গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুকসেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪১ তম উত্তরবঙ্গ বইমেলা-২০২৩ -এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান --------
উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক মাননীয় শ্রী স্বপ্নময় চক্রবর্তী, বিশিষ্ট কথা সাহিত্যিক ।
ফ্রন্ট পেজ একাডেমিতে বেগম রোকেয়া স্মৃতি চারন।
কোলাঘাটের কোদালিয়া গ্রামের মেয়ে রাসমণি পাত্র। গতকাল মাথা কামিয়ে প্রতিবাদ জানানোর পর বাড়িতে ফিরেছে রাসমণি।বাড়িতে রয়েছে বয়স্ক বাবা-মা ও এক সন্তান। নিজের গ্রামের বাড়িতে আসার পরে এলাকার মানুষ ও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।তারা চাইছেন রাসমণি যোগ্য কিন্তু তা সত্ত্বেও তার চাকরি হচ্ছে না। একজন মহিলা হয়ে এভাবে মাথা কামিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও তাঁরা যথেষ্ট দুঃখিত। তবে এ নিয়ে রাসমনির কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও প্রতিক্রিয়া দিয়েছে এলাকার মানুষজন।
হাওড়া জেলা।
৩৮ দিন ইনসাফ যাত্রা এই ইনসাফ যাত্রাপথ হাটছেন আনিস খানের বাবা সালেম খান ।
Chandrakona. Saiful Dawan. Realindiantv.
দুর্নিতি গ্রস্থ সরকারের বিরুদ্ধে পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের স্বার্থে এই মিছিল।
এই ভিডিও বার্তাটি পাঠিয়েছেন সাইফুল দেওয়ান।
*গোয়ানারা গোবিন্দ পুরে ১৪ দিনের রাধামাধব রাসমেলা র শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:* ১৪দিন ব্যাপী গোয়ানারা গোবিন্দ পুর রাধামাধব রাসমেলা শুরু হচ্ছে আজ থেকে। বিগত বছরগুলির মতো এবারও মেলার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,রামনগর থানার আই সি তুষার কান্তি পাঁজা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিখা রায়, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি তথা এই উৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন,বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল ইসলাম সরদার,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক ,ডাক্তার তরুণ রায়, অরিন্দম ঘোষ,বিমলেন্দু বৈদ্য,সেলিম শেখ,অরিন্দম গায়েন সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি বর্গ। এবারে মেলা কমিটির সভাপ
Tripura. Amritpaul Realindiantv. আজ কৈলাশহর লংলীরপার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পানীয় জলের সমস্যা নিয়ে কৈলাশহর সাইফন রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলে বিগত ১৪ দিন ধরে ওই এলাকায় পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এর আগে এলাকাবাসীরা কৈলাশহর পুরপরিষদকে মৌখিকভাবে জানিয়েছিল কিন্তু সমস্যার কোন সমাধান হয় নাই এলাকাবাসীদের কাছ থেকে আরোও জানা যায় যে বিগত ১৪ দিন ধরে ওই এলাকায় জল না থাকায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী তাই আজ এলাকাবাসীরা একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে কৈলাশহর সাইফন রোড এলাকায় পথ অবরোধ করে এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু'পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশ
!! আন্দোলনের ১০০০ দিন!! -----------------------------------------------------------------গান্ধী মূর্তির পাদদেশে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে ১০০০ দিন আন্দোলনের সমর্থনে বার্তা দিয়েছেন বিশিষ্ট নাট্যকার কৌশিক বাবু। আগামী ৯ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ১০০০তম দিন।
Live. এ ছিলেন হাসান গাজি Real indiantv
মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বঞ্চিত মহিলা চাকরি প্রার্থীরা ১০০০ দিন অবস্থানের সময়ে মাথা ন্যাড়া করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উলঙ্গ চিত্রকে তুলে ধরলেন। এর মত লজ্জার, এর মত যন্ত্রণার আছে কিছু.?
