দাস বসু , সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা , ক্লাব সদস্য শাকিলা খাতুন , অজন্তা চৌধুরী , দীপা চন্দ , প্রলয় চ্যাটার্জি , আশিস ব্যানার্জি , শ্রয়ন সেন ও অন্যান্যরা।
এবারের প্রদর্শনীতে দেশ বিদেশের ১৭৯ জন আলোকচিত্রীর তোলা ৪৩৯টা আলোকচিত্র রয়েছে। প্রদর্শিত ছবিগুলো নিয়ে থাকছে প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে আ