Jonosongzog.com

  • Home
  • Jonosongzog.com

Jonosongzog.com Most updated and trusted online newspaper of Bangladesh!

02/02/2024
বাড়ি তৈরির আগে হিসাবগুলো জেনে রাখুনঃবাড়ি তৈরি করতে চান অনেকেই। আর কাজ শুরুর আগে অবশ্যই হিসাব নিজেই করে নেবেন। এ লেখায় দে...
22/01/2024

বাড়ি তৈরির আগে হিসাবগুলো জেনে রাখুনঃ
বাড়ি তৈরি করতে চান অনেকেই। আর কাজ শুরুর আগে অবশ্যই হিসাব নিজেই করে নেবেন। এ লেখায় দেওয়া হলো নির্মাণকাজের প্রয়োজনীয় কিছু উপকরণের হিসাব।

৫" ওয়াল গাঁথুনিতে প্রতি ১' (স্কয়ার ফিট) গাঁথুনীতে ৫টি ইট লাগে।

গাঁথুনি এব প্লাস্টারে ১ বস্তা সিমেন্টে ৪ বস্তা বালি। তবে ৫ বস্তাও দেওয়া যায়।
নিচের সলিংয়ে প্রতি ১ (স্কয়ার ফিট) এর জন্য ৩টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

৯টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২ = ০.৮৩৩) এবং গাঁথুনিতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ১ ঘনমিটার ইটের গাঁথুনির ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এসএফটি প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* গাঁথুনির প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এসএফটি নিট ফিনিশিং করতে ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১টি ইটের মাপ (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

রডের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta

12 mm = 0.888 kg/m = 4 suta

16 mm = 1.579 kg/m = 5 suta

20 mm = 2.466 kg/m = 6 suta

22 mm = 2.983 kg/m = 7 suta

25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরি।

আরও জেনে রাখুন

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet – 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে ওজন বের করা হয়

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে। এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢালাই এর হিসাব

* ১০০ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

কিছু প্রাথমিক হিসাব জেনে রাখুন

১. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।

২. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি

৩. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।

৪. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।

৫. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।

৬. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার

৭. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

৮. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার

৯. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%

১০. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….

১১. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি

১২. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

১৩. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল

১৪. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার

১৫. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

১৬. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

১৭. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।

১৮. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।

১৯. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।

২০. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার

২১. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।

২২. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.

২৩. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২

২৪. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।

২৫. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।

২৬. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি

২৭. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।

২৮. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি

২৯. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি

৩০. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ

৩১. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি

৩২. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

20/01/2024
09/08/2023

এই শিশুটির মতো আপনি কি আর স্বাধীন জীবন ফিরে পাবেন?

09/08/2023

হিরো আলম কি ভবিষ্যতে এ দেশে একজন নেতা হতে পারবেন বলে আপনি মনে করছেন?

"The average daily expenditure for tourists in New York City" can vary widely depending on a number of factors, such as ...
02/05/2023

"The average daily expenditure for tourists in New York City" can vary widely depending on a number of factors, such as the type of accommodation, mode of transportation, activities, and dining preferences. However, according to a 2019 report by NYC & Company, the official tourism organization for New York City, the average daily expenditure for international visitors was $294 per day, while domestic visitors spent an average of $147 per day.

This report also stated that visitors from Europe spent the most per day, with an average of $378, followed by visitors from South America ($324), Asia ($292), Oceania ($260), and Africa ($208). It's important to note that these figures were calculated prior to the COVID-19 pandemic, which may have impacted the average daily expenditure for tourists in NYC.

জনাব ইশতিয়াক আবেদীন এআইইউবি এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিতআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউ...
31/08/2022

জনাব ইশতিয়াক আবেদীন এআইইউবি এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ট্রাষ্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন। ৩১ আগস্ট ২০২২ এআইইউবি'র জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি অনুষ্ঠিত ট্রাষ্টি বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জনাব ইশতিয়াক আবেদীন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আমেরিকান ডেইরী লিমিটেড (এডিএল) এর সম্মানিত চেয়ারম্যান, ভারত পেট্রেলিয়াম কর্পোরেশন লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত ম্যাক লুব্রিকেন্টেস এর বাংলাদেশে একমাত্র ডিষ্টিবিউটর কেমলুব লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকসহ সুবারু বাংলাদেশ লিমিটেড, শানজেইব ফুড এন্ড বেভারেজ লিমিটেড, শানজেইব ডেইরী লিমিটেড, শানজেইব লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও জনাব আবেদীন এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি), ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এর সম্মানিত সদস্য।
ব্যক্তি জীবনে জনাব ইশতিয়াক আবেদীন দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী সাবরিনা আবেদীন ব্যবসায়ী অংশীদার হিসাবে তাকে সহায়তা করে থাকেন ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

28/06/2021
04/05/2021
18/04/2021

দেশে মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে...

18/04/2021

রবিবার (১৮ এপ্রিল) দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল চালু হতে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকাল স...

14/04/2021

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে নতুন করে যে 'লকডাউন' কার্যকর হয়েছে বুধবার ভোর থেকে। ২১ এপ্রিল ...

13/04/2021

আগামীকাল (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহের “কঠোর লকডাউন” শুরু হচ্ছে। এ সময় বন্ধ থাকবে সব ব্যাংক। এর আগের দিন আজ মঙ্গলবা.....

12/04/2021

৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। এরই মধ্যে এক সপ্তাহের জন্য (১৪ এপ্রিল থেকে ২...

08/04/2021

দেশজুড়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সংক্রমণের বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার সকালে এই কার্যক....

07/04/2021

বাংলাদেশ একদিনে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যায় আবারো নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭,৬২৬ জন নতুন শন....

07/04/2021

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ 'আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায়' মসজিদসহ সব ধর্মীয় উপাসনলয়ে প্রার্থনার আগে ও পর...

03/04/2021

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শ.....

02/04/2021

করোনাভাইরাস মহামারীর মধ্যেই মেডিকেল কলেজের বিলম্বিত ভর্তি পরীক্ষা হল, যাতে অংশ নিলেন চিকিৎসক হতে আগ্রহী এক লাখ ২...

02/04/2021

দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধর....

01/04/2021

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য ....

01/04/2021

দেশে করোনা সংক্রমণের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোয় কানায় কানায় রোগী ভর্তি। সরকারি-বেসরকারি কোনো হাসপা.....

01/04/2021

সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় গণপরিবহনের যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ব.....

31/03/2021

তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ দুই ব.....

31/03/2021

নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে ২ দিন মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। ট....

30/03/2021

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জনে ...

29/03/2021

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা .....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jonosongzog.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonosongzog.com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share