WB North News Live

WB North News Live it's a news � company update you �
North news live today..

05/04/2024

I love my India🇮🇳🇮🇳

15/12/2023
দিনহাটা বিধানসভার ভিলেজ ২ অঞ্চলের প্রাক্তন প্রধান বিনয় বর্মন সহ তিনজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও ২০০টি পরিবার তৃণমূল ছে...
04/12/2023

দিনহাটা বিধানসভার ভিলেজ ২ অঞ্চলের প্রাক্তন প্রধান বিনয় বর্মন সহ তিনজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও ২০০টি পরিবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করলেন।
সৌজন্যে বিজেপি

ভারত বনাম আফগানিস্তান, বিশ্বকাপ 2023 হাইলাইটস: রোহিতের টন, কোহলির ফিফটি IND কে AFG কে ক্লিনারদের কাছে নিয়ে যেতে সাহায্য...
11/10/2023

ভারত বনাম আফগানিস্তান, বিশ্বকাপ 2023 হাইলাইটস: রোহিতের টন, কোহলির ফিফটি IND কে AFG কে ক্লিনারদের কাছে নিয়ে যেতে সাহায্য করে

ভারত বনাম আফগানিস্তান, বিশ্বকাপ 2023 হাইলাইটস: রোহিত শর্মা মাত্র 84 বলে 131 রান করেছেন কারণ ভারত 15 ওভার বাকি থাকতে আফগানিস্তানকে 8 উইকেটে পরাজিত করেছে।

ভারত বনাম আফগানিস্তান, বিশ্বকাপ 2023 হাইলাইটস:রেকর্ডিং-ব্রেকিং সেঞ্চুরির পথে রোহিত শর্মা ক্লাস এবং কমনীয়তা ছড়িয়ে দিয়ে বুধবার এখানে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে আট উইকেটের জয়ে ভারতকে নেতৃত্ব দেয়। হাসমতুল্লাহ শাহিদির 80 এবং তরুণ আজমাতুল্লাহ ওমারাজাইয়ের 62 সাহসী আফগানিস্তান ব্যাটিং বেছে নেওয়ার পরে আট উইকেটে 272 রান করে। জসপ্রিত বুমরাহ চার উইকেট নেন এবং বিশ্বকাপের ম্যাচে তার সর্বকালের সেরা পরিসংখ্যান শেষ করেন। যদিও রোহিত যে প্রদর্শনী করেছিলেন, বিশেষ করে প্রথম 10 ওভারে এটির সমস্ত কিছুই ছাপিয়ে গিয়েছিল। তিনি শেষ পর্যন্ত 63 বলে তার সেঞ্চুরিতে পৌঁছেছেন, এইভাবে এটি বিশ্বকাপে ভারতীয়দের দ্বারা দ্রুততম সেঞ্চুরি হয়েছে। ব্যাটিং সৌন্দর্যে, ভারত অধিনায়ক রোহিত (84 বলে 131) অপ্রতিরোধ্য ছিলেন এবং তার ঈর্ষান্বিত স্ট্রোকের পরিসরকে ফ্লান্ট করেছিলেন। 63 বলে তার রেকর্ড সপ্তম বিশ্বকাপ সেঞ্চুরি ভারতকে 35 ওভারে লক্ষ্যমাত্রা পেতে সাহায্য করেছিল।

WB North news live;সূর্যের দিকে যেতে যেতে নিজস্বী তুলল আদিত্য-এল১, ক্যামেরাবন্দি পৃথিবী, চাঁদওআদিত্য-এল১-এর ক্যামেরায় তো...
09/09/2023

WB North news live;সূর্যের দিকে যেতে যেতে নিজস্বী তুলল আদিত্য-এল১, ক্যামেরাবন্দি পৃথিবী, চাঁদও
আদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। তাতে সৌরযানের পাশাপাশি, পৃথিবী এবং চাঁদকেও দেখা গিয়েছে।
সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১। ইসরো গত ২ সেপ্টেম্বর এই মহাকাশযানটির উৎক্ষেপণ করেছে। যাওয়ার পথে নিজস্বী তুলে দেখাল ইসরোর সৌরযান। তার ক্যামেরায় ধরা পড়ল পৃথিবী এবং চাঁদের ছবিও।Advertisementআদিত্য-এল১-এর ক্যামেরায় তোলা ছবি টুইট করে দেখিয়েছে ইসরো। ছবিটি তোলা হয়েছে গত ৪ সেপ্টেম্বর। সৌরযান নিজের যে ছবি তুলেছে, তাতে দু’টি পেলোড দেখা গিয়েছে। ভিইএলসি এবং এসইউআইটি পেলোডগুলি ধরা পড়েছে আদি

WB North news live; kolkata :পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। মনোনয়ন পর্ব থেকে বিভিন্...
09/07/2023

WB North news live; kolkata :পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। মনোনয়ন পর্ব থেকে বিভিন্ন জেলা থেকে হিংসার ঘটনার ছবি উঠে এসেছ। গুলি চলেছে, বোমা পড়েছে মুহুর্মুহু। ভোটের হিংসায় বলি হয়েছেন অনেকেই। শনিবার ভোটের দিনও একই ছবি দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে। সেইসঙ্গে বুথে বুথে দেদার ছাপ্পা ভোট পড়েছে, কোথাও কোথাও আবার ব্যালট বাক্স ভাঙচুর হয়েছে, কোথাও আবার ভোট বাক্সের সলিল সমাধি হয়েছে।সেইসব দেখে বোঝাই গিয়েছিল, এবার পুনর্নির্বাচনের (reelection in 700 booth) সংখ্যাটা খুব একটা কম হবে না।

শনিবার যে হিংসার ঘটনা ঘটেছে, রবিবারও অব্যাহত সেই একই ছবি। মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ভোটের দিনের হিংসার কারণে মৃত্যু হয়েছে ১৬ জনের! এবার যেসব বুথে হিংসা, ভোট লুঠের মতো ঘটনা ঘটেছে, সেইসব বুথে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত বুথে পুনর্নির্বাচন হবে?

