BGMI Gaming

BGMI Gaming BGMI Gaming

28/01/2024

this fil the song

14/06/2023

স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় ছিলে আজ সারা দিন I অফিসে খবর নিয়েছি, সেখানেও যাও নি তুমি..! ব্যাপারটা কি শুনি ?

স্বামী তোতলাতে তোতলাতে বলছেনঃ- মানে ...

স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় কোথায় গিয়েছিলে, বলছো না কেন ? আর এই নোংরা বাক্স আর ছেরা কাপড়ের পোটলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ ?

স্বামী কোন মতে সাহস সঞ্চয় করে বললেনঃ- আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম I

আগুনে যেন পেট্রোল পড়ল I
স্ত্রী ঝাঁজিয়ে উঠে বললেনঃ- কি ই ই ই ই ই ই ? কি বললে ? তোমার মাকে এখানে নিয়ে এসেছ ? তোমার লজ্জা নেই ? তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল ?

স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই ছেড়া ময়লা শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছেন, সেটা খেয়ালই করছেন না !

স্বামী বলছেনঃ- ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যায় না I

স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠলঃ- কেন ? এখানে কুবেরের ভান্ডার আছে নাকি ? তোমার মাত্র সাতাশ হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশুনার খরচ বয়ে পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি, সেটা একমাত্র আমিই জানি !

স্ত্রীর কণ্ঠে এতটাই ঝাঁজ ছিল !

স্বামী গলার স্বর দৃঢ় করে বললেনঃ- আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন I

স্ত্রী গলার সুর সপ্তমে নিয়ে বলছেনঃ- আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো! নইলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকব না I আর এই মহারানীরও কি এখানে আসতে একটুও লজ্জা করল না ?

এ কথা বলে স্ত্রী যেই সেই অসহায় বৃদ্ধার দিকে ঘুরে তাকালেন, তার পায়ের নীচ থেকে মাটি সরে গেল !!...

গলার সুর নরম করে আবেগতাড়িত কাঁপা গলায় বললেনঃ- এ কি, মা তুমি.... ?

বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো হয়ে বললেন-- হ্যাঁ রে, তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে I কোথায় যাব! তারপর আমি জামাইকে ফোন করলে সেই আমাকে এখানে নিয়ে এসেছে !

বৃদ্ধার কথা শুনে স্ত্রী এক কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর অপরাধীর মতো হাল্কা হাসি মুখে বললেনঃ- তুমিও খুব নাটকবাজ, প্রথমেই আমাকে বলে দিলে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ ?

মা তো "মা" ই হন, তোমার মা আর আমার মা আবার কি ...🙄😂🤔

14/06/2023

কোন এক রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেলো ।
রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিলো ।
এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০০/-টাকা দিয়ে দিলেন ।
:এদিকে পাশেই বসে থাকা রাণী
ফিসফিস করে রাজাকে বললেন,
এই সামান্য টাকার মাছটার দাম তুমি ৫০০/-টাকা দিয়ে দিলে....?
বড়জোর খুশি হয়ে তাকে ৮০/- থেকে ১০০/- টাকা দিতে পারতে ।
মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো...!!
*রাজামশাই বললেন, একি বলো রাণী !
রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব তাছাড়া এটাতো রাজাদের
ইজ্জতের ব্যাপার ।
:রাণী বললেন,
আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সন্মানের কোনো হানি হবে না । জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে।
:রাজামশাই বললেন কি বুদ্ধি ?
*রাণী বললেনঃ
জেলেকে ডেকে বলবে,
তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী ?
যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে!
অতএব,
জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে!
*রাজা রাণীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন,
তোমার মাছটা কোন জাতের ?
পুরুষ না স্ত্রী ?
জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তে বললো,
যাঁহাপনা আমার মাছটা পুরুষও না
স্ত্রীও না ! আমার মাছটা হলো হিজড়া!
এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেলো, রাণীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন!
*রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৫০০/- টাকা দিয়ে দিলেন ।
জেলে খুশি হয়ে মোট ১০০০/- টাকার পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে । রাজমহলের মেইন গেইটের সামনে
যেতেই পোটলা থেকে পাঁচটি টাকা
মাটিতে পড়ে গেলো ।
জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রাণী তা দেখে রাগে
ফোঁস ফোঁস করছে ।
*যাঁহাপনা, এই জেলে এত লোভী কেন ? ১০০০/- টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছেনা । যাঁহাপনা ! আপনি তাঁকে শাস্তি দেন ।
রাজাও ভাবলেন,
:ঠিকই তো মাত্র ৫/- টাকা পড়ে গেছে,
গেট দিয়ে কতো গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুঁড়িয়ে নিতো ।
*রাজামশাই জেলেকে ডেকে বললেনঃ
এই লোভী জেলে ?
তোমার এতো লোভ কেন ?
এতো টাকা দিয়েছি তোমায়, মাত্র ৫/- টাকার লোভ সামলাতে পারলে না ?
তা তুলে চুমু খাচ্ছো ?
তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।
জেলে বললঃ যাঁহাপনা !
আমি কিন্তু লোভের কারণে
ঐ টাকাটা তুলে চুমু খাইনি ।
টাকার গায়ে আমার রাজামশাই ও রাণী মা'র নাম লেখা আছে, তাই ভাবলাম, টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রাণী মা'র ইজ্জতের হানি হবে । তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম ।
*এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও ৫০০/- টাকা দিলেন । সর্বমোট ১৫০০ /- টাকা দিয়ে
জেলে বিদায় করলেন ।
আর রাজ ঘোষককে বললেন,
তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও
কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে ।
আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে 500/- টাকার জায়গায় ১৫০০/- টাকা লোকসান হয়..

