M. Umer Faruk Official

M. Umer Faruk Official Allah is great I am a Muslim. I want to work on the invitation of Deen Islam on social media.

23/02/2024
02/12/2023

♥️♥️♥️♥️
01/08/2023

♥️♥️♥️♥️

Masaallah
30/07/2023

Masaallah

18/06/2023

28/05/2023

ধৈর্য্য মানুষকে ঠকায়না,
সঠিক সময়ে শ্রেষ্ট উপহার দেয় ।

❝কারো এমন হুকুম মানা যাবেনা,   যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়।❞         ✿ হযরত মুহাম্মাদ (সাঃ)
08/05/2023

❝কারো এমন হুকুম মানা যাবেনা,
যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়।❞
✿ হযরত মুহাম্মাদ (সাঃ)

Amin
17/04/2023

Amin

11/04/2023
06/04/2023
06/04/2023

Masaallah

আবারো বিশ্ব জয়___হাফিজ সালেহ আহমদ তাকরিম ( বাংলাদেশ )      2023 দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকা...
05/04/2023

আবারো বিশ্ব জয়___
হাফিজ সালেহ আহমদ তাকরিম ( বাংলাদেশ )
2023 দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে।
2022 সালে তৃতীয় স্থান অধিকার করেছিল।

সময় থাকলে পড়তে অনুরোধ করছি 🙏👇👇         মুসলিম যুব ও তরুণ প্রজন্ম আজ সীমাহীন গাফলতের মাঝে ডুবে আছে। তাদের জীবনকে ঢেকে ন...
03/04/2023

সময় থাকলে পড়তে অনুরোধ করছি 🙏👇👇

মুসলিম যুব ও তরুণ প্রজন্ম আজ সীমাহীন গাফলতের মাঝে ডুবে আছে। তাদের জীবনকে ঢেকে নিয়েছে উদাসীনতার কুৎসিত চাদর। তাদের মন ও মননকে বড় শক্ত করে পেঁচিয়ে ধরেছে অভিশপ্ততার শৃঙ্খল। পাপ ও নাফরমানির কালো থাবায় আজ তারা জর্জরিত। তাদের চক্ষু থাকলেও তারা দেখতে পায় না সত্যের দিশা। কান থাকলেও তারা শুনতে পায় না হেদায়েতের বাণী। হৃদয় থাকলেও তারা অনুভব করতে পারে না কোথায় রয়েছে তাদের জীবনের প্রকৃত কল্যাণ ও সফলতা। পবিত্র কুরআনের ভাষায় তারা যেন চতুষ্পদ জন্তু। সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তারা পূর্ণ উদাসীন। আল্লাহ সুবহানাহু তায়ালা কেন পাঠিয়েছেন, পার্থিব জীবনের লোভ-লালসা ও অন্ধ মোহ তাদের ভুলিয়ে দিয়েছে সে কথা। শয়তানের ধোঁকা ও বস্তুবাদের আগ্রাসনে তারা ভুলে গেছে উম্মাহর প্রতি নিজেদের দায়িত্ব ও কর্তব্যের কথা। তারা ভুলে গেছে মহান রবের প্রতিশ্রুতির কথা।

হে যুবক! উম্মাহর অতন্দ্র প্রহরী! কতদিন এভাবে গাফলতের দরিয়ায় ডুবে থাকবে? কতকাল উদ্ভ্রান্ত হয়ে ফিরতে থাকবে অবাধ্যতার উপত্যকায়? কতকাল বিভোর থাকবে নষ্ট ও ভ্রষ্টতার ঘুমে? কতকাল পান করবে পাপের শরাব? হে যুবক! মৃত্যুর কথা কি তোমার স্মরণ হয় না? তোমার কি মনে পড়ে না আল্লাহর কঠিন শাস্তির কথা? প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু কি তোমাকে অন্ধকার কবরের কথা স্মরণ করিয়ে দেয় না? বলো, কে আছে এমন, মৃত্যু যাকে স্পর্শ করবে না? কে আছে এমন যার দুয়ারে এসে আকস্মিক মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হবে না মালাকুল মওত?

জেনে রেখো! প্রতিটি মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু এমন এক অপরাজেয়, যার থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি। আর কেউই মুক্তি পাবে না। না তুমি আর না আমি। হে যুবক! তুমি বলো আমাকে, সাদা কাফনে প্যাঁচিয়ে কোথায় রেখে এসেছে তোমার বাবাকে? কোথায় কোন অচিনপুরে মাটিচাপা দিয়ে রেখে এসেছে তোমার মমতাময়ী মাকে? অনুভূতির শক্ত চাবুক দিয়ে করাঘাত করো হৃদয় দুয়ারে। জাগ্রত করো তোমার ঘুমন্ত সত্তাকে। ফিরিয়ে আনো অবাধ্য নকে পাপের আসর থেকে। জীবন নিছক খেল-তামাশার নাম নয়। জীবন নয় কেবল শরাবের পেয়ালায় চুমুক দেওয়া জীবনের সূচনা যেমন হয়েছে, তেমনি এর পরিসমাপ্তিও আছে। কোন সে জিনিস যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই? হ্যাঁ, একমাত্র আখেরাত, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই।

বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা: ) কে কটূক্তি করেছে বিজেপির নুপুর শর্মা ,, কোনো দল বুঝিনা কোনো মত বুঝিনা রাসূলের দুশমন মানে ...
08/06/2022

বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা: ) কে কটূক্তি করেছে বিজেপির নুপুর শর্মা ,, কোনো দল বুঝিনা কোনো মত বুঝিনা রাসূলের দুশমন মানে আমাদের দুশমন। আমরা সমস্ত মুসলিম তাদের ধিক্কার জানাই। অতিশীঘ্রই তাকে শাস্তি দিতে হবে... কিবোর্ড মুজাহীদ নয়,
আগামী 10.06.22 কোচবিহার রাসমেলা ময়দানে বিক্ষোভ মিছিল হবে , আমরা দলে দলে সেই মিছিলে যোগদান করবো ইনশাআল্লাহ। বিভিন্ন মিছিল মিটিংয়ে যেভাবে যাই সেভাবেই ওইদিন উপস্থিত থাকবো। ( m.umer faruk )
""রাসূলের অপমানে যদি কাঁদেনা তোর মন,
মোমিন নয় মুনাফিক তুই রাসূলের দুশমন"" ।

চেষ্টা এবং সফল 😂
19/05/2022

চেষ্টা এবং সফল 😂

18 Ramadan 😊
20/04/2022

18 Ramadan 😊

Address

Pundibari
Cooch Behar
736165

Telephone

+919064023483

Website

Alerts

Be the first to know and let us send you an email when M. Umer Faruk Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M. Umer Faruk Official:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cooch Behar

Show All