Manifest Bangla TV

Manifest Bangla TV নেতাদের মতন সত্যকে Ignore না করে ! পেজ টিকে লাইক ও শেয়ার করুন !

04/06/2024

পার হাসনাবাদ , রাখালতলা বিজিপি পার্টি অফিসে আগুন !
বসিরহাট লোক সভা !
সময় - বেলা ১২ঃ৩০ তারিখ - ০৪/০৬/২০২৪

27/05/2024

হাসনাবাদ নদীর অবস্থা....

হাসনাবাদ লেবুখালী রোডের বিভিন্ন জায়গায় রাস্তার উপর ও বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ। উপড়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি...
27/05/2024

হাসনাবাদ লেবুখালী রোডের বিভিন্ন জায়গায় রাস্তার উপর ও বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ। উপড়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি।
গতকাল রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে গোটা হিঙ্গলগঞ্জ জুড়ে।

26/05/2024

ঝড়ের পূর্বভাস হাসনাবাদ থাকে সরাসরি,

03/09/2023

DURAND CUP 2023 CHAMPIONS MOHUN BAGAN 💚❤️

এস এফ আই সর্বভারতীয় জাঠা মালদহ হয়ে মুর্শিদাবাদ পেরিয়ে নদীয়ায়।
27/08/2022

এস এফ আই সর্বভারতীয় জাঠা মালদহ হয়ে মুর্শিদাবাদ পেরিয়ে নদীয়ায়।

মহিলাদের জন্য আপের সুরক্ষা, সন্মান, স্বনির্ভরতা  তথা সমানাধিকারের বার্তা গ্রাম বাংলার নারীকেও আকৃষ্ট করছে। রাজনৈতিক সচেত...
27/08/2022

মহিলাদের জন্য আপের সুরক্ষা, সন্মান, স্বনির্ভরতা তথা সমানাধিকারের বার্তা গ্রাম বাংলার নারীকেও আকৃষ্ট করছে। রাজনৈতিক সচেতনতাকে হাতিয়ার করে প্রসার ঘটছে আপ মহিলা শক্তির।
আম আদমী পার্টির দক্ষিণ দিনাজপুর জেলার শাখায় যুক্ত হলেন বহু মহিলা কর্মী।

"স্বচ্ছ রাজনীতি কাজের রাজনীতি উন্নত জীবন"এই ঢাক কে সামনে রেখে গতকাল খড়দহ বিধানসভার বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতে 'আপ'-এর ...
27/08/2022

"স্বচ্ছ রাজনীতি কাজের রাজনীতি উন্নত জীবন"
এই ঢাক কে সামনে রেখে
গতকাল খড়দহ বিধানসভার বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতে 'আপ'-এর জনসংযোগ অভিযানের কিছু মুহূর্ত।


Offered tribute to my father, former Prime Minister Shri Rajiv Gandhi at Vir Bhumi, on the occasion of his 78th birth an...
20/08/2022

Offered tribute to my father, former Prime Minister Shri Rajiv Gandhi at Vir Bhumi, on the occasion of his 78th birth anniversary.

নিরপেক্ষ তদন্তকারী সংস্থা ED ও CIB“ দ্বিচারিতার এবং বিমাতৃসুলভ আচরণ “ এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ তৃনমুলের !
20/08/2022

নিরপেক্ষ তদন্তকারী সংস্থা ED ও CIB
“ দ্বিচারিতার এবং বিমাতৃসুলভ আচরণ “
এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ তৃনমুলের !

কোচবিহারে এস পি অফিসে শান্তিপূর্ণ বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত আক্রমণ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকল...
20/08/2022

কোচবিহারে এস পি অফিসে শান্তিপূর্ণ বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচীতে পুলিশের বর্বরোচিত আক্রমণ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, নারীদের উপর নিগ্রহ এবং ৪ জন ছাত্রী সহ ১৩ জনকে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা সহ ১০ দিন জেল হেফাজতে রাখার প্রতিবাদে আজ কোলকাতায় AIDSO'র আহবানে "ধিক্কার দিবস" কর্মসূচি পালিত হয়। ধিক্কার দিবসের সমর্থনে লেক মার্কেট থেকে হাজরা মিছিল ও হাজরা মোড়ে বিক্ষোভ সভার কিছু চিত্র।

অখিলেশের শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন ॥
20/08/2022

অখিলেশের শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন ॥

"টর্নেটো ঝড়" সন্দেশখালি এলাকায় বেশ কিছু বাড়িঘর ব্যাপক ক্ষয়-ক্ষতি হলো   #সন্দেশখালি  © Alinur Mandal
20/08/2022

"টর্নেটো ঝড়"
সন্দেশখালি এলাকায় বেশ কিছু বাড়িঘর ব্যাপক ক্ষয়-ক্ষতি হলো
#সন্দেশখালি

© Alinur Mandal

09/08/2022

ছবি আঁকা প্রতিযোগিতায় পাঁচবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শোভন রানা এঁকেছে এই ছবি টি...

লাল গোলাপের কুঁড়ি গুলো একদিন ফুটবেই... তাকে আটকে রাখে সাধ্যি কার...

