29/04/2022
গতকাল 28/04/2022 তারিখে উঃ প্রদেশের অযোদ্ধা পুলিশ একটি প্রেস নোট রিলিজ করেছে---যেখানে বলা হয়েছে-- বিগত 26/04/2022 সালে "হিন্দু যোদ্ধা" নামের একটি সংগঠন,, এলাকায় দাঙ্গা করানোর জন্য,, রাতের অন্ধকারে কাশ্মীর মহল্লা মসজিদ,, তাতসাহ মসজিদ,, ঘোসিয়ানা মসজিদ,, রামনগর মসজিদ,, ইন্দ্রগাঁও সিভিল লাইন মসজিদ,, দরগাহ রোড মসজিদে আপত্তিকর পোষ্টার,, ধর্মীয় উস্কানিমূলক লিফলেট,, শূকরের মাংস,, পবিত্র কোরআনের ছেঁড়া- পুড়িয়ে দেওয়া পাতা ফেলে রাখে।।
তাদের উদ্দেশ্য ছিলো,, বিষয়টি নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষ প্রতিবাদ করলে,, পরিকল্পিত দাঙ্গা বাধিয়ে,, সংখ্যালঘু নিধন যজ্ঞ চালিয়ে যাওয়া।।
গোপন সূত্রে খবর পেয়ে,, অযোদ্ধার সিনিয়র পুলিশ কমিশনার শ্রী কবীন্দ্র প্রতাপ সিংহ,, এবং,, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক "শ্রী শৈলেন কুমার পান্ডে"-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে,, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে।। ঘটনায় জড়িত আরো অনেককে খুঁজে চলেছে অযোদ্ধা পুলিশ।।
ধৃত 7 জন হলো --
১)মহেশ কুমার মিশ্র,, পিতা -শীতলা প্রসাদ মিশ্র,, অযোদ্ধা জেলার খোজনপুর থানার কোন্নগর এলাকার বাসিন্দা।।
২) প্রত্যুষ শ্রীবাস্তব,, পিতা - মহেশ শ্রীবাস্তব।। 757 হাউজিং ডেভেলপমেন্ট কলোনি,, থানা আমিনগঞ্জ,, অযোদ্ধা।।
৩) নিতীন কুমার,, পিতা -জ্ঞানচন্দ্র কুমার,, 858 হামদানী কোঠি,, রিদগঞ্জ,, থানা - কোতয়ালী,, অযোদ্ধা।।
৪) দীপক কুমার গৌড় ওরফে গুজন,, পিতা রাজেন্দ্র কুমার গৌড়,,8-10/54,, কোতোয়ালি মুরাওয়ান,, অযোদ্ধা।।
৫) ব্রিজেশ পান্ডে,, পিতা - হরিশ চন্দ্র পান্ডে,, আমানি কলোনি,, কুমার মান্ডি,, অযোদ্ধা।।
৬) শত্রুঘ্ন প্রজাপতি,, পিতা - রামপ্রসাদ প্রজাপতি,, 1/8/31 সাহাদাত গজ্ঞ,, অযোদ্ধা ক্যান্টনমেন্ট,, অযোদ্ধা।।
অভিযুক্তদের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় যুবক রয়েছে,, পুলিশের অনুমান,, তিনি বহিরাগত,, তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।।
অযোদ্ধা পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,, বেশকিছু বহিরাগত এবং স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী মিলে বড়ো ধরনের কোনো দাঙ্গা বাধানোর পরিকল্পনা নিয়েছিল।। তাদের উদ্দেশ্য ছিলো,, যে কোনো ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তেজিত এবং প্ররোচিত করে,, বড়ো ধরনের দাঙ্গা বাধিয়ে দেওয়া।।
আপাতত ধৃতদের বিরুদ্ধে ধারা 295,, 295 A,, 303,,304,,305,,307-সহ অরো অন্যান্য ধারায় মামলা দেওয়া হয়েছে।। তাদের জিজ্ঞাসাবাদ করে,, বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন,, জেলা প্রসাশন।।
পুলিশ জানিয়েছে মহেশ কুমার মিশ্র ঘটনার মাষ্টার মাইন্ড।। ব্রীজেশ পান্ডের বাড়িতে গোপন মিটিং করে,, দাঙ্গা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।। লালবাগের আশীর্বাদ ফ্রেক্স হতে বিভিন্ন উস্কানিমূলক ফ্লেক্স এবং লিফলেট ছাপানো হয়।। এছাড়া রফিক বুক ষ্টোর থেকে দুটো কোরআন,, এবং পাম্মি ক্যাপ হাউস থেকে সাদা রঙের শতাধিক মুসলিম নামাজ টুপি কেনা হয়েছে।।
শ্রী দেবেন্দ্র সিং,, অরুণ প্রতাপ সিং,, রতন কুমার শর্মা,, আদিল আহমেদ,, আশীষ চন্দ্র ত্রিপাঠী,, অবিনাশ প্রতাপ সিং,, রাজেশ কুমার যাদব,, শিবানন্দ যাদব,, এবং,, শ্রী জিতেন্দ্র বাহাদুরের মতো যোগ্য পুলিশ কর্তাদের নিয়ে গঠন করা টিমের হাতে,, এই ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে।।।
★★★★
দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণীর ঘৃণ্য মানসিকতা সম্পন্ন মানুষ,, চক্রান্ত করে,, যে কোনো ভাবে দাঙ্গা বাধিয়ে,, গোটা দেশের পরিবেশ বিষাক্ত করে দিতে চাইছে।।
এতবড় একটা ঘটনা ঘটে গেলো,, অথচ দেশের মেইনষ্ট্রীম মিডিয়ায় কোনো আলোচনা নেই!!
সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত,, আইন এবং প্রসাশনের সাহায্য নিয়ে,, এদের সমস্ত চক্রান্ত ব্যার্থ করে,, দেশে শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখা।। সমাজের এই সমস্ত নিকৃষ্ট মানুষগুলোর চক্রান্ত,,অহিংসার পথেই রুখে দিতে হবে।।
❤️❤️❤️❤️
সূত্র -" #বিজয়_শংকর_সিংহ।।
IPS- Rtd,, অযোদ্ধা- উঃ প্রদেশ।।
আলম মিদ্দে