Din Raat Star News

Din Raat Star News ।। এটি দিনরাত স্টার নিউজ এর নতুন পেজ ।।

27/05/2024

বারোমাসি নতুন প্রজাতির কাটিমন আম এবারে চাষ মালদায়।

বারোমাসি নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী। বারোমাসি আম বলতে যা বোঝাই, কাটিমন তার আলাদা। বারোমাসি আমে দেখা গেছে বছরে দু’‌বার আম পাওয়া যায়। কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সবদিনই গাছে আম পাওয়া যায়।

26/05/2024

রেল লাইনের থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ।
নবদ্বীপ ধাম রেল স্টেশন এর কাছে রেল লাইনের থেকে উদ্ধার এক সিভিক ভলেন্টিয়ারের দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

রেল লাইন থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল আনুমানিক ন" টা নাগাদ নদীয়ার নবদ্বীপ ধাম রেল স্টেশন সংগ্লগ্ন রেললাইনে।

20/05/2024

দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়।

আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে।

18/05/2024

তারাপীঠের এক হোটেল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল হোটেলের যাত্রীরা। মারধরে গুরুতর জখম হোটেলের মালিক। মারধরের ঘটনা ধরা পড়ল সিসি টিভি ক্যামেরায়। ঘটনায় দুই যাত্রীকে আটক করেছে তারাপীঠ থানার পুলিশ।
বীরভূমের তারাপীঠ থানার অদূরে একটি বেসরকারি হোটেলে আজ সকালে সাতটি রুম ভাড়া নেন দিল্লির কয়েকজন।

14/05/2024

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ,
বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয় বারবার নির্বাচন কমিশনের কাছে নরেন্দ্র মোদিকে নিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করার পরেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

10/05/2024

পুলিশ বেশি প্রভুভক্তি দেখালে শুধু বলবো না। থানা জ্যাম করে রেখে দবো। পুলিশ পুলিশের কাজ করুক। আমরা আমাদের কাজ করছি। পুলিশ যদি রাজনীতি করতে আসে তাহলে তার মোকাবিলা রাজনৈতিকভাবেই করবো।
শুক্রবার বর্ধমানের রায়নগরে প্রাতঃভ্রমনে এসে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনি মন্তব্য করলেন, বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ।

06/05/2024

বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম! তবে কোথায় রয়েছে এই গ্রামটি? কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে, জানাবো আপনাদের। আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা, এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের। আগামী ১৩ ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ। এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি চাইছেন তারা? কি চায় গ্রামের মানুষ? শোনাবো আপনাদের।

01/05/2024

রাজনগর ব্লকের এগারোটি জায়গায় বুধবার নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
আগামী ১৩ই মে বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচিত হয়েছেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায়। অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগর ব্লকেও তিনি প্রচার করলেন।

28/04/2024

শাহনাওয়াজ আলী রেইহান সমর্থনে মালদার সুজাপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি

26/04/2024

দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউসিং কলোনিতে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।

25/04/2024

নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ।

বারুইপুরের খিরিশতলা এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সইদুল সরদার। তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায়। অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান সাটার এবং ছটি লাইভ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ।

24/04/2024

বিজেপির জেলা নেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ির প্রাণনাশের চেষ্টা। প্রাণনাশের চেষ্টায় তার গাড়িতে প্রাণঘাতী হামলার অভিযোগ। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে তিনি রক্ষা পেলেও, দুষ্কৃতীদের লোহার রডের আঘাতে তার গাড়ির এক সাইডের লুকিং গ্লাস ভেঙে যায়।

23/04/2024

মালদা জেলার গাজোলে লোকসভা নির্বাচনে কে কেন্দ্র করে উত্তর মালদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু সমর্থনে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী সভা করবেন মালদার গাজোল হাই স্কুল ফুটবল ময়দানে । তাই এদিন জোর কদমে চলছে প্যান্ডেল ও ইস্টেট বানানোর কাজ প্রস্তুতি তুঙ্গে । একদিকে প্যান্ডেলের খুঁটি গাড়ছেন একদিকে মঞ্চ তৈরীর কাজ চলছে ।

