25/11/2023
থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে গুগল ক্রোম ও সাফারি ব্রাউজার আপডেট করলে AMOS ম্যালওয়্যার আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে।
এই ম্যালওয়্যার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকার দের হাতে পৌঁছে যেতে পারে।।
সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম, ম্যালওয়্যার বাইটসকে জানিয়েছে, AMOS ম্যালওয়্যার ClearFake এর মাধ্যমে macOS ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে দেওয়া।
যদি এই ম্যালওয়্যার থেকে নিজের ডিভাইসটি রক্ষা করতে চান তাহলে, কোনো থার্ড পার্টি সোর্স থেকে Chrome এবং Safari ব্রাউজার আপডেট করবেন না।
ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহারের সময় আপডেটের জন্য নোটিফিকেশন গুলি এড়িয়ে চলুন।
কখনোই নিজের ডিভাইসে কোনো অজানা সোর্স থেকে আসা ইনস্টলার ইনস্টল করবেন না।
/ / /