আপনি কি জানেন?

আপনি কি জানেন? বিভিন্ন আশ্চর্যজনক তথ্য, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ও আরও অন্যান্য অজানা তথ্য জানার জন্য আমাদের পেজটি ফলো করুন।

You'll miss the sun when it starts to snow...Cheteshwar Pujara appreciation post 👑
30/12/2024

You'll miss the sun when it starts to snow...

Cheteshwar Pujara appreciation post 👑

মিশরের ফেরাউন তুতেনখামুনের স্বর্ণনির্মিত চেয়ার।
30/12/2024

মিশরের ফেরাউন তুতেনখামুনের স্বর্ণনির্মিত চেয়ার।

মাছ কি শুনতে পায়?আমাদের অনেকের হয়তাে ধারণা, সমুদ্রের তলদেশে রয়েছে মাছের নীরব-জগৎ। কিন্তু এ-কথা সত্য নয়।ডাঙার জীবজন্ত...
28/12/2024

মাছ কি শুনতে পায়?

আমাদের অনেকের হয়তাে ধারণা, সমুদ্রের তলদেশে রয়েছে মাছের নীরব-জগৎ। কিন্তু এ-কথা সত্য নয়।

ডাঙার জীবজন্তুদের মতাে মাছও শব্দ করে বা একে অপরের সঙ্গে ভাবের আদানপ্রদান করে।
যদিও অন্যান্য জীবজন্তুর মতাে মাছের কান নেই, তবুও মাছ ভালােভাবে শুনতে পায়। মাছের
মাথার দু-পাশে ছােট ছােট ছিদ্র আছে এবং সে-ছিদ্রগুলাে মাথার নিচে অভ্যন্তরীণ কানের
সাথে মিলেছে।

প্রাণীর কানের এক অংশ বাইরে থাকে এবং সেই অংশ শব্দগ্রহণে সাহায্য করে। যদিও মাছের
কানের গঠন ওরকম নয়, তবুও মাছ বিভিন্ন পদ্ধতিতে জলের নিচে শব্দ গ্রহণ করে ও শােনে।
মাছের শরীরের দু-পাশে সারিবদ্ধভাবে ছােট ছােট ছিদ্র আছে। এসব ছিদ্র শব্দ এবং জলের চাপের
তারতম্য গ্রহণ করে মাথায় সঙ্কেত পাঠায়। এসব ছিদ্রকে পার্শ্বছিদ্র বা ল্যাটারাল পােরস বলে ।

স্বর্ণমাছের মাথায় একটি বিশেষ ধরনের পাতলা হাড় আছে। এই হাড় পেটে সাতার-কাটার থলির
সাথে যুক্ত। সাঁতার-কাটার থলি মাছকে জলে ভাসতে সাহায্য করে । আশেপাশের যে-কোনাে শব্দ এই থলি সংগ্রহ করে অনেক গুণ বাড়িয়ে মাথার ঐ ছােট হাড়ের ভিতর দিয়ে কানে পাঠিয়ে দেয় ।

ফলে মাছ তার আশপাশের পরিবেশ সম্বন্ধে তৎক্ষণাৎ জানতে পারে ।

Story of Nitish Kumar Reddy's Father 🙏
28/12/2024

Story of Nitish Kumar Reddy's Father 🙏

Nitish Kumar Reddy, the future superstar has announced his arrival in Melbourne. A hundred of the highest order, take a ...
28/12/2024

Nitish Kumar Reddy, the future superstar has announced his arrival in Melbourne. A hundred of the highest order, take a bow Nitish! 🙇‍♂️

And he is just 21 years old ❤️

জেটের পেছনে ওটা কি?এর নাম হলো বাষ্প কোনক(Vapor Cone) বা Shock Collar বা Shock egg. জেটের পাখায় সৃষ্ট শক্ ওয়েভের জন্য এরক...
28/12/2024

জেটের পেছনে ওটা কি?

