Newsonly24

Newsonly24 আমরা নেগেটিভ নই পজিটিভ।
(1)

31/03/2024

জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন,নন্দীগ্রামে রবিবাসরীয় ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী



"পাশে আছেন, এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই"
আজ নন্দীগ্রামে ভোট প্রচারে এসে এমন দাবি তমলুক লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জির।
সকালে নন্দীগ্রামের হরিপুর এবং তারপরে নয়নানে তিনি ভোট প্রচার করেন।প্রচার শেষে তিনি বলেন "৩৬৫ দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি, নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যারা একটা কাজ করতে চায়, আমরা,"পাশে আছেন, এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্রে জিততে চাই"।
*নন্দীগ্রামের মাটি ব্যবহার করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন* কিন্তু নন্দীগ্রামের কি লাভ হলো, চাকরি দেওয়ার ক্ষেত্রে একমাত্র বিকল্প হলো বামপন্থীরা।

31/03/2024

স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল বছর আটের অনুষ্কা তেওয়ারি

#মালদা

জেলা স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে মালদার নাম উজ্জ্বল করল পুরাতন মালদার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চিতোরপুর এলাকার এক কিশোরী। জানা গেছে মালদার গাজলের শিক্ষাপল্লী এলাকায় চলতি মাসের ২৯ তারিখে জেলা স্তরে তাইকোন্ডো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা ভাগ নেয় সেখানে পুরাতন মালদার হয়ে খেলতে যাই বছর আটের অনুষ্কা আর সেখানে গিয়ে স্বর্ণপদক পেয়ে জয়ী হয় । এই নিয়ে ক্রীড়া মহলে এক উৎসবের বাতাবরণ শুরু হয়েছে। এদিকে বাড়ি ফিরেছে অনুষ্কা এবং বাড়ি ফিরতেই শুভেচ্ছার ঝড় শুরু হয়েছে। অন্যদিকে রবিবার ওই কিশোরীর বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সংশ্লিষ্ট কাউন্সিলর বাসন্তী রাই এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই কিশোরীকে। আর জানা গেছে বিগত এক বছর ধরে প্রশিক্ষক কৃষ্ণা বাষফোর এর কাছে প্রশিক্ষণ নিত অনুষ্কা। অনুষ্কা বলে অন্যান্যদের দেখে তার আগ্রহ হয় এবং আগামী দিনে দেশের হয়ে খেলতে চাই জানাই সে। অন্যদিকে বাবা বিবেক দেওয়ারি তিনি খুব গর্বিত তার মেয়ের সাফল্যতে এবং তিনিও বলেন মেয়ে দেশের হয়ে খেলতে পারে এই স্বপ্ন রয়েছে তার।

৪০০ আসন নিশ্চিত হলে ইডি-সিবিআই পাঠাচ্ছেন কেন? কৃষ্ণনগর থেকে মোদীকে নিশানা মমতার
31/03/2024

৪০০ আসন নিশ্চিত হলে ইডি-সিবিআই পাঠাচ্ছেন কেন? কৃষ্ণনগর থেকে মোদীকে নিশানা মমতার

কৃষ্ণনগর: রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব মাঠের জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্....

31/03/2024

রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাব মাঠের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ বউমার! চাঞ্চল্যকর ঘটনা মহেশতলায়
31/03/2024

শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ বউমার! চাঞ্চল্যকর ঘটনা মহেশতলায়

কলকাতা: রবিবার সকালে মহেশতলা থানায় এসে আত্মসমর্পণ করলেন এক গৃহবধূ। জানিয়ে দিলেন, বৃদ্ধা শাশুড়িকে খুন করেছেন তিন...

এক অবধারিত ধ্বংসের মুখোমুখি আমরা, আমাদের পৃথিবীকে রক্ষা করতেই হবে…
31/03/2024

এক অবধারিত ধ্বংসের মুখোমুখি আমরা, আমাদের পৃথিবীকে রক্ষা করতেই হবে…

পঙ্কজ চট্টোপাধ্যায় এক অবধারিত ধ্বংসের মুখোমুখি এইমুহূর্তে আমরা। সেই বিষয় নিয়ে আমরা এই গ্রহের আপামর জনসাধারণ কম.....