আলিপুরদুয়ার: ১
বাঁকুড়া: ৮
বীরভূম: ১৪
কোচবিহার: এখনও জানায়নি
দক্ষিণ দিনাজপুর: ১৮
দার্জিলিং: ০
হুগলি: ২৯
হাওড়া: ৮
জলপাইগুড়ি: ১৪
ঝাড়গ্রাম: ০
কালিম্পং: ০
মালদহ: ১১২
মুর্শিদাবাদ: ১৭৫
নদিয়া: ৮৯
উত্তর ২৪ পরগনা: ৪৬
পশ্চিম বর্ধমান: ৬পশ্চিম মেদিনীপুর: ১০
পূর্ব বর্ধমান: ৩
পূর্ব মেদিনীপুর: ৩১
পুরুলিয়া: ৪
দক্ষিণ ২৪ পরগনা: ৩৬
উত্তর দিনাজপুর: এখনও কমিশন জানায়নি

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদে। আর সবচেয়ে কম পুনর্নির্বাচন হতে চলেছে আলিপুরদুয়ারে। মাত্র ১টি বুথে এখানে পুনর্নির্বাচন হবে। সেইসঙ্গে এই তালিকায় এমনও জেলা রয়েছে, যেখানে একটি বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না।

প্রশ্ন হচ্ছে, শনিবার ভোটের দিন যে পরিমাণ হিংসার ঘটনা ঘটেছিল, পুনর্নির্বাচনেও কি তাই হবে? নাকি সেদিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে পুনর্নির্বাচন উতরে দেবে কমিশন? এখন দেখার কী হয় পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনে।

WB North news live:kolkata:দুই তদন্তকারী সংস্থাই দিল্লিতে শাহি দরবারে আর্জি জানিয়েছে। সেই আর্জি মঞ্জুর হলেও হতে পারে। সে...
09/07/2023

WB North news live:kolkata:দুই তদন্তকারী সংস্থাই দিল্লিতে শাহি দরবারে আর্জি জানিয়েছে। সেই আর্জি মঞ্জুর হলেও হতে পারে। সেই দরবার থেকে সবুজ সঙ্কেত পেলেই দুই সংস্থাই ডেকে পাঠাবে বাংলার বিরোধী দলনেতাকে। ঠিক এই রকম অবস্থায় শনিবার বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন শুভেন্দু তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে(Nandigram) বসেই কার্যত বিজেপি(BJP) ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন সংবাদমাধ্যমের কাছে যা রাজ্য রাজনীতিতে একদিকে যেমন শোরগোল ফেলে দিয়েছে ঠিক তেমনি প্রশ্ন উঠে গিয়েছে, এবার তাহলে বিজেপি ছেড়ে কোথায় যেতে চান শুভেন্দু?
দুই তদন্তকারী সংস্থাই দিল্লিতে শাহি দরবারে আর্জি জানিয়েছে। সেই আর্জি মঞ্জুর হলেও হতে পারে। সেই দরবার থেকে সবুজ সঙ্কেত পেলেই দুই সংস্থাই ডেকে পাঠাবে বাংলার বিরোধী দলনেতাকে। ঠিক এই রকম অবস্থায় শনিবার বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন শুভেন্দু তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে(Nandigram) বসেই কার্যত বিজেপি(BJP) ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন সংবাদমাধ্যমের কাছে যা রাজ্য রাজনীতিতে একদিকে যেমন শোরগোল ফেলে দিয়েছে ঠিক তেমনি প্রশ্ন উঠে গিয়েছে, এবার তাহলে বিজেপি ছেড়ে কোথায় যেতে চান শুভেন্দু?ঠিক কী বলেছেন শুভেন্দু? নন্দীগ্রামে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের হানাহানি নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে তাঁর আক্রমণের নিশানা বানিয়েছেন রাজ্যের শাসক দল ও বাংলার মুখ্যমন্ত্রীকেও। সেই সূত্রেই কাঁদো কাঁদো মুখে বিধ্বস্ত অবস্থায় জানিয়েছেন, 'দিল্লির কে কি ভাববে, অন্যে কে কি বলবে, আমার জানার দরকার নেই। আমি মন্ত্রীত্ব ছেড়ে এখানে এসেছি। আমি একটা উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে এসেছি। আমার লক্ষ্যে আমি অবিচল থাকব। তার জন্য আমাকে যা করতে হয়, পতাকা নিয়ে, পতাকা ছেড়ে, আমি তা করব। বাংলা নিয়ে ভারত সরকারও ভাবছে কিনা আমি জানি না। রাজ্যপালও কিছু করেন না। ভারত সরকারের টাকা আমি এদের পেতে দেব না। ১০০ দিনের কাজের টাকা বন্ধ আছে। আবাসের এরা একটা টাকা পায় সেটা বন্ধ করব। সব বিডিও-রা জেলে যাবে। সব ডিএম জেলে যাবে।' তাঁর এই মন্তব্য শুনে ও দেখেই অনেকে মনে করছেন খুব শীঘ্রই বিজেপিতে শুভেন্দুর পর্ব ইতি হতে চলেছে বিজেপিতে। শুভেন্দু নিজেই সেটার ইঙ্গিত দিয়ে দিলেন। এদিন তিনি একবারের জন্যও বিজেপির নাম নেননি যা বড়সড় পদক্ষেপেরই ইঙ্গিত তুলে ধরছে।আগে তৃণমূলের তরফে অনেকেই দাবি করেছেন, শুভেন্দু বিজেপিতে গিয়েছেন নারদা সারদা কাণ্ডের হাত থেকে বাঁবার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুভেন্দুকে বাঁচাতে গিয়ে বিজেপির গায়ে বেশি করে কাদা লেগে যাচ্ছে। আদালতে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে CBI ও ED-কে। সেই সঙ্গে দুই তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতাও ধাক্কা খাচ্ছে। সর্বোপরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার বার অভিযোগ জমা পড়ছে বঙ্গ বিজেপির নেতাদের তরফে শুভেন্দুকে নিয়ে। নানা নির্বাচনের পরিসংখ্যানও বলছে শুভেন্দুর বিজেপির যোগদানে সেভাবে লাভবান হয়নি পদ্মশিবির। তাই তাঁকে আর টানতে চাইছেন না পদ্মশিবিরের শীর্ষ নেতারা। তাই CBI ও ED সম্ভবত খুব শীঘ্রই শুভেন্দুকে জেরার অনুমতি পেয়ে যাবেন শাহি দরবার থেকে। সম্ভবত শুভেন্দু নিজেও সেই ইঙ্গিত পেয়ে গিয়েছেন। তাই তিনি নিজেও এবার বিজেপি ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন। আর সেটাও কাঁদো কাঁদো মুখে। একবারের জন্য বিজেপির নামটাও নিলেন না।

