Tripura current news.

Tripura current news. This is a Social News Channel.

05/10/2024

শান্তিরবাজার দেবীপুর বাজারে প্রত্যেকদিন দিনে তীর খেলার মতো জোয়া আর সন্ধ্যা ঘনিয়ে আসলে মদের আসর বসে। খবর নিয়ে জানা গেছে ওই এলাকার শাসক দলের একজন সক্রিয় কর্মী খুলাখুলি ভাবে বাংলা মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অথচ শান্তিরবাজার আরক্ষা দপ্তর সব কিছু জেনেও নীরব দর্শকের মতো ভূমিকা চালিয়ে যাচ্ছে। যেখানে বর্তমান সরকার নেশা বিরুধী ভাষণ দিচ্ছে আর এই সরকারেরই কিছু সক্রিয় কর্মী খুলাখুলি ভাবে মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

রাজ্যে বিমান টিকিটের চড়া দামের বিষয়টি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায় সেই  দাবি বিধানসভ...
05/09/2024

রাজ্যে বিমান টিকিটের চড়া দামের বিষয়টি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায় সেই দাবি বিধানসভায় জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

১৪ দিন অতিক্রান্ত হয়েছে, এখনো উদ্ধার করা হয়নি জুলাইবাড়ি কুয়াইফাং এলাকার বীরমোহন ত্রিপুরার মৃতদেহ।  বীরমোহন ত্রিপুরার মৃত...
04/09/2024

১৪ দিন অতিক্রান্ত হয়েছে, এখনো উদ্ধার করা হয়নি জুলাইবাড়ি কুয়াইফাং এলাকার বীরমোহন ত্রিপুরার মৃতদেহ। বীরমোহন ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করার কাজে হাত দিয়েছেন করবুক প্রেস ক্লাব এবং খুমূলুঙ প্রেস ক্লাবের সাংবাদিকরা।

Tripura Chief Minister Announced An amount of Rs 2.0 crore from Chief Minister’s Relief fund will also be utilised for p...
26/08/2024

Tripura Chief Minister Announced An amount of Rs 2.0 crore from Chief Minister’s Relief fund will also be utilised for providing relief to people affected by the floods in different parts of the State.

20/08/2024

জলমগ্ন পুরো বিলোনিয়া শহর

20/08/2024

মাঠির নিচে চাপা পরে অকাল মৃত্যু হলো তরতাজা তিনটি প্রাণ। তাদের নাম হলো ত্রিশঙ্কর চাকমা, তার স্ত্রী রঞ্জনী চাকমা ও তার ছোট মেয়ে। ঘটনা শান্তির বাজারের অন্তর্গত দেবীপুর গ্রামের কচ্চপ ছড়া চাকমা পাড়াতে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে মাঠি ধছ নামে অনুমানিক ভোর দুইটা বা তিনটা নাগাদ। অনেক সময় ধরে মাঠি কুড়ে প্রায় চার ঘন্টার পর শব দেহ তিনটি মাঠির নিচে থেকে পাওয়া যায়।

প্রবল বৃষ্টির কারনে মাঠি চাপা পরে একই পরিবারের তরতাজা তিনটি প্রাণ চলে গেল। ঘটনা শান্তিরবাজার অন্তর্গত দেবীপুর কচ্ছপ ছড়া ...
20/08/2024

প্রবল বৃষ্টির কারনে মাঠি চাপা পরে একই পরিবারের তরতাজা তিনটি প্রাণ চলে গেল। ঘটনা শান্তিরবাজার অন্তর্গত দেবীপুর কচ্ছপ ছড়া চাকমা পাড়াতে।

20/08/2024

জলমগ্ন গোটা শান্তিরবাজার শহর এলাকা।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আজ এবং আগামীকালের পরীক্ষা স্থগিত ঘোষণা।
20/08/2024

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আজ এবং আগামীকালের পরীক্ষা স্থগিত ঘোষণা।

18/08/2024
18/08/2024

আমরা সকলেই স্মার্ট মোবাইল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি যেই মোবাইল আমি বা আমরা ব্যবহার করছি তার রেডিয়েসন কত? মোবাইলের রেডিয়েসন কতো হলে কম ক্ষতিকারক হবে? আসুন জানি.... মোবাইলের রেডিয়েসন বা SAR যদি 1.6 w/kg এর কম হয় তাহলে বুঝতে হবে আমার বা আপনার মোবাইল কিছুটা নিরাপদ আছে। তবে তা বুঝবেন কিভাবে? তারজন্য সর্ব প্রথম মোবাইলের * #07 # টিপলে আপনার মোবাইলের SAR rate দেখাবে।

