Unique Defence Update

Unique Defence Update Entertainment Media

30/10/2021
আজ MoD(Ministry of Defence) ইন্ডিয়ান আর্মির জন্য ১১৮ টি অর্জুন Mk 1A ট্যাঙ্কস অর্ডার করলো মোট ৭৮২৩ কোটি টাকা দিয়ে। এই ...
23/09/2021

আজ MoD(Ministry of Defence) ইন্ডিয়ান আর্মির জন্য ১১৮ টি অর্জুন Mk 1A ট্যাঙ্কস অর্ডার করলো মোট ৭৮২৩ কোটি টাকা দিয়ে। এই ট্যাঙ্কস গুলি তামিলনাড়ুর আভাদি তে বানানো হবে।

#হ্যালো

আমাদের এয়ারফোর্স 📸: Indian Air Force  #হ্যালো
19/09/2021

আমাদের এয়ারফোর্স

📸: Indian Air Force

#হ্যালো

ভারতীয় বায়ুসেনা ২৪ টা সেকেন্ড হ্যান্ড মিরাজ ২০০০ কিনতে চলেছে।  এই যুদ্ধবিমানগুলি ইতিমধ্যেই ফ্রান্সের বিমানবাহিনী ব্যাবহ...
18/09/2021

ভারতীয় বায়ুসেনা ২৪ টা সেকেন্ড হ্যান্ড মিরাজ ২০০০ কিনতে চলেছে। এই যুদ্ধবিমানগুলি ইতিমধ্যেই ফ্রান্সের বিমানবাহিনী ব্যাবহার করেছে।

২৪ টি মিরাজ ২০০০ কেনার জন্য খরচ হচ্ছে ২ কোটি ৭০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২৩৫ কোটি।

এই যুদ্ধবিমানগুলির কার্যক্ষমতা এখনও বেশ ভালো। কিছু সরঞ্জাম বদল এবং আধুনিকরণের মাধ্যমে আরও কয়েক বছর এই যুদ্ধবিমানগুলিকে ব্যাবহার করা যাবে। ২৪ টি মিরাজ ২০০০ -র মধ্যে ৫ টা একদম যুদ্ধের জন্য প্রস্তুত, ৮ টি সামান্য কিছু পার্টসের পরিবর্তন করলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। বাকি ১১ টি মিরাজের পার্টস গুলো আমাদের বর্তমানে থাকা মিরাজ ২০০০ -র মধ্য স্পেয়ার পার্টস হিসাবে ব্যবহার করা হবে।

#হ্যালো

অস্ত্র মার্ক- ০৩ গাইডেড মিসাইল 📸:  #কুন্তলবিশ্বাস  #হ্যালো
15/09/2021

অস্ত্র মার্ক- ০৩ গাইডেড মিসাইল

📸: #কুন্তলবিশ্বাস

#হ্যালো

Happy Independence Day🙏🇮🇳
15/08/2021

Happy Independence Day🙏🇮🇳

Rafale    #হ্যালো
31/07/2021

Rafale



#হ্যালো

28/07/2021



LCA MK-2   #হ্যালো
21/07/2021

LCA MK-2



#হ্যালো

13/07/2021

10th P -8I aircraft- টা আজ চলে এলো

#হ্যালো

Chinook Helicopter 🔥
13/07/2021

Chinook Helicopter 🔥

"No Load Too Heavy, No Man Left Behind. Forward and Onwards Forever".

Couldn't Wait for ....

📷 Wg Cdr Shyam Kumar


আন্দামান ও নিকোবরে পি 8-আই এডমিন  #হ্যালো
10/07/2021

আন্দামান ও নিকোবরে পি 8-আই

এডমিন #হ্যালো

উফ কত দিন, কত মাসের পর ইসরো জিস্যাট-১ লঞ্চ করতে চলেছে আগামী 12-ই আগস্ট । 😍😍এডমিন  #হ্যালো
10/07/2021

উফ কত দিন, কত মাসের পর ইসরো জিস্যাট-১ লঞ্চ করতে চলেছে আগামী 12-ই আগস্ট । 😍😍

এডমিন #হ্যালো

10/07/2021

IdeaForge Technology -র SWITCH UAV

আমাদের রাফেল #হ্যালো
10/07/2021

আমাদের রাফেল

#হ্যালো

06/07/2021

INS Imphal

মেয়াদ শেষের আগেই নৌসেনার পরমাণু শক্তিচালিত সাবমেরিন ফিরছে রাশিয়ায়            ভারতীয় নৌবাহিনীর একমাত্র পরমাণু শক্তিচালিত...
06/06/2021

মেয়াদ শেষের আগেই নৌসেনার পরমাণু শক্তিচালিত সাবমেরিন ফিরছে রাশিয়ায়

ভারতীয় নৌবাহিনীর একমাত্র পরমাণু শক্তিচালিত সাবমেরিন রাশিয়াকে ফেরত পাঠানো হচ্ছে । 'আইএনএস চক্র' নামে ওই সাবমেরিন নৌসেনার কাজে সিঙ্গাপুরের সংযোগকারী জলপথে দীর্ঘসময় অতিবাহিত করেছে। বর্তমানে সেটিকে ভ্লাদিভস্টকে পাঠানো হচ্ছে ।

#হ্যালো

৪৩,০০০ কোটি টাকায় ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি সাবমেরিন বানানোর সিদ্ধান্ত            ভারতীয় নৌসেনার জন্য ৪৩,০০০ কোটি টাকা খ...
05/06/2021

৪৩,০০০ কোটি টাকায় ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি সাবমেরিন বানানোর সিদ্ধান্ত

ভারতীয় নৌসেনার জন্য ৪৩,০০০ কোটি টাকা খরচ করে ছ'টি সাবমেরিন কেনার প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক । শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন সম্পন্ন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে ।

