20/05/2023
ভবিষ্যতে ক্ষত্রিয় কুড়মি রা যদি ST তালিকায় সংযোজন হয় তারজন্য সরকার যতটা না দায়ী থাকবে তার থেকে অনেকাংশে আদিবাসী সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ রা এবং সমস্ত স্তরের আদিবাসী মানুষজনের ই দায়ী থাকবেন। ক্ষত্রিয় কুড়মি দের নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যে রাজনীতি করছে তা সন্দেহের অবকাশ নেই। ক্ষত্রিয় কুড়মি দের নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত আছে তা দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত না থাকলে ক্ষত্রিয় কুড়মি রা কোনভাবেই টানা পাঁচদিন ধরে রেলপথ অবরুদ্ধ রাখা সম্ভব ছিল না। যেখানে আদিবাসী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ১২ ঘন্টা রেলপথ অবরুদ্ধ এর জন্য আদিবাসী সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ দের নামে কোটি কোটি টাকা রেল কর্তৃপক্ষের ক্ষয়ক্ষতির অজুহাতে রেল কর্তৃপক্ষ আদিবাসী সামাজিক সংগঠন নেতৃবৃন্দ দের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে পক্ষান্তরে টানা পাঁচদিন ধরে ক্ষত্রিয় কুড়মি রা রেল অবরুদ্ধ রাখলেও রেল কর্তৃপক্ষ কুড়মি নেতৃবৃন্দ দের বিরুদ্ধে একটাও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? তার উত্তর সমস্ত আদিবাসী সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও সমস্ত স্তরের আদিবাসী মানুষজনের কাছে নিশ্চয়ই অজানা নয়। কেন্দ্র ও রাজ্য সরকার ক্ষত্রিয় কুড়মি দের কে ST তালিকায় সংযোজনের জন্য নিশ্চয়ই আন্তরিকতা আছে না হলে কেন্দ্র ও রাজ্য সরকার ক্ষত্রিয় কুড়মি দের বিষয়ে নীরব দর্শকের ভূমিকায় দেখা যেত না? এইবারে দেখে নেওয়া যাক কেন কেন্দ্র ও রাজ্য সরকার ক্ষত্রিয় কুড়মি দের নিয়ে রাজনীতি করছে? কেন্দ্র ও রাজ্য সরকার ক্ষত্রিয় কুড়মি দের নিয়ে রাজনীতির আসল কারণ হলো ক্ষত্রিয় কুড়মি দের কে ঢাল হিসাবে ব্যবহার করে আদিবাসীদের অস্তিত্বের পরিচয় বিলুপ্ত ও লোপাটের চক্রান্তে একই ছাতার তলায় সামিল হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে ক্ষত্রিয় কুড়মি দের কে ST তালিকায় সংযোজন করতে চাইছে। কেন্দ্র ও রাজ্য সরকার ভালোভাবেই জানে এক সবল জাতিকে দুর্বল জাতির উপর চাপিয়ে দিলে অনায়াসেই সেই সবল জাতির আঘাতে দুর্বল জাতি শেষ হয়ে যাবে। এমনিতেই ক্ষত্রিয় কুড়মি রা অর্থনৈতিক ভাবে এবং শিক্ষা দীক্ষায় অনেকটাই এগিয়ে তাই সেই ক্ষত্রিয় কুড়মি দের কে যদি কেন্দ্র ও রাজ্য সরকার ST তালিকায় সংযোজন করে তাহলে প্রকৃত ST দের সুযোগ সুবিধা পুরোটাই ক্ষত্রিয় কুড়মি দের কব্জায় চলে যাবে এ