Only for legand
11/06/2023

Only for legand

- এক পাগলের হাতে বই.!দেখে ডাক্তার পাগলকে জিজ্ঞেস করলো🙄:ডাক্তারঃ- তোমারহাতে এটা কিসের বই?🤔:পাগলঃ-এই ৫০০ পাতার বইটার লেখক ...
10/06/2023

- এক পাগলের হাতে বই.!
দেখে ডাক্তার
পাগলকে জিজ্ঞেস করলো🙄
:
ডাক্তারঃ- তোমার
হাতে এটা কিসের বই?🤔
:
পাগলঃ-এই ৫০০ পাতার
বইটার লেখক আমি,,,😎
:
ডাক্তারঃ- কি বলো????😲
:
তো বইতে কি লিখলে 🤒
:
পাগলঃ- প্রথম পাতায়
লিখেছি, 🖋
এক রাজা ঘোড়া নিয়ে , 🐎
জঙ্গলের দিকে রওনা
হলো,,,😴
:
আর শেষ পাতায়
লিখেছি 🖋রাজা
জঙ্গলে পৌঁছে গেল। 🙄🙄
:
ডাক্তারঃ হতচ্ছাড়া,
তাইলে বাকি পৃষ্ঠায়
কি লিখলি?😐
,
,
,
,
,
পাগলঃ- ঘোড়া চলছে টিকডিক,🤪
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক
টিকডিক, 🤪
,
,
,
ডাক্তারঃ- ওরে
হতভাগা তোর এই বই
পড়বে কে.................??😐😁
:
পাগলঃ- Facebook এ
ছেড়ে দিবো,🙃
সেখানে অনেক পাগল
আছে।🤭🤪
:
অলরেডি এক পাগলে

পড়তেছে আর মুচকি
মুচকি হাসছে.!!!!!!!!!!🤣🤣🤣

Dear...shurja mama
06/06/2023

Dear...shurja mama

গত 2রা জুন সন্ধেবেলায় উড়িষ্যার বালেশ্বরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনা নিয়ে সারা ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশ অবগত।দুর্ঘটনা...
05/06/2023

