Media Center

Media Center Realindiantv. C E .Sk Rafijuddin
D/88 OYAHED MONZEL
Raghunathchak R.H.Colony
Haldia. Purba Midnapur.

12/12/2023
11/12/2023

Insaf jatra.

11/12/2023

গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুকসেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪১ তম উত্তরবঙ্গ বইমেলা-২০২৩ -এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান --------
উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক মাননীয় শ্রী স্বপ্নময় চক্রবর্তী, বিশিষ্ট কথা সাহিত্যিক ।

নিয়োগ
11/12/2023

নিয়োগ

11/12/2023

ফ্রন্ট পেজ একাডেমিতে বেগম রোকেয়া স্মৃতি চারন।

11/12/2023

শুভ সকাল।
Good Morning

10/12/2023

আমরা কবে নিয়োগ পাব?

10/12/2023

কোলাঘাটের কোদালিয়া গ্রামের মেয়ে রাসমণি পাত্র। গতকাল মাথা কামিয়ে প্রতিবাদ জানানোর পর বাড়িতে ফিরেছে রাসমণি।বাড়িতে রয়েছে বয়স্ক বাবা-মা ও এক সন্তান। নিজের গ্রামের বাড়িতে আসার পরে এলাকার মানুষ ও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।তারা চাইছেন রাসমণি যোগ্য কিন্তু তা সত্ত্বেও তার চাকরি হচ্ছে না। একজন মহিলা হয়ে এভাবে মাথা কামিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও তাঁরা যথেষ্ট দুঃখিত। তবে এ নিয়ে রাসমনির কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও প্রতিক্রিয়া দিয়েছে এলাকার মানুষজন।

10/12/2023

হাওড়া জেলা।
৩৮ দিন ইনসাফ যাত্রা এই ইনসাফ যাত্রাপথ হাটছেন আনিস খানের বাবা সালেম খান ।

10/12/2023

Chandrakona. Saiful Dawan. Realindiantv.
দুর্নিতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের স্বার্থে এই মিছিল।
এই ভিডিও বার্তাটি পাঠিয়েছেন সাইফুল দেওয়ান।

09/12/2023

*গোয়ানারা গোবিন্দ পুরে ১৪ দিনের রাধামাধব রাসমেলা র শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল*

*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:* ১৪দিন ব্যাপী গোয়ানারা গোবিন্দ পুর রাধামাধব রাসমেলা শুরু হচ্ছে আজ থেকে। বিগত বছরগুলির মতো এবারও মেলার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,রামনগর থানার আই সি তুষার কান্তি পাঁজা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা রায়, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি তথা এই উৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন,বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল ইসলাম সরদার,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক ,ডাক্তার তরুণ রায়, অরিন্দম ঘোষ,বিমলেন্দু বৈদ্য,সেলিম শেখ,অরিন্দম গায়েন সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি বর্গ। এবারে মেলা কমিটির সভাপতি অরুময় গায়েন বলেন, প্রথম থেকেই আমাদের রাস উৎসব উপলক্ষ্যে মেলা ১৪ দিন ধরে চলে আসছে। এবারও মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, শিশুদের রাইড নিয়ে আসা হয়েছে। তবে মেলাতে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এছাড়াও মেলার আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের মডেল আনা হয়েছে। তিনি আরও বলেন, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের রাইড। খাবার, হস্তশিল্প সামগ্রী, প্রসাধনী সামগ্রীর দোকান সহ কয়েকশো স্টল বসেছে মেলা মাঠে।

09/12/2023

Tripura. Amritpaul Realindiantv. আজ কৈলাশহর লংলীরপার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পানীয় জলের সমস্যা নিয়ে কৈলাশহর সাইফন রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলে বিগত ১৪ দিন ধরে ওই এলাকায় পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এর আগে এলাকাবাসীরা কৈলাশহর পুরপরিষদকে মৌখিকভাবে জানিয়েছিল কিন্তু সমস্যার কোন সমাধান হয় নাই এলাকাবাসীদের কাছ থেকে আরোও জানা যায় যে বিগত ১৪ দিন ধরে ওই এলাকায় জল না থাকায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী তাই আজ এলাকাবাসীরা একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে কৈলাশহর সাইফন রোড এলাকায় পথ অবরোধ করে এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু'পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী উনারা গিয়ে দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে আলাপ-আলোচনা করেন পাশাপাশি উনারা বলেন উক্ত বিষয়টি উনারা দেখবেন তারপর অবরোধকারীরা উনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয়।

