Nirvik Khabar

Nirvik Khabar না আমরা বিক্রীত না আমরা ভীত

11/02/2023

দেখুন বিস্ফোরক সাক্ষাৎকার, বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাডেমির বিশেষ পুরস্কারের পর করেন পদত্যাগ, কবি অনাদিরঞ্জন বিশ্বাস।
প্রশ্ন: এপাং ওপাং ঝপাং কবিতার মান কেমন?
প্রশ্ন: কবি মমতা বন্দ্যোপাধ্যায় কে কত নম্বর দেবেন?
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হবার যোগ্য?
প্রশ্ন: অমর্ত্য সেন কি নোবেল জয়ী?

আগামীকাল ১১ই ফেব্রুয়ারি আসছে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাড...
10/02/2023

আগামীকাল ১১ই ফেব্রুয়ারি আসছে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ও বিখ্যাত কবি যিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলা সাহিত্য একাডেমির বিশেষ পুরস্কারের পর করেন পদত্যাগ, কবি অনাদিরঞ্জন বিশ্বাস।
প্রশ্ন: এপাং ওপাং ঝপাং কবিতার মান কেমন?
প্রশ্ন: কবি মমতা বন্দ্যোপাধ্যায় কে কত নম্বর দেবেন?
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রধানমন্ত্রী হবার যোগ্য?
প্রশ্ন: অমর্ত্য সেন কি নোবেল জয়ী?

31/01/2023

বিষ্ণুপুরের উন্নয়নের বিচিত্র টিউবওয়েল, হ্যান্ডেলের পরিবর্তে গাছের ডান্ডা লাগানো। এর মধ্যেই ফুটে উঠছে বিষ্ণুপুরের সমাজের ও উন্নয়নের প্রকৃত ছবি।

30/01/2023

বিশ্বের করপরেটারদের ইতিহাসের সর্ব বৃহৎ স্ক্যাম করেছে আদানি গ্রুপ: হিন্ডেনবার্গ। LIC ও SBI এ সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা ডুবছে। সেবি ও ED নিশ্চুপ কেন?

24/01/2023

গুমনামি বাবার ও জন্মদিন ছিল কাল। কে ছিলেন গুমনামি বাবা, কি বলেন গবেষকরা দেখে নিন সম্পূর্ন ডিটেইলস। গুমনামি বাবা।

09/01/2023

আবাস যোজনায় ঘর বণ্টনের অভিযোগে বিজেপির গণ ডেপুটেশন কেন্দ্র করে উত্তপ্ত বিষ্ণুপুরের রাজনীতি। MP সৌমিত্র খা বক্তব্যে বলেন বিষ্ণুপুরের MLA তৃণমূলের নেতা কর্মীদের বউ বিক্রি করে দেবে। এটাই কি রাজনীতি ?

07/01/2023

একদিকে সেমি বুলেট ট্রেন চালু হয়ে গেল কিন্তু বিষ্ণুপুরে চক্রধরপুর প্যাসেঞ্জার আজও স্টপেজ দিল না। হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার আর কি কোন দিনও বিষ্ণুপুরে দাড়াবে না??

05/01/2023

অভিযোগ এক জনম দুঃখিনী মহিলার আবাস যোজনার বাড়ীর সিঁড়ি তৈরীর ১৬ হাজার টাকা দিচ্ছে না ফেরৎ কাউন্সিলর বাবু। কোথায় যাবে এই অসহায় মানুষগুলো?

09/12/2022

সোনামুখীর মেলা আর বিষ্ণুপুর জেলা, বন্ধের পিছনে কারা খেললো নোংরা খেলা। দেখুন বিশ্লেষণ।।

06/12/2022

আজ বাবরী মসজিদ ভাঙার ৩০ বছর আর রাহুল গান্ধী হেঁটে চলেছেন ভারত জড়ো যাত্রাই ৩৫৭০ কিমি, কন্যাকুমারী থেকে শ্রীনগর। রাহুল গান্ধী ভারতের সবচেয়ে বেশী বার পরাজিত হওয়া রাজনেতা।।

30/11/2022

সোনামুখীতে প্রথম বই মেলার আয়োজন বানচাল করতে চাইছে বাঁকুড়া শহরের সেই বুদ্ধিজীবীর দল যারা #জেলাবিষ্ণুপুর বানচাল করতে রাস্তায় নেমে নাটক করেছিলো। দেখুন মাতৃ ভাষা বাঁকৃড়ি তে প্রথম বার বিশ্লেষণ।।

