Habra online news

Habra online news hi habra online news media sabko pyr keep follow... Thank you

12/10/2023

EPAR BANGLA MULTI CUISINE RESTAURANT
HABRA

03/10/2023
03/10/2023

অবৈধভাবে ভরাট করা হচ্ছে পুকুর ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাবরা থানার অন্তর্গত জয়গাছি দেশবন্ধু রোডের ঘটনা

হাবরা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জয়গাছি দেশবন্ধু রোডের মাঠপাড়া এলাকায় একটি পুকুরকে ভরাটের কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুকুরটি ছাই ফেলে রাতের অন্ধকারে চলছিল ভরাট ঘটনাটি জানাজানি হতেই পুকুরের মালিক সুনীল বিশ্বাস তিনি বলেন হ্যাঁ ছাই ফেলে আস্তে আস্তে পুকুরটি বন্ধ করে দেওয়া হচ্ছিল এখন বর্তমানে ওই পুকুরে ডেঙ্গুর আতুর ঘর
সুনীল বিশ্বাসকে পুকুর বুঝানোর বি এল আর ওর কোন পারমিশন আছে কিনা চলা হলে বলেন কোন অনুমতি নেওয়া হয়নি
তিনি আরো বলেন আমি তৃণমূল দলটা করি
আমায় কে কি করবে
কোন ব্যবস্থা গ্রহণ হলে তখন দেখা যাবে
এই বিষয়ে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন না বলে জানিয়ে দেন
যখন উত্তর 24 পরগণাকে হট সেন্টার বলে ঘোষণা করা হয়েছে, সে মতো অবস্থাতেই এই পুকুরের অবস্থা চোখে দেখলেই বোঝা যাবে কিভাবে মশার চাষ হচ্ছে
এই মাঠপাড়া এলাকায় প্রায় ১০০ টি পরিবারের বসবাস বর্তমানে ওই পরিবারগুলি ডেঙ্গুর আতঙ্কে দিন কাটাচ্ছেন

এই পুকুর ভরাট নিয়ে বি এল আরও কে জানাও হয়
এখন দেখার বিষয় প্রশাসন এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন

Plz 🙏 follow my page
10/03/2023

Plz 🙏 follow my page

27/02/2023

*মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় বাবার বিরুদ্ধে একরাশ ক্ষোভ জানিয়ে আত্মহত্যা নব দম্পতির*

সোমবার ভোরে হাবরা অশোকনগরের মধ্যবর্তী ট্রেন লাইনে বটতলা এলাকায় স্থানীয় লোকজন দেখতে পায় দুজনের দেহ পড়ে আছে মাথা আলাদা হয়ে পাশে পড়ে আছে।
খবর দেওয়া হয় সাথে সাথে হাবরা জিআরপি ফাঁড়ির পুলিশ।
জিআরপি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়,ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে।
পরবর্তীতে মৃত যুগলের পরিচয় জানা যায় জিআরপির পক্ষ থেকে জানানো হয়,মৃত যুবকের নাম তুষার দাস বাইশ বছর বয়স এবং গৃহবধুর নাম মৌমিতা মিত্র ১৭ বছর বয়স বাড়ি অশোকনগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাহাপুকুর পাড় এলাকায়।
খবর জানাজানি হতেই, এলাকায় শোকের ছায়া নেমে আসে।একই পাড়াতে বাড়ি দুজনের দীর্ঘদিনের ভালবাসার সম্পর্ক ছিল তাদের চলতি মাসের ২২ তারিখ তারা বিয়ে করে।
বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে এসেছিলেন তুষার দাস।
তারপর থেকেই মেয়ের বাবা ছেলের বাড়িতে এসে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনটাই অভিযোগ মৃত যুবকের মায়ের।
পরবর্তীতে তারা ভয়ে বাড়ি থেকে চলে যায়।
মৃত যুবকের এক আত্মীয়র বাড়িতে গিয়েও মেয়ের বাবা ও আত্মীয়-স্বজন হুমকি দিয়ে এসেছে এমনটা অভিযোগ করে মৃত যুবকের পরিবার।
একই এলাকায় বাড়ি তাই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আগে ভাগেই অশোকনগর থানার পক্ষ থেকে তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় এলাকায়।
উপস্থিত হন SDPO হাবরা রোহিত শেখ আইসি হাবরা ও অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
পাশাপাশি উপস্থিত হন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার।
মৃত নব গৃহবধূ মৃত্যুর আগে সোশ্যাল সাইডে লাইক করে তিনি বলেন বিয়ের আগে থেকেই তার বাবা অত্যাচার করছিল বিয়ের পরেও অত্যাচার করছিল,এই ভিডিও প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
তবে মৃত গৃহবধুর বাবা এই ভিডিওর সত্যতা অস্বীকার করে জানায় মেয়েকে শিখিয়ে এই ভিডিও করে করা হয়েছে।
মেয়ের মৃত্যুর জন্য দায়ী ওই ছেলের পরিবার।পাশাপাশি তিনি জানান তার মেয়ে নাবালিকা,অশোকনগর থানায় তাই আগেই ছেলে এবং ছেলের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় নব দম্পতির মৃত্যুর ঘটনায়।

