জামপুর ইসলামিক এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা মাওলানা রওশান আল সাহেব আজ খিদিরপুর ৩০০ জন প্রতিবন্ধি ভাই ও বোন দের বস্ত্র বিটরণ করেন।
এই সব ভাই ও বোন কথা বলতে পারেন না। কানে শুনতে পায় না, চোঁখে দেখতে পারে না।
তপশিলি জাতি, ডোম, এস টি, ওবিসি এবং সংখ্যালঘু সমাজের প্রতিবন্ধিদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
এই সম্প্রিতী এবং মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, সহসভাপতি লতিফ মন্ডল, অফিস সেক্রেটারি রাজেশ মজুমদার, রাজ্য কমিটির সদস্য মানস বিশ্বাস, সুবির বাঁগচী, আব্বাস সাহেব সহ প্রমুখ গুনীজন।
খবরটা করে দে #kolkatanewz #kolkatanews #khidirpurnews #muslimcommunity #hindu #kolkatanews #Thakurnagar #todaynews #WestBengal
প্রথম মতুয়া গবেষক, মতুয়া রত্ন, মতুয়া ধর্ম আন্দোলনের নেতৃত্ব ডঃ নন্দদুলাল মহোন্ত মহাশয়ের শেষের দিনে আমাদের বিনন্র শ্রদ্ধাঞ্জলি ও প্রনাম।
উপস্থিত ছিলেন ডঃ বিরাট বৈরাগ্য, তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, রাজ্য সাধারণ সম্পাদক রানা মজুমদার, রাজ্য নেতৃত্ব প্রবীর কুমার বৈদ্য, শ্রীমতি সুমিতা পোদ্দার মহাশয়া, শ্চীন সরকার, মনোজ টিকাদার, ডঃ আশিষ হীরা, ডঃ পুস্প বৈরাগ্য, গোপাল বিশ্বাস, রনেন্দ্রনাথ অধিকারী সহ প্রমুখ মতুয়া নেতৃত্ব,মতুয়া গোসাই, পাগোল এবং দলপতি ও মতুয়া মা ও বোবেরা।
তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক বলেন ডঃ নন্দদুলাল মহোন্ত বাবু মতুয়া সমাজের গুনী এবং রত্ন ছিলেন, তার এই চলে যাওয়ায় মতুয়া সমাজের অপুরনীয় ক্ষতি হলো।
#Thakurnagar #Holidays #নন্দদুলাল_মহোন্ত
#চাঁদপাড়া #chandparanews #todaynews #kolkatanews #habranews
বসিরহাট লোকসভা এলাকার হাড়োয়া ব্লকের বিভিন্ন দুস্ত এলাকায় জামপুর ইসলামিক এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা মাওলানা রওশন আলম সাহেবের উদ্যোগে ৫০০ টি পরিবারকে প্রায় ৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী তুলে দেন।
এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, সহসভাপতি লতিফ মন্ডল আব্বাস সাহেব সহ প্রমুখ নেতৃত্ব।
Mritunjay Mallick Abhishek Banerjee Mamata Banerjee TV10 Bengal News #মতুয়া #Thakurnagar #ISF #Hooghly #Thakurbari #bangaon_news #NewsUpdate #Holidays #bangon2024 #holli #jangipara #haroanews #haruanews
দীঘা ভ্রমণ | Digha Vromon | New Digha | Uday Pur | Old Digha
দীঘা ভ্রমণ | Digha Vromon | New Digha | Uday Pur | Old Digha
#Digha #digha_hotel #blog #tv10 #westbengal #mondermoni ##udaypur #digha_vromon_2023 #দীঘা_ভ্রমণ_2023
মনিপুর আদিবাসী বোনদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদ বিকাল 4:00 টা হাবরা থানাই ডেপুটেশন জমা।
তপশিলি ফেডারেশনের ডাকে
#Nature place
#AbhisekBanarjee
#reelsviral
রতুয়া,, মালদা,,#সমরজিৎ সরকার ##। রাতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বলপুর গ্রামে ।এক বছর ছইয়ের আসিফা আক্তার নামে এক শিশু। ২৮ তারিখ আসেন তার দাদুর বাড়ি ঘুরতে। এবং গতকাল ২৯তারিখ আসিফা নামের মেয়েটি প্রতিদিনের মতো দুপুরে ঘুরে বেড়াচ্ছিল বাড়ির আশেপাশে । কিন্তু বেলা চলে গেলে বাড়ির লোকেরা তাকে আর খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজার পরে খবর পাই পাশের প্রতিবেশীর বাড়িতে তার শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে রেখেছে। তারি বাড়িতে লুকিয়ে রুমা খাতুন নামে মহিলা। যদিও ক্যামেরার সামনে অস্বীকার করেছেন রুমা খাতুন । পরে জানা যায় গহনার লবে নাবালিকাকে আত্মসাৎ করে খুন করার অভিযোগ উঠেছিল রুমা খাতুনের বিরুদ্ধে। নাবালিকার নাম আসিফা আকর আসিফা আক্তারের পরিবারের অভিযোগ রুমা খাতুন নামে এক প্রতিবেশী মহিলা। আসিফা আকতার কে শাস রোধ করে খুন কর