Jay shani maharaj
01/07/2023

Jay shani maharaj

WB North news live; coochbehar  আজকে দেওচড়াই অঞ্চল 4 নং জেড পি ২৭ শতকে প্রমুখ কৃষ্ণপুর চেংমারী ,আসন্ন ত্রিস্তর পঞ্চায়ে...
23/06/2023

WB North news live; coochbehar আজকে দেওচড়াই অঞ্চল 4 নং জেড পি ২৭ শতকে প্রমুখ কৃষ্ণপুর চেংমারী ,আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 27 টা পঞ্চায়ে ত নিয়ে আজকে আলোচনা সভা কুচবিহার জেলার সদস্য জহর সিং, প্রভাত বসাক,উপস্থিত আছেন মন্ডল সভাপতি মাননীয় নিমাই মন্ডল, সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, 4 নাং মন্ডলের জিএস শ্যামগোপাল বর্মন, এবং ২৭ শক্তি প্রমুখ দীপক বর্মন নেতৃত্বে আজকের আলোচনা সভা, !

WB North news live: west bengal. ২৩/০৬/২৩ চণ্ডীতলা বিধানসভায় কুমিরমারা অঞ্চলে 28 জন প্রার্থী, জেলা সমিতির প্রার্থী এবং জ...
23/06/2023

WB North news live: west bengal. ২৩/০৬/২৩ চণ্ডীতলা বিধানসভায় কুমিরমারা অঞ্চলে 28 জন প্রার্থী, জেলা সমিতির প্রার্থী এবং জেলা পরিষদের প্রার্থী এবং মন্ডল সভাপতি ও মন্ডল কমিটির উপস্থিতিতে পঞ্চায়েত এর নির্বাচনে জেতার পরিকল্পনা নিয়ে আলোচনা করলেন দাদা কবীর শঙ্কর বোস মহাশয় l

18/06/2023

WB North news live: মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর মহা মিছিল

Wb North news live: Kolkata.কে ন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহামান...
14/06/2023

Wb North news live: Kolkata.কে ন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহামান্য হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, স্পর্শকাতর জায়গাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। যে সব জায়গাগুলিতে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ধাপে ধাপে।প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।

মহামান্য হাইকোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের ভয়মুক্ত পরিবেশে ভোট করানো উচিত। কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। রাজ্য পুলিশের ঘাটতিও রয়েছে। তাই পর্যাপ্ত নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন বলে মনে করা হচ্ছে। কেন্দ্র সরকারের উচিত রাজ্য যা বাহিনী চাইবে তা দেওয়ার। মোট সাতটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করে দিয়েছে আদালত। সেখানে আজ থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছেআদালত আরও জানিয়েছে, আপাতত ৭ জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হলেও, আগামী দিনে গুরুত্ব বুঝে সংখ্যা বাড়ানো যেতে পারে। সেই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। শুধু তাই নয়, আর কোথায় কোথায় প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর, তা-ও পর্যালোচনা করে দেখার নির্দেশ।

আদালতের আরও নির্দেশ, সব পোলিং স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যেখানে সম্ভব সেখানে হবে না সেখানে ভিডিয়োগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করতে হবে।

যেখানে হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে হচ্ছে। কমিশনকে আদালতের নির্দেশ, পোলিং অফিসারকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। যদি কোথাও সম্ভব না হয় তাহলে রাজ্য পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। যদি মানা না হয় তাহলে কড়া পদক্ষেপ করার কথাও বলা হয়েছে আদালতের রায়ে।আদালত

আরও জানায়, চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসি ছেলেদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে কাজে লাগাতে পারে রাজ্য।

WB North news live:kolkata:গামিকাল কটক ও ভুবনেশ্বর যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার করমণ্ডল এক্সপ...
05/06/2023

WB North news live:kolkata:গামিকাল কটক ও ভুবনেশ্বর যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। তার জেরে শয়ে শয়ে মানুষের প্রাণ গিয়েছিল। পর দিনই বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ফিরে আর্থিক সাহায্য ঘোষণা করেন।আর আহতদের চিকিত্‍সার ব্যবস্থাও করেন। আর আজ, সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, মঙ্গলবার আবার তিনি কটকে যাচ্ছেন। এই ঘোষণার পর থেকেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

কেন আবার কটক যাচ্ছেন?‌ ওড়িশার একাধিক হাসপাতালগুলিতে চিকিত্‍সা চলছে বাংলার মানুষজনের। সেই আহত বাংলার যাত্রীদের দেখতে আবার ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ৫৩ জনের চিকিত্‍সা চলছে কটকেও। তাঁদের দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ সংবাদমাধ্যমে বলেন, '‌এই ৫৩ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।'‌ আজ হাওড়ার টোল প্লাজায় মৃত চারজন যাত্রীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আর এদিন মুখ্যমন্ত্রী বলেন, '‌এখনও বহু যাত্রী ভর্তি আছেন ওড়িশার বিভিন্ন হাসপাতালে। তাঁদের দেখতে মঙ্গলবারই ওড়িশা যাচ্ছি।'‌আর কী জানান মুখ্যমন্ত্রী?‌ আজ, সোমবার বালেশ্বর থেকে বেশ কয়েকটি মৃতদেহ রাজ্যে এসেছে। সেখানে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় মৃত যাত্রীদের শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, '‌বাংলার মোট ৯০ জনের মৃতদেহ এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। তার মধ্যে ৭৩টি দেহ রাজ্যে এসে পৌঁছেছে। বাকি দেহগুলিকে আনা এবং শনাক্ত করার কাজ চলছে। ওড়িশা সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে নবান্ন। সমস্ত কাজ মসৃণভাবে হচ্ছে। দুর্ঘটনায় যাঁদের হাত-পা বাদ গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আমিও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, সাঁইথিয়া দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। এত বছর পরেও কিছুই হয়নি। এটা সিবিআই-এর কাজ নয়। রেলওয়ে সেফটি কমিশনের বিষয়টা দেখা উচিত।'‌এছাড়া আজ মরদেহগুলিতে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় রেল দুর্ঘটনার জেরেই দার্জিলিং সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বালেশ্বর থেকে রাজ্যে আসা নিহত চার জনকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। টোল প্লাজা চত্বরে সেই ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তিনি শেষ শ্রদ্ধা জানান। ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে আহতদের ৫০ হাজার টাকা এবং ট্রমায় যাঁরা রয়েছেন তাঁদের ১০ হাজার টাকা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও ২ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB North news live:   ওড়িশার বালাসোরে; শুক্রবারের ভয়াবহ রেল দুর্ঘটনার পর উদ্ধারকাজ শেষ করে এখন চলছে লাইন মেরামতির কাজ। ...
04/06/2023

