Core Bangla - জনগণের কন্ঠ

Core Bangla - জনগণের কন্ঠ ধর্মীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আমাদের সঙ্গে যুক্ত হন।
(11)

16/06/2024

আমাদের প্রাচীন গ্রন্থ যা আমাদের ধর্মকে রিপ্রেজেন্ট করে, সেই গ্রন্থের কাহিনীতে আমরা মুনিঋষিদের যে চরিত্র পাই তা কেমন?! এই ভিডিওর আলোচনা রাজশেখর বসুর অনুবাদ করা বাংলা রামায়ণ নির্ভর। (পতিতপাবন পাবলিশার্স)








Core Bangla
Surajit Shee


চ্যানেলের ধর্মীয় দৃষ্টিকোণ:- যেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম এই সমাজ ও সভ্যতাকে গ্রাস করেছে, সেখানে সনাতনের প্রতিষ্ঠা করা সত্যিই কষ্টকর বিষয়। আমাদের দৃষ্টিতে আজ আমরা যাকে ধর্ম বলে চিনছি যাদের থেকে ধর্ম বিষয়ে জানছি তার সঙ্গে সনাতনের কোন সম্পর্ক নেই। এই প্রাতিষ্ঠানিক ধর্ম সম্পূর্ণটাই ভন্ডামি। কতিপয় মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার অজান্তেই দাস বানিয়ে গুলাম বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে চলেছে বহু যুগ ধরে। প্রাতিষ্ঠানিক ধর্মে ধর্ম ধ্বজাধারী সেই সমস্ত ভন্ড পাষন্ডদের মুখোশ খুলে দিয়ে সমাজকে শিক্ষামুখী করে তোলা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষ কোনো ধর্ম কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নেই। আমাদের বিরোধিতা শুধুমাত্র আমাদের সমাজে অবস্থিত অন্ধবিশ্বাস কুসংস্কার কুরীতি কুপথা ও অশিক্ষার বিরুদ্ধে। আমাদের লক্ষ্য কলঙ্কমুক্ত সনাতন।

চ্যানেলের রাজনৈতিক দৃষ্টিকোণ:- রাজনীতির বাইরে কিছুই নেই, আমাদের প্রাত্যহিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের ধর্ম সবকিছুই রাজনীতিময়। তাই আমরা ‘অরাজনৈতিক’ একথা আমরা দাবি করতে পারি না। তবে আমরা বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থনে কিংবা কোন দলের বিরোধিতায় নেই। আমাদের আলোচনার বিষয়ে কোন দল কিংবা গোষ্ঠী নেই, নেই কোন সম্প্রদায়। আমাদের আলোচনা অসামাজিকতার বিরুদ্ধে, আমাদের আলোচনা কু রীতি-নীতির বিরুদ্ধে। বিশেষ কোন বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে হয়তো বিশেষ কোনো রাজনৈতিক দলের কিংবা গোষ্ঠীর নাম উচ্চারিত হতে পারে, কিন্তু মনে রাখবেন তা কখনোই উক্ত রাজনৈতিক দলের সমর্থনে কিংবা বিরোধী তাই নয়। আমাদের উদ্দেশ্য কলঙ্কমুক্ত সমাজ গড়া।

Legal Note:-
Core Bangla - জনগণের কন্ঠ promotes the Fundamental Duty of Art. 51A(h) of the Indian Constitution. i,e. Scientific temperament. And it's Fundamental right for Art.19(1) (a) Right to freedom of speech and Expression.
This video is a work of satire to encourage Scientific Temperaments among people purposes only and is not intended to defile and defame any religious, regional or social groups. This video may also contain offensive content which may be unsuitable for some audiences, so viewer discretion is highly recommended.

