পথ সংকেত পত্রিকা • Patha Sanket Patrika

  • Home
  • India
  • Calcutta
  • পথ সংকেত পত্রিকা • Patha Sanket Patrika

পথ সংকেত পত্রিকা • Patha Sanket Patrika "পথ সংকেত"
একটি সমাজ ও সংস্কৃতি বিষয়ক ম

"পথ সংকেত" কেবলমাত্র একটি পত্রিকা নয়... একটি আন্দোলন, এই আন্দোলনে সর্বস্তরের গনতন্ত্রপ্রিয় মানুষদের সমবেত হবার আহ্বান রইল।
"পথ সংকেত - বর্ণাশ্রম তথা জাত-পাত ভেদ, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান ইত্যাদি ধর্মীয় বা সাম্প্রদায়িক ভেদ, ভাষাগত বিরোধ, বর্ণগত বা গায়ের রঙগত বিভেদ (অ্যাপারথেইড), জাতিগত বিরোধ তথা আগ্রাসন ও যুদ্ধ, নারীপুরুষ বৈষম্য, আঞ্চলিকতা, অপসংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামরত প্রয়াস।"

13/10/2023
আগামী 27 মে 2023 শনিবার বিকেল 4 টায় মৌলালী যুবকেন্দ্রে ড দেবেশ দাসের লেখা একটা গুরুত্বপূর্ণ ও গবেষণাধর্মী বই " ভারতের শা...
25/05/2023

আগামী 27 মে 2023 শনিবার বিকেল 4 টায় মৌলালী যুবকেন্দ্রে ড দেবেশ দাসের লেখা একটা গুরুত্বপূর্ণ ও গবেষণাধর্মী বই " ভারতের শাসনকাঠামোয় জাতপাত " বইটির প্রকাশ অনুষ্ঠান ।
পথ সংকেত প্রকাশনার এই বইটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পথ সংকেত পত্রিকার আজীবন শুভাকাঙ্খী জননেতা বিমান বসু , বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও লেখক কুমার রানা , প্রখ্যাত কথাশিল্পী কপিলকৃষ্ণ ঠাকুর ও এই বইয়ের লেখক ড দেবেশ দাস । সভাপতিত্ব করবেন পথ সংকেত সংস্থার সভাপতি বিমল মিস্ত্রি ।
বইটির মূল্য 120 টাকা । ঐদিন যারা সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে 100 টাকা ।
বইটির প্রকাশ উপলক্ষে যে আলোচনা হবে তা নিঃসন্দেহে মূল্যবান হবে ।
যারা দলিত আন্দোলন তথা সামাজিক ন্যায় এর পক্ষে সোচ্চার দলমত নির্বিশেষে এই বইটি তাদের পক্ষে অপরিহার্য ।
সকলের কাছে আবেদন -- আসুন , আলোচনা শুনুন এবং বইটি নিজের সংগ্রহে রাখুন ।
ধন্যবাদান্তে --
Narayan Biswas, সম্পাদক , পথ সংকেত পত্রিকা ( 50 বর্ষ )

Narayan Biswas (Editor, Patha Sanket Patrika) would be delivering his lecture on Ambedkar and Indian Constitution, on 29...
21/04/2023

Narayan Biswas (Editor, Patha Sanket Patrika) would be delivering his lecture on Ambedkar and Indian Constitution, on 29th April (Saturday), 2023 at 5 AB, 6th Floor, Hastings Chambers (7C, Kiran Shankar Roy Road, Kolkata 700001)

https://meet.google.com/cma-tvfz-qawউপরের গুগুল মিটের এই লিঙ্কে টাচ করে আগামী 26 মার্চ রবিবার সন্ধ্যা 7 টায় পথ সংকেত মাস...
20/03/2023

https://meet.google.com/cma-tvfz-qaw

উপরের গুগুল মিটের এই লিঙ্কে টাচ করে আগামী 26 মার্চ রবিবার সন্ধ্যা 7 টায় পথ সংকেত মাসিক সাহিত্য সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ।

গল্প , কবিতা ইত্যাদি পাঠ ছাড়াও থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা । কবির দায়বদ্ধতা । আলোচনা করবেন অধ্যাপক ড রুনা চট্টোপাধ্যায় ।

আলোচনা শেষে যে কেউ প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নিতে পারবেন ।
সঞ্চালনায় থাকবেন কবি পলাশকান্তি বিশ্বাস ।

সবাইকে অনুরোধ -- অনুষ্ঠানটি শুনুন । ভালো লাগলে আগামীতে আপনিও আমাদের একজন সাহিত্য সাথী হিসাবে পাঠে অংশগ্রহণ করুন ।

30/01/2023

কলকাতা বইমেলায় পথ সংকেতের 155 নম্বর টেবিলে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ ।

https://meet.google.com/zwz-swrn-tgআগামী 29 জুন 2022 রবিবার সন্ধ্যা 7 টায় পথ সংকেত মাসিক অনলাইন সাহিত্য সভা । গুগুল মিটে...
25/05/2022

https://meet.google.com/zwz-swrn-tg

আগামী 29 জুন 2022 রবিবার সন্ধ্যা 7 টায় পথ সংকেত মাসিক অনলাইন সাহিত্য সভা । গুগুল মিটের মাধ্যমে ।
কবিতা , অনু গল্প , ছোট প্ৰবন্ধ , রম্য রচনা পাঠ ।
লেখা 27 তারিখের মধ্যে 7890006340 এই হোয়াটস আপ নম্বরে পাঠাতে হবে ।
এই মাসের অতিথি পর্যালোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও খ্যাতিমান ফটোগ্রাফার মাননীয় হিমাদ্রিশেখর দত্ত মহাশয় ।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শ্রী জয়ন্ত বিশ্বাস ।
সকলের আন্তরিক ও সময়মতো অংশগ্রহণ কামনা করি ।
ধন্যবাদ সহ
বিনীত --
নারায়ণ বিশ্বাস , সম্পাদক , পথ সংকেত পত্রিকা