মহুয়া মৈত্রর সমর্থনে আজ কৃষ্ণনগরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
31/03/2024

মহুয়া মৈত্রর সমর্থনে আজ কৃষ্ণনগরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: আসন্ন লোকসভা ভোটের প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাথার চোট সারি...

বৈশাখের আগেই ৪০-এ পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ
31/03/2024

বৈশাখের আগেই ৪০-এ পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ

কলকাতা: বৃষ্টি হওয়া আর না-হওয়া প্রায় সমান। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ। ক’দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা আর....

চার কেন্দ্রে প্রার্থী ঠিক করতে পারছে না বিজেপি, বেছে দিলেন অভিষেক
30/03/2024

চার কেন্দ্রে প্রার্থী ঠিক করতে পারছে না বিজেপি, বেছে দিলেন অভিষেক

কলকাতা: বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে এখনও চার আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। শনিবার মথুরাপুরের নির্ব....

30/03/2024

সম্প্রীতির নজির, রমজান মাসে রোজা রাখে বসু পরিবার, ইফতার মুসলিম ভাইদের সঙ্গে

১৯৬০ সাল থেকে মসজিদের দেখাশোনা বসু পরিবারই করেন, এখন তো রমজান মাস, এই রমজান মাসের ৩০টি রোজা রেখে আসছেন বসু পরিবারের এই প্রজন্মের পার্থসারথি বসু। ১৪ বছর ধরে তিনি রোজা রাখেন,পার্থসারথি যেমন কালীপুজোর উপোস করেন,সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়ে মুখে কিছু তোলেন, ঠিক তেমনই প্রতিদিন রোজা শেষে ৫টা ৫০ মিনিটের পর ইফতার করেন সকল ইসলাম ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে।

আপনাদের শুনতে হয়তো অবাক লাগছে, একজন হিন্দু হয়েও রমজানে রোজা রাখেন বলে,কিন্তু পার্থসারথি বসুর বিন্দুমাত্র কোনো আলাদা কোন অনুভূতি হয় না।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা উত্তর ২৪ পরগনার বারাসতের আমানতি মসজিদ আজ সকলের চেনা। বিনিময় প্রথার মাধ্যমে এই ভিটে পরিবর্তন হয়েছিল একসময়। এখন এই জমি যেখাবে আমনতি মসজিদ অবস্থিত সেই জমি একসময় ওয়াজউদ্দিন মোড়লের ছিল, এই জমি বাংলাদেশের খুলনার বাসিন্দা এই বসু পরিবারের সঙ্গে বিনিময় হয়, সালটা ১৯৬০, সেই থেকে এই জমির মালিক বসু পরিবার,যার বর্তমান প্রজন্ম পার্থসারথি বসু সমস্তটা দেখাশোনা করেন।

বসু পরিবার এই জমিতে আসার পর দেখতে পায়, ভগ্নপ্রায় অবস্থায় পরে আছে এই মসজিদ, যে মসজিদের সঠিক বয়স বলা সম্ভব নয়। কারণ, জানা যায় শের শাহের আমল থেকেই এই মসজিদ। এই বসু পরিবার মসজিদ চাইলে ভেঙে ফেলতেই পারত কারণ তাদের জমি, কিন্তু বসু পরিবার তেমনটা কোনো সময় ভাবেনি, এই পরিবার মনে করে, ধর্ম গড়তে শিখিয়েছে,কোনো কিছু ভেঙে নয়। আর এই বসু পরিবারের কাছে এখন তো মসজিদ হচ্ছে প্রাণ, একটা সম্পর্কে জড়িয়ে গেছে, তাই মসজিদটি কী ভাবে আরও ভালো করা যায় সেই পরিকল্পনাই আছে বসু পরিবারের কাছে।