26/02/2023

ধান বিক্রির দাবী জানালো দিদির দূত জ্যোতিপ্রিয় মল্লিককে । ফোনে ধান কিনতে ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর ।

এদিন উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসাবে এসেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সকালে কারোলা লোকনাথ মন্দিরে পুজো দিয়ে বড়া গ্রাম্য কৃষি উন্নয়ন সমবায় লিমিটেড পরিদর্শনে যান মন্ত্রী । সেখানেই কৃষি সমবায়ের সদস্য মন্ত্রীর কাছে দাবি করেন সরকারিভাবে ধান বিক্রয় করতে পাচ্ছেন না তারা । ১৩৫ জন কৃষকের ধান বিক্রয় করতে না পারার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের । অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধান কেনার জন্য ফোনে নির্দেশ দেন মন্ত্রী।

এই বিষয়ে দিদির দূত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন কেন এনারা ধান কেনার তালিকায় নেই সেটা আমরা বুঝতে পারছি না । কৃষি উন্নয়ন সমবায়ের গাফিলতির ফলেই তালিকাভুক্ত হয়নি । আগামীতে দুটো তিনটে ক্যাম্প করে ধান কিনবার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি ।

মন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই সমস্যার সমাধান করায় খুশি অভিযোগকারী কৃষি সমবায়ের সদস্য ও ম্যানেজার ।

26/02/2023

ধান বিক্রির দাবী জানালো দিদির দূত জ্যোতিপ্রিয় মল্লিককে । ফোনে ধান কিনতে ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর ।
এদিন উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের ইছাপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসাবে এসেছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সকালে কারোলা লোকনাথ মন্দিরে পুজো দিয়ে বড়া গ্রাম্য কৃষি উন্নয়ন সমবায় লিমিটেড পরিদর্শনে যান মন্ত্রী । সেখানেই কৃষি সমবায়ের সদস্য মন্ত্রীর কাছে দাবি করেন সরকারিভাবে ধান বিক্রয় করতে পাচ্ছেন না তারা । ১৩৫ জন কৃষকের ধান বিক্রয় করতে না পারার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের । অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ধান কেনার জন্য ফোনে নির্দেশ দেন মন্ত্রী।
এই বিষয়ে দিদির দূত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন কেন এনারা ধান কেনার তালিকায় নেই সেটা আমরা বুঝতে পারছি না । কৃষি উন্নয়ন সমবায়ের গাফিলতির ফলেই তালিকাভুক্ত হয়নি । আগামীতে দুটো তিনটে ক্যাম্প করে ধান কিনবার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি ।

মন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই সমস্যার সমাধান করায় খুশি অভিযোগকারী কৃষি সমবায়ের সদস্য ও ম্যানেজার ।