ক্যামরায় সুমনা রায়।
*স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে মারধরের নালিশ হলদিয়ায়*
স্কুল চলাকালীন হলদিয়ায় মুক ও বধির একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে মারধরের নালিশ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
ঐ পাশ্ব শিক্ষিকার নাম দিপান্বীতা বাগচী তিনি এই মর্মে স্থানীয় সুতাহাটা থানায় একটি অভিযোগও করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক জয়দেব দাসের বিরুদ্ধে,
স্কুলের আরও সহযোগী শিক্ষক সেক আনসুদ্দিন সাহেব, প্রভাত কুমার দাস
ও সুদিপ্ত ঘোষ জানান
আমাদের প্রধান শিক্ষকের আচরন অত্যন্ত নিম্ন মনের মানসিকতার পরিচয় দিয়েছেন,উনি স্কুলের ছাত্র ছাত্রীদের সাথেও নিষ্ঠুর আচরন করেন,গতকাল স্কুলের আমাদের সহযোগী শিক্ষিকা দিপান্বীতা বাগচী গত কয়েকদিন আগে দুই দিনের তাঁর মা অসুস্থ থাকায় ছুটি ছেয়ে ছিলেন তা নিয়ে ঐ শিক্ষিকাকে এরকম শারীরিক ও মানসিক ভাবে স্কুলের মধ্যে অত্যাচর করবেন ভাবি নি, আমরা এর তীব্র ধিক্কার জানাই,এছাড়া
মাড়বেড়িয়ায় দুই দিনব্যাপী সম্প্রীতি সভা ,শীতবস্ত্র বিতরণ এবং রক্তদান উৎসব :
কোলাঘাট ,পূর্ব মেদিনীপুর:
গত ২/১২/২৩ শনিবার ও ৩/১২/২৩ রবিবার সাড়ম্বরে পালিত হলো মাড়বেড়িয়া সানসাইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থ বার্ষিক দুই দিনব্যাপী সম্প্রীতি সভা, শীতবস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের কর্মসূচি.উক্ত দুই দিনে প্রায় কোলাঘাট ব্লকের বিভিন্ন গ্রামের ১২০-১৫০ টি পরিবারের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ দিন তথা রবিবারে ছিল রক্তদান শিবির । এই শিবিরে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তের সংগ্রহে ডেবরা এস এস এইচ ব্লাড ব্যাংক। দুই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আকরাম মহম্মদ ও আফসার আলী মহোদয়। দুই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় অধ্যাপক বলাই কিশোর সামন্ত মহাশয়, বিশ
গিরিরাজ সিংয়ের মন্তব্য়ের অভিযোগে আজ সংসদে গান্ধীমূর্তির সামনে ধর্না তৃণমূলের মহিলা সাংসদদের । 'দুর্নীতিতে ডুবে রয়েছে সরকার, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না...' । 'আর ফিল্ম ফেস্টিভ্যালে, সলমন খানের সঙ্গে ঠুমকায় মুখ্য়মন্ত্রী, এটা খুবই দুর্ভাগ্য়ের' । সলমন খানের সঙ্গে নাচের তালে মুখ্য়মন্ত্রীর পা মেলানো নিয়ে এই মন্তব্য় করে বিতর্কে জড়িয়েছেন গিরিরাজ । এরই প্রতিবাদে ধর্না তৃণমূলের মহিলা সাংসদদের রিপোর্ট রিয়েল ইন্ডিয়ান টিভি দেখতে চোখ রাখুন পাশে থাকুন
মৎস্যজীবির জালে আটকে বিশালাকৃতি তেলেভোলা
নিজস্ব প্রতিবেদক,ক্যানিং
মৎস্যজীবিদের জালে বিশালাকৃতির তেলেভোলা মাছ ধরা পড়লো।২০ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকৃতির তেলেভোলা মাছটি বিক্রি হয় ১১৩৫০ টাকা কেজি দরে মোট ২৩২৬৭৫ টাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ২ পঞ্চায়েতের মৎস্যজীবি প্রবীর রায়,সন্তু দোলুই সহ মোট পাঁচজন বৃহষ্পতিবার বিদ্যাধরী নদীতে জাল পেতেছিলেন।অন্যান্য দিনের মতো এদিনও হতাশ ভাবে ছিলেন, নদীতে তেমন মাছ-কাঁকড়া না ধরা পড়ায়।তবে এদিন জাল তুলতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় মৎস্যজীবিদের।তাদের ধারণা জালে বিশালাকৃতির কুমির ধরা পড়তে পারে।ধীর গতিতে জাল তুলতেই দেখতে পায় বিশালাকৃতির তেলেভোলা মাছ।মাছটি ডাঙায় তুলতেই সাধারণ মানুষ ভীড় জমায় দেখার জন্য।মৎস্যজীবিরা মাছটি ক্যানিংয়ের মাছের আড়তে নিয়ে আসে বিক্রির জন্য
Insaf jatra 35 th day.
Purba Midnapur. Ratuliya
হলদিয়ায় সকাল থেকে এই রকম বৃষ্টি হচ্ছে।
মেঘলা আকাশ রয়েছে।