এ বার আসা যাক কেন পার্থসারথি বসু রোজা রাখেন? মসজিদ দেখাশোনা তো ১৯৬০ সাল থেকেই করে আসছেন বসু পরিবারের সদস্যরা, কিন্তু রোজা প্রথম রাখেন পার্থসারথি। সালটা ২০১০,পার্থবাবু বাইক দুর্ঘটনায় হাত ভেঙে যায়, সেইসময় মসজিদে এসে তিনি বলেছিলেন, তিনি কোনো না কোনো ভুল করেছেন,যার কারণে এই শাস্তি পেতে হল তাঁকে। তিনি মনে মনে সেইদিন থেকেই মানত করেন তিনি রোজা রাখবেন, এবং মসজিদের মাটি ভাঙা হাতে মাখতে শুরু করেন। ভাঙা হাত পার্থসারথি বসুর জোড়া লাগতে থাকে অদ্ভুত ভাবে। সেই থেকে টানা ১৪ বছর তিনি এই রমজান মাস আর পাঁচটা মুসলিম ভাইদের মতো করেই পালন করে আসছেন।

আগামীদিনেও এইভাবেই পালন করে যাবেন বলে জানালেন।
দুই বাংলা-সহ গোটা পৃথিবীর মুসলিম, হিন্দু-সহ সকল মানব সম্প্রদায়ের কাছে পার্থবাবুর বার্তা, আগে সকলে মানুষ,সবার আগে আমরা সবাই মানুষ, ধর্ম আসে পরে, তাই ধর্ম নিয়ে যারা হানাহানি, হিংসায় জড়িয়ে পড়ে তাদেরকে বিরত থাকার পরামর্শ দেন। কোনো মন্দির ভেঙে মসজিদ নয়, এবং কোনো মসজিদ ভেঙে মন্দির নয়। সকলে মিলেমিশে একে অপরের পাশে থেকে বন্ধুর মতো থাকতে পারি সেই চেষ্টাই সকলের করা উচিত। আর রোজা রাখাটা তাঁর একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত।

একই সঙ্গে এই আমানতি মসজিদের ইমাম মওলানা আক্তার আলী মনে করেন,যখন গোটা পৃথিবীতে ধর্ম নিয়ে হানাহানি, তখন হিন্দু-মুসলিম দুই ভাই মিলে বছরের পর বছর এইভাবে মসজিদটিকে দেখাশোনা করে আসছেন, যেখানে নেই কোনো ভেদাভেদ, যেখানে নেই কোনো আমরা-ওরা, এতে তিনি গর্বিত। এইভাবেই আগামীতে সকলে যেন থাকতে, বা থাকার চেষ্টা করে সেই কামনাই করেন।

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!
30/03/2024

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

কলকাতা: সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। তারই সঙ্গে রয়েছে গুমোট গরম। আজ, শনিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ.....

অরবিন্দ কেজরিওয়ালের পদে আসতে চাইছেন স্ত্রী সুনীতা, কটাক্ষ আরেক কেন্দ্রীয় মন্ত্রীর
30/03/2024

অরবিন্দ কেজরিওয়ালের পদে আসতে চাইছেন স্ত্রী সুনীতা, কটাক্ষ আরেক কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে আদালতের ন.....

মুখ্যমন্ত্রীকে ‘কুকথা’, নির্বাচন কমিশনে দু:খপ্রকাশ দিলীপের
30/03/2024

মুখ্যমন্ত্রীকে ‘কুকথা’, নির্বাচন কমিশনে দু:খপ্রকাশ দিলীপের

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন বিদায়ী সাংসদ এবং বর্ধমা....

টানা দুই ম্যাচে জয়! আরসিবি-কে ৭ উইকেটে হারাল কলকাতা
30/03/2024

টানা দুই ম্যাচে জয়! আরসিবি-কে ৭ উইকেটে হারাল কলকাতা

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে এ বারের আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যচ খেলতে নেমেছিল কলকাতা নাইট ...

বরানগর বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকেই প্রার্থী করল তৃণমূল
29/03/2024

বরানগর বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকেই প্রার্থী করল তৃণমূল

কলকাতা: লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভায় উপনির্বাচন। বরানগর এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্....