Copyright Disclaime:-
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

“জড় জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত - স্বর্গলোকের অ...
11/06/2024

“জড় জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিবও এর দ্বারা প্রভাবিত - স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোন কথাই নেই।”
শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ, ২য় অধ্যায়, শ্লোক সংখ্যা ৬২ এর তাৎপর্য অংশ বিশেষ। পৃষ্ঠা নম্বর ১৪১

07/06/2024

ব্রাহ্মণ রচিত গ্রন্থগুলোয় সর্বদা ব্রাহ্মণরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য শূদ্রদের নিধন করে এসেছে। এর বহু দৃষ্টান্ত রয়েছে এই ভিডিওতে আরেকটি অন্যতম উদাহরণ তুলে ধরা হলো।







Core Bangla
Surajit Shee


চ্যানেলের ধর্মীয় দৃষ্টিকোণ:- যেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম এই সমাজ ও সভ্যতাকে গ্রাস করেছে, সেখানে সনাতনের প্রতিষ্ঠা করা সত্যিই কষ্টকর বিষয়। আমাদের দৃষ্টিতে আজ আমরা যাকে ধর্ম বলে চিনছি যাদের থেকে ধর্ম বিষয়ে জানছি তার সঙ্গে সনাতনের কোন সম্পর্ক নেই। এই প্রাতিষ্ঠানিক ধর্ম সম্পূর্ণটাই ভন্ডামি। কতিপয় মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষকে তার অজান্তেই দাস বানিয়ে গুলাম বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে চলেছে বহু যুগ ধরে। প্রাতিষ্ঠানিক ধর্মে ধর্ম ধ্বজাধারী সেই সমস্ত ভন্ড পাষন্ডদের মুখোশ খুলে দিয়ে সমাজকে শিক্ষামুখী করে তোলা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষ কোনো ধর্ম কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নেই। আমাদের বিরোধিতা শুধুমাত্র আমাদের সমাজে অবস্থিত অন্ধবিশ্বাস কুসংস্কার কুরীতি কুপথা ও অশিক্ষার বিরুদ্ধে। আমাদের লক্ষ্য কলঙ্কমুক্ত সনাতন।

চ্যানেলের রাজনৈতিক দৃষ্টিকোণ:- রাজনীতির বাইরে কিছুই নেই, আমাদের প্রাত্যহিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের ধর্ম সবকিছুই রাজনীতিময়। তাই আমরা ‘অরাজনৈতিক’ একথা আমরা দাবি করতে পারি না। তবে আমরা বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থনে কিংবা কোন দলের বিরোধিতায় নেই। আমাদের আলোচনার বিষয়ে কোন দল কিংবা গোষ্ঠী নেই, নেই কোন সম্প্রদায়। আমাদের আলোচনা অসামাজিকতার বিরুদ্ধে, আমাদের আলোচনা কু রীতি-নীতির বিরুদ্ধে। বিশেষ কোন বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে হয়তো বিশেষ কোনো রাজনৈতিক দলের কিংবা গোষ্ঠীর নাম উচ্চারিত হতে পারে, কিন্তু মনে রাখবেন তা কখনোই উক্ত রাজনৈতিক দলের সমর্থনে কিংবা বিরোধী তাই নয়। আমাদের উদ্দেশ্য কলঙ্কমুক্ত সমাজ গড়া।

Contact Us: [email protected]

Core Bangla - জনগণের কন্ঠ promotes the Fundamental Duty of Art. 51A(h) of the Indian Constitution. i,e. Scientific temperament. And it's Fundamental right for Art.19(1) (a) Right to freedom of speech and Expression.
This video is a work of satire to encourage Scientific Temperaments among people purposes only and is not intended to defile and defame any religious, regional or social groups. This video may also contain offensive content which may be unsuitable for some audiences, so viewer discretion is highly recommended.

Copyright Disclaime:-
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

রাজনীতিই (প্রাতিষ্ঠানিক) ধর্মের পিতামাতা। যেখানে (প্রাতিষ্ঠানিক) ধর্ম নেই সেখানেও রাজনীতি আছে। কিন্তু যেখানে রাজনীতি নেই...
03/06/2024

রাজনীতিই (প্রাতিষ্ঠানিক) ধর্মের পিতামাতা। যেখানে (প্রাতিষ্ঠানিক) ধর্ম নেই সেখানেও রাজনীতি আছে। কিন্তু যেখানে রাজনীতি নেই সেখানে ধর্মের জন্মই হয় না।

“ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন।” এটা সম্পূর্ণ ভুল তথ্য।প্রকৃত ভক্তই সঠিক উত্তর দিতে পারবেন...
01/06/2024

“ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন।” এটা সম্পূর্ণ ভুল তথ্য।
প্রকৃত ভক্তই সঠিক উত্তর দিতে পারবেন...

