21/09/2022
আজ পবিত্র আখেরী চাহার শোম্বা। যার বাংলা অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার।
সিরাতের কিতাবের মধ্যে এসেছে যে, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্থতা লাভ করেছিলেন। সাহাবায়ে কেরামগণ এই কারণে এতটাই খুশি হয়েছিলেন যে, কেউ কেউ দান সদকা করেছিলেন, কেউ গোলাম আযাদ, কেউ কোরবানী করেছিলেন।
শরীয়তের পরিভাষায় হয়তো এই দিনের তেমন ফজিলত বর্ণিত হয়নি। কিন্তু এই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে স্মরণ করাকে যুগে যুগে নবীজির আশেকগণ মর্যাদাপূর্ণ হিসেবেই মনে করেছেন।
সুতরাং কেউ চাইলে দান-সদকা করতে পারেন। এতিমদের খাওয়াতে পারেন, বেশি বেশি দূরুদ শরীফ পাঠ করতে পারেন, কুরআন তেলাওয়াত করতে পারেন।