02/08/2022
বাংলা সাহিত্যের ছদ্মনাম, নামান্তর ও উপাধি
১.অক্ষয়চন্দ্র সরকার- কমলাকান্ত, শ্রীঅ, শ্রীহ.য.ব.র. ল
২. স্বপনবুড়ো - অখিল নিয়োগী
৩.রানীদেবী, অনুপমা দেবী - অনুরূপা দেবী
৪.রসুল আলি - অবনীন্দ্রনাথ ঠাকুর
৫. লীলাময় রায় - অন্নদাশঙ্কর রায়
৬. ভাঁড়ুদত্ত, রসরাজ, An actor - অমৃতলাল বসু
৭. শংকর উপাধ্যায়, শ্রীবাসব - আশুতোষ মুখোপাধ্যায়
৮.অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী,দিকশূন্য ভট্টাচার্য, ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকুর
৯.বিদ্রোহী কবি-কাজী নজরুল ইসলাম
১০.টেঁকচাঁদ ঠাকুর – প্যারীচাঁদ মিত্র
১১.'R', র.ল.ব- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১২.হুতোম পেঁচা – কালিপ্রসন্ন সিংহ
১৩.বনফুল, লীলাবন – বলাইচাঁদ মুখোপাধ্যায়
১৪মৌমাছি – বিমল ঘোষ
১৫. পত্রনবীশ- রমাপদ চৌধুরী
১৬.R.C.D, এ. হিন্দু- রমেশচন্দ্র দত্ত
১৭.গাজী মিয়া – মীর মশাররফ হোসেন
১৮.কায়কোবাদ – কাজেম আল কোরায়েশী
১৯জরাসন্দ – চারুচন্দ্র মুখোপাধ্যায়
২০.রা. কৃ, কমলাকান্ত- রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
২১.বানভট্ট – নীহাররঞ্জন গুপ্ত
২২.নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় – সুনীল গঙ্গোপাধ্যায়
২৩.অভিনব গুপ্ত, নীহারিকা দেবী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত
২৪.কৃত্তিবাস ওঝা, সব্যসাচী, সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার
২৫.কৃষ্ণসুন্দর, দ, ডমরুধর, D, পীরু- রামানন্দ চট্টোপাধ্যায়
২৬.কালকূট – সমরেশ বসু
২৭.পরশুরাম – রাজশেখর বসু
২৮.প্রসন্নকুমার ঠাকুর, রাম দাস, শিবপ্রসাদ শর্মা, সারস্বত শর্মা - রামমোহন রায়
২৯.বীরবল – প্রমথ চৌধুরী
৩০.বড়ু চন্ডীদাস – অনন্ত বড়ু
৩১.সুনন্দ – নারায়ন গঙ্গোপাধ্যায়
৩২.দৃষ্টিহীন – মধুসূদন মজুমদার
৩৩.অবধূত – কালীকানন্দ
৩৪.যাযাবর, পথচারী – বিনয় মুখোপাধ্যায়
৩৫.ছান্দসিক কবি – আব্দুল কাদির
৩৬.দিবাকর শর্মা, রাবেয়া খাতুন- রবীন্দ্রনাথ মৈত্র
৩৭.মহাকবি – আলাওল
৩৮.শ্যামল রায়-- বিষ্ণু দে
৩৯.সাহিত্য বিশারদ- আব্দুল করিম
৪০. সুমিত্রা দেবী-- মহাশ্বেতা দেবী
৪১.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বর গুপ্ত
৪২.বিদ্যাসাগর – ঈশ্বরচন্দ্র
৪২.স্বভাব কবি- গোবিন্দ দাস
৪৪.শংকর- মনিশংকর মুখোপাধ্যায়
৪১.অরূপ, বিরুপাক্ষ -- বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র
৪২. কালপেঁচা, শ্রীবৎস-- বিনয় ঘোষ
৪৩.ব.ভ.ম, কশ্চিৎ পৌঢ়- বিভূতিভূষণ মুখোপাধ্যায়
৪৪.অভিনন্দ, বিদুর, হর্ষদেব-- বিমল কর
৪৫.দাদাভাই, বানভট্ট, --নীহাররঞ্জন গুপ্ত
৪৬.কবিকঙ্কণ-- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৪৭.এককলমি, পরাশর শর্মা -- পরিমল গোস্বামী
৪৮.পাঁচু ঠাকুর- পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
৪৯.মানিক বন্দ্যোপাধ্যায়- প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৫০.জানোয়ারমোহনশর্মা, রাধামনি দেবী, শ্রীমতী ব্রজবালা দেবী--- প্রভাতকুমার মুখোপাধ্যায়
