Susmita Ghosh

Susmita Ghosh প্রতিটা পোস্ট এ like ও share করে ভালো ভালো কমেন্ট করুন। যার কমেন্ট ভালো হবে ও পয়েন্ট যার বেশী হবে তার জন্য মাস শেষে এই রকম সারপ্রাইজ গিফট বাড়ি তে চলে যাবে।

আমি অনলাইনে দুটো প্রেসার কুকার অর্ডার দেওয়াতে আমার ননদ রুপা খুব অবাক হোলো | অবাক হয়ে জিজ্ঞেস করলো, "বৌদি, দুটো প্রেসার ক...
01/07/2024

আমি অনলাইনে দুটো প্রেসার কুকার অর্ডার দেওয়াতে আমার ননদ রুপা খুব অবাক হোলো | অবাক হয়ে জিজ্ঞেস করলো, "বৌদি, দুটো প্রেসার কুকার কেন??"

আমি হেসে বললাম, "একটা আমার, একটা গুঞ্জার|"

রুপা আমার কথায় মুখ ভেটকিয়ে বললো, "ছেলেবৌ আসতে পারলো না, আগেই আলাদা করে দিচ্ছ, বৌদি !! "

আমি বললাম, "দেখো রুপা, হিপোক্রেটিভ হয়ে কি লাভ বলো?? আমি গুঞ্জার শাশুড়িমা হবো,, মা তো নয় | তাই মায়ের ভালোবাসা আমি ওকে দিতে পারবো না | ও বিয়ে করে নিজের মতো করে নিজের একটা সংসার সাজিয়ে নিক | মা হওয়ার অভিনয় করে হাতে কলমে সবকিছু শিখিয়ে দেওয়ার অভিনয়টা নাই বা করলাম শাশুড়ি হয়ে !!"

ও আমার কথায় বললো, "তা কেন?? এখন শাশুড়িমায়েরাও মায়ের মতনই হয় | আমার মা কি কখনো তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য রেখেছে কোনোদিন??"

আমি বললাম, " এই দেখো, তুমি নিজেই বললে, শাশুড়িমা মায়ের মতন হয় | তার মানে তারা মা হন না, শুধু ছেলেবৌ 'মা' বলে ডাকে বলে মায়ের মতন হয় | আর তোমার মায়ের চোখে আমি তুমি সমান বুঝি!! তাহলে বলি শোনো |....

বিয়ের পরে এবাড়িতে এসে যখন রান্না পারতাম না, তখন তোমার মা ধমকে, বকে, টিপ্পনি কেটে,, ব্যঙ্গ করে কথা বলতেন,, কিন্তু হাতে ধরে রান্না শেখাননি কোনোদিনও | রজত কখনো প্রতিবাদ করলে উঁনি বলতেন, "নিজের মেয়ের মতো করে শিখিয়ে নিচ্ছি, তুই আমাদের শাশুড়ি-বৌয়ের মধ্যে পড়িস না তো |" কিন্তু মজার কথা দেখো, তোমার যখন অতনুর সাথে সম্বন্ধ ঠিক হোলো,তখন তোমার এই মা-ই কি বললেন অতনুর বাবাকে,"কিছু মনে করবেন না, আপনার স্ত্রী নেই, তাই বাইরে থেকে হোমডেলিভারিতে খাবার আসে | কিন্তু রুপা আপনাদের বাড়িতে যাওয়ার পরে সেটা হতে থাকলে কেমন দৃষ্টিকটু ব্যাপার হবে, তাই রুপা যাওয়ার আগেই রান্নার লোক, আর সবসময়ের কাজের লোক রেখে দেবেন | আমার মেয়ে এতো কাজ করায় অভ্যস্ত নয় |"... মনে আছে তোমার কথাগুলো??

যখন তুমি অতনুর টাকায় বেড়াতে যাও, তখন তুমি ভ্রমণশীল মানুষ | আর যখন আমি বেড়াতে যাবার বায়না করতাম, তখন তোমার মায়ের ভাষায় আমি ছিলাম বেহিসেবি মানুষ | তাহলে বলো, শাশুড়িমা কি করে মা হলেন ??