দাসপুর , পশ্চিম মেদিনীপুর

Congratulations 👏to all our winners and the participants of CWG 2022. We are so proud of you. Jai Hind 🇮🇳👏
09/08/2022

Congratulations 👏
to all our winners and the participants of CWG 2022. We are so proud of you. Jai Hind 🇮🇳👏

05/08/2022

হাসনাবাদ লোকালে ধুন্ধুমার - মারামারি কান্ড !

  7th pay commission update: বড় খবর দিতে চলেছে কেন্দ্র, অগাস্টেই DA পাবেন সরকারি কর্মীরা ! আরও জানুন - কেন্দ্র সরকার অগ...
02/08/2022



7th pay commission update: বড় খবর দিতে চলেছে কেন্দ্র, অগাস্টেই DA পাবেন সরকারি কর্মীরা !
আরও জানুন -

কেন্দ্র সরকার অগাস্টে কেন্দ্রীয় কর্মচারীদের একটা বড় সুখবর দিতে চলেছে। আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের DA-তে বড় হাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে তাদের বকেয়াও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এভাবে সরকার কর্মচারীদের ডবল তোফা দিতে পারে অগাস্টেই। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বাড়ানো নিয়ে লম্বা সময় থেকে একটা টানাপোড়েন চলছিল। এই পরিস্থিতিতে অগাস্টে সরকার ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করতে পারে। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে পরিষ্কার করে কোন রকম বয়ান আসেনি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর এ মাসেই হতে চলেছে অপেক্ষার অবসান। এ বছর মার্চে বেড়েছিল ডিএ। সরকার কর্মচারীদের দিয়ে এ বছর মার্চে বাড়িয়েছিল ডিএ। তখন ডিএ ৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল। যদিও কেন্দ্রীয় কর্মচারীদের ৩৪ শতাংশ দিয়ে বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে এবং সেটিই এ মাসে পেতে পারেন তারা। বিয়ে কর্মচারীদের সেলারি স্ট্রাকচারের অংশ সরকার মূল্য বৃদ্ধির দলের হিসেবে দিয়ে ঠিক করে যাতে কর্মচারীদের লাইফস্টাইল প্রভাবিত না হয় , কেন কেন্দ্রীয় কর্মচার লম্বা সময় থেকে আঠারো মাসের বকেয়াডিয়ের দাবি করছেন কবিরের কারণে সরকার কর্মচারীদের জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত ডিএ হোল্ড করে দিয়েছে। কর্মচারীরা লাগাতার নিজেদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

খবরের কথা যদি আমরা মেনে নিই তাহলে সরকার আগামী মাসে বকেয়া দিয়ে দিতে পারে ১১ শতাংশ দিয়ে জুড়ে সেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির কারণে সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ-র বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। মূল্যবৃদ্ধি লাগাতার ঘটতে থাকায় বেশ কিছু মাস থেকে রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান থেকে বেড়ে গিয়েছে। আরবিআই মূল্যবৃদ্ধির দেওয়ার মানক দুই থেকে ছয় শতাংশ নির্ধারিত করে যেখানে ক্ষুদ্র মূল্য বৃদ্ধি ০১ শতাংশ হয়ে গিয়েছে।

কত হতে পারে লাভ? এআইসিপিআই এর অনুমান অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের ডিএতে চার থেকে পাঁচ শতাংশ লাভ হতে পারে। যদি ৪ শতাংশ বৃদ্ধি হয় তাহলে ৩৮ শতাংশ হয়ে যাবে। যদি সরকার দিয়েছে ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের স্যালারিতে জোরদার বৃদ্ধি হবে।

অধিকতম বেসিক স্যালারি ৫৬ হাজার ৯০০ টাকার হিসেবে ৩৪% দিয়ে উনিশ হাজার ৩৪৬ টাকা হয়, যদি চার শতাংশ বাড়ে তাহলে ৩৮ শতাংশ ২১ হাজার ৬২২ টাকা হয়ে যায়। অর্থাৎ স্যালারিতে ২২৭৬ টাকা প্রতি মাসে বেড়ে যাবে।

Al-Qaeda Chief Al-Zawahiri- আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি নিহত আমেরিকার ড্রোন হানায়! - “বাইডেন”৯/১১ হামলার অন্যতম চক্রী ত...
02/08/2022

Al-Qaeda Chief Al-Zawahiri
- আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি নিহত আমেরিকার ড্রোন হানায়!
- “বাইডেন”

৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি নিহত। জওয়াহিরি নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন।

কাবুলে আমেরিকার ড্রোন হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রধানের নিহত হওয়ার খবর জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

টুইট করে বাইডেন লিখেছেন, শনিবার কাবুলে মানব-বিহীন বিমান হামলা চালায় আমেরিকা। ওই হামলাতেই মৃত্যু হয়েছে আল কায়দা প্রধানের। লিখেছেন, ‘কত দেরি হল, সেটা বড় কথা নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতেও ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।’’

Address

Basirhat
743411

Telephone

+918001376797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manifest Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manifest Bangla TV:

Videos

Share