WB North news live: ওড়িশার বালাসোরে; শুক্রবারের ভয়াবহ রেল দুর্ঘটনার পর উদ্ধারকাজ শেষ করে এখন চলছে লাইন মেরামতির কাজ। এরই মধ্যে সামনে এল বালাসোর রেল দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

রবিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে।ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা আজ ট্র্যাকটি পুনরুদ্ধার করার চেষ্টা করব। সমস্ত মৃতদেহ সরানো হয়েছে। আমাদের লক্ষ্য বুধবার সকালের মধ্যে পুনরুদ্ধারের কাজ শেষ করা যাতে ট্রেনগুলি চলতে শুরু করতে পারে।রেলওয়ে নিরাপত্তা কমিশনার শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।জানা যাচ্ছে, ভুল লাইনে ঢুকে পড়েছিল আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এর জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাহানগা বাজার স্টেশন অতিক্রম করার পর লুপ লাইনে ঢুকে পড়েছিল চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেনটি। ভুবনেশ্বরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১২০০ জন কর্মী ছাড়াও ২০০টি অ্যাম্বুলেন্স, ৫০টি বাস এবং ৪৫টি মোবাইল হেলথ ইউনিট কাজ করছে। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে করে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগ যাত্রী বাড়ি পৌঁছেছেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এরই মধ্যে রেল মন্ত্রীর ইস্তফা নিয়েও প্রশ্ন ওঠে। রেল মন্ত্রী জবাবে বলেন, এটা রাজনীতির সময় নয়।

WB North news live: Kolkataমুখ্যমন্ত্রী হলে ৬ মাসে বাংলাকে বদলে দেব', চাঞ্চল্যকর দাবি মিঠুনের, পালটা দিল তৃণমূলরাজ্যে প্...
02/06/2023

WB North news live: Kolkata
মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে বাংলাকে বদলে দেব', চাঞ্চল্যকর দাবি মিঠুনের, পালটা দিল তৃণমূল
রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। সব ক্ষেত্রে ভরে গিয়েছে দুর্নীতি। কলকাতায় এসে এভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, রীতিমতো হুঙ্কারের সুরে বলে দিলেন, মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেবনিজের বক্তব্যের মধ্যে দিয়েই গেরুয়া শিবিরের তরফে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দাবিদার হিসেবে যেন নিজেকে তুলে ধরলেন 'মহাগুরু' মিঠুন।

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই একাধিক বিষয় নিয়ে শাসক দলকে নিশানা করেন তিনি। তাঁর কথায়, গোটা রাজ্য দুর্নীতিতে ভরে গিয়েছে। শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির ছবি সামনে আসছে। রাজ্যে প্রশাসন বলে কিছুই নেই। গোটা সিস্টেম দুর্নীতিতে ভরে গিয়েছে, আর এমন পরিস্থিতিতেই গণআন্দোলন তৈরি হয়। তবে সেক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। গণআন্দোলন ছাড়া এ রাজ্যের কিচ্ছু হবে না। এরপরই যোগ করেন, 'আমায় মুখ্যমন্ত্রী করে দিলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব। পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ থাকবে না।'রাজ্যে শিক্ষা দুর্নীতিতে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় সংস্থা। মিঠুনের দাবি, যে-ই ধরা পড়ুক না কেন, গোটা সিস্টেম যে দুর্নীতিতে ভরে গিয়েছে, সেটা বদলানো জরুরি। তাঁর দাবি, তিনি মুখ্যমন্ত্রী হলে বাংলার চেহারা বদলে যাবে। অর্থাত্‍ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে দ্বিধা করেননি তিনি। এর আগে একুশের নির্বাচনী প্রচারের সময়ও নিজেকে মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে ব্যক্ত করেছিলেন মিঠুন। আর এই বিষয়টিকেই পালটা আক্রমণ করেছে তৃণমূল।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলে দেন, 'অভিনেতা হিসেবে মিঠুনদা অত্যন্ত শ্রদ্ধেয়। কিন্তু তাঁর মতো বিশ্বাসঘাতক মানুষ নেই। এক সময় মমতাকে যিনি বোন সম্বোধন করতেন, এখন তাঁর মুখেই উলটো কথা।' এরপরই তাঁর খোঁচা, মুখ্যমন্ত্রী হিসেবে মিঠুন চক্রবর্তীর নিজেকে তুলে ধরা মানে তো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের মাথা চাপড়াতে হবে।

WB North news live.. Kolkata.বাংলা থেকে ৩৫ আসনে জয় পাওয়া খুব একটা কঠিন হবে না। এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব...
26/04/2023