যখন তুমি পুজোয় মায়ের চেয়ে দামি শাড়ি কেনো, তখন তোমার মায়ের ইগোতে লাগে না,, কিন্তু যখন আমি কিনি তখন তার অপমানে লাগে,, সে তুলনামূলক কম দামের শাড়ি পেয়েছে বলে | কিন্তু দেখো, বিপরীতে, আমার মা বলতো, "বয়স হয়েছে আমার, আর অত দামি শাড়ি পরতে পারি না, তুই আমাকে একটা ছাপার শাড়ি কিনে দিস, আর ওই টাকায় তুই একটা চুড়িদার কিনে নিস্ |"... তাহলে থাকলো কিনা তফাৎ মা আর শাশুড়িমাতে !!

তোমার যখন ছেলে হোলো, তখন আয়া রাখতে তোমার মা-ই বললেন অতনুকে, অথচ আমি চাকরি করার পরেও বুবুন হওয়ার পরে তোমার মা আমাকে একটা আয়া রাখতে দেননি | অথচ আমার মা, রোজ বিকেলে বুবুনের সাথে খেলা করার অছিলায় এসে আমাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করতো |

তুমি উপোস করে পুজো করতে না পারলে উঁনি বলেন,"মেয়ের আমার ক্ষিদে সহ্য হয় না |" আর আমি উপোস না করলে বলেন, "সংসারে আমার অলক্ষ্মী জুটেছে | ".... হলেন কি তাহলে তিনি আমার মা?? আমি না খেলে আমার মাকে কখনো খেতে দেখিনি, কিন্তু আমার শাশুড়িমা কখনো আমার জন্য অপেক্ষা করেননি | আমার মন খারাপ হলে আমার মা ঠিক বুঝে যান, অথচ আমার শাশুড়িমা দুঃখ করেন তাঁর সাথে কথা বলিনি বলে | আমি যখন কোনো কাজে ব্যর্থ হই,, তখন আমার মা আমার মনের জোর বাড়ান পরের বার জিতবো বলে | আর আমার শাশুড়িমা সেসময় আমায় ব্যঙ্গ করেন, ধর্ম দেখেন | তোমার ভুল ত্রুটি গুলি ছেলেমানুষি, আর আমার ভুল ত্রুটিগুলি গর্হিত অপরাধ !!

ছেলেবৌকে নিজের মেয়ে বললেই সেই মেয়েটার মা হওয়া যায় না রুপা | মা কখনো সন্তানের প্রতিদ্বন্দ্বী হয় না, কিন্তু দুঃখের বিষয় শাশুড়িমা তাঁর ছেলেবৌকে সেটাই মনে করেন | তাই আমি আর কিছু শাশুড়ির মতো ছেলেবৌকে মেয়ের মতো করে ভালোবাসতে চাই না | তাকে ছেলে বৌয়ের জায়গায় রেখেই তাকে তার উপযুক্ত সম্মান দিতে চাই,, আর সর্বোপরি দিতে চাই তাঁর নিজের একটা সংসার, তাঁর স্বামীর সাথে | সেই সংসারে আমার ছেলে থাকলেও সেই ছেলের সূত্র ধরে কোনো দাবি খাটাতে যাবো না কোনোদিন | অলক্ষ্যে ওদের সুখটাকে উপভোগ করবো শুধু | "

আমার কথা খুব একটা মনোপুতঃ হোলো না রুপার | কিন্তু আমি খুব তুষ্ট হলাম নিজের মুখে মুখোশ পরার খেলায় না ঢুকে | গুঞ্জা আমাকে মায়ের মতন না দেখলেও হবে | ওর মা ওর জন্য যা করেছেন, আমি তা কোনোদিন করতে পারব না | কিন্তু তাই বলে গুঞ্জার সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে না, সেটাও না | গুঞ্জা আজ আমাকে যতটা ভালোবাসে, আগামী দিনে আমাকে আরও বেশী ভালোবাসবে, আর সেই ভালোবাসার রাস্তাটা আমি তৈরী করে দেব আমার ব্যবহার দিয়ে | কে বলে ছেলেবৌ শাশুড়িমাকে ভালোবাসতে পারে না !! aছেলেবৌ কি তাঁর শাশুড়িমাকেও কম ভালোবাসে নাকি!!... আমি গুঞ্জার শাশুড়িমা হয়েই খুশি !! গুঞ্জার মা হয়ে উঠব, এমন সাধ্য আমার নেই, সত্যিই নেই !!

