Desh Duniya

Desh Duniya welcome to fan page " Desh Duniya"
নিয়মিত ভালো ভালো পোস্ট পেতে পেজটিকে
Follow করুন।
(2)

ব্যাঙের বিয়ে 🐸🐸©️ Anasresti
30/04/2024

ব্যাঙের বিয়ে 🐸🐸

©️ Anasresti

সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নতুন বছর ভালো কাটুক আনন্দে থাকুন
14/04/2024

সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
আপনাদের নতুন বছর ভালো কাটুক আনন্দে থাকুন

এ শহরে ভালোবাসার বড্ড অভাব যার কারণে ফুলগুলো আজও এখানেই পড়ে আছে!🌼🥀🌸
10/04/2024

এ শহরে ভালোবাসার বড্ড অভাব যার কারণে ফুলগুলো আজও এখানেই পড়ে আছে!🌼🥀🌸

আমার দেখা শ্রেষ্ট মানুষ আমার বাবা..!🥰
08/04/2024

আমার দেখা শ্রেষ্ট মানুষ আমার বাবা..!🥰

এই গরমে পান্তা ইলিশ…...😋😋😋😋
06/04/2024

এই গরমে পান্তা ইলিশ…...😋😋😋😋

—"সৌন্দর্যের নতুন এক আভাস  বাগান বিলাস!🌸🩷🪽
30/03/2024

—"সৌন্দর্যের নতুন এক আভাস বাগান বিলাস!🌸🩷🪽

😆😆😆😆
27/03/2024

😆😆😆😆

টাকা নেই ভাববেন না এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি"কি সুন্দর একটা বাক্য তাই না 😊নেই কোন অহংকার নেই কোনো লজ্জাশাহীন ভাইয়...
26/03/2024

টাকা নেই ভাববেন না এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি"

কি সুন্দর একটা বাক্য তাই না 😊
নেই কোন অহংকার নেই কোনো লজ্জা
শাহীন ভাইয়ের আছে শুধু বুক ভরা ভালোবাসা ❣️

একটি মনোরম গ্রাম্য দৃশ্য। ♥️পুরুলিয়া
26/03/2024

একটি মনোরম গ্রাম্য দৃশ্য। ♥️

পুরুলিয়া

❤️🧡💛💚🩵💙💜ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে স্থলে   বনতলে লাগলোযে দোল…. দ্বার খোল, দ্বার খোলশুভ দোলযাত্রা
25/03/2024

❤️🧡💛💚🩵💙💜
ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বনতলে লাগলো
যে দোল…. দ্বার খোল, দ্বার খোল
শুভ দোলযাত্রা

হোলি আসছে, আর আসছে... 😝😜🤪
24/03/2024

হোলি আসছে, আর আসছে... 😝😜🤪

24/03/2024

😆😆😆

টিকিট কাউন্টারে সেই মেশিনটির কথা মনে পড়ছে ! এগুলো কি বর্তমান প্রজন্মের হয়ত অনেকেই জানেন না। কে কে ভ্রমণ করেছেন এই টিকিট...
22/03/2024

টিকিট কাউন্টারে সেই মেশিনটির কথা মনে পড়ছে ! এগুলো কি বর্তমান প্রজন্মের হয়ত অনেকেই জানেন না। কে কে ভ্রমণ করেছেন এই টিকিটে !

বৃষ্টির দিনে আর কি চাই 😋😍
20/03/2024

বৃষ্টির দিনে আর কি চাই 😋😍

দোল মহালয়া, দোল চতুর্থী, দোল ষষ্টি, দোল অষ্টমী, দোল বিজয়া- এই সব তিথি শীঘ্র চালু করা হোক!
19/03/2024

দোল মহালয়া, দোল চতুর্থী, দোল ষষ্টি, দোল অষ্টমী, দোল বিজয়া- এই সব তিথি শীঘ্র চালু করা হোক!

জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত সেটার নাম 'স্টিকি'। মানে ভাতের দানা একটার সাথে আরেকটা লেগে থাকে।আমার ধারণা ছিল, স্...
17/03/2024

জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত সেটার নাম 'স্টিকি'। মানে ভাতের দানা একটার সাথে আরেকটা লেগে থাকে।

আমার ধারণা ছিল, স্টিকি ভাত কাঠি দিয়ে সহজে খাওয়া যায় বলেই জাপানিরা এটা এত পছন্দ করে। আমি এই ভাত খেতে একদমই পছন্দ করতাম না। ইন্টারেস্টিং বিষয় হলো জাপানের বাজারে জাপানি কৃষকদের উৎপাদিত এই বিশেষ ভাতের চালের দামই সবচেয়ে বেশি।

বাজার থেকে কয়েকবার বিভিন্ন ধরণের চাল কেনার পর বুঝলাম এই চাল যদি জাপানিরা নিজেরা উৎপাদন না করে আশেপাশের কোনও দেশ থেকে আমদানি করতো তাহলে এর দাম বেশ কম পড়তো।আমি কৌতুহলী হয়ে আমার সুপারভাইজার প্রফেসর কামিজিমাকে একবার জিজ্ঞেসই করে ফেললাম..

"আচ্ছা প্রফেসর, তোমরা এই চাল বিদেশ থেকে আমদানি করো না কেন? আমদানি করলে তো দাম অনেক কম পড়তো!"
কামিজিমা: "তা হয়তো পড়তো.."
আমি: "তাহলে?"
কামিজিমা: "সরকার ইচ্ছে করেই কৃষকদের কাছ থেকে উৎপাদন খরচের অনেক বেশি দামে এই চাল কেনে।"
"কেন?"
"কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য।"
"মানে?"
"কৃষক যদি ভালো দাম না পায় তাহলে কি ওরা আর কৃষিকাজ করবে? পেশা বদলে ফেলবে না!"
"তাই বলে সরকার এত বেশি দামে চাল কিনবে কৃষকদের কাছ থেকে?"

"শোনো, আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলিনি। জাপান একটা দ্বীপরাষ্ট্র। ঐরকম একটা যুদ্ধ যদি আবার কখনো লাগে আর শত্রুরা যদি আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে! তখন কী হবে ভেবেছ?"
"বুঝলাম না!"

"বাইরে থেকে কোনও খাবার জাপানে আসতে পারবে? আমরা কি তখন এই টয়োটা গাড়ি খাব? কৃষক যদি না বেঁচে থাকে তাহলে ঐসময় আমরা বাঁচব?!"
আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম কামিজিমার কথা শুনে। ভাবলাম, আমরা কি অবলীলায় আমাদের দেশের কৃষকদেরকে বছরের পর বছর উৎপাদিত শষ্যের ন্যায্য মূল্য না দিয়ে মেরে ফেলার যাবতীয় আয়োজন সম্পন্ন করছি!

উল্লেখ্য জাপানিজ সরকার বছর শেষে তাদের মজুদ করা চাল নষ্ট করে ফেলে দেয়। পুনরায় চাল কেনার জন্য। কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য...

("The Mind Game" বই থেকে উদ্ধৃত)
লেখক : অধ্যাপক রোমেন রায়হান

কলকাতার  দর্শনীয়  স্থান  ❤️ প্রিন্সেপ ঘাট ❤️⬇️প্রিন্সেপ ঘাট হল কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘ...
16/03/2024

কলকাতার দর্শনীয় স্থান

❤️ প্রিন্সেপ ঘাট ❤️
⬇️
প্রিন্সেপ ঘাট হল কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। এর প্যালাডিয়ান পোর্চটির নকশা করেন ডব্লিউ ফিজগেরাল্ড। ঘাটটি নির্মিত হয় ১৮৪১ সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে।
প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটি ১৮৪১ সালে নির্মিত হয় এবং অ্যাংলো-ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত। ঘাটের মূল গ্রিকো-গথিক স্থাপত্যটি ২০০১ সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করেছে। এটির রক্ষণাবেক্ষণও উক্ত মন্ত্রকই করে থাকে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হত।