WB North news live.. Kolkata.বাংলা থেকে ৩৫ আসনে জয় পাওয়া খুব একটা কঠিন হবে না। এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন থেকে লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে-পড়া বিজেপি ইতিমধ্যেই রাজ্যের ৪২টি আসনকে পাঁচ ভাগে ভাগ করে ফেলেছে। তার উপরে ভিত্তি করেই লড়াইয়ের পরিকল্পনা। সেই ভাগ মূলত করা হয়েছে আসনগুলিতে অতীতে বিজেপির ভোটপ্রাপ্তির উপরে নির্ভর করে।তাতেই বিজেপির অঙ্ক— রাজ্যে ১৭টি আসন বিজেপির কাছে 'সহজতম'। আরও ১৭টি 'সহজতর'। এর পরেও 'সহজ', 'কঠিন' এবং 'অতি কঠিন' ভাগ রয়েছে। 'সহজতম', 'সহজতর' আসনগুলির সঙ্গে আরও একটি যোগ করতে পারলেই ৩৫ হয়ে যাবে বলে বিজেপি নেতৃত্বের আশা। এই হিসাব নিয়ে এখনই কেন্দ্রীয় বা রাজ্য স্তরের বিজেপি নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে দাবি।ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে ১৯৮৪ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে কংগ্রেস ৪০৪টি আসনে জয় পেয়েছিল। ভারতের ইতিহাসে সেটাই সবচেয়ে বেশি শক্তি নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসার নজির। এর পরে দ্বিতীয় জায়গায় রয়েছে ২০১৯ সালের ফল। যখন ৩০৩ আসনে জয় পেয়ে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এখন বিজেপির লক্ষ্য, ১৯৮৪ সালে ক‌ংগ্রেস যে ফল করেছে তা টপকে যাওয়া। সেই কারণেই এখন থেকে বিজেপি স্লোগান তুলতে শুরু করেছে— 'অব কি বার, চারশো পার'।

সেই লক্ষ্যে ২০২২ সাল থেকেই ২০২৪ সালের ভোটের প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। গোটা দেশেই হেরে যাওয়া আসনগুলির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রত্যেক রাজ্যকেই 'টার্গেট' ঠিক করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বিজেপির খাতায় 'শক্তিশালী' রাজ্যগুলিতে আসন বাড়ানোর সুযোগ নেই বললেই চলে। দেশের সবচেয়ে বেশি আসনের রাজ্য উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ২০১৯ সালে বিজেপি জোট জিতেছিল ৬৪টি আসনে। পরে আজমগড় আসনে উপনির্বাচনে জেতায় যোগী আদিত্যনাথের রাজ্যে গেরুয়া শিবিরের সাংসদ সংখ্যা এখন ৬৫। অন্য দিকে, বিজেপির গড় গুজরাতে ২৬টি আসনের মধ্যে সব ক'টিই তাদের দখলে।এই পরিস্থিতিতে বিজেপির বেশি নজর কম শক্তি থাকা রাজ্যগুলির দিকে। তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। সম্প্রতি বীরভূমের সিউড়ির সমাবেশ থেকে শাহ লক্ষ্য বেঁধে দিয়ে গিয়েছেন রাজ্য বিজেপিকে। বাংলা থেকে কমপক্ষে ৩৫টি আসন জিততেই হবে!

WB North news live : kuheli debnath  ২০'/০৪/২০২৩জম্মুতে সেনার গাড়িতে জঙ্গি হামলা, শহিদ অন্ততপক্ষে ৫ সেনা। বৃহস্পতিবার ব...
21/04/2023

WB North news live : kuheli debnath ২০'/০৪/২০২৩জম্মুতে সেনার গাড়িতে জঙ্গি হামলা, শহিদ অন্ততপক্ষে ৫ সেনা। বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এই পাঁচ সেনা জওয়ান প্রাণ হারান। ঘটনার সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে 'অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা' গুলি চালায়। নর্দান কমান্ডের সদর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, 'অতিরিক্ত বৃষ্টি পড়ছিল।
দৃশ্যমানতা কম ছিল। সেই সুযোগ নিয়েছিল জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জওয়ানদের গাড়িতে আগুন লেগে যায়।'

দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় সেনাবাহিনীর গাড়ি রাজৌরি সেক্টরের ভিম্বার গালি এবং পুঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছিল।' নিহত জওয়ানরা রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। সন্ত্রাস দমনের জন্য তাঁদের উপত্যকায় নিয়োগ করা হয়েছিল। এই জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা জওয়ান আহতও হয়েছেন। তাঁদের রাজৌরির সেনা হাসপাতালে চিকিত্‍সার জন্য ভর্তি করা হয়েছে। হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা।

এই জঙ্গি হামলার কথা প্রথমে জানায়নি সেনাবাহিনী শুধু জানিয়েছিল, সেনা জওয়ানদের গাড়িতে আগুন লেগে গিয়েছে। পরে, সন্ধে ৬টা ৪৫-এর পর সত্যিটা জানা যায়। এর ঠিক আগে সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, 'পুঞ্চ জেলার (জম্মু অ্যান্ড কাশ্মীর) ট্র্যাজেডিতে মর্মাহত। সেখাানে একটি ট্রাকে আগুন লাগায় ভারতীয় সেনাবাহিনী তার সাহসী সৈন্যদের হারিয়েছে। এই দুঃখজনক সময়ে, আমি মানসিকভাবে শোকাহত পরিবারগুলোর পাশে আছি।'
পুঞ্চে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের নাম প্রকাশ করেছে সেনাবাহিনী

নিহত জওয়ানরা হলেন হাবিলদার মনদীপ সিং, ল্যান্স নায়েক দেবাশীষ বাসওয়াল, ল্যান্স নায়েক কুলবন্ত সিং, সিপাহী হরকৃষ্ণ সিং এবং সিপাহী সেবক সিং। বৃহস্পতিবার জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার পর NIA দলকে পুঞ্চে পাঠানো হচ্ছে। দিল্লি থেকে NIA-এর বিশেষ টিম ছাড়াও ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছবে।ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং লোকজনকে মেনধার হয়ে পুঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবরে, জঙ্গিরা দুটি পৃথক সংঘর্ষে ভাটা দুরিয়ান এবং দেরা কি গালির মধ্যবর্তী জঙ্গলে একজন জেসিও-সহ নয় সৈন্যকে হত্যা করেছিল। ভাটা দুরিয়া জঙ্গলে জঙ্গিদের আস্তানায় নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব দিতে কোট ভালওয়াল জেল থেকে বের করে আনা একজন পাকিস্তানি কারাবন্দিও জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিল। নিরাপত্তা বাহিনী এবং পুলিশ জঙ্গল ঘিরে একমাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালায়। তবে, জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি।