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির
রতুয়া:রক্ত দান মহৎ দান।এই কথাকে মাথায় রেখে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, মালদা ব্রাঞ্চ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া মালদা সিটি ব্রাঞ্চ এর উদ্যোগে হরিপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী প্রয়াত সুশীল চন্দ্র মন্ডল, এর স্মৃতির উদ্দেশ্যে আজ রবিবার হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। এই এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম সরকার। রতুয়া ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক নিশীথ কুমার মাহাতো সহ পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী সহ প্রাক্তন স্কুল প্রেমী ছাত্ররা। মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল জানান জেলা জুড়ে রক্তের আকাল চলছে সেই সময় হরিপুর গ্রা
রতুয়া,,##মালদা। -- সমরজিৎ সরকার, কংগ্রেসের পক্ষ থেকে উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রীকে সংবর্ধনা
রতুয়া,,২৭শে মে শুক্রবার
এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছেন রতুয়া ২ নং ব্লকের পরানপুর অঞ্চলের স্থানীয় বাসিন্দা তথ মালদা বাল্য বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জয়িতা সরকার, শনিবার বিকালে মালদার রতুয়া ২ নং ব্লকের প্রাণপুর অঞ্চলের উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রী জয়িতা সরকারের বাড়িতে যান কংগ্রেস কমিটির সদস্যরা ফুলের বুকে দিয়ে কৃতী ছাত্রীকে সম্বর্ধনা জানান। তারপরে ওই ছাত্রীকে মিষ্টিমুখ করান তাঁরা। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আগামীতে কৃতি ছাত্রের পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস পার্টির সদস্য। অভিনন্দন পেয়ে আপ্লুত হয়ে পড়েন জয়িতা সরকার ও তার পরিবার।
উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্য সহ জেলায় নজর করা ফল করেছেমালদা বাল্য বালিকা উ
মালদা,, #রাতুয়,পুখুরিয়া,, বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া অবৈধ শব্দ বাজি নিষ্ক্রিয় করল পুখুরিয়া থানার পুলিশ। যথারীতি সতর্কতা অবলম্বন করে বিপুল পরিমাণে উদ্ধার হওয়ায় বাজিগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়, পুলিশ প্রশাসনের তরফে। শনিবার পুখুরিয়া থানার অন্তর্গত গবরজোনা কালী মন্দিরের পার্শ্ববর্তী শ্মশানের নির্জন এলাকায় পৌঁছায় পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল।এছাড়াও পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় বছরখানেক ধরে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে অবৈধ শব্দবাজি গুলি উদ্ধার করেছিল পুখুরিয়া থানার পুলিশ। যেখানে প্রায় 40 কেজি শব্দবাজি ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়। cid বম্ব স্কোয়াড, দমকল বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে বাজিগুল
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবারো #মৃত্যু হল এক পরীযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তোফিজুর শেখ বয়স ১৯ বছর।বাড়ি #মালদা জেলার রতুয়া ২ নং ব্লকের পীরগঞ্জ গ্রাম #পঞ্চায়েতের_সাতমারা।