27/11/2022

চক্রধরপুর প্যাসেঞ্জার এর বিষ্ণুপুরে স্টপেজ দেওয়ার জন্য, এবার মা সারদার আশীর্বাদ প্রাপ্তির জন্য ডেপুটেশনের কপি মা সারদার কাছেও জমা দিলেন বিষ্ণুপুর প্রগতিশীল শিক্ষিত সমাজ এবং ইন্ডিয়ান রেলওয়ের কাছে দাবী জানালেন অবিলম্বে এই ট্রেন চালু করার।

27/11/2022

অভিযোগ: বিষ্ণুপুর পৌরসভার ১০৯ ফুট রাস্তা ঘিরে পার্কিং বানিয়ে ২ লাখ টাকা করে বিক্রি করছে এক বিল্ডার আর প্রতিবাদ করায় এক হাই স্কুলের হেড মাস্টারমশাই কে হুমকি দিচ্ছে সেই বিল্ডার আর পৌরসভা শীত ঘুম দিচ্ছে। কেনো পৌরসভা নিশ্চুপ।

22/11/2022

অভিযোগ শংকট তলায় পৌরসভার রাস্তা দখল করে, ঘিরে তুলে দেওয়া হলো প্রাচীর কিন্তু নোটিশ দেওয়ার পরও নিজেদের দখল হওয়া রাস্তা পরিমাপের জন্য পৌরসভা আসার সময় পাচ্ছে না কিন্তু কেনো?

13/11/2022

বাংলার আপাতত শেষ মহাপুরুষ আর তার অলৌকিক যাত্রা। যিনি ৭০ বছর বয়সে শুরু করেন কর্ম যোগ্য আর তার প্রতিফলনে আজও আলোকিত বিশ্ব। জানুন তার কথা - স্বামী প্রভুপাদ 🙏

08/11/2022

ওরা ওকে গণধর্ষণ করলো, ওর চোখ গুলোতে অ্যাসিড ঢাললো, কানে স্ক্রু ঢুকিয়ে দিল, আর বিয়ার বোতল দিয়ে ক্ষত বিক্ষত করে জীবন্ত নরক যন্ত্রণা দিলো, হাইকোর্ট নরপিশাচ গুলোকে ফাঁসি দিয়েছিল আর সুপ্রিম কোর্ট ওদের নির্দোষ বলে ছেড়ে দিলো, বাহ বিচার ব্যবস্থা বাহ।।

06/11/2022

বিষ্ণুপুরে শ্রীনিবাস আচার্য্য এর আবির্ভাব ও গুপ্ত বৃন্দাবন হিসেবে বিষ্ণুপুর কে গড়ে তোলার পিছনে তার ভূমিকা। কে ছিলেন এই শ্রীনিবাস আচার্য্য জানুন।
তথ্য: অধ্যাপক ড. চন্দন বাঙ্গাল।

আপনাদের ভালোবাসায় মাত্র দুমাসে ৬৫০০০ ভিউ 🙏 আপনাদের বিশ্বাস ও ভরসা আমাদের পাথেয় 🙏 নির্ভীক খবর, না আমরা ভীত, না আমরা বিক...
04/11/2022

আপনাদের ভালোবাসায় মাত্র দুমাসে ৬৫০০০ ভিউ 🙏 আপনাদের বিশ্বাস ও ভরসা আমাদের পাথেয় 🙏 নির্ভীক খবর, না আমরা ভীত, না আমরা বিক্রীত 🙏

02/11/2022

তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পৌরসভার অন্তর্দ্বন্দ্ব চরমে। দেখুন কারণ ও বিশ্লেষণ।।

18/10/2022

শ্যাম বাবুর জামিন পাওয়ার পরই বিষ্ণুপুরে লাগলো ফেস্টুন "King is Back". শ্যামবাবু কি সত্যিই King হতে চেয়েছিলেন? কারা কেনো বানাচ্ছে তাকে King? দেখুন ভিডিও।

17/10/2022

অবশেষে দীর্ঘ ৪২০ দিন পর জামিন পেলেন শ্যামবাবু। দেখুন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থান ও পতন এর কাহিনী।।

12/10/2022

বিষ্ণুপুরের ভুলে যাওয়া, একমাত্র পদ্মভূষণ প্রাপ্ত বিখ্যাত বৈজ্ঞানিক, যাকে বিষ্ণুপুর কখনোই কোন সন্মান জানালো না।

