12/10/2017
আমরা মৈত্রীবার্তা ২০১৮ সংখ্যার কাজ শুরু করতে চলেছি |
মৈত্রীবার্তা উত্তরবঙ্গের একটি পত্রিকা যেটি রূপান্তরকামী ও প্রান্তিক লিঙ্গ/যৌনতার মানুষদের অধিকার এবং সামাজিক অস্তিত্বের কথা বলে | আমাদের পত্রিকার জন্য রূপান্তরকামী ও প্রান্তিক লিঙ্গ/যৌনতার মানুষদের সম্পর্কিত যে কোনো ধরনের লেখা পাঠাতে পারেন, তা গবেষণাভিত্তিক প্রবন্ধ, ছোটগল্প বা কবিতা, বিভিন্ন রূপ ও আকারে হতে পারে । এছাড়া আমরা বিভিন্ন আঞ্চলিক ভাষা আন্দোলন ও অধিকার ভিত্তিক আন্দোলন সম্পর্কিত লেখা নিতেও আগ্রহী |
আমাদের অনুরোধ যে এই ধরনের লেখা যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠান, এবং আপনার চেনা কোনো লেখক/লেখিকা জানা থাকলে তাঁদেরকেও জানান | লেখা পাঠাবার ঠিকানা – [email protected]/[email protected] । এছাড়া আমার ফেইসবুক ইনবক্সেও লেখা পাঠাতে পারেন | আপনারা যারা ইচ্ছুক তাঁরা আমার সাথে ইনবক্সে একটু যোগাযোগ করবেন ।
আমরা ডিসেম্বর মাসের মাঝামাঝির মধ্যে লেখা গ্রহণ করার প্রক্রিয়া শেষ করতে চাইছি |
ধন্যবাদান্তে,
মৈত্রীসংযোগ পরিবার
কোচবিহার