৫১.কীত্তনীয়া- প্রবোধকুমার সান্যাল
৫২.কাব্য সুধাকর – গোলাম মোস্তফা
৫৩.পল্লী কবি – জসীম উদ্দিন
৫৪.ভাষা বিজ্ঞানী- ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ
৫৫.সাহিত্যরত্ন – নজিবর রহমান
৫৬.সাহিত্য সম্রাট- বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
৫৬.মুসলিম রেনেসাঁর কবি – ফররুখ আহমদ
৫৭.ভোরের পাখি – বিহারীলাল চক্রবর্তী
৫৮.সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী- নূরন্নেসা খাতুন
৫৯.পদাবলীর কবি- বিদ্যাপতি
৬০.মার্কসবাদী কবি- বিষ্ণু দে
৬১.রায় গুনাকর – ভারতচন্দ্র
৬২.মাইকেল- মধুসূদন দত্ত
৬৩.গুণরাজ খান – মালাধর বসু
৬৪.মুকুন্দরাম – কবিকঙ্কন
৬৫.চারণ কবি – মুকুন্দ দাস
৬৬.দৃষ্টিহীন- মধুসূদন মজুমদার
৬৭.সত্য সুন্দর দাস- মোহিত লাল মজুমদার
৬৮.শান্তিপুরের কবি – মোজাম্মেল হক
৬৯.দুঃখবাদের কবি – যতীন্দ্রনাথ বাগচী
৭০.তর্করত্ন – রামনারায়ণ
৭১.অপরাজেয় কথাশিল্পী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭২.সাহিত্য বিশারদ, রত্নকর – শেখ ফজলুল করিম
৭৩.কবিন্দ্র পরমেশ্বর – শ্রীকর নন্দী
৭৪.নাগরিক কবি – সমর সেন
৭৫.ছন্দের যাদুকর -সত্যেন্দ্রনাথ দত্ত
৭৬.ক্লাসিক কবি – সুধীন্দ্রনাথ দত্ত
৭৭.কিশোর কবি – সুকান্ত ভট্টাচার্য
৭৮.পদাতিকের কবি – সুভাষ মুখোপাধ্যায়
৭৯.বাংলার মিল্টন – হেমচন্দ্র
৮০.রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পাণ্ডুলিপির কবি ---জীবনানন্দ দাশ।
৮১.অমিত রায়, কমলাকান্ত শর্মা, প্র.না. বি, হাতুড়ি, স্কট টমসন-- প্রমথনাথ বিশী
৮২. বীরবল, প্র. চৌ-- প্রমথনাথ চৌধুরী
৮৩.অ.আ.ই, অভিমুন্য, ইন্দ্রসেন, বিদ্যাসুন্দর, ক.খ. গ, শ্রীধর-- প্রাণতোষ ঘটক
৮৪. কৃত্তিবাস ভদ্র-- প্রেমেন্দ্র মিত্র
৮৫. বালিকা-- প্রিমম্বদা দেবী
৮৬.ইন্দ্রনীল, উত্তম পুরুষ, হিরণ্য প্রিয়-- সন্তোষকুমার ঘোষ
৮৭.চক্রপাণি উকীল-- সরোজকুমার রায়চৌধুরী
৮৮.বিশ্বকর্মা -- সুধীন্দ্রনাথ দত্ত
৮৯. খোগলাচন্দ্র বন্দীয়ান, শ্রীরসিক মল্লিক-- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯০.জ্যোৎস্না রায় -- জ্যোতিরিন্দ্র নন্দী
৯১.শ্যাম রায়- সুকুমার রায়
৯২.চন্দ্রহাস-- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৯৩. M.L.L, মন্মথলাল ঘোষ, M.L.G-- শিশিরকুমার ঘোষ
৯৪.প্র.না. ব-- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৯৫.কলমগীর, অশীতিপর শর্মা, নবকুমার কবিরত্ন, সলিলোল্লাস সাঁৎরা-- সত্যেন্দ্রনাথ দত্ত
৯৬. পঞ্চমুখ-- শক্তিপদ রাজগুরু
৯৭.রূপচাঁদ পক্ষী - শক্তি চট্টোপাধ্যায়
৯৮.অনিলা দেবী, অনুপমা দেবী, অপরাজিতা দেবী, পরশুরাম, শ্রীচট্টোপাধ্যায়, শ্রী শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় -- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯.হাবুশর্মা-- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১০০.সুলতানা চৌধুরী -- কবিতা সিংহ
সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পেইজটি ফলো করুন।