©অনুভূতির আঙিনায় - কলমে অনন্যা*

Good evening fam
28/06/2024

Good evening fam

Just looking like wow 😳
28/06/2024

Just looking like wow 😳

Shoot For   During Durga Puja!❤️🤌Film Releasing This July 🎥
27/06/2024

Shoot For During Durga Puja!❤️🤌
Film Releasing This July 🎥

২০১৮ সালে মধুমিতা দি "ইমন" চরিত্র ও তার গামছা শাড়ী ও simplicity এর জন্য স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড থেকে ২য় বারের মতো "...
27/06/2024

২০১৮ সালে মধুমিতা দি "ইমন" চরিত্র ও তার গামছা শাড়ী ও simplicity এর জন্য স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড থেকে ২য় বারের মতো "স্টাইল আইকন (মহিলা)" জিতে নেয়! এছাড়াও "আগামী দিনের স্টার" ক্যাটাগরি জিতেছিলো আর আজ ২০২৪ সে মুভি, ওয়েব সিরিজে দাপটের সাথে অভিনয় করছে! ওই পুরষ্কার টা সার্থক 😁😇❤️

#কুসুমদোলা

মুম্বাইয়ের রাস্তায় ঘুরাঘুরি!❤️এই মেয়েটা এত্ত সিম্পল ভাবে চলাচল করে বলেই এত্ত ভালো লাগে!🤌✨💗
26/06/2024

মুম্বাইয়ের রাস্তায় ঘুরাঘুরি!❤️
এই মেয়েটা এত্ত সিম্পল ভাবে চলাচল করে বলেই এত্ত ভালো লাগে!🤌✨💗

লিচু লাভার রা সারা দাও
26/06/2024

লিচু লাভার রা সারা দাও

এতো মিষ্টি হওয়া অপরাধ!❤️😁মধুমিতা দি অবশেষে শ্যুট করতে মুম্বাইয়ে গেছে, All The Best Madhumita🧿
26/06/2024

এতো মিষ্টি হওয়া অপরাধ!❤️😁
মধুমিতা দি অবশেষে শ্যুট করতে মুম্বাইয়ে গেছে, All The Best Madhumita🧿

একটা ঘরে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা থাকে। সেই ঘরে সবার মধ্যে ৯ যেহেতু বড়ো তাই ৯ গিয়ে ৮ কে জোরে একটা চর মারলো। ৮ জিজ্ঞাসা ...
26/06/2024

একটা ঘরে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা থাকে। সেই ঘরে সবার মধ্যে ৯ যেহেতু বড়ো তাই ৯ গিয়ে ৮ কে জোরে একটা চর মারলো। ৮ জিজ্ঞাসা করল ৯ কে আমায় মারলে কেন? ৯ বললো আমি যেহেতু তোদের সবার থেকে বড়ো তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। তখন ৮ গালে হাত বোলাতে বোলাতে ৭ এর কাছে গিয়ে ৭ কে খুব জোরে চর মারলো। ৭ চর মারার কারন জানতে চাইলে ৮;সেই কথা টা বলল যেটা ৯ তাকে বলেছিল। এর পর ৭ গিয়ে ৬ কে ৫ গিয়ে ৫ কে ৫ গিয়ে ৪ কে ৪‌ গিয়ে ৩কে ৩ গিয়ে ২ কে ২ গিয়ে ১কে মারলো। এর পর বড়োরা ছোটো কে এই ভাবে চর মারছে দেখে ০ ঘরের এক কোণে গিয়া চোখ বন্ধ করে বসে পড়লো। তার পর ১ যখন তার কাছে গেলো সে ভয়ে চোখ বন্ধ করে নিলো। কিছু ক্ষণ পর চোখ খুলে দেখলো ১ দাড়িয়া আছে। ০ তাকে জিজ্ঞাসা করলো তুমি অমায় মারলে না কেন? তখন ১ বললো খারাপ কাজ কাউকে না কাউকে তো বন্ধ করতে হবে। আর দেখো তুমি আমি পাশাপাশি বসে এখন ৯এর থেকেও বড়ো হয়ে গেছি।‌এই ঘরের সবার থেকে আমার বড়ো। তাও আমরা ৯ কে মারবো না। কারন খারাপ কাজ করা সহজ। খারাপ কাজের ধারা অব্যাহত রাখা সহজ । কিন্তু খারাপ কাজ বন্ধ করার মধ্যে আসল সাফল্য।
✍️ সুস্মিতা ঘোষ