09/12/2023

!! আন্দোলনের ১০০০ দিন!! -----------------------------------------------------------------গান্ধী মূর্তির পাদদেশে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে ১০০০ দিন আন্দোলনের সমর্থনে বার্তা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার কৌশিক বাবু। আগামী ৯ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ১০০০তম দিন।

Live. এ ছিলেন হাসান গাজি Real indiantv

09/12/2023

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বঞ্চিত মহিলা চাকরি প্রার্থীরা ১০০০ দিন অবস্থানের সময়ে মাথা ন্যাড়া করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উলঙ্গ চিত্রকে তুলে ধরলেন। এর মত লজ্জার, এর মত যন্ত্রণার আছে কিছু.?
ক্যামরায় সুমনা রায়।

08/12/2023

*স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে মারধরের নালিশ হলদিয়ায়*

স্কুল চলাকালীন হলদিয়ায় মুক ও বধির একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে মারধরের নালিশ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঐ পাশ্ব শিক্ষিকার নাম দিপান্বীতা বাগচী তিনি এই মর্মে স্থানীয় সুতাহাটা থানায় একটি অভিযোগও করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাসের বিরুদ্ধে,
স্কুলের আরও সহযোগী শিক্ষক সেক আনসুদ্দিন সাহেব, প্রভাত কুমার দাস
ও সুদিপ্ত ঘোষ জানান
আমাদের প্রধান শিক্ষকের আচরন অত্যন্ত নিম্ন মনের মানসিকতার পরিচয় দিয়েছেন,উনি স্কুলের ছাত্র ছাত্রীদের সাথেও নিষ্ঠুর আচরন করেন,গতকাল স্কুলের আমাদের সহযোগী শিক্ষিকা দিপান্বীতা বাগচী গত কয়েকদিন আগে দুই দিনের তাঁর মা অসুস্থ থাকায় ছুটি ছেয়ে ছিলেন তা নিয়ে ঐ শিক্ষিকাকে এরকম শারীরিক ও মানসিক ভাবে স্কুলের মধ্যে অত্যাচর করবেন ভাবি নি, আমরা এর তীব্র ধিক্কার জানাই,এছাড়াও স্কুলের নানান দুর্নীতি যুক্ত
স্কুলে স্বৈরাচারী শাসন চালান,জেলা আধিকারিক ও ওর সঙ্গে যুক্ত,এই সব বিষয় নিয়ে
উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার
জানানোর সত্বেও কোন পদক্ষেপ নেননি,বিষয়টি নিয়েবহুবার উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কাজের কাজ কিছুই হয় নি

১৪১ তম জন্ম দিবস পালন।
08/12/2023

১৪১ তম জন্ম দিবস পালন।

08/12/2023

বিগ্রেড চলো

আই ক্যাম্প আজ ।
08/12/2023

আই ক্যাম্প আজ ।

আগামী ১৫ ই ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার উদ্দ...
07/12/2023

আগামী ১৫ ই ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত মহাশয়ের জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার উদ্দোগে একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে হলাদিয়া হেলিপেড গ্রাউন্ডে, আজকে মাঠ পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্বগন. ৷