25/02/2023

তাপস মন্ডলের সাথে হাবড়ার বৃদ্ধাশ্রমের যোগ

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রম 2019 সালে মহারাজের কাছ থেকে ৩০ হাজার টাকা মান্থলি হিসাবে নেন সিবিআর হাতে দিত তাপস মন্ডল। এই বৃদ্ধাশ্রমে প্রায় ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। শিক্ষক দুর্নীতির টাকা কি এই বৃদ্ধাশ্রমে ঢালাহ হত এ নিয়ে উড়ছে প্রশ্ন। কিছুদিন আগেই এই বৃদ্ধাশ্রমে তাপস মন্ডল আসেন এবং বৃদ্ধাশ্রম এর আবাসিকদের সঙ্গে একটি বনভোজনের আয়োজন করেন।

22/02/2023

Please support my channel Thank you🙏🙏

22/02/2023

মধ্যযুগীয় বর্বরতার শিকার নাবালিকা,
নাবালিকার চুল কেটে দেওয়ার অভিযোগ এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে।
হাবরা থানার পুলিশের কাছে দারস্ত নাবালিকা ও তার পরিবার।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরা থানার অন্তর্গত দক্ষিন হাবরা উঁচু আমতলার সুকান্ত সরণি এলাকার।

নাবালিকার পরিবারের অভিযোগ মানসিক কারণে ১৫ বছর বয়সী নাবালিকা মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায় গত ১৯ তারিখ দুই বোনের মধ্যে অশান্তি হলে ফের নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায়।
রাতে নাবালিকা বাড়িতে ফেরত আসলে নাবালিকাকে বাড়ির সামনে রাস্তায় ধরে, স্থানীয় দুই যুবক অভিজিৎ দাস ও সুকান্ত হালদার ও এক গৃহবধূ সন্ধিপা রায় তাকে মারধর করে এবং তার চুল কেটে নেয়।

অভিযুক্তরা আমাদের ক্যামেরার সামনে পাল্টা নাবালিকার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি তাদের দাবি নাবালিকার মা-বাবা চুল কাটতে বলেছে তাই তারা কেটেছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।কিশোরীকে মারধর করে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ হাবরা থানার পুলিশের,ধৃতরা হলো সন্দীপা রায়, পিংকি দাস, সুশান্ত হালদার, ও তাপস সরকার, এদের সকলেরই বাড়ি হাবড়া থানার অন্তর্গত উঁচু আমতলা সুকান্ত সরনি এলাকায়, মঙ্গলবার কিশোরীর পরিবারের তরফ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, অভিযোগে জানানো হয় প্রতিবেশীরা কিশোরী কে উদ্দেশ্য করে কটু মন্তব্য করে তাকে মারধর ও তার চুল কেটে নেওয়া হয়, তদন্তে নেমে হাবরা থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে, পরবর্তীতে বুধবার হাবরা থানা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের পাঠানো হয় বারাসাত আদালতে

Habra online news এর পক্ষ থেকে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
21/02/2023

Habra online news এর পক্ষ থেকে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

হাবরা অনলাইনে নিউজ এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শিবরাত্রি র শুভেচ্ছা ও অভিনন্দন
18/02/2023

হাবরা অনলাইনে নিউজ এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শিবরাত্রি র শুভেচ্ছা ও অভিনন্দন

17/02/2023

রাজ্যে চাকরি দুর্নীতির মধ্যে দরিদ্র পরিবারের ছেলে ইসরোতে চাকরি পাওয়ায়,খুশি পরিবার ও প্রতিবেশীরা।