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

পথ সংকেত পত্রিকার মাসিক সাহিত্য সভা আগামী 24 এপ্রিল 2022 রবিবার সন্ধ্যা 7 টা । গুগুল মিটের মাধ্যমে । কবিতা , গল্প , প্ৰব...
16/04/2022

পথ সংকেত পত্রিকার মাসিক সাহিত্য সভা আগামী 24 এপ্রিল 2022 রবিবার সন্ধ্যা 7 টা । গুগুল মিটের মাধ্যমে ।
কবিতা , গল্প , প্ৰবন্ধ ও রম্য রচনা পাঠ ।
এই মাসের অতিথি পর্যালোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ কবি ও সম্পাদক মাননীয় রাসমোহন দত্ত ।
সঞ্চালনায় থাকবেন পত্রিকা সংগঠক স্বপন বিশ্বাস ।
সকলের অংশগ্রহণ কামনা করি ।
বিনীত --
নারায়ণ বিশ্বাস , সম্পাদক , পথ সংকেত

13/03/2022

কলকাতা বইমেলায় পথ সংকেত পত্রিকার টেবিলে এই কয়দিন যে সকল বন্ধু , শুভানুধ্যায়ী, ক্রেতা ও দর্শক বন্ধুরা এসেছিলেন তাদের সকলকে বিনম্র ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই ।

আজ 17 জানুয়ারি 2022 সোমবার দৈনিক কালান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে পথ সংকেত পত্রিকার শারদীয়া সংখ্যার বিস্তারিত পর্যালোচনা...
17/01/2022

আজ 17 জানুয়ারি 2022 সোমবার দৈনিক কালান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে পথ সংকেত পত্রিকার শারদীয়া সংখ্যার বিস্তারিত পর্যালোচনা ।

একটি অসাধারণ বই । সংগ্ৰহ করুন । পাবেন কলেজ স্ট্রিট ন্যাশনাল বুক এজেন্সি তে  ।
16/01/2022

একটি অসাধারণ বই । সংগ্ৰহ করুন । পাবেন কলেজ স্ট্রিট ন্যাশনাল বুক এজেন্সি তে ।

পথ সংকেত পত্রিকার শারদ সংখ্যা এখনো পাওয়া যাচ্ছে । কলেজ স্ট্রীট মনীষা গ্রন্থালয়ে । মূল্যবান এই সংখ্যাটি সংগ্ৰহ করার অনুরো...
15/01/2022

পথ সংকেত পত্রিকার শারদ সংখ্যা এখনো পাওয়া যাচ্ছে । কলেজ স্ট্রীট মনীষা গ্রন্থালয়ে । মূল্যবান এই সংখ্যাটি সংগ্ৰহ করার অনুরোধ রইলো ।

20/12/2021

পথ সংকেত পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশিত হবে কলকাতা বইমেলা প্রাঙ্গনে ।

07/11/2021

আগামী 7 নভেম্বর 2021 রবিবার ঠিক সন্ধ্যা 7 টায় পথ সংকেত ফেসবুক পেজে " দলিত নাটক কি ও কেন " শীর্ষক আলোচনা ।
আলোচনা করবেন প্রবীণ দলিত নাট্যকার , অভিনেতা ও পরিচালক মাননীয় রাজু দাস মহাশয় । গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের সকলের সময়মত উপস্থিতি ও সার্বিক অংশগ্রহণ একান্তভাবে কামনা করি ।
বিনীত -- নারায়ণ বিশ্বাস , সম্পাদক , পথ সংকেত ।

09/10/2021

সুধী,
পথ সংকেত পত্রিকা এবার আয়োজন করতে চলেছে একটি অনলাইন নাট্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান। যুগের সাথে সাথে বাংলা নাটকে সাহিত্যর দিক থেকে যে পরিবর্তনগুলি এসেছে, সেই বিষয়ে আলোচনা করবেন বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক অধ্যাপক ড. অনুপ কুমার অমৃত। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে আগামী ৯ অক্টোবর, সন্ধ্যা : পথ সংকেত পত্রিকার ফেসবুক পেজ থেকে। সকল নাট্যপ্রেমী মানুষদের পথ সংকেত আহ্বান জানায় উক্ত অনু��্ঠানে যুক্ত থেকে এই আলোচনাকে সার্বিকভাবে সফল করে তুলতে।
ধন্যবাদান্তে

নারায়ণ বিশ্বাস
সম্পাদক : পথ সংকেত পত্রিকা

Address

Calcutta

Telephone

+917890006340

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথ সংকেত পত্রিকা • Patha Sanket Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পথ সংকেত পত্রিকা • Patha Sanket Patrika:

Videos

Share

Category

Nearby media companies


Other Magazines in Calcutta

Show All