07/12/2023

মাড়বেড়িয়ায় দুই দিনব্যাপী সম্প্রীতি সভা ,শীতবস্ত্র বিতরণ এবং রক্তদান উৎসব :
কোলাঘাট ,পূর্ব মেদিনীপুর:
গত ২/১২/২৩ শনিবার ও ৩/১২/২৩ রবিবার সাড়ম্বরে পালিত হলো মাড়বেড়িয়া সানসাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ বার্ষিক দুই দিনব্যাপী সম্প্রীতি সভা, শীতবস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের কর্মসূচি.উক্ত দুই দিনে প্রায় কোলাঘাট ব্লকের বিভিন্ন গ্রামের ১২০-১৫০ টি পরিবারের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ দিন তথা রবিবারে ছিল রক্তদান শিবির । এই শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তের সংগ্রহে ডেবরা এস এস এইচ ব্লাড ব্যাংক। দুই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আকরাম মহম্মদ ও আফসার আলী মহোদয়। দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় অধ্যাপক বলাই কিশোর সামন্ত মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রণব ভট্টাচার্য মহাশয়, শিক্ষক রঞ্জিত ঘোড়াই ও সমিরন চ্যাটার্জি, হংস শুভ্র পাল , শেখ হাসানুজ্জামান মহোদয়, বিশিষ্ট সমাজসেবী কনিজ আলী মহোদয়,সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যগণ , স্থানীয় মসজিদের ইমাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সানশাইন এর সভাপতি- জিয়াউরহমান ,সহ-সভাপতি -শামীম আলী, সম্পাদক- শিক্ষক ইমরান মোঃ, সহ সম্পাদক আনারুল হোসেন ,মহসিন আলী ,সাবির আলী ,আবুল কালাম আজাদ , ইমতিয়াজ আহমেদ , মোঃ কুতুব উদ্দিন, ফারুক আলী, মঞ্জুর আলী, শাহ ফরিদ, জিয়াউল রহমান মনির আলী সহ সকল সদস্য বৃন্দ। । অধ্যাপক বলাই বাবু বলেন গরিব ছাত্র-ছাত্রীদের বই বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ ,ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ ,অক্সিজেন সিলিন্ডার পরিষেবা সহ নানাবিধ যে কর্মকান্ড সারা বছর ধরে করে চলেছে সানসাইন অ্যাসোসিয়েশন তা সত্যি প্রশংসনীয়।
প্রণব বাবু বলেন সারা বছর যেভাবে প্রত্যন্ত গ্রামে কাজ করে চলেছে তাতে মানুষের মনে সাড়া জাগিয়ে তুলেছে সানসাইন। সম্পাদক ইমরান মোহাম্মদ বলেন আগামী দিনে সানসাইন অ্যাসোসিয়েশন ফ্রি মেডিকেল ক্যাম্প,ফ্রিতে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর ব্যবস্থা সহ একাধিক কর্মসূচি নিতে চলেছে। গ্রামবাসী সহ আগত সকল মেহমানরা সানসাইন অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের সাধুবাদ জানিয়েছেন।।

07/12/2023

গিরিরাজ সিংয়ের মন্তব্য়ের অভিযোগে আজ সংসদে গান্ধীমূর্তির সামনে ধর্না তৃণমূলের মহিলা সাংসদদের । 'দুর্নীতিতে ডুবে রয়েছে সরকার, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না...' । 'আর ফিল্ম ফেস্টিভ্যালে, সলমন খানের সঙ্গে ঠুমকায় মুখ্য়মন্ত্রী, এটা খুবই দুর্ভাগ্য়ের' । সলমন খানের সঙ্গে নাচের তালে মুখ্য়মন্ত্রীর পা মেলানো নিয়ে এই মন্তব্য় করে বিতর্কে জড়িয়েছেন গিরিরাজ । এরই প্রতিবাদে ধর্না তৃণমূলের মহিলা সাংসদদের রিপোর্ট রিয়েল ইন্ডিয়ান টিভি দেখতে চোখ রাখুন পাশে থাকুন

07/12/2023

মৎস্যজীবির জালে আটকে বিশালাকৃতি তেলেভোলা

নিজস্ব প্রতিবেদক,ক্যানিং

মৎস্যজীবিদের জালে বিশালাকৃতির তেলেভোলা মাছ ধরা পড়লো।২০ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকৃতির তেলেভোলা মাছটি বিক্রি হয় ১১৩৫০ টাকা কেজি দরে মোট ২৩২৬৭৫ টাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ২ পঞ্চায়েতের মৎস্যজীবি প্রবীর রায়,সন্তু দোলুই সহ মোট পাঁচজন বৃহষ্পতিবার বিদ্যাধরী নদীতে জাল পেতেছিলেন।অন্যান্য দিনের মতো এদিনও হতাশ ভাবে ছিলেন, নদীতে তেমন মাছ-কাঁকড়া না ধরা পড়ায়।তবে এদিন জাল তুলতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় মৎস্যজীবিদের।তাদের ধারণা জালে বিশালাকৃতির কুমির ধরা পড়তে পারে।ধীর গতিতে জাল তুলতেই দেখতে পায় বিশালাকৃতির তেলেভোলা মাছ।মাছটি ডাঙায় তুলতেই সাধারণ মানুষ ভীড় জমায় দেখার জন্য।মৎস্যজীবিরা মাছটি ক্যানিংয়ের মাছের আড়তে নিয়ে আসে বিক্রির জন্য।ক্যানিংয়ের মাছের আড়তে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের তেলেভোলা মাছটি বিক্রি হয় ২৩২৬৭৫ টাকায়।

07/12/2023

Insaf jatra 35 th day.
Purba Midnapur. Ratuliya

দুর্গাপুর উৎসব --২০২৩
07/12/2023

দুর্গাপুর উৎসব --২০২৩

Address

Tamluk
Haldia
721635

Alerts

Be the first to know and let us send you an email when Media Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Center:

Videos

Share


Other News & Media Websites in Haldia

Show All