প্রিন্সেপ ঘাট কলকাতার সচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে। ঘাটের কাছে চল্লিশ বছরের পুরনো আইসক্রিম ও ফাস্ট ফুড বিক্রির একটি কেন্দ্র আছে। এখানে অনেক মানুষ আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নৌকায় প্রমোদভ্রমণে যান। ২০১২ সালের ২৪ মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত দুই কিলোমিটার পথে সৌন্দর্যায়িত নদীতীরের উদ্বোধন করা হয়েছে। এই অংশটি আলোকমালা, বাগান, প্রমোদপথ, ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং এই অংশের ঘাটগুলির সংস্কার করা হয়েছে।

বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শ্যুটিং প্রিন্সেপ ঘাটে হয়েছে।

প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্ররেলের একটি স্টেশন আছে। স্টেশনটির নামও "প্রিন্সেপ ঘাট"। এই স্টেশনের কোড পিপিজিটি।

ঘাটের নিকটবর্তী ম্যান-অ-ওয়ার জেটিটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরের গৃহীত ভূমিকার স্মৃতি বহন করছে। জেটিটি এখন মূলত ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে। এটির রক্ষণাবেক্ষণ করা হয়।

🖋️ 📷 তথ‍্যসূত্র ও ছবি :: গুগল

14/03/2024
13/03/2024

আসছে রাধা-কৃষ্ণের দোল উৎসব 😍🦚❤️‍🩹🌈

মনে পড়ছে স্বাদটা , কে কে খেয়েছো 😋এখন কোথাও পাওয়া যায় কেও বলতে পারবে
09/03/2024

মনে পড়ছে স্বাদটা , কে কে খেয়েছো 😋
এখন কোথাও পাওয়া যায় কেও বলতে পারবে

শুভ বিবাহ....❤️🥺𝘔𝘢𝘩𝘢𝘚𝘩𝘪𝘷𝘢𝘳𝘢𝘵𝘳𝘪 🙏𝘔𝘢𝘢 𝘉𝘢𝘣𝘢 𝘢𝘳 𝘣𝘪𝘺𝘦 😍💞অলৌকিক কিছুকে কি লৌকিকতার রূপ দেওয়া যায় না..📷 : Ankur Ghosh
08/03/2024

শুভ বিবাহ....❤️🥺
𝘔𝘢𝘩𝘢𝘚𝘩𝘪𝘷𝘢𝘳𝘢𝘵𝘳𝘪 🙏
𝘔𝘢𝘢 𝘉𝘢𝘣𝘢 𝘢𝘳 𝘣𝘪𝘺𝘦 😍💞

অলৌকিক কিছুকে কি লৌকিকতার রূপ দেওয়া যায় না..

📷 : Ankur Ghosh

নারী সমাজের শক্তি এবং অনুপ্রেরণা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।মা তুমি আমার আদর্শ, আমার স...
08/03/2024

নারী সমাজের শক্তি এবং অনুপ্রেরণা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

মা তুমি আমার আদর্শ, আমার সেরা বন্ধু। আন্তর্জাতিক নারী দিবসে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
মা তুমি প্রেম, সাহস এবং জ্ঞানের প্রতীক। তুমি আমাদের জন্য যা যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
তোমার দয়া, শক্তি এবং সংকল্প আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। তোমাকে পেয়ে আমি ধন্য।
আমার স্ত্রী আমার শক্তি, আমার আত্মার সঙ্গী। আমি তাকে ছাড়া কল্পনা করতে পারি না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।
যে মহিলা আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছে তাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
আপনার শক্তি, বৃদ্ধি এবং করুণা আমাকে প্রতিদিন মুগ্ধ করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুভেচ্ছা।
আমার সুন্দর বোনকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। তুমি আমাদের অনুপ্রেরণা, শক্তি এবং ভালোবাসার উৎস। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

শুভ মহা শিবরাত্রি , সকলকে জানাই মহা শিবরাত্রি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
08/03/2024

শুভ মহা শিবরাত্রি , সকলকে জানাই মহা শিবরাত্রি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

ফুচকা মানেই আবেগ 😍😋
07/03/2024

ফুচকা মানেই আবেগ 😍😋

মেয়ের বাড়ি থেকে কি দিলো.....?মেয়ে দিলো। আর কি দেবে ?না মানে ওই যে খাট-বিছানা, তোষক আলমারি এইসব দিতে হয় না ?কোথায় লে...
06/03/2024

মেয়ের বাড়ি থেকে কি দিলো.....?
মেয়ে দিলো। আর কি দেবে ?
না মানে ওই যে খাট-বিছানা, তোষক আলমারি এইসব দিতে হয় না ?