এর নাম হলো বাষ্প কোনক(Vapor Cone) বা Shock Collar বা Shock egg. জেটের পাখায় সৃষ্ট শক্ ওয়েভের জন্য এরকম অদ্ভুত সুন্দর ঘটনা ঘটতে দেখা যায়। এর আকৃতি দেখতে কোনকের মতো বলে এর নাম বাষ্প কোনক দেয়া হয়েছে।

জেটের গতি যখন শব্দের গতির বেশি হয়, তখন তাতে শক্ ওয়েভ সৃষ্টি হয়। শক্ ওয়েভের ফলে পেছনের বাতাসের চাপ হঠাৎ করে কমে যায়। তখন বাতাসে থাকা জলের কনাগুলো দ্রুত জমাট বেধে কুয়াশা তৈরি করে। শক্ ওয়েভের তরঙ্গমুখ গুলো একসাথে কোনক আকৃতি তৈরি করে, তাই উৎপন্ন বাষ্প দেখতেও কোনক আকৃতির হয়।

এই কুয়াশার কোনকের স্থায়িত্ব বেশি না, তাই জেট সরে গেলে বাষ্পও বাতাসে মিশে যায়। এজন্য মনে হতে পারে যে কোনকটি জেটের সাথে লেগে আছে। একে আবার কনট্রেইলের সাথে গুলিয়ে ফেলবেন না।

কোনক সৃষ্টির জন্য জেটের গতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আবহাওয়া ও গুরুত্বপূর্ণ। কোনক সাধারণত গরম আর আদ্র আবহাওয়ায় বেশি তৈরি হতে দেখা যায়।

তবে এতো দ্রুত গতির জেটের ওপর স্বাভাবিক চোখে চোখ রাখা অসম্ভব হয়ে পরে। তাই উন্নত মানের ক্যামেরা দ্বারা ঘটনাটা ভালো ভাবে পর্যবেক্ষণ করা যায়।

মাই ওডিসি: এ লাইফ ইন কমেডি অ্যান্ড ক্যাওস - চার্লি চ্যাপলিনের আত্মজীবনী I১৯৭২ সালে ৮৩ বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠে...
27/12/2024

মাই ওডিসি: এ লাইফ ইন কমেডি অ্যান্ড ক্যাওস - চার্লি চ্যাপলিনের আত্মজীবনী I

১৯৭২ সালে ৮৩ বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন , টানা বারো মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সে দিন |

ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডে কুড়ানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে। তিনি নেননি। তিনি কখনই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি। পরে যুক্তরাষ্ট্র একসময় 'কমিউনিস্ট' বলে 'গালি দিয়ে' তার জন্য দরজা বন্ধ করে দেয়। তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে।

যখন খ্যাতির শীর্ষে তখন একবার দুই দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন। আর এই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড। মাত্র দু’দিনে তাঁর কাছে প্রায় ৭৩ হাজার চিঠি আসে !

তাঁর আত্মজীবনীতে লিখেছেন, তাঁর কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল। এই যে বীভৎস দ্বন্দ্ব থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য, এখানেই বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বয়ে নিয়ে বেড়িয়েছেন। যেখানে তাঁর মাতাল বাবা, মাকে নির্যাতন করত ছোট্ট শিশুটির সামনেই। একসময় সেই বাবা মাকে ছেড়ে যায়, তাতে সামান্য সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচেন । কিন্তু কতক্ষণের জন্য? পরেরবার খিদে লাগার আগেপর্যন্ত!

মা কখনও সস্তা নাটকে অভিনয় করতেন, কখনও সেলাই করতেন, কখনও বা মা–ছেলে মিলে ভিক্ষা করতেন। কখনও নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন। এর মাঝেই অসুখে পড়ে ভুগে মারা যান মা। আর তাঁর নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে। তাই তো তিনি বলেছেন, সত্যিকারের কমেডি তখনই করা যায়, যখন নিজের সব দুঃখ, বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায়।

আর তাঁর জনপ্রিয়তা ?

রাশিয়ার এক ভক্ত নভোবিজ্ঞানী তাঁর আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন ৩৬২৩ চ্যাপলিন ! আর এদিকে জাঁদরেল চলচ্চিত্র নির্মাতা জঁ লুক গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে |

তিনি কমেডিয়ান নন, অভিনেতা নন, সব ছাপিয়ে তিনি মহান শিল্পীর ঢিলেঢালা কোট গায়ে এক তুখোড় বিপ্লবী। তিনি চার্লি চ্যাপলিন |

‼️অসাধারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট:-১. ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ক্রাশ খায়, কিন্তু আজব ব্যাপার হলো যে তারা মন...
26/12/2024

‼️অসাধারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট:-

১. ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ক্রাশ খায়, কিন্তু আজব ব্যাপার হলো যে তারা মন থেকে শুধু একজনকেই চায়।