29/03/2024

ব্যাঙ্গালোরের তরমুজে ছেয়ে গেলো বাজার! ক্রেতাদের ভিড় জলপাইগুড়িশহরের ফলের বাজারগুলোতে



লোকাল তরমুজ আসতে আরো কয়েকদিন বাকি তার আগেই বাইরের জেলার তরমুজে ছেয়ে গেছে জলপাইগুড়ির বিভিন্ন ফল বাজারে । সেই তরমুজ বাজারে আসতেই তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় ফল বাজারে ।জলপাইগুড়ি শহরের দিনবাজার স্টেশন বাজার বয়েলখানা বাজার সহ শহরের অন্যান্য বাজারগুলোতে এখন তরমুজ কিনতেই ক্রেতাদের ভিড় ।দাম হাতের নাগালে। তাই সাধ্যের মধ্যে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা ।দাম কেজি পতি ৩০ টাকা। ক্রেতা রা বলছেন এই সমস্ত তরুজগুলো স্বাদ দারুন। জলপাইগুড়ি শহরের তিস্তা পারে প্রচুর চাষী তরমুজ চাষ করেন ।কিন্তু এখন পর্যন্ত সেই লোকাল তরমুজ গুলো বাজারে আসতে পারেনি। তাই বাইরে তরমুজ কিনে খেতে হচ্ছে। আশা করি আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি শহরের যে লোকাল তরমুজ তা বাজারে চলে আসবে।

তড়িতের পর এ বার মুকুলের বাড়িতে অর্জুন!
29/03/2024

তড়িতের পর এ বার মুকুলের বাড়িতে অর্জুন!

কলকাতা: শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। গন্তব্য বীজপুর...

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূলের ৫ সদস্য
29/03/2024

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কমিশনে তৃণমূলের ৫ সদস্য

নয়াদিল্লি: শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিন....

29/03/2024

জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার

জুন মালিয়ার প্রচারে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে শিশুদের ব্যবহার করে বিতর্কে জড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী জুন মালিয়া।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ। সরকারি প্রকল্পের ট্যাবলোতে কেন শিশুদের ব্যবহার করা হয়েছে? এই নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ রায়ের করল বিজেপি।
অন্যদিকে আজকেই মেদিনীপুর শহরের বড়তলা কালীমন্দিরে পূজো দিয়ে যখন প্রচারে বেরোচ্ছেন জুন মালিয়া, ঠিক সেই সময় এই ট্যাবলো তার প্রচার মিছিলে অংশ নেয়। এ ব্যাপারে জুন মালিয়াকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এই বিষয়ে তার জানা নেই, তিনি বলেন, দলের মহিলা কর্মীদেরকে অনুরোধ করবো এইগুলো শিশুদের হাত থেকে তুলে নেওয়ার জন্য।

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
29/03/2024

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বৃষ্টি কমতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। এরই মধ্যে সাময়িক স্বস্তির কথা শো.....

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, বিতর্ক জড়িয়ে ব্যাখ্যা অভিজিতের
29/03/2024

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, বিতর্ক জড়িয়ে ব্যাখ্যা অভিজিতের

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন বিচারপতি এবং ....

28/03/2024

কেন্দ্রের Z ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং

লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষি দিয়ে মুড়ে ফেলা হলো ব্যারাকপুরের বিদায় সংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং কে বিজেপি ছেড়ে তৃণমূল ফেরার পরে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বাহিনীর ব্যবস্থা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে ভোটের মুখে রাজনৈতিক পালাবদল দেখেছে ব্যারাকপুর বাশি কার্যত বিক্ষুব্ধ হয়েই তৃণমূল ছেড়ে বিজেপি তে গেছেন ব্যারাকপুরের অর্জুন সিং নিজের লক্ষ্যভেদ পূরণ করতে ফের অর্জুন সিং এর উপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আস্থা রেখেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাথে সম্মুখ সমরে লড়তে চলেছেন ব্যারাকপুরের লড়াকু নেতা অর্জুন সিং রাজনৈতিক পরিসরে এবার ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্য জেট ক্যাটাগরি নিরাপত্তা রক্ষির ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