কোথায় লেখা আছে দিতে হয় ? আর দিতে হবে কেন ? বাড়িতে তো সবই আছে। আর না থাকলেও মেয়ের বাড়ির ঘাড় ভেঙে নেবো কেন ? ভিখারী নাকি ? নিজেদের সামর্থ্য মত ধীরে ধীরে সবই কিনব ?

না তাও। যতই বল্ মেয়ের বাড়ি থেকে তো এইসব জিনিস জোর করে হলেও দেয়।

হ্যাঁ... মেয়ের বাড়ি থেকে জোর করে সব দিতে চেয়েছিলেন। আমার বাবা তখন একটা দারুণ কথা বলেছিলেন,
"মেয়ের পরিবার ছোটো থেকে কত কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে মেয়েকে বড়ো করেছেন, টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে মেয়েকে স্বাবলম্বী করেছেন। সেই পরিপূর্ণ মানুষটিকে তারা ছেলের বাড়ি পাঠাচ্ছেন। ছেলের বাড়ির তো উল্টে মেয়ের বাড়িকে তার মূল্য দেওয়া উচিত।
আপনার দুর্মূল্য মেয়ের মূল্য দেওয়ার সামর্থ্য আমাদের নেই বলে মাফ করবেন। আপনারা কিছু দেয়ার কথা তুলে আর লজ্জা দেবেন না।"

আমাদের পাল্টানোর সময় এসেছে😌

৬ই মার্চা আজ থেকে চালু হচ্ছে হাওড়া ময়দানের ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নীচে দিয়ে হবে মেট্রো পরিবহন। ভারতের বি...
06/03/2024

৬ই মার্চা আজ থেকে চালু হচ্ছে হাওড়া ময়দানের ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নীচে দিয়ে হবে মেট্রো পরিবহন। ভারতের বিজ্ঞানের এক ঐতিহাসিক দিন। আজ থেকে প্রায় ৮০ বছর আগে ঐতিহাসিক হাওড়া ব্রিজ তৈরি করা হয় গঙ্গার উপরে, এই বিশাল ঝুলন্ত সেতু সেই সময়ে আশ্চর্যের থেকে কম কিছু ছিল না কিন্তু তখন কি কেউ কল্পনাও করতে পারত যে গঙ্গার নীচে পরিবহন ব্যবস্থা হতে পারে? এখনও এই একবিংশ শতাব্দীতে এসেও ভাবলেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে উত্তেজনায়! সফলভাবে হাওড়া মেট্রো নির্মাণ সম্ভবপর করে তোলা বিজ্ঞানের জয়, ভারতের জয়, আমাদের দেশের দক্ষ ইঞ্জিনিয়ারদের জয়। এভাবেই আমরা ভারতীয়রা যেন আমাদের দেশকে আরও উন্নত করে তুলতে পারি বিজ্ঞানের দেখানো পথ ধরে।

#শিক্ষাঙ্গন

কি দারুণ একটা বিষয়!!লন্ডনের ফুটপাতের পুরাতন টেলিফোন বক্স গুলো এখন পরিনত হয়েছে শহরের ছোট লাইব্রেরিতে।আহা এসব ছবি দেখতেও ভ...
05/03/2024

কি দারুণ একটা বিষয়!!
লন্ডনের ফুটপাতের পুরাতন টেলিফোন বক্স গুলো এখন পরিনত হয়েছে শহরের ছোট লাইব্রেরিতে।
আহা এসব ছবি দেখতেও ভালো লাগে..

04/03/2024

নস্টালজিক কলকাতা 💙

:

🎥 : Suchanda Ghanty

Kolkata Canvas

World Wildlife Day 2024
03/03/2024

World Wildlife Day 2024

Address

Bongaon

Alerts

Be the first to know and let us send you an email when Desh Duniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh Duniya:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Bongaon

Show All