31/05/2024

সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিভাবে লেজে গোবরে হলেন অনুকুল ঠাকুরের এক ভক্ত আপনারা দেখুন এই ভিডিওতে।

25/05/2024

ইসকনের ভন্ডামি ফাঁস / সমাজকে নিষ্কর্মা বানানোর চক্রান্ত করছে এই বিদেশী সংস্থা / Surajit Shee vs ISKCON

এরপরেও আপনি মানতে বাধ্য যে ধর্ম আমাদের সভ্যতা দিয়েছে!😀
22/05/2024

এরপরেও আপনি মানতে বাধ্য যে ধর্ম আমাদের সভ্যতা দিয়েছে!😀

রাজারাম বাঙালির রাম
22/05/2024

রাজারাম বাঙালির রাম

অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা,বর্বরতার বিকারবিড়ম্বনাধর্মের মাঝে আশ্রয় দিল যারাআবর্জনায় রচে তারা নিজ কারা।      - কবিগুরু রব...
16/05/2024

অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা,
বর্বরতার বিকারবিড়ম্বনা
ধর্মের মাঝে আশ্রয় দিল যারা
আবর্জনায় রচে তারা নিজ কারা।

- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

বল ধার্মিক বল, বল ধার্মিক বল...তোর খাবার থালায় ভাত বা রুটি কার ক্ষেতের ফসল?সে হিন্দু না মুসলিম?
15/05/2024

বল ধার্মিক বল, বল ধার্মিক বল...
তোর খাবার থালায় ভাত বা রুটি কার ক্ষেতের ফসল?
সে হিন্দু না মুসলিম?

12/05/2024

সামান্য কটা প্রশ্ন উঠতেই খুচরো পয়সা সংগ্রহকারী একজন মানি মার্কেটিং এজেন্টের দশা দেখুন

হে মহাপ্রাণ তোমা শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা 🙏
08/05/2024

হে মহাপ্রাণ
তোমা শ্রীচরণে বিনম্র শ্রদ্ধা 🙏

30/04/2024

সাবধান! আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চান? আগে জেনে রাখুন ধর্ম এখন কাদের হাতে!

একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার জেনে রাখা দরকার ভারতের সংবিধান অনুচ্ছেদ ১৯(১) এ আপনাকে কি প্রকার স্বাধীনতার অধিকার দিয়...
30/04/2024

একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার জেনে রাখা দরকার ভারতের সংবিধান অনুচ্ছেদ ১৯(১) এ আপনাকে কি প্রকার স্বাধীনতার অধিকার দিয়েছে।

27/04/2024

ব্রহ্মা নাকি শিব সৃষ্টির মূলে কে রয়েছেন? সৃষ্টিকর্তা কে? শিব পুরানে কি লেখা আছে? / Surajit Shee

26/04/2024

এখন কোথায় অসাধ্য সাধনকারী জ্যোতিষতান্ত্রিক ?

26/04/2024

মাছের গর্ভে মানুষের সন্তান / মহাভারতের অলৌকিক কাহিনী / মাতা সাবিত্রের জন্ম

হিন্দু ধর্মগ্রন্থ থেকে গোবধ ও গোমাংস ভোজনের উদাহরণ---১) শ্রাদ্ধে অতিথিদের গোমাংস ভক্ষন করালে পূর্বপুরুষ ১ বছর স্বর্গসুখ ...
21/04/2024

