কোরআন ও হাদিসের বানি

কোরআন ও হাদিসের বানি আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করে গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম আল হাদিস

02/02/2024

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে 'জুমুআর নামাজের একটি সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমুআর দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও।

25/01/2024
24/01/2024

সে মুমিন নয় যে নিজের পেট ভরে খায় এবং পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে

আল হাদিস

বাবরি মসজিদ 💔ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম,যদি আমার পেইজটি বেঁচে থাকে,তাহলে পরবর্তী প্রজন্ম মানুষ দেখবে..!🙂 #বাবরি_মস...
22/01/2024

বাবরি মসজিদ 💔
ফটোগুলো স্মৃতি হিসাবে রেখে দিলাম,
যদি আমার পেইজটি বেঁচে থাকে,
তাহলে পরবর্তী প্রজন্ম মানুষ দেখবে..!🙂

#বাবরি_মসজিদ_সৌন্দর্য🥀

20/01/2024

ভদ্রলোক জ্ঞান অর্জন করে
নম্র ভদ্র ও বিনয়ী হয়
এবং ইতর ও অভদ্র লোক জ্ঞান অর্জন করে অহংকারী হয়

13/01/2024

রজব মাস প্রবেশ করলে প্রিয় নবীজি (ﷺ) এই দোয়াটি পাঠ করতেন,
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ: “আল্লা-হুম্মা বা-রিক লানা ফী রাজাবা ওয়া শা'বানা ও বাল্লিগনা রামা্দ্বান।”
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাদ্বান পর্যন্ত পৌঁছিয়ে দাও।”

(মুসনাদ আহমাদ, শুয়াবুল ঈমান)

পেইজটি ফলো আমাদের সাথে থাকুন
12/01/2024

পেইজটি ফলো আমাদের সাথে থাকুন

১/১ / ২০২৪ স্মৃতির জন্য রেকেদিলাম বন্ধুদের কে নিয়ে
01/01/2024

১/১ / ২০২৪ স্মৃতির জন্য রেকেদিলাম বন্ধুদের কে নিয়ে

29/12/2023

আজ মুমিনদের ঈদের দিন
পবিত্র জুম্মা মোবারক

20/09/2023

#ঈদে_মিলাদুন্নবীর_ইতিহাস

১. হযরত আল্লামা মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাইহি বর্ননা করেন -
“ মদিনাবাসী ঈদে মিলাদুন্নবীতে খুবই আগ্রহ ,উৎসাহ ও আনন্দের সহিত এ দিবস উদযাপন করতেন “।
মাওরিদ আর রাওয়ী ফি মাওলিদ আন নাবী – পৃ-২৯
২. হযরত ইবনে যাওজী রহমতুল্লাহি আলাইহি বলেন –
"হারামাইন শরীফাইন এর (মক্কা ও মদিনা) , মিসর , ইয়েমেন ও সিরিয়ার এবং আরব এর পূর্ব ও পশ্চিম জনপদের অধিবাসীরা, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম উদযাপন করতেন। তাঁরা রবিউল আওয়াল এর চাঁদ দেখা আনন্দিত হতেন , গোসল করতেন এবং তাঁরা সুন্দর পোষাক পরিধান করতেন , সুগন্ধী মাখতেন দান করতেন এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিভিন্ন বিষয় শুনে জাহির করতেন। ঈদে মিলাদুন্নবি পালন করে করে যে নিরাপত্তা ও স্বস্থি , জীবিকার মানোন্নয়ন , শিশু ও সম্পদ বৃদ্ধি এবং শহরের শান্তি ও তাদের সাফল্য লাভ হয়েছে তা প্রকাশ করতেন।

তাফসীরে রুহুল বয়ান – আল্লামা ইসলাইল হিক্কি ( ভলিউম ৯ ,পৃ ৫৬ )

