Tripura Blind Cricket

Tripura Blind Cricket Blind cricket team Tripura

30/04/2024
29/04/2024

KG to PG প্রায় 20 বছর, খেয়ে-না খেয়ে, সব শখ-আহল্লাদ ত্যাগ করে, কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে, কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে, পড়াশুনো করলাম। সমস্ত গতানুগতিক শিক্ষার গন্ডি পেরিয়ে চার-চারটে ডিগ্রীর (MP, HS, BA, MA) পর জানানো হল, এই 20 বছর ধরে যে পড়াশোনা করেছো তা তোমাকে যোগ্য করে তোলেনি। তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে তোমাকে আরও 2 বছরের DlEd বা BEd করতে হবে। যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে আরও 5-7 বছর নষ্ট করে MPhil, PhD করতে হবে। তারপর NET, SET, GATE ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।

কথামতো BEd, MPhil, PhD করার পরে যখন চাকরি চাইতে গেলে, তখন দেখলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে। বুঝলে শিক্ষকতার লাইনে আর কিছু হবে না। তাই ভাবলে বিকল্প কিছুর চেষ্টা করি। মানে UPSC, WBCS, SSC, BANK, RAIL ও Other Competitive Exam।

সেদিকে পা বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে প্রথম 15 বছরে (UP to MP) যা কিছু শিখিয়েছিল, পরবর্তী 7-8 বছরে (HS, BA, MA, MPhil, PhD) সে সব কিছুই ভুলিয়ে দিয়েছে। কাজেই এখন সেই Competitive Exam এর জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজ, সংস্কৃতি সবকিছুই পড়তে হবে।

তোমার বিগত 20-25 বছরের শিক্ষাজীবন আজ একটা সামান্য ক্লার্কের জন্যও তোমাকে তৈরী করতে পারেনি। তাহলে সেই শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায়? কেন এতবছর পড়াশুনা করার পরেও আবার আলাদা করে চাকরির প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিলো অথচ কোনো কিছুর জন্যই যোগ্য করে তুলতে পারলো না?

সেই সার্টিফিকেটগুলো এখন কি শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো? প্রশ্ন থেকেই যায়..

সৌজন্যে : স্বর্ণ কমল কর্মকার।

57- Jubarajnagar, Uptakhali 33no vote, Indian Amry Jindabad,,,,,
28/04/2024

57- Jubarajnagar, Uptakhali 33no vote, Indian Amry Jindabad,,,,,

10/04/2024
10/04/2024

Win -Anamika Store, Uptakhali

Admission notice for B.ed
08/03/2024

Admission notice for B.ed

01/03/2024

Starting 7th March 2024

Uptakhali bazar
01/03/2024

Uptakhali bazar

16/02/2024

📢💥 এবার শুধু প্রাথমিক ও উচ্চপ্রাথমিকেই নয়, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগেও দিতে হবে টেট। আপনারা সকলেই জানেন প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হত টেট পরীক্ষা (TET বা Teacher eligibility Test)। এতদিন পর্যন্ত এই প্রথাই প্রচলিত ছিল। কিন্তু এই নিয়মের বদল আনা হচ্ছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় আমূল বদল আনছে NCTE । এখন থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগেও দিতে হবে টেট। 2020 শিক্ষানীতিকে মাথায় রেখে CBSE এবং NCTE এর ১দিনের জাতীয় কনফারেন্সে এমনই একটা প্রস্তাবকে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

➤১. মোট কত নম্বরের টেট হবে?

☞নবম থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত টেট পরীক্ষার মোট নম্বর ধার্য করা হয়েছে ১৮০

➤২. নূন্যতম কত নম্বর পেলে টেট উত্তীর্ণ হওয়া যাবে?