হিন্দু ধর্মগ্রন্থ থেকে গোবধ ও গোমাংস ভোজনের উদাহরণ---
১) শ্রাদ্ধে অতিথিদের গোমাংস ভক্ষন করালে পূর্বপুরুষ ১ বছর স্বর্গসুখ পেতে পারে, এই উপদেশ যুধিষ্ঠিরের প্রতি পিতামহ ভীষ্মের, (মহাভারত, অনুশাসন পর্ব, অধ্যায় ৮৮)।
২) বিরাট রাজার গোশালায় দৈনিক ২০০০টি গরু বলি দেওয়া হতো। ফলে রক্তনদী তৈরি হয় রাজপ্রাসাদের গা বেয়ে।
৩) রাম গরুর মাংসের সঙ্গে মদ খেতে ভালবাসত। বনবাস-প্রাক্কালে মায়ের কাছে রামের আক্ষেপ, সে ১৪ বছর গোমাংস খেতে ও সোমরস পান করতে পারবে না এবং সোনার খাটে ঘুমাতে পারবে না; "রাম গোমাংস ভক্ষণ করতেন।" (বাল্মীকী রামায়ণ, আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড)।
রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাবার পথে ভরদ্বাজমুণির আশ্রমে বৃষমাংস, মধুপর্ক, ফলমূল খেয়েছিল, (বাল্মীকী রামায়ণ ২/৫৪)।
৪) গোহত্যা এবং গোমাংস খাওয়ার বিধান রয়েছে শতপথ ব্রাহ্মণ ১১১/১/২১।
৫) ঋগ্বেদে বৈদিকআর্যদের গোমাংস খাওয়ার বহু উল্লেখের থেকে---
"ইন্দ্র বলল তাদের খাওয়ার জন্য ২০টি ষাঁড় রান্না করা হয়েছে (ঋগ্বেদ ১০/৮৬/১৪)।
গোমাংস ইন্দ্রের অতিপ্রিয় ছিল।
ঋগ্বেদে অগ্নির উদ্দেশ্যে ঘোড়া, বলদ, ষাঁড়, দুগ্ধহীন গাই, মেষ বলির উল্লেখ আছে। গরু বা ষাঁড়গুলিকে বৈদিকআর্যরা তরোয়াল বা কুড়ুল দিয়ে হত্যা করতো।
একটি বেঁটে ষাঁড় বিষ্ণুর উদ্দেশ্যে, একটি চিত্‍কপালী শিংওয়ালা গরু ইন্দ্রের উদ্দেশ্যে, একটি কালো গরু পুষনের উদ্দেশ্যে, একটি লাল গরু রুদ্রের উদ্দেশ্যে বলি দেওয়া হতো।
ঋগ্বেদ সংহিতায় "বিবাহসূক্ত"-এ কন্যার বিয়েতে সমাগত অতিথিদের গোমাংস পরিবেষনের জন্য অজস্র গরু বলির বিধান আছে, (ঋগ্বেদ সংহিতা ১০/৮৫/১৩)।
৬) তৈত্তিরীয়ব্রাহ্মণে "পঞ্চশারদীয়-সেবা" নামক ভোজন অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য, ৫বছরের কম বয়সী ১৭টি বাছুরের মাংসে অতিথি আপ্যায়ন।
৭) বিষ্ণুপুরাণও গোমাংস ভোজনকে সমর্থন করেছে। শ্রাদ্ধের দিনে ব্রাহ্মণদের মৎস্যদানে ২মাস, শশক মাংস দানে ৩মাস, ছাগ মাংস দানে ৬মাস, মেষ মাংস দানে ১০মাস এবং গোমাংস দানে ১১মাস পিতৃগণের আত্মা পরিতৃপ্ত থাকে, (বিষ্ণুপুরাণ ৩/১৬, ঔর্ব্য মুনির বচন)।
৮) গোপালকেরা মাংসের জন্য ছাপ দেওয়া গরুর মাংস কাঁচা অথবা শুকিয়ে বিক্রি করতে পারে, (চাণক্য অর্থশাস্ত্র ২/২৯/১২৯)।
৯) চরকসংহিতা গোমাংসের রোগপ্রতিরোধ ক্ষমতা ও পুষ্টিগুণের কথা বলেছে এবং গোমাংস খাওয়া সমর্থন করেছে। গোমাংস বাত, নাক ফোলা, জ্বর, শুকনো কাশি, অত্যাগ্নি (অতিরিক্ত ক্ষুধা বা গরম), কৃশতা প্রভৃতি অসুখের প্রতিকারে বিশেষ উপকারী (চরকসংহিতা ১/২৭/৭৯)।
১০) সুশ্রুতরও একই সুর, গোমাংস পবিত্র এবং ঠান্ডা; হাঁপানি, সর্দিকাশি, দীর্ঘস্থায়ী জ্বর, অতি ক্ষুধা, বায়ু বিভ্রাটের নিরাময় করে, (সুশ্রুতসংহিতা ১/৪৬/৪৭)।
প্রশ্ন,
বেদসংহিতা, ব্রাহ্মণগ্রন্থ, পুরাণ, মনুসংহিতা, মহাভারত, রামায়ণ হিন্দুদের ধর্মগ্রন্থ। হিন্দুরা কি এই ধর্মগ্রন্থগুলো মানে না?
অতএব, গোমাংস হিন্দুদের বৈধ।
© #কপিরইটভূক্ত
#শমীন্দ্রঘোষ