রাজ্যগুলো চলছে শিক্ষা দুর্নীতি সহ একাধিক দুর্নীতির তদন্ত তার মধ্যে গোবরডাঙ্গা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সরকারপাড়া কালিতলা এলাকার শ্যামল শিকদারের ছেলে সুমন শিকদার অন্ধপ্রদেশের ইসরো তে চাকরির সুযোগ পেয়েছে।আগামী কুড়ি তারিখ চাকরিতে যোগদান করার দিন রয়েছে।তাই আজ শুক্রবার বাড়ি থেকে রওনা দিচ্ছে, যোগদানের জন্য।বাবা কোনরকম সেলাইয়ের কাজ করে দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছেন।দরিদ্র ঘরের ছেলে সুমন,ছোটবেলা থেকেই মেধাবী বলে পরিচিত এলাকায়।খাটুরা স্কুল থেকে মাধ্যমিক পাস করে গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়াশুনো পরবর্তীতে গড়িয়াহাটে সরকারি আইটিআই কলেজে পড়াশোনা সাথে চাকরির পরীক্ষা দিতে শুরু করে সুমন।২০১৯ সালে ইসরো থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পরীক্ষার জন্য পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি শুরু করে সুমন করানোর জন্য পরীক্ষা বন্ধ করে দেয় ইসরো, ফের ২০২২ এ পরীক্ষার দিন ঘোষণা হয়।পরীক্ষা দিয়ে সফল হয় সুমন।রাজ্যে থেকে ৬ জন চাকরি পায় তার মধ্যে সুমন একজন।ছেলের চাকরি পাওয়ার আনন্দের কথা বলতে গিয়ে আমাদের ক্যামেরার সামনে বাবার আনন্দে চোখে জল চলে আসে।

15/02/2023

কী বলল এই যুবক বুঝতে পারলেন না তাইনা,

আরো এক বার শুনুন ভালো করে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই যুবক অন ক্যামেরার সামনে ঠিক কি বললো?

হ্যা এবার ঠিকই শুনেছেন, এই যুবক বলছে,বোম বাঁধ ছিলাম। কিন্তু কেনো এই যুবক এমটা বলো ক্যামেরার সামনে । কী ভাবছেন এই যুবক কী সত্যিই বোম বাঁধছিলো, না কী এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য।

শুনুন তবে এর আসল রহস্য, সোমবার গভীর রাতে হাবড়া থানার অন্তর্গত গৌরবঙ্গ রোডের বুদরহাটি এলাকায় এলাকা উত্তপ্ত করছিলো ৪ যুবককে একটি দল। এলাকার সাধারণ মানুষ একাধিকবার বারণ করেছে এই যুবকদের কিন্তু তাদের কোন কথায় কর্ণপাত না করে তারা তাদের কাজ চালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় হাবড়া থানায় হাবরা থানা পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে ওই চার যুবককে গ্রেফতার করে নিয়ে আসে হাবরা থানায়, পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠালো হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার হওয়া ৪ যুবকের নাম, রাজু দাস,সৌরভ বণিক, বাসুদেব গাঙ্গুলী ও পার্থ প্রতিম গাঙ্গুল এরা প্রত্যেকেই হাবরার বাসিন্দা। এমনটাই জানা গিয়েছে হাবরা থানার পুলিশ সূত্রে।

06/02/2023

মামা বাড়িতে এসে গুলি লেগে গুরুতর আহত ২ ঘটনার তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার জিওলডাঙ্গা এলাকায় ঘুরতে এসে রবিবার সন্ধ্যায় গুলি লেগে আহত ২ তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয় দুজনকেই।
পুলিশ সূত্রে জানা যায় শ্রীমান দাস ও শুকদেব দাস বর্ধমানের আউসগ্রামে বাড়ি হাবরা থানার যশুর এলাকায় পলাশ দাশ মামা বাড়িতে ঘুরতে এসেছিল রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনের রাস্তায় বেরিয়ে পড়ে এই দুজন হঠাৎই গুলির আওয়াজ করে স্থানীয়রা ছুটে আসে এসে দেখে দুজনের দুটি গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতাল নিয়ে আসে দুজনকেই। তবে পুলিশ তদন্ত করে দেখছে গুলি কারা মারলো, যদিও এলাকায় কাউকেই পাওয়া যায়নি বা নিজেরা নিজেদেরই মেরেছে কিনা তদন্ত করছে হাবড়া থানার পুলিশ।

04/02/2023

হাবরা ফুলতলা বাজারে কাল মতুয়া সম্প্রদায়ের লোক পথ অবরোধ করে

Address

HABRA
Habra
743263

Alerts

Be the first to know and let us send you an email when Habra online news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habra online news:

Videos

Share

Nearby media companies