২. প্রেমিক-প্রেমিকার মধ্যে দূরত্ব কোনো বাঁধা নয়। এটা আসলে মনে করিয়ে দেয় যে, এটাই সত্যি ভালোবাসা। কারণ ভালবাসাতে বাঁধা না থাকলে সেটা ভালোবাসা নয়।

৩. যদি আপনার প্রেমিক/ প্রেমিকার সাথে আপনার অনেক দিন পড় পড় দেখা হয়, এতে মন খারাপ করার কিছুই নেই। কারণ এটা আসলে একটা প্রমাণ যে, শুধু মুখ দেখে নয়, হৃদয়ে থেকেও ভালোবাসা যায়।

৪. কোনো গান আমাদের তখনই খুব প্রিয় হয়, যখন সেই গানটির সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা আমাদের জীবনে ঘটে যায়।

৫. যে সমস্ত মানুষ অন্যকে অপমানিত করে নিজে self- satisfaction অনুভব করে বা নিজে আনন্দ পায়, তাদের IQ লেভেল অনেক কম হয়।

৬. একই সমস্যা পুরুষ এবং মহিলা ভেদে আলাদা আলাদা ভাবে সমাধান করার পথ বেঁছে নেয়। একটি সমস্যাকে যখন কোনো মহিলা সমাধান করতে যায়, তার আগে সে সমস্যাটির ব্যাপারে অনেক কিছু ভাবে। কিন্তু অপরদিকে পুরুষ সেই একই সমস্যাটি নিয়ে বেশি ভাবার চেয়ে দ্রুত action বা দ্রুত পদক্ষেপ নিয়ে নেয়।

৭. একজন বুদ্ধিমান ব্যক্তি মনে করেন, পৃথিবীর সব মানুষের কাছে থেকেই কিছু না কিছু শেখার আছে।

৮. আমরা যা কিছু পরিধান করিই না কেন, তার প্রভাব সরাসরি আমাদের ব্যবহারের উপর এসে পড়ে।

৯. কোনো মানুষের জীবনে পরিবর্তন কেবলমাত্র দুটি কারণেই হয়। এক- হতে পাড়ে সে কোনো কিছু খুব ভালো ভাবে আয়ত্ত করে নিয়েছে অথবা কেউ তাকে গভীর ভাবে আঘাত বা hurt করেছে।

১০. যখন আমরা বেশি ক্লান্ত হয়ে পরি সেই সময়েই আমরা বেশি ক্রিয়েটিভ হই।

Wishing you all a      🎄May this season be filled with joy, and may it inspire unity, peace, and lasting happiness.”
25/12/2024

Wishing you all a     🎄May this season be filled with joy, and may it inspire unity, peace, and lasting happiness.”

24/12/2024
""একটি ভুতবিহীন ভৌতিক গল্প"" 😈- রাতের বেলা আপনাদের ঘুম যাতে খুব ভাল হয়, সেইজন্যে একটা অদ্ভুতুড়ে গল্প শোনাই। যদিও গল্প নয়...
24/12/2024

""একটি ভুতবিহীন ভৌতিক গল্প"" 😈

- রাতের বেলা আপনাদের ঘুম যাতে খুব ভাল হয়, সেইজন্যে একটা অদ্ভুতুড়ে গল্প শোনাই। যদিও গল্প নয় এটি সত্য ঘটনা, আর হয়ত তেমন ভুতুড়েও নয়, বরং বিশাল অদ্ভুত এক কো-ইনসিডেন্টের ঘটনা বলা চলে। তবুও বেশ অনেক থিওরিতে এটিকে ভুতুড়ে ঘটনা বলা হয়েছিল। মানে এমন এক ভুতুড়ে ঘটনা যাতে ভুত বলে কিছুরই অস্তিত্ব নেই। যাইহোক, আসল ঘটনায় যাওয়া যাক :-

*** ১৯৩০ সালে মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটে হঠাত একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটি শিশু হঠাত উঁচু এক বাড়ির খোলা জানলা দিয়ে নিচে পড়ে যায়, সেইসময় রাস্তা দিয়ে একটি লোক হেটে যাচ্ছিল। বাচ্চাটি সেই লোকটার উপরেই পড়ে। কিন্তু কারুরই কোন ক্ষতি হয়নি, দুজনেই বেঁচে যান সেই ঘটনায়।

তবে আসল ঘটনা ঘটে ঠিক একবছর পরে.......

