arif mondal vlogs

arif mondal vlogs all music and photo create

04/09/2024

বিলেত ফেরত পাচু ডাক্তার ইন্জিনিয়ারিং সলিউশান

31/08/2024

কেলোর কীর্তি

30/08/2024

না নেই

29/08/2024

১ টাকার হজমোলাতে সবাই মিলে খাওয়া দাওয়ার নিনজা টেকনিক।

28/08/2024
28/08/2024

চাচা পাট কাঠি কত করে?

27/08/2024

শুধু কালো ছেলে না চাকরি না পেলেও ব্রেকআপ হয়😄😄😄😄😄

ভুড়িয়াল
26/08/2024

ভুড়িয়াল

24/07/2024

চাইলেই হতে পারতাম ক্ষণিকের প্রেমিক,
স্পর্শ করে কলঙ্কিত করে দিতাম এক নিমিষেই।
অতঃপর প্রেম সুধা পান করে ভ্রমরের ন্যায় ছুটে যেতাম অন্য ফুলের মধু পান করতে।

হতে পারতাম এমন প্রেমিক,যে প্রেমিক প্রেমিকার বুকের ভাজ দেখতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কামুক দৃষ্টিতে।

যে প্রেমিক নিত্য নতুন মেয়ে নিয়ে রুম ডেটে অভ্যস্ত,যে প্রেমিকের কাছে প্রেমিকার অনুভূতির কোনো মূল্য নেই।
যে প্রেমিক বিশ্বাসঘাতকতায় জীবন শেষ করে দিয়ে অবশেষে বলে ‘ভালো থেকো’।

এমন প্রেমিক না হয়ে আমি বরং হয়েছি এক নির্বোধ স্বার্থপর প্রেমিক!

প্রেমিকার বুক ভেদ করে তার হৃদয় দেখতে চেয়েছি বারংবার,আর তাতেই হয়েছি আমি চরিত্রহীন।

প্রেমিকার খোঁপায় রজনীগন্ধার মালা,গায়ে জড়ানো নীল শাড়ি,আর হাতে শোভা পাওয়া কাঁচের চুড়ির প্রেমে হাবুডুবু খেয়েছি সহস্রবার।

আমি কামনা খুঁজে বেরিয়েছি প্রেমিকার চুলের ঘ্রাণে,
সুখ খুঁজে নিয়েছি প্রেমিকার হাসি মুখ দেখায়।

আমি ঘুমের কুমির হয়েও নির্ঘুম রাত কাটিয়েছি প্রেমিকার বিরহে।
জোছনা রাত,নদীর ঢেউ কিংবা পাহাড়ি ঝরনায় সৌন্দর্য না খুঁজে আমি সৌন্দর্য খুঁজে নিয়েছি তার মাঝে।

আমি বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা ভুলে ভালোবেসেছি তাকে।
আমি শত নারীতে মুগ্ধ না হয়ে, মুগ্ধ হয়েছি শুধুমাত্র এক মানবীতে।

আর এই এক মানবীর উপর সব অধিকার আদায়ের আন্দোলনে নেমে আমি হয়েছি একজন স্বার্থপর প্রেমিক।
হ্যাঁ আমি সেই নির্বোধ স্বার্থপর প্রেমিক বলছি।

লেখায়ঃ Md. Fahad Mia.

.           ~শিশুশ্রমিক~           আরিফ মন্ডলশিশুশ্রম বন্ধ হোক,বেজে উঠুক সমাজের প্রতিটা রন্ধ্রে রনদামাদা;শিক্ষার আলোয় আল...
13/07/2024

. ~শিশুশ্রমিক~
আরিফ মন্ডল

শিশুশ্রম বন্ধ হোক,বেজে উঠুক সমাজের প্রতিটা রন্ধ্রে রনদামাদা;
শিক্ষার আলোয় আলোকিত করে ফিরিয়ে আসুক মূলস্রোতে।
সময়ের ব্যবধানে গড়ো ওঠা মিথ্যাচার,নোংরামির গন্ডি ভেঙেই,
শব্দের রঙমশাল জ্বালিয়ে ছড়িয়ে দাও মুখের কোনে।
দারিদ্র্যের কারনে ওরা হয়েছে পাঠশালার থেকে বিমুখ,
বাবা মাও কিছুটা স্বার্থান্বেষী,কাজে লাগিয়ে দিয়ে পাই ভেঙে পড়া সংসারে একটু খোঁজ।
অল্প বয়সে বইয়ের বদলে কাঁধে তুলে নিয়েছে সংসারের ভার,
কলকারখানা, গ্যারেজ,ইটভাটার মালিক ওদের চুষে করেছে আহার।
সচেতনার অভাবে আমরা খুঁড়িয়ে চলা সমাজের বাসিন্দা,
খেলাধূলা পড়াশোনার বদলে ওরা পরিবারের রোজগারের অন্যতম সদস্য, সদস্যা।
হঠাৎ যখন পাশ দিয়ে ছুটে যেতে দেখে সকাল ১০ টার স্কুল গাড়ি,
কচিমন বিষন্নতায় ঢেকে যায়,মুখটা হয়ে যায় কষ্টে বড্ড ভারি।
আজ দিন এসেছে সময়ের সাথে মনের ঘড়ির কাঁটা বদলাবার,
যুগে যুগে শিশুশ্রম বন্ধ হোক,ওরাই হয়ে উঠুক ভবিষ্যতে দেশের হাতিয়ার।

Address

Beara
Bangaon
743251

Alerts

Be the first to know and let us send you an email when arif mondal vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to arif mondal vlogs:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bangaon

Show All