28/03/2024

ঐতিহ্যের শিব কালীর নাচ আজ অতীত।

আগে চৈত্র মাস আসলেই রাস্তায় দেখা যেত শিব ও কালিকে । নানা অবাক হবার কিছু নেই। এঁনারা সর্গের শিব কালী নয় এরা হলেন মর্তের মানুষ রুপি শিব কালী। চড়ক পুজোর সময় কিছু টাকা উপার্জনের আশায় এরকম দিব্বি ও বেশভূষা পরিহান করে তারা পথে ঘুরে বেড়ান ।বর্তমান সময় চড়ক পূজা উপলক্ষে শিব কালি সেজে মানুষদের মনোরণজন করে চলেছেন কিছু শিশু শিল্পীরা ।এরা সকলেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা। তাই নিজ শহরের বিভিন্ন জায়গায়, তথা দোকান দোকান ঘুরে কিছু অর্থ সংগ্রহ করছে তারা। মূলত সেই অর্থ সংগ্রহ করে পুজোর কাজেই ব্যাবহার করবেন বলে জানিয়েছেন তারা । কিছু শহরবাসী আবার তাদের উপস্থাপনায় খুশি হয়ে কিছু অর্থ সাহায্য করছেন তাদের। এই বিষয়ে এক শিশু শিল্পী জানায়, আগে যখন আমরা ছোট ছিলাম তখন আরো বেশি দল বের হতো, এখন আমরা কয়েক জন মিলেই বের হয়। আমরা এই এইতিজ্যকে ধরে রাখার চেষ্টা করছি। অপর দিকে এক জনৈক্য শহরবাসী জানান, ছোট ছোট শিল্পীরা শিব কালী সেজে রাস্তায় বের হয়েছে। সবাইকে একসাথে দেখতে খুব ভালো লাগছে। অনেকে আবার কিছু কিছু অর্থ সাহায্য ও করছে।

লোকসভা ভোটের আবহে একশো দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র
28/03/2024

লোকসভা ভোটের আবহে একশো দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র

কলকাতা: লোকসভা নির্বাচনের আবহে একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের গত বা....

ইডি-র তলবে দিল্লি গেলেন না মহুয়া, ভোট প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী
28/03/2024

ইডি-র তলবে দিল্লি গেলেন না মহুয়া, ভোট প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী

কলকাতা: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে দিল্লি তলব করেছিল ইডি। আগেও একবার ইডির ....

বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়!
28/03/2024

বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়!

কলকাতা: লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভায় উপনির্বাচন। বরানগর এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের জন্....

অর্থবলের অভাবে ভোটে লড়তে পারছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
28/03/2024

অর্থবলের অভাবে ভোটে লড়তে পারছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে ‘নেই ভোটে লড়াইয়ের অর্থবল’! তাই নির্বাচনে লড়ছেন না তিনি.....

পারদ ঊর্ধ্বমুখী, বৃহস্পতিতেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই ৩ জেলা
28/03/2024

পারদ ঊর্ধ্বমুখী, বৃহস্পতিতেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের এই ৩ জেলা

কলকাতা: শেষ কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি দেখছে দক্ষিণবঙ্গ। সঙ্গে দমকা হাওয়া। বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের বেশির...

কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে ভাঙল ডানা! তদন্তের নির্দেশ ডিজিসিএ-এর
27/03/2024

কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে ভাঙল ডানা! তদন্তের নির্দেশ ডিজিসিএ-এর

কলকাতা: বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা ইন্ডিগো বিমানের। জানা গিয়েছে, এয়.....

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’
27/03/2024

তারকাখচিত হোলি উদ্‌যাপন! কিংস এন্টারটেইনমেন্টের জমজমাট ‘কিংসমেনিয়া হোলি উৎসব ২০২৪’

কলকাতা: হোলি হল রং, মিলন এবং আনন্দের উদযাপন। প্রতি বছরের মতো, এই বছরও কিংস এন্টারটেইনমেন্ট কিংসমেনিয়া হোলি উৎসব ২...

Address

Unit 8, 13th Floor, Bengal Eco Intelligent Park, BEIP, EM3, Sector V, Saltlake
Kolkata
700091

Alerts

Be the first to know and let us send you an email when Newsonly24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsonly24:

Videos

Share

Nearby media companies



You may also like