29/04/2024
KG to PG প্রায় 20 বছর, খেয়ে-না খেয়ে, সব শখ-আহল্লাদ ত্যাগ করে, কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে, কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে, পড়াশুনো করলাম। সমস্ত গতানুগতিক শিক্ষার গন্ডি পেরিয়ে চার-চারটে ডিগ্রীর (MP, HS, BA, MA) পর জানানো হল, এই 20 বছর ধরে যে পড়াশোনা করেছো তা তোমাকে যোগ্য করে তোলেনি। তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে তোমাকে আরও 2 বছরের DlEd বা BEd করতে হবে। যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে আরও 5-7 বছর নষ্ট করে MPhil, PhD করতে হবে। তারপর NET, SET, GATE ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
কথামতো BEd, MPhil, PhD করার পরে যখন চাকরি চাইতে গেলে, তখন দেখলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে। বুঝলে শিক্ষকতার লাইনে আর কিছু হবে না। তাই ভাবলে বিকল্প কিছুর চেষ্টা করি। মানে UPSC, WBCS, SSC, BANK, RAIL ও Other Competitive Exam।
সেদিকে পা বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে প্রথম 15 বছরে (UP to MP) যা কিছু শিখিয়েছিল, পরবর্তী 7-8 বছরে (HS, BA, MA, MPhil, PhD) সে সব কিছুই ভুলিয়ে দিয়েছে। কাজেই এখন সেই Competitive Exam এর জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজ, সংস্কৃতি সবকিছুই পড়তে হবে।
তোমার বিগত 20-25 বছরের শিক্ষাজীবন আজ একটা সামান্য ক্লার্কের জন্যও তোমাকে তৈরী করতে পারেনি। তাহলে সেই শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায়? কেন এতবছর পড়াশুনা করার পরেও আবার আলাদা করে চাকরির প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিলো অথচ কোনো কিছুর জন্যই যোগ্য করে তুলতে পারলো না?
সেই সার্টিফিকেটগুলো এখন কি শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো? প্রশ্ন থেকেই যায়..
সৌজন্যে : স্বর্ণ কমল কর্মকার।