Headline date ২০/০৪/২০২৩Panchayat Election Dates: পঞ্চায়েত ভোটের সময়সীমা কি আরও পিছবে? মুখ্যমন্ত্রীর ঘোষণায় জল্পনাWB ...
20/04/2023

Headline date ২০/০৪/২০২৩
Panchayat Election Dates: পঞ্চায়েত ভোটের সময়সীমা কি আরও পিছবে? মুখ্যমন্ত্রীর ঘোষণায় জল্পনা

WB North news live.kuheli debnath, kolkata. রাজ্যে পঞ্চায়েত ভোট কবে? তাপপ্রবাহের জেরে আগামী মে মাসে পঞ্চায়েত ভোট যে করা সম্ভব হবে না, প্রশাসনের নিচুতলার কর্মীদের নবান্ন কর্তারা তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগের জন্য রাজ্যজুড়ে 'সংযোগ যাত্রা' কর্মসূচি ঘোষণায় জুনেও পঞ্চায়েত ভোট করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা পঞ্চায়েতের কাজ নিয়ে প্রশাসনিক সঙ্কট দেখা দিতে পারে।

আইনমাফিক ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বোর্ডের মেয়াদ পাঁচ বছর। তারপর পঞ্চায়েতে প্রশাসক নিয়োগের বিষয় নিয়ে আইনি ধোঁয়াশা রয়েছে। এককালীন তিন মাস প্রশাসক নিয়োগ করা যেতে পারে। ২০১৮ সালে মে মাসে পঞ্চায়েত ভোট হয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত বোর্ড একই দিনে গঠন করা হয়নি।জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে তারা কার্যভার গ্রহণ করে। ফলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের মেয়াদ বিভিন্ন দিনে শেষ হবে। সবচেয়ে বেশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরে। তাই প্রতিটি ক্ষেত্রে প্রশাসক নিয়োগের দিনও বিভিন্ন হবে। নবান্ন কর্তাদের একাংশের কথায়, সঙ্কট কাটাতে কলকাতা পুরসভার মতো ত্রিস্তরীয় পঞ্চায়েতে দীর্ঘমেয়াদী প্রশাসক বসাতে পঞ্চায়েত আইনের চালু বিধির সংশোধন একমাত্র পথ। এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করে যা সম্ভব।

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২৫ এপ্রিল থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা দু'মাস এই কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানিয়েছেন। গরমের মধ্যেই দুয়ারে সরকার, দিদির দূত কর্মসূচির মতোই প্রতিটি ছোট এলাকায় মানুষের অভাব অভিযোগ শুনে তার সমাধানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তৃণমূল কংগ্রেসের এই নয়া কর্মসূচি শেষ হবে ২৫ জুন। ফলে এটা নিশ্চিত যে এই সময়ের মধ্যে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট ঘোষণা করবে না। তারপর ভোট ঘোষণা হলে কোনওভাবেই জুলাই

Wb North news live.kolkata  ....মুকুল বলছেন 'যাব-যাব', বিজেপি বলছে 'না-না', ৫ কারণে বাংলার পদ্মশিবির রায় জানাতে গিয়ে দ্ব...
19/04/2023

Wb North news live.kolkata ....মুকুল বলছেন 'যাব-যাব', বিজেপি বলছে 'না-না', ৫ কারণে বাংলার পদ্মশিবির রায় জানাতে গিয়ে দ্বিধায়

কুল রায়ের দিল্লিযাত্রার দু'রাত পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তাঁর সফরের উদ্দেশ্য সে ভাবে স্পষ্ট হয়নি। সবটাই ভাসা ভাসা। পুলিশ অপহরণের তদন্ত শুরু করলেও এখনও সে ভাবে কোনও অগ্রগতিও দেখা যায়নি। যদিও মুকুল বলছেন অন্য কথা। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ''বিজেপি করব কি না, এখনও ঠিক করিনি।সে রকম হলে বিজেপি করব আবার।'' বিজেপি করার জন্য পুত্র শুভ্রাংশু রায়কেও পরামর্শ দিয়েছেন। বলেছেন, ''এখন যা পরিস্থিতি, নিজের জন্য, পরিবারের জন্য শুভ্রাংশুরও বিজেপি করা উচিত।''
এই বক্তব্য থেকে রাজ্য বিজেপির কাছে একটি বিষয় স্পষ্ট যে, মুকুল বিজেপিতে ফিরতে চান। দিল্লি পৌঁছনোর পরে প্রথম দিকে রাজধানী সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলতে না চাইলেও জল্পনার পারদ চড়তেই মুখ খুলেছেন মুকুল। বলেছেন, ''শরীর ভাল ছিল না বলে কিছু দিন পুরোমাত্রায় রাজনীতি করতে পারিনি। এখন শরীরটা সুস্থ হয়েছে। অমিত শাহজি, নড্ডাজি'র (বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা) সঙ্গে কথা বলব।''

