দ্বীপ বার্তা Dwip Barta

দ্বীপ বার্তা Dwip Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীপ বার্তা Dwip Barta, News & Media Website, Kakdwip.
(1)

25/11/2024
08/10/2024

জয়নগরে ৯ বছরের নাবালিকা ধর্ষন ও খুনের প্রতিবাদে আজকে ইন্দ্রপুর বাজারে মিছিল।

24/09/2024

কাকদ্বীপ চৌরাস্তায় বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে।-------

রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে এস ইউ সি আই (সি) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন,

"ডিভিসি থেকে যে হারে জল ছাড়া হয়েছে তাতে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বীরভূম প্লাবিত হয়েছে৷ বাঁধগুলির ধারণ ক্ষমতা বাড়ানো, নিকাশী ব্যবস্থার উন্নতি করা এবং নিয়ন্ত্রিতভাবে জল ছাড়া - এসবের কোনোটাই কেন্দ্রীয় সরকার করেনি৷ অন্যদিকে নদী বাঁধগুলির সংস্কার এবং কাঁসাই-র মত নদীগুলির ড্রেজিং করে বহন ক্ষমতা বৃদ্ধি করা রাজ্য সরকারের দায়িত্ব৷ ঘাটাল মাস্টার প্ল্যানের গল্প দুই সরকার এবং তাদের জনপ্রতিনিধিদের বন্যা আর ভোটের সময়ই কেবল মনে পড়ে৷ মুখ্যমন্ত্রী প্রতিবছর 'ম্যান মেড' বন্যার কথা বলেন এবং ত্রাণের রাজনীতি করেন৷

মানুষের জীবন নিয়ে দায়িত্বজ্ঞানহীন ছেলেখেলা করার এই হীন রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি এবং দাবি করছি -----

(১) জলাধারের ধারণ ক্ষমতা বৃদ্ধি, নদী বাঁধ সংস্কার, ড্রেজিং করে নদী ও বাঁধের ধারণ ক্ষমতাবৃদ্ধি, নিকাশী ব্যবস্থার উন্নতি সহ বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।
(২) অবিলম্বে সকল দুর্গত মানুষের উদ্ধার ও তাঁদের খাদ্যদ্রব্য, ঔষধপত্র সহ উপযুক্ত ত্রাণ ও ক্ষতিপূরণ বন্টনে দলবাজি না করে সর্বদলীয় প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে ব্যবস্থা করতে হবে।
(৩) ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে উপযুক্ত ব্যবস্থা করতে হবে।

SUCI (Communist)

মানুষ অসহায়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান।দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য  ত্রাণ সংগ্রহ চলছে।
23/09/2024

মানুষ অসহায়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান।
দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে।

21/09/2024
আগামী ১৯ সেপ্টেম্বর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি ABECA 'র ডাকে স্মার্ট/প্রিপেইড মিটার । বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা সাধ...
18/09/2024

আগামী ১৯ সেপ্টেম্বর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি ABECA 'র ডাকে স্মার্ট/প্রিপেইড মিটার । বিদ্যুৎ বিলের বাড়তি বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপানো সহ জনবিরোধী বিদ্যুৎ নীতির প্রতিবাদে আইন অমান্য।
আজকের পাথর প্রতিমা বাজারে প্রচার করা হয়।

জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে! সরকার দাবি করছে। আপনি বুঝে নিনজুনিয়র ডাক্তার কোথায় থাক...
11/09/2024

জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে! সরকার দাবি করছে। আপনি বুঝে নিন

জুনিয়র ডাক্তার কোথায় থাকে?
জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও নেই।

সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ কটি?
সরকারি হাসপাতালের সংখ্যা ২৪৫টি। যার মধ্যে মেডিক্যাল কলেজ ২৬টি।

রাজ্যে মোট রেজিষ্টার ডাক্তার কত? জুনিয়র ডাক্তার কত?
রেজিষ্টার ৯৩ হাজার। জুনিয়র ডাক্তার ৭৫০০ (৮.০৬%)

কোথায় কোথায় জুনিয়র ডাক্তার নেই?
২১৯ টি সরকারি হাসপাতালে / ৩৪৮ কমিউনিটি হেল্থ সেন্টারে / ১৩৭১ প্রাইমারি হেল্থ সেন্টারে / ১০৩৫৭ সাব সেন্টারে / ১৫ টা ESI হাসপাতালে / এছাড়া পৌরসভা ও মিউনিসিপ্যাল হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই।

এরমধ্যে হাজার হাজার বেসরকারি হাসপাতালের সংখ্যা আমরা দিলাম না। যদিও এখন গরিব মানুষও সরকারি পরিষেবা না পেয়ে ঘটি বাটি বিক্রি করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায়।

তাহলে কি দাঁড়ালো মাত্র ২৬ টি মেডিকেল কলেজে রাজ্যের মোট ডাক্তারের মাত্র ৮.০৬% এর কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে *এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেই কি সুপ্রিম কোর্টের কাঠগোড়ায় তোলা উচিৎ নয়।

(তথ্যসূত্রঃ- Govt. India, MHFWDHFE, tv9,)

ও আলোর পথযাত্রী..মেয়েরা চলো...রাত্রি তো আমাদেরও..
13/08/2024

ও আলোর পথযাত্রী..
মেয়েরা চলো...
রাত্রি তো আমাদেরও..


