29/06/2024
ছেলে ধরা সন্দেহে গণধোলাই নয় উল্টোপূরণ। উপযুক্ত নথি পেয়ে গ্রামবাসীরা পরিবারের হাতে তুলে দিল যুবককে। পাশাপাশি ছেলে ধরা গুজবে কান দেবেন না সচেতনতার বার্তা এবার খোদ গ্রামবাসীদের। শুক্রবার সন্ধ্যে বেলা থেকে গভীর রাত পর্যন্ত ছেলেধরা সন্দেহে আটকে রাখা হয় ওই যুবককে। কিন্তু গুজবে কান নয়, গণধোলাই নয় এবার উল্টো চিত্র দেখল বসিরহাটের মাটিয়ার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পশুপতি মড় এলাকায়।
বছর ২৫ এর এক যুবক সন্ধ্যাবেলা থেকে ওই জায়গায় একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় এলাকার কিছু যুবকের সন্দেহ হয়। তারপরে এই খবর চাউর হতে পাাসেই বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড দীঘির পাড়ের বাসিন্দারা জড়ো হতে শুরু করে। এলাকায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয় কিন্তু এলাকার কিছু যুবক তাঁকে একটা জায়গায় আটকে রেখে রীতিমতো জেরা শুরু করে এবং তার নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করে। অনেকে ছেলে ধরা সন্দেহে তাঁকে মারার চেষ্টা করলে রীতিমতো আটকে দেওয়া হয়। ওই যুবকরা তার নির্দিষ্ট নাম, পরিচয় বলেন তার বাড়ি বসিরহাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমোহিনী এলাকায়। তারপর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে উপযুক্ত নথিপত্র দেখায়। তারপর এলাকাবাসীরা ওই যুবককে পরিবার হাতে তুলে দেন।
তাঁদের বক্তব্য, যেভাবে ছেলে ধরার গুজব চলছে। আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ এমনকি এর জন্য নিরীহ মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সেই পথে না হেঁটে নিজেরাই তদন্ত করে যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি। এভাবে সাধারণ মানুষ যদি সবাই এগিয়ে আসে তাহলে অনেকেই রেহাই পাবে। আমরা চাই এইভাবে সচেতনতার বার্তার মধ্য দিয়ে সাধারণ মানুষ গুজবে যাতে কান না দেয়।
| Kolkata TV digital |