বিজেপির একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই শাহ এবং নড্ডার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন মুকুল। তবে বুধবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সভাপতি মুকুলকে সময় দিয়েছেন বলে জানা যায়নি। তবে একেবারেই সময় দেবেন না, সেটাও চূড়ান্ত করে কেউই বলতে চাইছেন না। তবে রাজ্য বিজেপি নেতারা মুকুলের সঙ্গে কেন্দ্রীয় স্তরের শীর্ষনেতাদের সাক্ষাতের সম্ভাবনায় খুব একটা খুশি নন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সে ভাবে মুখ না খুললেও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বিরোধিতায় সরব।মুকুলের দিল্লিযাত্রার সঙ্গে বিজেপির যোগ আছে বলে বলছেন অনেকে। তেমন হয়ে থাকলেও তা নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিলেন দলের রাজ্য নেতারা। যদিও দলের একটি সূত্রের দাবি, দিল্লির বিমানে ওঠার আগে সোমবার বিকেলে মুকুলের কাছে দলের এক শীর্ষনেতার ফোন এসেছিল। তার পরেই বাড়িতে না জানিয়ে তড়িঘড়ি দিল্লি রওনা দেওয়ার পরিকল্পনা করেন রায়সাহেব। পরবর্তী কালে মুকুলকে ঘিরে জল্পনা এবং তাঁর বক্তব্যের প্রেক্ষিতে সুকান্ত বলেন, ''উনি বিজেপিতে যোগ দেবেন কি দেবেন না, সেটা অনেক দূরের বিষয়। সে সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের। তবে আমি এটা বলতে পারি যে, ইতিমধ্যেই উনি যা যা বলেছেন, তাতে এটা স্পষ্ট যে উনি তৃণমূলে ভাল নেই। এখন বিজেপিতে ফিরে এসে নিজের ভুল নিজেই সংশোধন করতে চাইছেন।''তবে দিলীপ স্পষ্ট ভাষাতেই মুকুলকে আক্রমণ করেছেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ''বাড়িতে অশান্তির চাপে উনি দিল্লিতে গিয়েছেন বলে মনে হয়। এখন বিজেপিতে ফেরার কথা বলছেন। কিন্তু কী লাভ ওঁকে নিয়ে! অসংলগ্ন কথাবার্তা বলছেন আর জল্পনা বাড়াচ্ছেন।'' একই সঙ্গে দিলীপের প্রশ্ন, ''রাজ্য পুলিশ দিল্লিতে খুঁজতে চলে গেল অথচ পাচ্ছে না! উত্তরপ্রদেশে গিয়ে নয়ডায় জিতেন্দ্র তিওয়ারিকে খুঁজে পায় আর দিল্লির অলিগলিতে ঘুরে বেড়ানো মুকুল রায়কে পাচ্ছে না কেন?''

Kuheli debnath

বিকেল থেকে আচমকা 'নিখোঁজ' শ্রী  মুকুল রায়  রাতে খোঁজ মিলল দিল্লিতেWB North news live.. Kolkata মিলছে না মুকুল রায়ের! বিক...
18/04/2023

বিকেল থেকে আচমকা 'নিখোঁজ' শ্রী মুকুল রায় রাতে খোঁজ মিলল দিল্লিতে
WB North news live.. Kolkata মিলছে না মুকুল রায়ের! বিকেলের পর থেকে তাঁর খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। আর তা ঘিরে শুরু হয়েছে জল্পনা। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কোথায় গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ইতিমধ্যে এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি বীজপুর থানাতেও বাবার নিখোঁজের বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।

শুভ্রাংশুর কথা অনুযায়ী, মুকুল রায়কে নাকি দুটি ছেলে নিয়ে বের হয়। কিন্তু কোথায় গিয়েছে তাঁর জানা নেই বলেই দাবি শুভ্রাংশুর। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরেই জেডের মতো নিরাপত্তা দেওয়া হয়। আশেপাশে একাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন।

সেখানে দাঁড়িয়ে কীভাবে নজর এড়িয়ে বেরিয়ে পড়লেন মুকুল রায় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সংবাদমাধ্যমের দাবি, সন্ধ্যা ছয়টার পর থেকেই নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ফোনেও যোগাযোগ সম্ভব হচ্ছে না বলেও দাবি করা হচ্ছে।

যদিও একাধিক সংবাদমাধ্যমের আবার দাবি, মুকুল রায় দিল্লি চলে গিয়েছেন। যে দুই যুবকের সঙ্গে তিনি দিল্লি গিয়েছেন তাঁরা তাঁর পরিচিত বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের খবর। তবে এই জল্পনার মধ্যেই এক সংবাদমাধ্যমের সামনে এসেছেন মুকুল রায়। এমনটাই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সেই সংবাদমাধ্যমকেকোনও মতামত দেননি বলেই ওই সংবাদমাধ্যমের দাবি।

রাজ্যে বিজেপি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়তেই দল ছাড়েন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। তাঁর দলবদল ঘিরে শুরু একাধিক জল্পনা। আর এরপরেই অসুস্থ হয়ে পড়েন মুকুল রায়। ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে।

আর এর মধ্যেই মুকুল রায়ের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়ে যায় দল। আর এর মধ্যেই নিখোঁজ মুকুল রায়! খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই বিষয়ে কিছুই জানেন না মুকুল পুত্র? এমনকি নিরাপত্তার বেষ্টনীও বা কীভাবে এড়িয়ে গেলেন। তা নিয়ে একাধিক প্রশ্ন।


Kuheli devnath

WB North news live:kolkata:ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভাগনানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্...
01/04/2023

WB North news live:kolkata:ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভাগনানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। আদালত মামলা করার অনুমতি দিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

হাওড়ায় যে ঘটনা ঘটেছে তা নিতান্তই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। তা নিয়ে সিবিআইয়ের কী করণীয় রয়েছে সে প্রশ্ন বটে। বৃহস্পতিবার কলকাতার উপকণ্ঠে ঘটে যাওয়া ওই অশান্তির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, যারা জোর করে অশান্তি পাকিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একাংশের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ওই ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীএকই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ডালখোলায়। জানা গিয়েছে, পরিস্থিতি থমথমে হলেও হাওড়া ও ডালখোলায় শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে কোনও উত্তেজনা তৈরি হয়নি।
কিন্তু তার পরেও এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। পর্যবেক্ষকদের অনেকের মতে, হিন্দুত্বের আবেগে শান দিতেই বিজেপি কৌশলে এই পদক্ষেপ করছে। তা ছাড়া রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে মানুষের মনে অনাস্থার মনোভাব তৈরি করতে এ পথে হয়তো হেঁটেছেন শুভেন্দু অধিকারী।

রামনবমীতে (Ram Navami) মোটের উপর শান্তই ছিল বাংলার পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি, সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে (Kolkata high court) গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

WB North news live:kolkataএদিন একটি সাক্ষাত্‍কারে মুখ্যমন্ত্রী বলেছেন, ''শুনেছি হাওড়ার মুসলমানরা শুক্রবারের নামাজের পর ...
01/04/2023