একবছর পরে আবার কোন এক দিন সেই লোকটি সেই বাড়ির সামনে দিয়েই হেটে যাচ্ছিল। হঠাত সেই বাচ্চাটিই আবার সেই জানলা দিয়েই আবার নিচে পড়ে যায়, এবং গেস হোয়াট? বাচ্চাটি আবার পড়ে সেই লোকটির উপরেই।

আশ্চর্য এখানেই শেষ নয়। মজার ব্যাপার হল এইবারেও বাচ্চাটি আর লোকটি, দুজনেরই কোন চোট লাগেনা, দুজনেই বেঁচে যায়, আবার একবার...

Remembering Legendary Singer Mohammad Rafi Sahib on his 100th Birth Anniversary.
24/12/2024

Remembering
Legendary Singer Mohammad Rafi Sahib on his 100th Birth Anniversary.

ব্রুস লির ট্রেনিং রুটিন। 1965 সাল
23/12/2024

ব্রুস লির ট্রেনিং রুটিন। 1965 সাল

The অগ্নিকন্যা with her another Fiery poem 🔥
23/12/2024

The অগ্নিকন্যা with her another Fiery poem 🔥

আগে ওনার কবিতাটা পড়ুন, তারপর ক্যাপশন পড়ুন 👇বিজ্ঞাপন আছে চাকরি নেই।আইন আছেসুবিচার নেই।শিক্ষা দপ্তর আছেশিক্ষা নেই।পুলিশ আছ...
21/12/2024

আগে ওনার কবিতাটা পড়ুন, তারপর ক্যাপশন পড়ুন 👇
বিজ্ঞাপন আছে
চাকরি নেই।
আইন আছে
সুবিচার নেই।
শিক্ষা দপ্তর আছে
শিক্ষা নেই।
পুলিশ আছে
থেকেও নেই।
ভাতা আছে
রোজকার নেই।
কথা দেওয়া আছে
কথার দাম নেই।
চপশিল্প আছে
মাল্টিন্যাশনাল কোম্পানি নেই।।
ভাইপো আছে
ছেলে নেই।
তেলেভাজা আছে
শিল্প নেই।

পিসি আছে,
পিসেমশাই নেই।

বাংলার ঐতিহ্য! কত নারীর পায়ের ছন্দ, কত কথাআর হাসি-কান্না মিশে আছে এই শিল্পে!
20/12/2024

বাংলার ঐতিহ্য!

কত নারীর পায়ের ছন্দ, কত কথা
আর হাসি-কান্না মিশে আছে এই শিল্পে!

Ravichandran Ashwin is a highly acclaimed Indian cricketer known for his exceptional spin bowling and all-round skills. ...
18/12/2024

Ravichandran Ashwin is a highly acclaimed Indian cricketer known for his exceptional spin bowling and all-round skills. Here are some highlights from his illustrious career:

*International Career*

1. Made his Test debut in 2011 against West Indies.
2. Made his ODI debut in 2010 against Sri Lanka.
3. Played a crucial role in India's 2013 Champions Trophy victory.

*Achievements*

1. One of the fastest bowlers to reach 200, 250, and 300 Test wickets.
2. Highest wicket-taker for India in Test cricket among spin bowlers.
3. Only the fourth Indian to take 400+ wickets in Test cricket.
4. Part of India's No. 1 ranked Test team in 2016.

*Awards and Honors*

1. ICC Test Player of the Year (2016).
2. ICC Cricketer of the Year (2016).
3. Arjuna Award (2014).
4. Padma Shri (2020).

*Records*

1. Fastest Indian bowler to 150, 200, 250, and 300 Test wickets.
2. Most wickets by an Indian bowler in a Test series (29 vs. Australia, 2013).
3. Highest Test batting average among Indian bowlers (min. 50 innings).

*Career Stats (approximate)*

1. *Tests*: 450+ wickets, 2,500+ runs
2. *ODIs*: 150+ wickets, 700+ runs
3. *T20Is*: 50+ wickets, 100+ runs

Ashwin's impressive career is marked by his exceptional skill, dedication, and contributions to Indian cricket.

Happy Retirement ❤

Address

Calcutta

Alerts

Be the first to know and let us send you an email when আপনি কি জানেন? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category