☞মোট ১৮০ নম্বরের টেটের মধ্যে সাধারণ প্রার্থীদের (General Candidates) নুন্যতম ৬০ % নম্বর অর্থাৎ ১০৮ নম্বর পেতে হবে। এবং SC,ST,PH প্রার্থীদের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। SC,ST,OBC,PH প্রার্থীদের ৫৫% অর্থাৎ ৯৯ নম্বর পেলেই টেট উত্তীর্ণ হসাবে ধরে নেওয়া হবে।

➤৩. প্রতিটি পার্টে নূন্যতম কত নম্বর করে পেতে হবে?

☞এক্ষেত্রে একটি বাধাধরা নিয়ম রয়েছে। টেট পরীক্ষার প্রতিটি পার্টে নুন্যতপক্ষে ৪০% করে নম্বর পেতেই হবে সকলকে। অর্থাৎ যদি একটি উদাহরণ দিয়ে বলি। ধরুন কোনো একটি পার্টের মোট নম্বর রয়েছে ৫০, তাহলে আপনাকে ওই পার্টে ২০ পেতেই হবে। এবং এই নিয়ম সকল ধরনের প্রার্থীর ক্ষেত্রে (General, SC,ST,OBC,PH) প্রযোজ্য।

➤৪. প্রশ্নের ধারা ও মান কেমন হবে?

☞১৮০ নম্বরের জন্য ১৮০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান এক। প্রশ্নগুলি হবে MCQ ধাঁচে। কোনো প্রকার নেগেটিভ মার্ক থাকবে না।

➤৫. টেট সার্টিফিকেটের বৈধতা কত বছরের?

☞আপনি যদি একবার টেট উত্তীর্ণ হন তাহলে তার বৈধতা থাকবে সারা জীবন। এখানে বলে রাখা ভালো, টেট পরীক্ষা দেওয়ার কোনো রকম।

➤৬. টেট উত্তীর্ণ হয়ে গেলেই কি শিক্ষকতার চাকরি নিশ্চিত হবে?

☞এই বিষয়ে জানিয়ে রাখি, না সেরকম কিছুই না। কারণ মনে রাখবেন “Tet (Secondary & Senior Secondary Level) is Not a Test for Recruitment” অর্থাৎ টেট কোনো নিয়োগের পরীক্ষা নয়। এটি কেবল শিক্ষক হওয়ার একটি যোগ্যতা নির্ধারক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে আপনার বিষয় ভিত্তিক পরীক্ষা দিয়ে তবেই আপনি শিক্ষক হওয়ার নিয়োগপত্র হাতে পাবেন।

➤৭. যোগ্যতা

☞টেট পরীক্ষায় বসার জন্য যোগ্যতা কেমন লাগে সেটি এক নজরে দেখে নেওয়া যাক-

✪➤(i) নবম থেকে দশম শ্রেণির ক্ষেত্রে (Secondary Level Tet)

☞(ক) Bachelor of Education (B.Ed) with Pedagogy of two school Subject

অথবা

☞(খ) Four year integrated BA,B.Ed, B.sc. B.Ed, B.A.Ed, B.sc.Ed or an equivalent programme with pedagogy of two school Subject

✪➤(ii) একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে (Senior Secondary Level Tet)

☞(ক) Master Degree in a school Subject

অথবা

☞(খ) Bachelor of Education (B.Ed) with Pedagogy of the concerned school subject

অথবা

☞(গ) Four year integrated BA,B.Ed, B.sc. B.Ed, B.A.Ed, B.sc.Ed or an equivalent programme with pedagogy of two school Subject

অথবা

☞(ঘ) M.sc.Ed or Equivalent.

