25/04/2024
কবি পরিচিত :---
কবি আত্মপরিচয়ে নিজের প্রসঙ্গে প্রফুল্লরাম ঘোষের পৌত্র ও রামপ্রসাদ ঘোষের পুত্র বলে উল্লেখ করেছেন !
পরবর্তীকালে অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়লেও এই বৈষ্ণব পরিবারটির আদি নিবাস হুগলি জেলার দশঘরায় !
প্রসঙ্গত উল্লেখ্যযোগ্য যে দশঘরা অতি প্রাচীনকাল থেকেই কৃষ্ণারাধনার জন্য প্রসিদ্ধ !
রাধামাধব ছোটবেলা থেকেই তাঁদের গৃহদেবতা রাধামোহনের ভক্ত ছিলেন !
লোক-পরম্পরায় শোনা যায়, রাধামাধব নাকি কৃষ্ণলীলা বিষয়ক গানকারী যাত্রা দলের সঙ্গেও যুক্ত ছিলেন!
সয়ং ভালো গাইতেও পারতেন, গান রচনাও করতেন !
বলাবাহুল্য রাধামাধব বৈষ্ণব মন্ত্রেই দীক্ষিত হয়েছিলেন !
১৮৬০ খ্রিস্টাব্দ নাগাদ উনার মৃত্যু হয়েছিল !!!
নাম :- রাধামাধব বৈষ্ণব !
পিতা :- রামপ্রসাদ ঘোষ !
মৃত্যু :- ১৮৬০ খ্রিস্টাব্দ !