20/04/2024

আর্যদের গোমাংস ভক্ষণ / ঋগ্বেদের প্রমাণ

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্ত সন্তান পুণ্য অর্জনের জন্য রাস্তায় গড়াগড়ি করছে। অন্য সমর্থকদের সঙ্গে স্বয়ং মা সম...
18/04/2024

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভক্ত সন্তান পুণ্য অর্জনের জন্য রাস্তায় গড়াগড়ি করছে। অন্য সমর্থকদের সঙ্গে স্বয়ং মা সমর্থনে নেমেছেন।

ধর্মের সঙ্গে খাদ্যের কোনো সম্পর্ক নেই। মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে ভৌগোলিক পরিবেশের উপর। এবং ওটাই স্বাভাবিক।         ...
15/04/2024

ধর্মের সঙ্গে খাদ্যের কোনো সম্পর্ক নেই। মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে ভৌগোলিক পরিবেশের উপর। এবং ওটাই স্বাভাবিক।

"ধর্ম মানেই নামাজ পড়তে হবে বা পুজো করতে হবে এমনটা আমি মানি না।"
15/04/2024

"ধর্ম মানেই নামাজ পড়তে হবে বা পুজো করতে হবে এমনটা আমি মানি না।"

বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের দশটি অমর কথা। সবাইকে আম্বেদকর জয়ন্তির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দ।
14/04/2024

বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের দশটি অমর কথা। সবাইকে আম্বেদকর জয়ন্তির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দ।

14/04/2024

গুরু নিন্দা মহাপাপ / কিন্তু গুরু যদি বিশ্বজিৎ খাড়া হয় তখন ব্যাপারটা অন্যরকম / শুভঙ্কর পাত্র

লেখাপড়া করেও যদি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে লিখতে না পারো। তাহলে বিশ্বাস কর তুমি সমাজের সবচেয়ে বড় অজ্ঞ এবং কল...
13/04/2024

লেখাপড়া করেও যদি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে লিখতে না পারো। তাহলে বিশ্বাস কর তুমি সমাজের সবচেয়ে বড় অজ্ঞ এবং কলঙ্ক।

ভাগ্য এখন হাতের মুঠোয় পাঁচ আঙুলের কন্ট্রোলে।আয় বাপধন দেখিয়ে কপাল গ্রহের দিশা বদলে নে। অমর হবি? ইচ্ছা আছে? মন্ত্র দেব ...
12/04/2024

ভাগ্য এখন হাতের মুঠোয় পাঁচ আঙুলের কন্ট্রোলে।
আয় বাপধন দেখিয়ে কপাল গ্রহের দিশা বদলে নে।
অমর হবি? ইচ্ছা আছে? মন্ত্র দেব কানটা পাত।
এই নে মালা অমুক কাঠের ড্যাশ ছিঁড়বে বজ্রাঘাত।
😆😆😆😆😆😆😆😆😆

মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কোনো গ্রন্থকে প্রাধান্য দেওয়ার কোন প্রয়োজন আছে কি? কোন গ্রন্থের অন্ধভক্ত...
12/04/2024

মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কোনো গ্রন্থকে প্রাধান্য দেওয়ার কোন প্রয়োজন আছে কি? কোন গ্রন্থের অন্ধভক্ত না হলে জীবনযাপন সম্ভব নয়? একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে গীতা এবং গীতাঞ্জলি দুটোই বিবেচনার বিষয় হতে পারে। কোন একটার কাছে ব্রেন বুদ্ধি বন্ধক রাখা উচিত হয় না।

সময় থাকতে বুঝুন...
12/04/2024

সময় থাকতে বুঝুন...

Address

Calcutta Bara Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Core Bangla - জনগণের কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Core Bangla - জনগণের কন্ঠ:

Videos

Share

Category

Nearby media companies