আদ দুররুল মুনাজ্জাম পৃ ১০০/১০১
আল মিলাদুন্নবি ,পৃ ৫৮
৩. আজ থেকে ৭০০ বছর পুর্বে জড়ো হয়ে ঈদে মিলাদুন্নবি পালন হত । ওমর বিন মুল্লা মুহম্মদ মউসুলি রহমতুল্লাহি আলাইহি এ দিবসকে নিয়মিতভাবে এবং আনুষ্ঠানিকভাবে জারী রাখার প্রচলন চালু করেন । উনার অনুসরনে ইসলামের অমর সিপাহসালার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তাঁর বোনজামাই আরবলের বাদশাহ মালিক আবু সাঈদ মুজাফফর আল দীন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবি অনুষ্ঠান পালন প্রচলন করেন । ( তাঁরা রাষ্ট্রীয়ভাবে প্রথম করেছেন কিন্তু তাঁর পুর্ব থেকেও ঈদে মিলাদুন্নবি পালন হত )
'তারিখ-ই-মারাত আয জামান'' এর মতে ঐ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরছ করা হত । হিজরি ৭ম শতকের শুরুতে সে যুগের বিখ্যাত ওলামা ও প্রসিদ্ধ ফোজালাগণের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আবুল খাত্তাব উমর বিন হাসান দাওহিয়া ক্বলবী রহমতুল্লাহি আলাইহি ঈদে মিলাদুন্নবির উপর একটি বই লিখেন যার নাম দেন ‘আত-তানভির ফি মাওলিদিল সিরাজ আন নাজির। তিনি বাদশাহকে এই বই উপহার প্রদান করেন। তিনি নিজে গ্রন্থখানা পাঠ করে বাদশাহকে শুনান। বাদশাহ প্রীত হয়ে তাঁকে এক হাজার স্বর্ণমুদ্রা উপহার দেন।“
শুধু আরবলের বাদশাহ কিংবা মিশরের সুলতান নন , সুলতান আবু হামু মুসা তালামসানী এবং পুর্বেকার আন্দালুস ও আকসার শাসকেরা ঈদে মিলাদুন্নবি পালন করতেন। এ দিবসে উনারা হাজার হাজার স্বর্নমুদ্রা ব্যয় করতেন। আল্লামা ইবনে জুজরী রহমতুল্লাহি আলাইহি এর সাক্ষী ছিলেন। আবদুল্লাহ তন্সী সুম্মা তালামসানী এ উদযাপনের উপর বিস্তারিত একটি বই লিখেছেন যার নাম দিয়েছেন “ রাহ আল আরওয়াহ “
রেফারেন্স –
১. সুবুল আল হুদা ওয়ার রিশাদ ফি সিরাহ খায়ের আল-ইবাদ – মুহব্বদ বিন আলী ইউসুফ দামিশকি
২. আদ – দূরর আল – মুনাজ্জাম ফি হুকমী মাওলিদিন নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩. আনওয়ার আস সাতিয়া ১৩০৭ হিজরি , পৃ ২৬১ ,
৪. “ফয়ূযুল হারামাইন” কিতাবে শাহ ওয়ালী উল্লাহ মোহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহে আলাইহি আরো বলেনঃ
“আমি এর পূর্বে মক্কা মু’আযযামায় বেলাদত শরীফের বরকতময় ঘরে উপস্থিত ছিলাম। আর সেখানে লোকজন সমবেত হয়ে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর একত্রে দরুদ শরীফ পাঠা করছিলেন। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুভাগমনের সময় সংঘটিত অলৌকিক ঘটনাবলী ও তার নবুয়ত প্রকাশের পূর্বে সংঘটিত ঘটনাবলী আলোচনা করছিলেন। তারপর আমি সেখানে এক মিশ্র নূরের ঝলক প্রত্যক্ষ করলাম। আমি বলতে পারিনি যে, এ নূরগুলো চর্মচক্ষে দেখেছিলাম এবং এটাও বলতে পারি না যে, এগুলো কেবল মাত্র অন্তর চক্ষুতে দেখেছিলাম। এ দুটোর মধ্যে প্রকৃত ব্যাপার কি ছিল, তা আল্লাহ পাকই ভাল জানেন। অতঃপর আমি গভীরভাবে চিন্তা করলাম এবং উপলব্ধি করতে পারলাম যে, এই নূর বা জ্যোতি ঐ সব ফিরিশতার, যারা এ ধরণের মজলিস ও উল্লেখযোগ্য (ধর্মীয়) স্থানসমূহে (জ্যোতি বিকিরণের জন্য) নিয়োজিত থাকেন। আমার অভিমত হল সেখানে ফিরিশতাদের নূর ও রহমতের নূরের সংমিশ্রণ ঘটেছে”।
ফয়ূযুল হারামাইন

দরিদ্রদের রোজগারের উপকরণ দান করুন, অন্ধ-আতুর অসহায়ের পাশে দাঁড়ান, সেটাই হবে কল্যাণের পথ,,,প্রিয় রাহবার  হযরত আল্লামা ইমা...
13/09/2023

দরিদ্রদের রোজগারের উপকরণ দান করুন, অন্ধ-আতুর অসহায়ের পাশে দাঁড়ান, সেটাই হবে কল্যাণের পথ,,,

প্রিয় রাহবার হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী (মাঃ জিঃ আঃ)--------❤️

তোমাদেরকে আমার অনেক মনে পড়তেছে
09/09/2023

তোমাদেরকে আমার অনেক মনে পড়তেছে

03/09/2023

প্রশ্ন
হজরত আবু বকর রাঃ এর মায়ের নাম কি ছিল ।

29/08/2023

কাউকে ভালোবাসা কঠিন নয়
কঠিন হলো
কারো মনে ভালোবাসা সৃষ্টি করা

Address

Dharmanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন ও হাদিসের বানি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creators in Dharmanagar

Show All

You may also like