নর্থ ব্লক সূত্রের খবর, 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে কৌশলগত অংশিদারিত্বের ভিত্তিতে আগামী তিন দশকে এই কর্মসূচিটি সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে । এই মডেলে একটি বেসরকারি সংস্থা কোনও একটি নির্দিষ্ট প্রকল্পের জন্য বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার সঙ্গে বোঝাপড়ায় যেতে পারে। এই মডেলে দ্বিতীয় বারের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করতে চলেছে ভারত । এর আগে সামরিক হেলিকপ্টার বানানোর প্রকল্পের ক্ষেত্রেও একই পথে হেঁটেছিল প্রতিরক্ষা মন্ত্রক । যদিও টাকার অঙ্কে সাবমেরিন প্রকল্পটি দ্বিগুণের বেশি।

প্রসঙ্গত, প্রায় এক দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ৬টি কলভরী ক্লাসের স্করপেন সাবমেরিন বানানো শুরু করেছে ভারত। এই প্রকল্পের নাম 'প্রজেক্ট ৭৫'। ওই ক্লাসের প্রথম স্টেলথ সাবমেরিন আইএনএস কলভরীকে ২০১৫ সালের ১৫-ই অক্টোবরে লঞ্চ করা হয়েছিল এবং ২০১৭ সালের ১৪-ই ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনীতে যোগ হয়েছিলো ।

#হ্যালো

Mk -1A, Mk-1 Trainer, Mk-2.
17/05/2021

Mk -1A, Mk-1 Trainer, Mk-2.



ALH Dhruv
16/05/2021

ALH Dhruv



UTTAM Mk-2 Indian Air Force
15/05/2021

UTTAM Mk-2 Indian Air Force



HF-73 Mk2
14/05/2021

HF-73 Mk2



ইসরোর TSTO model
10/05/2021

ইসরোর TSTO model



প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশের সুরক্ষায় ৬টি আধুনিক সাবমেরিন বানাতে চায় নৌবাহিনী               ভারত ও প্রশান্ত মহাসাগরীয়...
10/05/2021

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশের সুরক্ষায় ৬টি আধুনিক সাবমেরিন বানাতে চায় নৌবাহিনী

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক শক্তিবৃদ্ধিকে চ্যালেঞ্জ করার জন্য শত্রুদের আক্রমণ করতে পরমাণু শক্তিচালিত ৬টি সাবমেরিন (এস এস এন) বানানোর প্রয়োজন হয়ে পড়েছে ভারতীয় নৌবাহিনীর । গত ৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রয়োজনের কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ । বিষয়টি নিয়ে গত ৪ মার্চ গুজরাতের কেভাড়িয়ায় সেনাবাহিনীর তিনটি শাখার কমান্ডারদের সম্মেলনেও আলোচনা হয়।

নৌবাহিনী সূত্রের খবর, কেভাড়িয়ার সম্মেলনের পরেই প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করার সুযোগ খুঁজছিলেন নৌ-কর্তারা । সেই সুযোগ আসে গত ৩ মে । কোভিডের সেকেন্ড ওয়েভে অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আনার জন্য নৌবাহিনীর 'সমুদ্রসেতু-২' অভিযান নিয়ে অ্যাডমিরাল করমবীর সিংহের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সময়।

নৌবাহিনী সূত্রের খবর, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে । সেগুলি সমুদ্রোপকূলবর্তী আন্দামান ও নিকোবর এরিয়াটিতে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিতেও কাজ করে । এর পাশাপাশি ওই অঞ্চলে এ বার কয়েকটি পরমাণু শক্তিচালিত অত্যন্ত শক্তিশালী সাবমেরিন রাখারও প্রয়োজন হয়ে পড়েছে নৌবাহিনীর । সেগুলি শুধুই ওই অঞ্চলে নজরদারি চালাবে তা নয়, পিছু না হটে শত্রুকে আক্রমণ করে এলাকা থেকে হাটিয়ে দেওয়ারও ক্ষমতা রাখবে ।

আলোচনার সময় প্রধানমন্ত্রীকে নৌপ্রধান এও বলেছেন, "আগামী দিনে ভারতের নিরাপত্তাকে সুরক্ষিত করতে গেলে শুধুই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই সব সাবমেরিন রাখলেই কাজ হবে, তা নয়। উষ্ণায়নের ফলে বরফ গলে যাওয়ার জন্য ওই পথ ধরে উত্তর(আর্কটিক) মহাসাগরে পৌঁছনোটা সহজ হয়ে গিয়েছে । তাই উত্তর মহাসাগরে বিভিন্ন দেশের সামরিক শক্তিবৃদ্ধির উপরেও নজর রাখতে ও বাড়াতে হবে" ।

এই ধরনের সাবমেরিনে যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র থাকে । ভারতের হাতে এই মুহূর্তে এমন সাবমেরিন আছে ২টি । তার একটি দেশে তৈরি হলেও অন্যটি রাশিয়ার কাছ থেকে 'লিজ' -এ নেওয়া । এমন আর একটি সাবমেরিন আগামী বছর নৌবাহিনীর হাতে আসতে চলেছে ।

এর পরেও ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে এমন আরও ৬টি সাবমেরিন বানানোর প্রয়োজন হয়ে পড়েছে সম্প্রতি এমন ধরনের ১২টি সাবমেরিন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা ৭টি সাবমেরিন চিনা বাহিনীর হাতে আসায় ।

এডমিন #হ্যালো

Antonov An-124
07/05/2021

Antonov An-124

Tejas Mk2 Indian Air Force
02/05/2021

Tejas Mk2 Indian Air Force



Address

Cooch Behar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Defence Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other News & Media Websites in Cooch Behar

Show All