22/04/2024

সাতসকালে আগুন পুড়ে ছাই কুড়িটি দিনমজুরের বাড়ি,সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে নদীর পাড়ে বসবাস শুরু করেছে পরিবারগুলি
সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবার এর বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়।ঘটনার জেরে বাড়িঘর, আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনের পুড়ে ছাই হয়ে গিয়েছে।

20/04/2024

শনিবার সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ সাঁইথিয়ার কলেজ রোডে এক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হল এক মহিলা, আর শনিবার রাত্রি নটা নাগাদ সমাজ মাধ্যমে ভাইরাল হল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে

17/04/2024

জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সঙ্গে ব্লক সভাপতি গৌতম ঘোষ।

16/04/2024

কখনো হুট খোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে , লক্ষীর ভান্ডার কোলে নিয়ে মহিলাদের সঙ্গে নিত্য আবার কখনো মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললো সুজাতা মন্ডল,

15/04/2024

মালদার হরিশ্চন্দ্রপুর এ নাকা চেকিং এর সময় ভালুকা ফাঁড়ির পুলিশের হাতে ৩১৪ বোতল ফেনসিডিল ধরা পড়লো। আর এই ফেনসিডিল পাচার করতে গিয়ে ধৃত ২ পাচারকারী। দুই পাচারকারীর নাম বিজয় কুমার সাহা(৪৫), বাড়ি ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। অন্যজন সেতাব উদ্দিন (৩০), তার বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়।

13/04/2024

জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা পুনরায় ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান বিগত পাঁচ বছরে কি কি করেছেন এক ঝলক দেখে নেওয়া যাক !

12/04/2024

*বীরভূমের রাজনগর* রাজনগরের শাকির পাড়া গ্রামে ৫০টি পরিবার বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলো।
আগামী ১৩ই মে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে এই সব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সংগঠন আরো মজবুত হল বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

07/04/2024

*বাজ পড়ে ভেঙ্গে পড়ল ধর্মতলার মেট্রো মল*

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বর্জ্য বিদ্যুৎপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা ছিল প্রবল সেই অনুযায়ী কলকাতার আকাশ ছিল সারা দিন মেঘাচ্ছন্ন।

07/04/2024

জঙ্গিপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস কমিটির আয়োজকে।
খলিলুর রহমান সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা।
জঙ্গিপুর জনতার দরবার হইতে সরাসরি লাইভ।

06/04/2024

যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে কালি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

রাতের অন্ধকারে কালী লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেয়াল লিখনে। কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেয়াল লিখন এর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের।

03/04/2024
02/04/2024

লোকসভা নির্বাচনের পূর্বে গঙ্গারামপুরে শক্তি বৃদ্ধি বিজেপির, ৪০টি পরিবার যোগদান করল বিজেপিতে

গঙ্গারামপুরে শক্তি বৃদ্ধি বিজেপির। লোকসভা নির্বাচনের প্রাক্কালে গঙ্গারামপুরে ৪০টি পরিবারের বিজেপিতে যোগদান। মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল ছেঁড়ে গঙ্গারামপুর কালিতলায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে গঙ্গারামপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৪০টি পরিবার বিজেপিতে যোগদান করল।

01/04/2024

জাল যেন পিছু ছাড়ছে না শিক্ষকের পর গ্রেফতার শিক্ষা কর্মী কেরানিক।

জাল শিক্ষকের পর এবার জাল শিক্ষাকর্মী কেরানিক গ্রেপ্তার।
শিক্ষক দূর্নীতি ও জাল শিক্ষক চক্র যেন পিছু ছাড়ছেনা মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুল কে। জাল করে শিক্ষক নিয়োগ কান্ডে গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিষ তেওয়ারি ও তার ছেলে গ্রেপ্তার হয়েছে এর আগেই। জামিন মুক্তি পেয়েছেন প্রধান শিক্ষক।

Address

Dhuliyan
Dhulian

Telephone

+919064021020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Raat Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share