17/08/2024

শনিবার সাত সকালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নার্সিং ইনস্টিটিউট এর নিউট্রিশিয়ান ল্যাব। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনী এলাকায়। জানা গেছে গত তিনদিন ধরে এই ইনস্টিটিউট বন্ধ থাকার কারণে নাইটগার্ড ছাড়া অন্য কেউ ছিলনা। শনিবার সকালে এক নাইট গার্ড বাথরুমে গিয়ে কিছু একটা পুরা গন্ধ পেয়ে ভেতরে গিয়ে দেখতে পান লেবের সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই নাইটগার্ড খবর দেয় স্থানীয় এলাকাবাসীদের সহ বিশাল অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু ততক্ষণে লেভের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিল্ডিং এর আশেপাশের এলাকায়।

17/08/2024

বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন, হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ, হত্যা, তাদের সম্পত্তি লুণ্ঠন বাড়িঘর আগুনে জ্বালিয়ে ধ্বংস করা, মন্দিরে অগ্নি সংযোগ ইত্যাদি বর্বরোচিত আক্রমনের প্রতিবাদ জানিয়ে শুক্রবার ফটিকরায় হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা।

15/08/2024

সাবরুম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে প্রায় ১৭ জন ছাত্র-ছাত্রী অসুস্থ। বর্তমানে তাদের চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে।

15/08/2024

পাকিস্তান কি দ্বিতীয় বাংলাদেশ হতে যাচ্ছে? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিকে কেন্দ্র করে সেই দেশের ছাত্ররা মাঠে আন্দোলন করছে। যে কৌশল অবলম্বন করে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে পতন করা হয়েছিল সেই একই কৌশলে পাকিস্তানেও শুরু হয়েছে অগ্নিগর্ব পরিস্থিতি। সেনাবাহিনী দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চলছে।

15/08/2024

বাংলাদেশ থেকে ভারতের বাজারে ইলিশ মাছ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ সরকার।

১৪০ কোটির অধিক জনসংখ্যার দেশে ইলিশ রপ্তানি বন্ধে বৎসরে প্রায় ১৪২ কোটি টাকার(বাংলাদেশী টাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ।

13/08/2024

এক তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদ জানাতে আজ সন্ধ্যা কলকাতার রাজপথে চিকিৎসকদের মিছিল

13/08/2024

আগুনে পুড়ে ছাই হল উদয়পুর মহারানী বিধানসভার কৃষ্ণভক্ত এসবি স্কুল। খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরে একটি গাড়ি ছুটে গেলেও রাস্তা খারাপের জন্য সময় মত গাড়ি যেতে না যাওয়ার ফলে স্কুল পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার বিধায়ক অভিষেক দেবরায় ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শনে যান।

13/08/2024

শাসকদল ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে না জেতায় নিজেরাই নিজেদের উপর আক্রমন করছে। ঘটনা গৌরনগরে।

10/08/2024

ভারতীয় পণ্য দোকানে না রাখার জন্য এবং বিক্রি না করার জন্য দোকানে দোকানে ভারতীয় পন্যের তালিকা প্রত্যেক দোকানদারের হাতে তোলে দেওয়া হচ্ছে।

10/08/2024

গতকাল তিস্তার পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রে কৈলাশহর নগর আরডি ব্লকের অধীনস্থ কাউলিকুড়া বৈদ্যনাথ স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে কংগ্রেসকে যে সাইট দেওয়া হয়েছিল সেই সাইট হঠাৎ করে শাসক দল দখল করে নিয়েছে এমন খবরে শুক্রবার আচমকা উত্তপ্ত হয়ে উঠে কৈলাশহরের স্থানীয় এলাকা। এর পরিপ্রেক্ষিতে রাতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ চলে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জেলা শাসক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন।

আজ সকাল আনুমানিক সকাল ১১ টা সময় দুটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী ঘটনা উদয়পুর অমরপুর সড়কের গান্ধা...
09/08/2024

আজ সকাল আনুমানিক সকাল ১১ টা সময় দুটি বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী ঘটনা উদয়পুর অমরপুর সড়কের গান্ধারিতে।

ভাঙচুর ও তাণ্ডবের তীব্র নিন্দা করল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
09/08/2024

ভাঙচুর ও তাণ্ডবের তীব্র নিন্দা করল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

Address

Belonia
799144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura current news. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Belonia

Show All