➤৮. সিলেবাস ও নম্বর বিভাজন

✪➤(i) নবম-দশম শ্রেণির জন্য-

☞ মাধ্যমিক স্তরের শিক্ষন- শিখন সংক্রান্ত ৪০ নম্বরের প্রশ্ন।

✪প্রথম ভাষা থেকে- ২০ নম্বর

✪দ্বিতীয় ভাষা থেকে ২০ নম্বর

✪শিক্ষা সংক্রান্ত মূল্যায়ন বিষয়ে থাকবে ২০ নম্বর

✪➤নবম-দশম শ্রেণীর টেটের নম্বর বিভাজন

✪ যেকোনো দুটি বিষরের ওপর পেডাগগির প্রশ্ন ও বিষয় ভিত্তিক প্রশ্ন থাকবে মোট ৮০ টি ৮০ নম্বর।

✪ বিজ্ঞান বিভাগের ক্ষেরে মোট চারটি বিষয় থাকবে যথা- গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা ও রসায়ন। এই চারটির মধ্যে আপনাকে যেকোনো দুটি পছন্দ করে নিতে হবে।


✪কলা বিভাগের ক্ষেত্রে চারটি বিষয় হল- বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল। এই চারটি থেকে যেকোনো দুটি পছন্দ করে নিতে হবে।

✪যে দুটি বিষয় পছন্দ করলেন, সেই দুটি বিষয় থেকে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে (২৪+২৪)=৪৮ নম্বর থাকবে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক প্রশ্ন এবং বাকি (১৬+১৬)=৩২ নম্বর থাকবে ওই দুইটি বিষয়ের পেডাগজি সংক্রান্ত প্রশ্ন।

✪➤(i) একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য-

☞ উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষন- শিখন সংক্রান্ত ৫০ নম্বর

✪ প্রথম ভাষা থেকে ২০

✪ দ্বিতীয় ভাষা থেকে ২০ নম্বর

✪➤একাদশ-দ্বাদশ শ্রেণীর এট পরীক্ষার নম্বর বিভাজন

✪শিক্ষা সংক্রান্ত মূল্যায়ন বিষয়ে থাকবে ২০ নম্বর

✪একাদশ-দ্বাদশ শ্রেণিতে একটি বিষয় বাছতে হবে। সেখান থেকে পেডাগগি এবং বিষয় ভিত্তিক প্রশ্ন থাকবে।

✪সংশ্লিষ্ট একটি বিষয় থেকে মোট ৭০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর মধ্যে ৪২ নম্বর থাকবে সংশ্লিষ্ট বিষয়ের বিষয় ভিত্তিক প্রশ্ন এবং বাকি ২৮ নম্বর থাকবে ওই বিষয়ের পেডাগগি বিভাগ থেকে।

✪➤ বিঃদ্রঃ- এই গাইডলাইনসটি এখনও চূড়ান্ত নয়,এটি ৪/৫ বছর আগের NCTE এরই গাইডালাইনস,তাই এই বিষয়ে চূড়ান্ত গাইডলাইনস এবং অফিসিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। একটা প্রাথমিক ধারনা তৈরির জন্য পোষ্ট করা হল।

New rules NCTE
15/02/2024

New rules NCTE

Uptakhali colony S B school
07/02/2024

Uptakhali colony S B school

Joy shree Ram
22/01/2024

Joy shree Ram

19/01/2024

মানুষ হয়ে মানুষের উপর এরকম শাস্তি কিভাবে সম্ভব
ধর্মনগরে ব্লেড দিয়ে কেটে যুবকের পিঠে লবণ লঙ্কাগুঁড়ো ঢেলে অত্যাচার। হ্যাঁ দোষ করেছে শাস্তি দেওয়া ঠিক আইন আছে তার জন্য কি এরকম ভাবে শাস্তি এটা উচিত হয়নি দোষীদের তার চেয়ে কঠোর শাস্তি দেওয়া হোক

09/01/2024

Thank you sir

27/12/2023

Tripura vs Assam

2024 Madhyamik and H.S exam Routine
27/12/2023

2024 Madhyamik and H.S exam Routine

Agartala Swami Vivekananda ground
26/12/2023

Agartala Swami Vivekananda ground

Dhamanagar e Nagesh Trophy 🏆
25/12/2023

Dhamanagar e Nagesh Trophy 🏆

23/12/2023

খেলো dharmanagar

Address

Dharmanagar
799260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Blind Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripura Blind Cricket:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dharmanagar

Show All