WB North news live:kolkata
এদিন একটি সাক্ষাত্‍কারে মুখ্যমন্ত্রী বলেছেন, ''শুনেছি হাওড়ার মুসলমানরা শুক্রবারের নামাজের পর কালকের ঘটনার প্রতিবাদ করার পরিকল্পনা করেছেন।মুখ্যমন্ত্রী বারবার আর্জি জানিয়ে বলেছেন, যে ঘটনা ঘটেছে তার জন্য দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের যে অংশের ব্যর্থতার জন্য হাওড়ার ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নতুন করে যাতে অশান্তির আগুন না জ্বলে সে ব্যাপারে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংখ্যালঘুদের প্রতি বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি জানি ওখানে ওঁদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু আপনারা শান্ত থাকুন। আমি দেখছি'। গোটা ঘটনায় বিজেপি-সহ গেরুয়া শিবিরের যোগ রয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, 'হাওড়ায় হিন্দুরা হামলা করেনি। যারা করেছে তারা সব ক্রিমিনাল। বিজেপি আর ওদের ওই বজরং দল, হিন্দু মহসভা কীসব মাথামুন্ডু আছে, তারা এটা করেছে'।

সাধারণত দেখা যায় এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় পাল্টা রোষের একটা সম্ভাবনা থাকে। প্রশাসনিক প্রধান হিসাবে সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।সাধারণত দেখা যায় এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনায় পাল্টা রোষের একটা সম্ভাবনা থাকে। প্রশাসনিক প্রধান হিসাবে সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী।

ক্ষোভের সঙ্গে মমতা বলেছেন, 'কখনও দেখেছেন বন্দুক নিয়ে ধর্মীয় মিছিল হয়? ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। আর কালকে বন্দুক, ছোরা, তরোয়াল, বুলডোজার—সব নিয়ে মিছিল করেছে'। অনেকের মতে, এই পরিস্থিতিতে দু'টি কাজ প্রয়োজন। তা হল, সংখ্যালঘুদের মনে আস্থা তৈরি করা ও নিরাপত্তা দেওয়া। সেইসঙ্গে শান্তিস্থাপনে এলাকায় পুলিশি পদক্ষেপ। মুখ্যমন্ত্রী কথাতেই স্পষ্ট, হিংসা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব ও আক্রান্তদের প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়েই তাঁর সরকার চলছে।

WB North news live: india ক্রিকেটে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় ক্রিকেট বোর্ড এর এক ও অদ্বিতীয় সৃষ্টি ইন্ডিয়ান প্রিমিয়ার...
31/03/2023

WB North news live: india ক্রিকেটে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় ক্রিকেট বোর্ড এর এক ও অদ্বিতীয় সৃষ্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সিজন ১৬ (IPL 2023) এর প্রথম ম্যাচটি আজ হবে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, সাতটায় দুই অধিনায়কই টস করতে আসবেন।

আসুন জেনে নেওয়া যাক প্রথম ম্যাচে কোন দল জয়ী হতে পারে, পিচ কেমন আচরণ করবে, এখানে প্রত্যাশিত স্কোর এবং টসে জয়ী অধিনায়কের প্রথমে ব্যাটিং বা বোলিং কী করা উচিত, সব কিছু

অধিনায়ক হিসেবে এই লড়াই হবে গুরু চেলার। একদিকে মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে হার্দিক পান্ডিয়া। হার্দিক গত বছর তার অধিনায়কত্বে মুগ্ধ হন, তার প্রথম মৌসুমেই গুজরাটকে শিরোপা এনে দেন। এই ম্যাচটা হবে তাদের ঘরের মাঠে, যেটা কাজে লাগাতে চাইবে দলটি।

চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে এখনও পর্যন্ত মোট দুটি ম্যাচ খেলা হয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল আইপিএল ২০২২-এ। এই দুটি ম্যাচেই চেন্নাইকে হারিয়েছে গুজরাট। প্রথম ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে গুজরাট। আজ ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলায় জিতে গুজরাট টাইটান্স সিএসকে-র বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে পারবে?এবার দুজনের মধ্যে কে জিতবে সেটাই দেখার বিষয়।

যাইহোক, এটি বলা হয় যে একটি ক্রিকেট ম্যাচে শেষ বলটি না করা পর্যন্ত ভবিষ্যদ্বাণী এড়ানো উচিত। সিএসকে এবং গুজরাটের মধ্যে খেলা যে কেউ জিততে পারে। তবে পরিসংখ্যানের কথা বললে, এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার দল সিএসকেকে পরাস্ত করতে পারে। গুজরাট টাইটান্সের দল বেশ ভারসাম্যপূর্ণ। তাদের অনেক গুরুত্বপূর্ণ অলরাউন্ডার আছে। গুজরাট টাইটান্সও ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। সব মিলিয়ে গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি।
পিচ রিপোর্ট অনুযায়ী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটসম্যানদের জন্য অনেক চ্যালেঞ্জ থাকবে। আউটফিল্ড ধীরগতির নয় কিন্তু বড় বাউন্ডারি লাইনের কারণে এখানে সিঙ্গেল ডাবলের উপর বেশি ফোকাস করতে হবে। টস জিতে অধিনায়কের এখানে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রথমে ব্যাট করা দলকে এখানে ১৮০ রান করতে হবে। শুরুতে ফোকাস থাকবে এখানে বেশি রান করার দিকে, মিডল অর্ডারে ফোকাস থাকবে সিঙ্গেল ডাবলসে। পিচ স্পিনারদের সাহায্য করবে।

গুজরাট টাইটান্স দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ড্য (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ শামি, শিবম মাভি, যশ দয়াল।

লাইভ সম্প্রচার এবং স্ট্রিমিং: আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারেন এবং জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে স্ট্রিমিং করতে পারেন। যেকোন সিম/নেটওয়ার্কের মোবাইল ব্যবহারকারীরা Jio Cinema ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।
চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ : ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আম্বাতি রায়ডু, মঈন আলি, বেন স্টোকস, শিবম দুবে, এমএস ধোনি (অধিনায়ক) (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মিচেল স্যান্টনার।

Address

Coochbehar
Cooch Behar
PANISALA,GHUGUMARI

Telephone

+919635801636

Website

Alerts

Be the first to know and let us send you an email when WB North News Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WB North News Live:

Videos

Share

Nearby media companies