মধুমিতা দির হাসিতেই লুকিয়ে আছে আসল রহস্য
26/06/2024

মধুমিতা দির হাসিতেই লুকিয়ে আছে আসল রহস্য

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০১৫ এর পর, ২০১৬ তেও পপুলার চয়েজে সেরা বউ জিতেছিলো মধুমিতা দি পাখি চরিত্রের জন্য!🐝 এছাড়া স্...
25/06/2024

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০১৫ এর পর, ২০১৬ তেও পপুলার চয়েজে সেরা বউ জিতেছিলো মধুমিতা দি পাখি চরিত্রের জন্য!🐝
এছাড়া স্টার জলসা থেকে মাত্র তিনটা ধারাবাহিক করে অ্যাওয়ার্ড শো থেকে এখনও অব্দি প্রায় সবার থেকে বেশি অ্যাওয়ার্স রয়েছে তারই ঝুলিতে!!! ✨💙🤌
Time flies so fast 🥲

Good morning 🌅🌄
25/06/2024

Good morning 🌅🌄

সময়ের সাথে সব কিছু বদলে যায়,আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি,,,🤣🤣😞😞
24/06/2024

সময়ের সাথে সব কিছু বদলে যায়,
আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি,,,🤣🤣😞😞

বর্ষা আসছেএকটা মানবিক আবেদন.......আপনারা যারা আম, জাম, লিচু, কাঠাল, জাম খান।খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ...
24/06/2024

বর্ষা আসছে
একটা মানবিক আবেদন.......
আপনারা যারা আম, জাম, লিচু, কাঠাল, জাম খান।
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে জলে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তখন সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন।

আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
আমরাই পারি রক্ষা করতে প্রকৃতির সবুজায়নকে।

পোষ্ট ভালো লাগলে পেজটি Follow করে রাখুন।

কত্ত কিউট
24/06/2024

কত্ত কিউট

কার কার star লাগবে follow করে কমেন্ট করো। আমার কাছে এখনো 98 টা star আছে। পোস্ট গুলো তে লাইক কমেন্ট শেয়ার করুন।যার পয়েন...
23/06/2024

কার কার star লাগবে follow করে কমেন্ট করো। আমার কাছে এখনো 98 টা star আছে। পোস্ট গুলো তে লাইক কমেন্ট শেয়ার করুন।যার পয়েন্ট যত বেশী হবে তাদের স্টার send করবো।

বাবর সথে কাটানো কিছু মুহূর্ত
22/06/2024

বাবর সথে কাটানো কিছু মুহূর্ত

Queen of Millions heart 💜❤️
22/06/2024

Queen of Millions heart 💜❤️

22/06/2024

আজ আমাদের রান্না হয়েছে ধ্যারস ভাজি, বেগুনের রাধারাণী আর পটল পনির।
তোমরা আজ কি দিয়ে ভাত খাবে?

Surprise gift কথা শুধু সবার মুখে শুনে ই গেলাম। 😒 আমি আর সেই ভাগ্যবতী হলাম না।
21/06/2024

Surprise gift কথা শুধু সবার মুখে শুনে ই গেলাম। 😒 আমি আর সেই ভাগ্যবতী হলাম না।

Address

Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when Susmita Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Burdwan

Show All