কোরআন ও হাদিসের বানি

কোরআন ও হাদিসের বানি আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করে গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম আল হাদিস

জুম্মা মোবারক
24/01/2025

জুম্মা মোবারক

15/11/2024

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! তুমি যত দিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি তত দিন তোমার গুনাহ মাফ করতে থাকব, তুমি যা-ই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব।’ (সুনানে তিরমিজি

10/10/2024

আয়াতুল কুরসি পাঠ
আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনও অন্তরায় থাকবে না

আয়াতুল কুরসি

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া: আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা তিনবার নিম্নের দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন

দোয়াটি হলো

رَضِيتُ باللهِ رَبَّاً، وَبِالْإِسْلَامِ دِيناً، وَبِمُحَمَّدٍ نَبِيَّاً

05/10/2024

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بضع وَسَبْعُونَ شُعْبَة فأفضلها: قَول لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا: إِمَاطَةُ الْأَذَى عَن الطَّرِيق والحياة شُعْبَة من الايمان
হাদিসের তরজমা= হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "ঈমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে, যার মধ্যে সর্বোত্তম শাখা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।" আর সর্বনিম্ন হলো কষ্টদায়ক জিনিসকে পথ থেকে সরিয়ে দেওয়া এবং বিনয়ও ঈমানের একটি শাখা।

03/10/2024

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ خَيْرُ يَوْمٍ طَلَعَتْ فِيهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، ‏‏‏‏‏‏فِيهِ خُلِقَ آدَمُ، ‏‏‏‏‏‏وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، ‏‏‏‏‏‏وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، ‏‏‏‏‏‏وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ قَالَ:‏‏‏‏ وَفِي الْبَاب عَنْ أَبِي لُبَابَةَ،‏‏‏‏ وَسَلْمَانَ،‏‏‏‏ وَأَبِي ذَرٍّ،‏‏‏‏ وَسَعْدِ بْنِ عُبَادَةَ،‏‏‏‏ وَأَوْسِ بْنِ أَوْسٍ، ‏‏‏‏‏‏قَالَ أَبُو عِيسَى:‏‏‏‏ حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

হাদিসের তরজমা= রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হল শুক্রবার, যেদিন আদমকে সৃষ্টি করা হয়েছিল, সেদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, সেদিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। , এবং কিয়ামতও একই দিনে প্রতিষ্ঠিত হবে।
ইমাম তিরমিযী বলেনঃ আবু হুরায়রা (রাঃ) এর হাদীসটি সহীহ

25/09/2024
07/09/2024

হজরত আবু হুরায়রা (রাঃ) বলেন কয়েকজন সাহাবা রাসুলুল্লাহ সাঃ এর নিকট উপস্থিত হইয়া বলিলেন, আমদের অন্তরে এমন কিছু কল্পনা আসে যাহা মুখে উচ্চারণ করা আমার খুবই খারাপ মনে করি । রাসুলুল্লাহ (সাঃ) জিজ্ঞেস করলেন সেই সব কল্পনার কথা মুখে উচ্চারণ করিতে সত্যিই কি তোমাদের খারাপ লাগে ? তাহারা বলিলেন হ্যাঁ । রাসুলুল্লাহ (সাঃ) বলিলেন ইহাই ঈমান
( মুসলিম )

06/09/2024

প্রিয় নবী সাঃ ইরশাদ করেন
যে ব্যক্তি জুমুআর দিন আমার উপর দুরুদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করবো।

04/09/2024

আখেরী চারশম্বা অর্থাত সেষ বুধবার ।
১১ হিজরীর শুরুতেই মোহাম্মদ সাঃ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না । ২৮ সফর বুধবার তিনি সুস্থ হয়ে উঠেন দিনটি ছিল সফর মাসের সেষ বুধবার । এই দিনে কিছুটা সুস্থ বোধ করায় তিনি গোসল করেন এবং নামাজের ইমামতি করেন

18/08/2024

ঈমান কি
أبي امامة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم سأله رجل فقال يا رسول الله صلى الله عليه وسلم ماالايمان قال اذا سرتك حسنتك وساءتك سيءتك فأنت مؤمن
হজরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞাসা করিলেন ঈমান কি ? তিনি বলিলেন যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার মন্দ কাজ তোমাকে দুঃখ করে তবে তুমি মুমিন
(মোস্তাদরাকে হাকেম)

16/08/2024

আজ 16 আগষ্ট পবিত্র জুম্মা মোবারক

15/08/2024

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع و سبعون شعبة فافضلها قول لااله الاالله وادناها اماطة الاذى عن الطريق والحياء شعبة من الايمان
হজরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে রাসুল (সাঃ) বলেছেন ঈমানের সত্তরটির অধিক শাখা রহিয়াছে। এইসব শাখার মধ্যেই সবচেয়ে উত্তম শাখা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সবচেয়ে নীচু শাখা হইতেছে রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ইহা ছাড়া লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা
আল হাদিস

15/08/2024

মানব চরিত্রের সব চেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা।
এবং সব চেয়ে ভালো গুণটি হলো কমা করে দেওয়া

Address

Dharmanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন ও হাদিসের বানি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share