গত 2রা জুন সন্ধেবেলায় উড়িষ্যার বালেশ্বরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনা নিয়ে সারা ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশ অবগত।
দুর্ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছু সময় পর সরকারি ভাবে উদ্ধারকাজ শুরু হয়।
কারণ খবর পৌঁছনো এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ঝট করে মূল শহর থেকে পৌঁছনো সম্ভব হয়না বিভিন্ন ভৌগলিক অবস্থানের জন্য।
কিন্তু জীবন তো অত কিছু বুঝেনা।
ঘটে যাওয়া রেল দুর্ঘটনা এবং সরকারি উদ্ধারকর্মীদের পৌঁছনো -- এর মাঝের দীর্ঘসময়টুকু স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন কোনও কিছুর তোয়াক্কা না করে।
ওড়িশার বালেশ্বর স্টেশন থেকে কিছু দূরে অবস্থিত ফুলারী গ্রাম ।
সেখানে 'বিবেক-বিতান' পরিচালিত প্রিয়পরম শ্রীশ্রীঅনুকূলচন্দ্র চর্য্যাশ্রমেও
এই দুর্ঘটনার খবর পৌঁছয়।খবর পৌঁছনো মাত্রই ওই আশ্রমের চারজন গুরুভাই শ্রী গুণাকর মোহান্তি, শ্রী তীর্থঙ্কর মোহান্তি ,শ্রী অমিয় দাশ এবং শ্রী অনিমেষ দাশ কয়েকজন মিলে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজেদের সাধ্যমতন বেশ কিছু পরিমাণ পানীয় জলের বোতল, গ্লুকোজ, FIRST-AID KIT নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন এবং
উদ্ধারকাজে নিজেদের সামিল করেন।
সাধ্যমতো জল, গ্লুকোজ ও অন্যান্য ভাবে যা সাহায্য করা যায় করেন।
এই মর্মান্তিক রেল দুর্ঘটনায় ,দুর্ঘটনাগ্রস্ত মানুষের পাশে সাহায্যের জন্য স্থানীয় বাসিন্দা ও আশপাশের অঞ্চলের বিভিন্ন মানুষের বিভিন্নভাবে পাশে থাকার খবর আমরা সকলেই দেখতে পাচ্ছি।
যেমন অন্যান্য মানুষ ও উদ্ধারকর্মীদের সাথে উদ্ধারকাজে স্বশরীরে নিজেদের নিয়োজিত করেছেন। তেমন অনেকেই রক্তদানের মাধ্যমে নিজেদের উদ্ধারকাজে সামিল করেছেন।
বালাসোর শহর ও আশপাশের গ্রামের মানুষ তথা সমগ্র উড়িষ্যাবাসীর এই অবদান প্রশংসার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বিশাল মাপের উদ্ধারকাজে শ্রীশ্রীঠাকুরের আদর্শের পথের পথিক হিসেবে 'প্রিয়পরম শ্রীশ্রীঅনুকূলচন্দ্র চর্য্যাশ্রম' এর গুরুভাইদের অবদান পরিমানে অতি সামান্য হলেও বেশ মহৎ এবং গুরুত্বপূর্ণ ।
উড়িষ্যাবাসী তথা বালেশ্বর এর দুর্ঘটনাস্থলের এবং আশপাশের সংলগ্ন সকলের এই সেবামূলক কাজের বিবেক চেতনা আমাদের সকলের কাছে শিক্ষণীয় এবং দৃষ্টান্তমূলক, আপনাদের সকলের জন্যই আমরা সকলেই গর্বিত।
আপনাদের মঙ্গলময় জীবনের জন্য প্রিয়পরমের কাছে প্রার্থনা করি।

মা__bijay entertainment official মা কথাটি চোট্ট অতিকিন্তু জেনো ভাই,ইহার চেয়ে নাম যে মধুরতিন ভুবনে নাই।সত্য ন্যায়ের ধর্...
04/06/2023

মা
__bijay entertainment official
মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
ঝরুক স্নেহরাজি।
রোগ বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি,
সান্তনা পাই মায়ের মধু
নামটি হৃদে স্মরি।
বিদেশ গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে
আমার প্রাণ যে কেমন করে।
মা যে আমার ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে
শীতল হত প্রাণটা, মায়ের
হাতটা বুকে পেলে।

প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে গল্পটা পড়বেন স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসা...
04/06/2023

প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে গল্পটা পড়বেন

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু,পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবন দিয়া ভাত খাইতে পারি না।তাই খাইতে পারি নাই।কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-'মা' কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখব।হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।'মা'খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব।
যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!!!সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। আর তাকাবেনই বা কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তোনিজেকে নিয়ে ব্যস্ত।হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়।কেউ পাখি,কেউ কিরণমালা!কেউ শীলা!কি বাজে নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু বুঝতে চাই না এই বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে???
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা দেন।তখন আমরা বলি ভাংতি টাকা নাই। মাফ কর!গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজে অনেকেই যায়।কত টাকা খরচ হয় হিসাব রাখে না।অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।ঐ গরীব লোক গুলোর অপরাধ কি????

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন।আসুন আমাদের যার যা সাম্যর্থ রয়েছে আমরা এদের পাশে দাড়াই।আমাদের বাড়তি খরচের টাকার কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করার চেষ্টা করি।
বিজয়

বিজয় It's me😆প্রশ্নঃ- খোসা সমেত একটি কমলা পানিতে ভাসে, কিন্তু খোসা ছাড়ালে ডুবে যায় কেন ?🤔🤔উত্তরঃ-  মনে করেন, কাউকে যদ...
01/06/2023

বিজয় It's me😆
প্রশ্নঃ- খোসা সমেত একটি কমলা পানিতে ভাসে, কিন্তু খোসা ছাড়ালে ডুবে যায় কেন ?🤔🤔

উত্তরঃ- মনে করেন, কাউকে যদি ল্যাংটো করে পানিতে ছেড়ে দেওয়া হয়,😁
তখন কি সে পানির উপরে ভেসে বেড়িয়ে সবাইকে তার ল্যাংটো দেখাবে?🙄
সে তো অবশ্যই পানিতে ডুবে থাকার চেষ্টা করবে তাই না ? 😎
কমলার খেত্রেও সেই একি বেপার, লজ্জায় 😜🫣😎😂🤣

Me and my friend
21/05/2023

Me and my friend

Address

Kampur

Alerts

Be the first to know and let us send you an email when BGMI Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Kampur media companies

Show All