বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব থেকে সরাসরি!
বিলোনিয়া হল চৌমুহনী, ব্লাড মাউথ ক্লাব থেকে সরাসরি!
হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর, নির্বাচনের প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত নিবাসের সামনে কার্যকর্তারা জয়ের আনন্দে মেতে উঠেন। তৎসঙ্গে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান।
রাজ্যের বিভিন্ন রেল স্টেশন গুলিতে মোবাইল মিসিং হয় সে মোবাইল গুলি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল সরকারি রেল পুলিশ এদিন এডি নগর স্থিত তাদের অফিসে। এই বিষয়ে বিস্তারিত জানান ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ জিআরপি সৌমেন সরকার।।
আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মায়েদের মুখে হাসি ফোটাতে প্রতিটি বিধানসভা এলাকায় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে মায়েদের হাতে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার নিজ এলাকা বরদোয়ালী কেন্দ্রে মায়েদের হাতে বস্ত্র তুলে দেন।
হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের পর, নির্বাচনের প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত নিবাসের সামনে কার্যকর্তারা জয়ের আনন্দে মেতে উঠেন। তৎসঙ্গে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান।
রাজ্যের বিভিন্ন রেল স্টেশন গুলিতে মোবাইল মিসিং হয় সে মোবাইল গুলি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল সরকারি রেল পুলিশ এদিন এডি নগর স্থিত তাদের অফিসে। এই বিষয়ে বিস্তারিত জানান ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিআরপি সৌমেন সরকার।
আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মায়েদের মুখে হাসি ফোটাতে প্রতিটি বিধানসভা এলাকায় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে মায়েদের হাতে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার নিজ এলাকা বরদোয়ালী কেন্দ্রে মায়েদের হাতে বস্ত্র তুলে দেন।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের এন.এস.এস ইউনিটির উদ্যোগে মঙ্গলবার এন.এস.এস শিবিরের ষষ্ঠ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কাউন্সিলর প্রদীপ চন্দ, লতা নাথ,বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য
সহ আরো অনেকে।
স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ৩৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গরিব দুঃস্থদের মধ্যে প্রচুর বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যী সহ অন্যান্যরা।।
প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলি আক্রমণের আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বামপন্থীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।
আগরতলায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।।
দুর্গোৎসব উপলক্ষে স্বাস্থ্য শিবির ও বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত! আগরতলার রামঠাকুর পাঠশালা ও কামিনী কুমার বিদ্যালয়ে।।
অল ত্রিপুরা রেগা এমপ্লয় ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ATMEWA) এর পক্ষ থেকে রেগা কর্মচারীদের 5% বেতন ভাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিত ত্রিপুরা রাজ্যে সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।