11/08/2024

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছাত্রীকে ধর্ষন ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১১ আগষ্ট কাকদ্বীপ শহরে মহিলাদের বিক্ষোভ মিছিল। নেতৃত্ব দেন মহিলা আন্দোলনের নেত্রী সারতী শাসমল।

কাকদ্বীপ সাংগঠনিক জেলার নামখানা বাজারে ৫ই আগষ্ট সর্বহারার মহান নেতা, বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স...
31/07/2024

কাকদ্বীপ সাংগঠনিক জেলার নামখানা বাজারে ৫ই আগষ্ট সর্বহারার মহান নেতা, বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে উদ্ধৃতি প্রদর্শনী ও বুক স্টল।

মোবাইল রিচার্জ ৩০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে পাথরপ্রতিমা বাজারে বিক্ষোভ।                      দ্বীপ বার্তা Dwip Barta
08/07/2024

মোবাইল রিচার্জ ৩০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে পাথরপ্রতিমা বাজারে বিক্ষোভ।
দ্বীপ বার্তা Dwip Barta

07/07/2024
৮২০৭ টি সরকারি স্কুল বন্ধ, জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ বাতিল এবং NEET ও NET পরীক্ষা সহ নানান প্রবেশিক...
07/07/2024

৮২০৭ টি সরকারি স্কুল বন্ধ, জাতীয় শিক্ষানীতি ২০২০ ও রাজ্য শিক্ষানীতি ২০২৩ বাতিল এবং NEET ও NET পরীক্ষা সহ নানান প্রবেশিকা পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে ALL BENGAL SAVE EDUCATION COMMITTEE ( ) 'র বিক্ষোভ মিছিল ও পথ সভা গতকাল ৬ জুলাই, কাকদ্বীপ শহরে।
শিক্ষার উপর প্রবল আক্রমণের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বৃহত্তর শিক্ষা আন্দোলন গড়ে তুলুন।


07/07/2024

জি প্লট ইন্দ্রপুর বাজারে স্মার্টমিটার, মোবাইল রিচার্জের মূল‍্যবৃদ্ধি ও নিত‍্যপ্রয়োজনীয় পণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল।

বাঁধ রক্ষার নামে গোবর্দ্ধনপুর সহ গোটা সুন্দরবনকে একশ্রেণীর মানুষের বছর বছর টাকা লুটের মৃগয়াক্ষেত্রে পরিণত করার প্রতিবাদ...
18/06/2024

বাঁধ রক্ষার নামে গোবর্দ্ধনপুর সহ গোটা সুন্দরবনকে একশ্রেণীর মানুষের বছর বছর টাকা লুটের মৃগয়াক্ষেত্রে পরিণত করার প্রতিবাদ জানিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর সুউচ্চ স্থায়ী কংক্রিটের নদীবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড বিশ্বনাথ সর্দার। যিনি লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই গোবর্দ্ধনপুরের নদী বাঁধে দাঁড়িয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেছিলেন নির্বাচনে জিতি বা না জিতি আন্দোলনের পাশে আমরা আছি। জিতলে নদী বাঁধ নিয়ে পার্লামেন্টের উচ্চকণ্ঠে বলার সুযোগ থাকত, না জিতেও সাধারণ মানুষের সহযোগিতা সমর্থন নিয়ে এই আন্দোলনকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে এলাকাবাসীর জীবন জীবিকার লড়াইকে আরো শক্তিশালী করার আশ্বাস দেন।
এবং ঐদিন ইন্দ্রপুর বাজার চত্বরে সুন্দরবনকে রক্ষা এবং সুন্দরবনের জনপদ রক্ষার দাবিকে সামনে রেখে বিস্তর আলোচনা করেন। বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনে আসা দরকার এবং পরিবেশ রক্ষা করা, সুন্দরবন রক্ষা ও সুন্দরবনের নদীবাঁধ রক্ষা করা ও শ্রম নির্ভর কাজ আজকের সমস্ত রাজনৈতিক দলের মূল এজেন্ডা হওয়া দরকার।

Address

Kakdwip
743347

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপ বার্তা Dwip Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Kakdwip

Show All