06/02/2024
পৃথিবীর সব থেকে অবান্তর, অপ্রয়োজনীয় ও জটিল প্রশ্ন "আমাকে ভালোবাসিস কেন?" এর উত্তর খুঁজতে গিয়ে অন্ধকারে ডুব দিতে হয়। সত্যিই তো আমরা কাউকে কেন ভালোবাসি? এইটা শুনলেই খাদে পড়ে যাই,মনে হয় প্রাসাদপ্রহরীর মতো দূরস্থ তরুবীথি ন্যায় অতন্দ্র দন্ডায়মান আমি। আমাকে যদি মা জিজ্ঞেস করে "আমাকে কেন ভালোবাসিস?" তাহলে কী বলব? তোমাকে ভালোবাসি তোমার কাজের জন্য? কাজ? কী কাজ? রান্না? জামা কাপড় কাচা? ঘর গুছিয়ে দেওয়া?এগুলো তো সবই স্বার্থ। তাহলে এটা স্বার্থ না ভালোবাসা?জানি না। মা বাবা দিদা দাদু এদের সাথে রক্তের সম্পর্ক তাই ভালোবাসা আসাটা স্বাভাবিক হয়তো কিন্তু নিজের অজান্তেই যে কাউকে না কাউকে ভালোবেসে ফেলছি, ভালোবাসছি!কে সে নাবিক যে নারকেল বীথি ঘেরা নির্জন দ্বীপ থেকে তোমাকে তুলে এনে আমার হৃদয়গুহায় রেখে গেছে? সুধাখণ্ড! কেন বসলে আমার বুকে?
এই যে এমন অদ্ভুত মায়া চোখে তোমাকে দেখে যাই আমি, মুখের উপর চুল পড়লে কানের পিছনে সরিয়ে দেওয়ার দায়িত্ব নিই,হাতটুকু বাড়ালে ধরে থাকি অনেকক্ষন অথচ কত অনিশ্চয়তায় আমরা ভালোবেসে যাই! অনেক দোকান,অনেক বইঘর চেনে আমাদের। চেনে চারমাথা মোড়, স্টেশন, কন্ডাক্টর। কোনোদিন এমন সময় হয়তো আসবে যেদিন আমরা ভিন্ন পথে হাঁটবো কিন্তু মেঘ -রাস্তা -পাহাড় নিজের জায়গাতেই থাকবে, প্রচন্ড বৃষ্টি হবে, জাঁকিয়ে পড়বে শীত নিজের মত অথচ আমরা থাকবো না - এই ভেবে শঙ্কা হয় না?কেন হয়?
আমি কোয়েলহোর কথাকে বিশ্বাস করি; বৃষ্টি - আকাশ - মেঘ - নদী রাস্তাঘাট প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা আমাদের পথ এক করে দিতে ষড়যন্ত্র করবে। অথচ যেদিন আমাদের পথ আলাদা হবে সেদিন কি কেউ আমাদের আবার একসাথে দেখার জন্য চাতক পাখির মত অপেক্ষা করবে? সেই মেঘ,সেই বৃষ্টি, সেই রাস্তা, সেই স্টেশন, সেই দোকান কি ভাববে একবারও আমাদের কথা? নতুন প্রেমে পড়া তরুণ তরুণী কি আমাদের আবার একসাথে দেখতে চাইবে? না কি পাক খেয়ে উপরে ওঠা সিগারেটের ধোঁয়ার মতো আমরাও মিলিয়ে যাব সমস্ত জায়গা থেকে।
যাই হোক, তাও আমি বলতে পারি আমি ভালোবাসি,ভালোবেসেছি।
কাফকার কথা মানলে কাল আমি তোমার জন্য পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াব, কিন্তু আমার পক্ষে একসময় কেউই থাকবে না। অথচ কত অগাধ বিশ্বাসে তোমার হাত ধরে আছি, তোমার জন্য অপেক্ষা করছি,সময় দিচ্ছি, নিজেকে নিংড়ে সবটুকু দেওয়ার চেষ্টা করছি। সবকিছু কতটা অনিশ্চিত জেনে তোমাকে এমন ভেঙেচুরে "ভালোবাসছি"।
এরপরও প্রশ্ন করবে "আমাকে ভালোবাসিস কেন?"
লেখায় : সমাদৃত
#বং_Quotes
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝗨𝘀 𝗢𝗻 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 👇
instagram.com/Bong_Quotes_19