পরিবার সূত্রে জানা গেছে,টানু শেখের তিন ছেলে এবং এক মেয়ে। বড় ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেছে।মাস দেড়েক আগে টানো সেখের দুই ছেলে তোফিজুল শেখ এবং মফীজুল শেখ কাজের সূত্রে রাজস্থানের যোধপুরে যান। সেখানে তারা বিল্ডিং এর কাজ করছিলেন। গত বুধবার তফিজুল শেখ স্যাটারিং এর কাজে ব্যস্ত ছিলেন। বিল্ডিং এর ছয় তলাতে স্যাটারিং এর কাঠ লাগাচ্ছিলেন। সেই সময় অসাবধানতা বশত পা ফসকে একেবারে নিচে পড়ে যায়।দাদাকে পড়তে দেখে ভাই মফিজুল শেখ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত ডাক্তারবাবুরা তফিজুল শেখ কে মৃত বলে ঘোষণা করেন। শনিবার ভোরবেলা তফিজুল শেখের মরদেহগ্রামের বাড়িতে এসে পৌ
*কেন্দ্রীয় সরকারের অর্থনীতিক বঞ্চনার বিরুদ্ধে মগরাহাট পূর্ব ও পশ্চিম ও সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে সংগ্রাম পুরে প্রতিবাদ সভা*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* কেন্দ্রীয় সরকারের অর্থনীতিক বঞ্চনা ও বিরোধীদের লাগাতার কুৎসা,অপপ্রচার ও অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে বাংলায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধান সভা ও সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে সংগ্রাম পুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা,রাজ্যের গ্রহন্তকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,ব্যারাকপুর বিধান সভার বিধায়ক রাজ চক্রবর্তী,ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা,মন্দির বাজার বিধান সভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, বিধায়ীকা নমিতা সাহা,সুন্দরবন সাংগঠ
*সরিষা ২৪৬ মোড়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* বুধবার ২৪শে মে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তথা বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলা সাহিত্যে "বিদ্রোহী কবি" হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ,গল্পকার ও নাট্যকার। তাঁর কবিতা,গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা আর গানের মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ প্রতিবাদ। তারই পরিপ্রেক্ষিতে আজ যথাযোগ্য মর্যাদায় বিনম্রতা ও শ্রদ্ধার সহিত আজ ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে ২৪৬ মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে এই দিনটি
*কেন্দ্রীয় সরকারের আমলে রাজ্যের প্রতি বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে সরিষা ২৪৬ মোড় তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ও নজরুল ইসলামের মূর্তির পাদদেশে শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের আমলে রাজ্যে প্রতিহিংসা মূলক আক্রমণ, বৈমাত্রীক সুলভ মনোভাব ও আর্থিক বঞ্চনার প্রতিবাদে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায়। সরিষা ২৪৬ মোড় তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে, শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ করেন। এদিন অবস্থান বিক্ষোভ এর প্রথমে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু হয়। পাশাপাশি অবস্থান বিক্ষোভের শেষে সরিষা ২৪৬ মোড়ে এক প্রত