07/10/2022

ওরা গরীব খেটে খাওয়া, ওদের বাচ্চাদের জীবনের দামও নেই, তাই হয়ত এই রকম পুরো অন্ধকার, কাদা, মাটি জলের ওপর দিয়ে হাঁটতে বাধ্য ওরা, কেউ নেই ওদের হয়ে বলার। বিষ্ণুপুর মিউনসিপ্যালিটির ২ নম্বর ওয়ার্ডের কুমারী টকি থেকে শ্যাম বাঁধ সাওতাল, পাড়া, লোহার পাড়া যাওয়ার রাস্তা।
পুজোর সময় তো আগে মোরাম গোটা বিষ্ণুপুরে ফেলা হত, কেনো এই রাস্তায় ফেলে রোলার দিয়ে সমান করানো ত যেত, পাকা রাস্তা না বানালেও কম খরচে ইচ্ছে থাকলে করানো কিন্তু যায়।

27/09/2022

বিষ্ণুপুরের প্রথম সর্বজনীন দুর্গোৎসব যা হরিজনদের প্রথম দিয়েছিলো পূজোর অধিকার।
তথ্য সূত্র: বিষ্ণুপুরের গুণীজন লহ প্রণাম বই ও শিব শঙ্কর রানা মহাশয়।

22/09/2022

জানেন কি? বিশ্বের সর্ব প্রথম তাস বিষ্ণুপুরের দশ অবতার তাস। বিশ্বের সর্ব প্রথম প্রচলিত তাসের খেলা বিষ্ণুপুরের দশ অবতার তাস।

"ছোট বেলায় অনেকেই বলত, গরীবের ছেলের নাকি বড় স্বপ্ন দেখতে নেই, কিন্তু আমি দেখে ছিলাম, বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন,আজ ...
21/09/2022

"ছোট বেলায় অনেকেই বলত, গরীবের ছেলের নাকি বড় স্বপ্ন দেখতে নেই, কিন্তু আমি দেখে ছিলাম, বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন,আজ IIT তে চান্স ও পেয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি সত্যিই গরীবের ছেলের বড় স্বপ্ন দেখা উচিৎ নয় কারণ অনেক কষ্ট করে পড়াশুনা করেও আজ ৩৫০০০ /- টাকার জোগাড় করতে না পারায় IIT তে ভর্তি হতে পারছি না, জানি না কি হবে?? " ছোটন কর্মকার 🙏

আমরা কি পারি না, এই গরীব ভাইটার স্বপ্ন পূরণ করতে, এই ভাইটা ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষা পাস করেছে, ওর মত ট্যালেন্টেড ছেলে কি হারিয়ে যাবে 🙏

Chhotan Karmakar
Mobile Number: 9593807852
A/c No 0964010252119
IFSC PUNB0096420
Phonepe: 9800304224 Name: Subrata Dnaw

21/09/2022

চলে এলো দুনিয়ার প্রথম ফ্লাইং বা উড়ন্ত বাইক। দেখে নিন উড়ছে কেমন।

18/09/2022

মুখোমুখি সাক্ষাৎকার, বিষ্ণুপুরের বিশিষ্ট সমাজ কর্মী মুজিবর কাজী, যিনি ভবঘুরে যাযাবর, ইরানী বলে উপহিত শিশুদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে যুদ্ধ শুরু করেছেন, শুনুন তার লড়াই তার স্বপ্ন। আসুন আমরাও অনুপ্রাণিত হয়ে এনার সাথে এই লড়াই এ অংশ নিই।

"আমি এক যাযাবর" হা, যাযাবর দের নতুন জীবনের দিশারী সমাজ কর্মী মুজিবর কাজী বিষ্ণুপুর প্রথম বার দিলেন খোলাখুলি সাক্ষাৎকার, ...
18/09/2022

"আমি এক যাযাবর" হা, যাযাবর দের নতুন জীবনের দিশারী সমাজ কর্মী মুজিবর কাজী বিষ্ণুপুর প্রথম বার দিলেন খোলাখুলি সাক্ষাৎকার, জানালেন সমস্ত কিছু খোলাখুলি। তার প্রথম জীবনের স্ট্রাগল, কিভাবে পথ চলা শুরু আমরা করবো জয়ের, কি লক্ষ্য তার, দেখুন আজ সন্ধ্যেয় নির্ভীক খবরে।

18/09/2022

আজ শুরু মৃন্ময়ী মায়ের দুর্গাপুজো পুজো 🙏 জেনে নিন এই পুজোর পুঙ্খানপুঙ্খ।

Address

Bishnupur, Bankura
Bishnupur
722122

Telephone

+919635292141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirvik Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirvik Khabar:

Videos

Share

Nearby media companies



You may also like