10/05/2021
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশের সুরক্ষায় ৬টি আধুনিক সাবমেরিন বানাতে চায় নৌবাহিনী
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক শক্তিবৃদ্ধিকে চ্যালেঞ্জ করার জন্য শত্রুদের আক্রমণ করতে পরমাণু শক্তিচালিত ৬টি সাবমেরিন (এস এস এন) বানানোর প্রয়োজন হয়ে পড়েছে ভারতীয় নৌবাহিনীর । গত ৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রয়োজনের কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ । বিষয়টি নিয়ে গত ৪ মার্চ গুজরাতের কেভাড়িয়ায় সেনাবাহিনীর তিনটি শাখার কমান্ডারদের সম্মেলনেও আলোচনা হয়।
নৌবাহিনী সূত্রের খবর, কেভাড়িয়ার সম্মেলনের পরেই প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করার সুযোগ খুঁজছিলেন নৌ-কর্তারা । সেই সুযোগ আসে গত ৩ মে । কোভিডের সেকেন্ড ওয়েভে অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আনার জন্য নৌবাহিনীর 'সমুদ্রসেতু-২' অভিযান নিয়ে অ্যাডমিরাল করমবীর সিংহের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময়।
নৌবাহিনী সূত্রের খবর, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে । সেগুলি সমুদ্রোপকূলবর্তী আন্দামান ও নিকোবর এরিয়াটিতে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিতেও কাজ করে । এর পাশাপাশি ওই অঞ্চলে এ বার কয়েকটি পরমাণু শক্তিচালিত অত্যন্ত শক্তিশালী সাবমেরিন রাখারও প্রয়োজন হয়ে পড়েছে নৌবাহিনীর । সেগুলি শুধুই ওই অঞ্চলে নজরদারি চালাবে তা নয়, পিছু না হটে শত্রুকে আক্রমণ করে এলাকা থেকে হাটিয়ে দেওয়ারও ক্ষমতা রাখবে ।
আলোচনার সময় প্রধানমন্ত্রীকে নৌপ্রধান এও বলেছেন, "আগামী দিনে ভারতের নিরাপত্তাকে সুরক্ষিত করতে গেলে শুধুই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই সব সাবমেরিন রাখলেই কাজ হবে, তা নয়। উষ্ণায়নের ফলে বরফ গলে যাওয়ার জন্য ওই পথ ধরে উত্তর(আর্কটিক) মহাসাগরে পৌঁছনোটা সহজ হয়ে গিয়েছে । তাই উত্তর মহাসাগরে বিভিন্ন দেশের সামরিক শক্তিবৃদ্ধির উপরেও নজর রাখতে ও বাড়াতে হবে" ।
এই ধরনের সাবমেরিনে যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র থাকে । ভারতের হাতে এই মুহূর্তে এমন সাবমেরিন আছে ২টি । তার একটি দেশে তৈরি হলেও অন্যটি রাশিয়ার কাছ থেকে 'লিজ' -এ নেওয়া । এমন আর একটি সাবমেরিন আগামী বছর নৌবাহিনীর হাতে আসতে চলেছে ।
এর পরেও ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে এমন আরও ৬টি সাবমেরিন বানানোর প্রয়োজন হয়ে পড়েছে সম্প্রতি এমন ধরনের ১২টি সাবমেরিন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা ৭টি সাবমেরিন চিনা বাহিনীর হাতে আসায় ।
এডমিন #হ্যালো