*যুব সমাজের ভবিষ্যৎ গড়তে আয়োজিত সাধন চন্দ্র মহাবিদ্যালয় এবং বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ে এন এন ডিফেন্স একাডেমীর পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতন মূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* বর্তমান সময়ে বেকারত্ব একটি জ্বলন্ত সমস্যা,তাই কর্মহীন অসংখ্য ছাত্র ছাত্রী যুবকদের এই সমাজে আজ দিশে হারা। এমন্তা বস্থায় তাদের আলোর মুখ দেখাতে তাদের ভবিষ্যৎ গড়তে এন এন ডিফেন্স একাডেমী পক্ষ থেকে আয়োজিত ফলতা হরিণ ডাঙ্গা সাধন চন্দ্র মহাবিদ্যালয়ে এক হোলে এবং ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়েও সকল ছাত্র ছাত্রীদের নিয়ে এক সচেতন মূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এখানে উপস্থিত ছিলেন ফলতা সাধন চন্দ্র মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডাক্তার এস কে ফজলুল হক,বাংলা বিভাগের অধ্যাপক দুরন্ত মণ্ডল,এন এন ডিফেন্স একাডেমীর মূখ্য আধিকারিক অখিল বন্
Malda (রতুয়া ) News
রতুয়া 2 ব্লকের সম্বলপুর অঞ্চলের সম্বল বাসিনী বুড়ি মাতা মন্দিরে গোটা বৈশাখ মাস ব্যাপী পূজা হয়। মূলত শনিবার এবং মঙ্গলবার বেশি ভোক্তার সমাগম হয় । বৈশাখ মাস পহেলা বৈশাখে মন্দিরে ভক্তের ঢল নেমে যায় ।মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে আসে ভক্তরা এই সম্বলপুর বুড়ি মায়ের মন্দিরে। এই পুজোকে কেন্দ্র করে ছোটখাটো মেলা ও বসেছে।আজ বৈশাখ মাসের শেষ শনিবার নেমে আসে ভক্তদের ঢল ।জানা গেছে এই মন্দিরে পুজো, দীর্ঘদিনের বহুৎ পুরনো পুজো বলে জানা যায়। এই বুড়ি মায়ের মন্দিরের পূজো নির্মল মিশ্র পরিবারের রায় দেখাশোনা করেন বলে জানা যায়। এই মন্দিরে হিন্দু-মুসলিম সকলেই খুঁজে দিতে আসেনপূজো।আজ বৈশাখ মাসের শেষ শনিবার পুজো হয় ।এবং আজ বৈশাখ মাসর শেষ দিন খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।
Diamond Harbour news
*বিশিষ্ঠ ব্যাক্তিদের মানবিক দিক উঠে আসলো,রায়চক সিংহল গঞ্জ গ্রামে দুই পা অক্ষম বছর ৫৫ এর বিজন নস্করের পাশে দাঁড়াতে হুইল চেয়ারে সহ চিকিৎসার জন্য এগিয়ে এলেন*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* ডায়মন্ড হারবার ২ নং ব্লকের রায়চক এর সিংহল গঞ্জ গ্রামের নার্ভের রোগে আক্রান্ত বছর ৫৫ এর বিজন নস্কর এর দুই পা অবশ হাঁটতে অক্ষম। তার পাশে থাকার জন্যই হুইল চেয়ার এর ব্যবস্থা করে দেন ডায়মন্ড হারবার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মানবিক অফিসার শ্রী অজয় সেনগুপ্ত। সেই সাথে তার সব রিপোর্ট দেখে অপারেশন এর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিশিষ্ট সমাজসেবী ও কোভিড যোদ্ধা ডাঃ আকবর হোসেন। শ্রী অজয় সেনগুপ্ত জানান এমন একজন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আজকের দিনটা খুব খুশিতেই কাটলো। এবং ডাঃ আকবর হোসেন বলেন আজকের বিজন নস্কর ও তার পরিবারের সকলের মুখে
রায়চক নিউজ | Live নিউজ
*বিশিষ্ঠ ব্যাক্তিদের মানবিক দিক উঠে আসলো,রায়চক সিংহল গঞ্জ গ্রামে দুই পা অক্ষম বছর ৫৫ এর বিজন নস্করের পাশে দাঁড়াতে হুইল চেয়ারে সহ চিকিৎসার জন্য এগিয়ে এলেন*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-* ডায়মন্ড হারবার ২ নং ব্লকের রায়চক এর সিংহল গঞ্জ গ্রামের নার্ভের রোগে আক্রান্ত বছর ৫৫ এর বিজন নস্কর এর দুই পা অবশ হাঁটতে অক্ষম। তার পাশে থাকার জন্যই হুইল চেয়ার এর ব্যবস্থা করে দেন ডায়মন্ড হারবার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মানবিক অফিসার শ্রী অজয় সেনগুপ্ত। সেই সাথে তার সব রিপোর্ট দেখে অপারেশন এর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিশিষ্ট সমাজসেবী ও কোভিড যোদ্ধা ডাঃ আকবর হোসেন। শ্রী অজয় সেনগুপ্ত জানান এমন একজন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আজকের দিনটা খুব খুশিতেই কাটলো। এবং ডাঃ আকবর হোসেন বলেন আজকের বিজন নস্কর ও তার পরিবারের সকলের মুখে